![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।
বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি ঐতিহাসিক সম্পর্ক, মুক্তিযুদ্ধের পূর্বে , মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীতে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত, বাংলাদেশের সাথে কূটনৈতিকভাবে সম্পর্ক বজায় রেখেছে এবং প্রভাবান্বিত করেছে। আর তাই বাংলাদেশ ভারত সম্পর্ক আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়। এ নিয়ে ধারাবাহিক পর্যালোচনার তৃতীয় পর্ব প্রকাশ করছি, লেখাটা নিয়েছি তীঁরন্দাজ কালপুরুষ এর এই নোট থেকে।
====================================================
দীর্ঘচেষ্টার পরে অবশেষে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে দখল নিতে যাচ্ছে ভারত। বাংলাদেশের জনগণ গ্যাসের কোন হিস্যাই ভারতকে দিতে না চাইলেও আওয়ামী লীগ সরকার যে কোন উপায়ে ভারতকে গ্যাস দেয়ার কাজটি সম্পন্ন করতে চায়। আর রাজনীতির ডামাডোলের মধ্যে সরকার নিজের মেয়াদের শেষে এসে সেই কাজটি করছে জনগনের ইচ্ছার বিপরীতে দাঁড়িয়ে।
বাংলাদেশের অগভীর সমুদ্রের দুটি ব্লকের তেল-গ্যাস অনুসন্ধানের অনুমতি পেতে যাচ্ছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন-ওএনজিসি। সেই সাথে অতিরিক্ত হিসেবে সাগরে আবিস্কৃত বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র কুতুবদিয়াও পাচ্ছে প্রতিষ্ঠানটি। জানা গেছে সেপ্টেম্বরে ওই দুটি ব্লকের উৎপাদন বণ্টন চুক্তি হতে পারে। তবে চলতি মাসেই এ ব্যাপারে প্রাথমিক সমঝোতা হতে পারে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দরপত্রে অংশ নেয়া একমাত্র কোম্পানি হিসেবে সাগরের এসএস-০৪ ও এসএস-০৯ ব্লকে অনুসন্ধান চালানোর এই অনুমোদন পেতে যাচ্ছে ভারত। ১৯৭৭ সালে আবিস্কৃত কুতুবদিয়া গ্যাসক্ষেত্রে ৪৫ দশমিক ৫ বিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস রয়েছে। অদৃশ্য কারনে ‘বিশেষ প্যাকেজের’ আওতায় এই গ্যাসক্ষেত্রটির দায়িত্বও ওএনজিসিকে দেয়া হচ্ছে। সমস্ত বিশ্বকে অন্ধকারে রেখে এ কাজটি কেন করা হচ্ছে তা কখনই সরকার বা বিরোধী দল জনগনকে জানতে দেয় নাই।
এদিকে সরকার সমর্থক বিডিনিউজ ২৪ ডট কম জানিয়েছে, এসএস-০৪ ব্লকে ২ হাজার ৭০০ বর্গকিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ও ২০০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে ওএনজিসি। দুটি অনুসন্ধান কূপ খননসহ এ প্রকল্পে তারা ৫ কোটি ৮০ লাখ ডলারের প্রস্তাব দিয়েছে।
আর এসএস-০৯ ব্লকে ২ হাজার ৮৫০ বর্গকিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ও ৩০০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হবে। তিনটি অনুসন্ধান কূপ খননসহ এ কাজে সাড়ে ৮ কোটি ডলার ব্যয় করবে ওএনজিসি। প্রতিটি ক্ষেত্রেই চুক্তি হবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সকে ১০ শতাংশ অংশীদারিত্ব দেয়ার শর্তে। ৪ হাজার ৪৬৩ বর্গ কিলোমিটার থেকে ৭ হাজার ৬৯২ কিলোমিটার আয়তনের দুটি ব্লকে সাগরের গভীরতা ৩ থেকে ২০০ মিটার পর্যন্ত।
ওএনজিসি ভারতের পশ্চিমবঙ্গে তেল গ্যাস অনুসন্ধানে তেমন সাফল্য না পেলেও পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ভাল কাজ দেখিয়েছে তারা। বাংলাদেশে অগভীর সাগরে গ্যাস পেলে বিদ্যুৎ, সার ও পেট্রোকেমিক্যাল কারখানা স্থাপনের জন্য বিনিয়োগ করার কথাও ভাবছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ব্লকগুলো বাদ রেখে সাগরের ১২টি ব্লক ইজারা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর সরকার সম্প্রতি অগভীর সমুদ্রে নয়টি ব্লকের জন্য দরপত্র ডাকে। পিএসসি সই করার মাধ্যমে শিগগিরই এসব ব্লকে কাজ শুরু করতে চায় পেট্রোবাংলা।
তথ্যসুত্রঃ
Click This Link
http://www.sheikhnews.com/2013/08/09/oilgas/
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১
ননদালীনাজ বলেছেন: অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা - মেজর জলিলের আশংকাটা সর্বাংশে সত্যি হতে খুব বেশিদূর বাকী রাখছেনা এই আওয়ামী সরকার।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
ব্যাড বয়েজ বলেছেন: অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা ... কথাটা জাতি হাড়ে হাড়ে টের পাইতেছে ...
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
শিপন মোল্লা বলেছেন: আওয়ামীলীগের হাতে কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম নিরাপদ নয়। আর ৫ বছর এ দেশের ক্ষমতায় থাকলে ভারতের অঙ্গরাজে পরিনিতি হবে আর হাসিনা হয়ে আজীবনের জন্যে এ বাংলার মুখ্যমন্ত্রী।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২
আমি ভূমিপুত্র বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯
মনিরা সুলতানা বলেছেন: যাক ভারত এর প্রয়োজনীয় গ্যাস সমস্যার সমাধান হতে চলল
![:(](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_15.gif)
এত দিন পর ...
নিজের বুঝ পাগলে ও বোঝে সুধু আমরা বাঙ্গালীরাই বুঝলাম না