![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।
লন্ডনে সন্ধ্যায় গতকাল বিএনপির সুধী সমাবেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে তুমুল আলোচনা চলছে। সেই বক্তব্য-ই থেকে এই লেখাটির সূত্রপাত।
----------------------------------------------------
তারেক রহমান তার বক্তব্যের একটি জায়গায় বলেছেন, " শেখ হাসিনার আওয়ামীলীগ বাংলাদেশে প্রথম রাজাকারের গাড়িতে ফ্ল্যাগ উঠিয়েছেন।" কথাটি আংশিক সত্য, পুরোপুরি নয়। হুম, শেখ হাসিনার সরকার ই প্রথম মন্ত্রী হিসেবে কারো গাড়িতে ফ্ল্যাগ উঠিয়েছেন বটে। ১৯৯৬ এ ক্ষমতায় এসে আওয়ামী লীগ জামালপুরের মাওলানা নূরুল ইসলাম (নূরু রাজাকার) কে ধর্মমন্ত্রি হিসেবে নিয়োগ দেয়, আরেক রাজাকার ফয়জুল হককে পাটমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। সেই হিসেবে ঠিক-ই আছে।
ক্লিক করুন এখানে
তবে, প্রকৃত সত্য হচ্ছে, বাংলাদেশে রাজাকারদের হাতে পতাকা উঠার মতন বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন স্বয়ং শেখ মুজিবুর রহমান !! হজম করতে অনেক কষ্ট হলেও এটাই ধ্রুব সত্য। দালাল আইনে অভিযুক্ত শাহ আজিজকে নিয়ে ওআইসি সম্মেলনে গিয়েছেন, তাকে বাংলাদেশের প্রতিনিধি বানিয়েছেন, ইজ্জত লুণ্ঠনকারীর হাতে বাংলাদেশের পতাকার ইজ্জত বর্গা দিয়েছেন !! নিচের ভিডিওটি দেখুন, ১৯৭৪ সালের ২২ শে ফেব্রুয়ারীত লাহোরে ওআইসি শীর্ষ সম্মেলনে স্বাধীনতা বিরোধী রাজাকার শাহ আজিজুর রহমান। এই ভিডিওর ১:১৪ মিনিট থেকে ১:১৭ মিনিট। জাতীয় পতাকাবাহী বিমানেই তাকে সফরসঙ্গী হিসেবে শেখ মুজিব নিয়ে যান। রাজাকার শাহ আজিজের সামনেই টেবিলে জাতীয় পতাকা ভিডিওর ১:২৫ মিনিট থেকে ১:৪৩ মিনিট।
১৯৭৪ সালের ২২ শে ফেব্রুয়ারীত লাহোরে ওআইসি শীর্ষ সম্মেলনে স্বাধীনতা বিরোধী রাজাকার শাহ আজিজুর রহমান।
অনলাইনে একটি ছবি খুব দেখতে পাওয়া যায়, "বাংলার মাটিতে যুদ্ধ্বাপরাধীদের বিচার হবেই" ; আঙ্গুল উঁচিয়ে শেখ মুজিবর রহমান বলছেন। কিন্তু ইতিহাস নির্মমভাবে সাক্ষী দেয় বাংলার মাটিতেই রাজাকারদের হাতে এই বাংলার পতাকা তুলে দেয়া হয়েছে।
ইতিহাস বড্ড তেঁতো, বড্ড ।
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮
নীল_সুপ্ত বলেছেন: এ আর এমন কি ! এতো এনাদের জন্মগত অভ্যাস !!
২| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইতিহাস বড্ড তেঁতো, বড্ড ।
কিন্তু চেতনার কম্পজ্বর সারাতে যে সত্য তেতো কুইনিনের বড় দরকার
ধন্যবাদ।
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৯
নীল_সুপ্ত বলেছেন: আগেরটা এখনো হজম করে উঠতে পারেনি বাকশালী ইতিহাসবেত্তারা... আর এইরকম কিছু... মইরাই যাইবো
৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
এটি ভুয়া শাহ আজিজের ছবি! আগে অনেকেই প্রমান করেছে।
প্রধান বিরোধীদলটি কখনোই ২৬সে মার্চ ছাড়া কোন দিবসই মানে না।
১৭ এপ্রিল 'মুজিবনগর দিবস' মানে না,পালনও করে না। ৬ দফা দিবসও মানে না।
১৬ই ডিসেম্বর বিজয় দিবসও মানে না,
বলে ভারতীয়দের কাছে আত্নসমর্পন, ভারতীয়দের বিজয়।
এখন বলছে মুজিবের ক্ষমতাগ্রহন অবৈধ, তার মানে ইয়াহিয়া জেনুইন!
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১১
নীল_সুপ্ত বলেছেন: তাই তাই? আসল শাহ আজিজের ছবি দেখাও তো তাইলে...
৪| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৫
অেসন বলেছেন: দালাল আইনে অভিযুক্ত শাহ আজিজ ক্ষমা প্রার্থনার মাধ্যমে মুক্তি পেয়েছিলেন। শাহ আজিজ স্বাধীনতা বিরোধী তবে যুদ্ধাপরাধীর অভিযোগ
ছিল না। বঙ্গবন্ধুর সফরসংগী হওয়া ও প্রধানমন্ত্রী/মন্ত্রী হয়ে গাড়িতে পতাকা উঠানো কি এক ? নুরু রাজাকার ও ফয়জুল হকের বিচার ২০০১-০৬ এর শাসনমলে তারেকের বিএনপি করে নাই কেন ? আর রাজাকার ও
যুদ্ধাপরাধীর মধ্যে পার্থক্যটা বুঝার চেষ্টা করুন।
১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮
নীল_সুপ্ত বলেছেন: ক্ষমা করছিল কেন? সে তো দালাল আইনে অভিযুক্ত, দন্ড প্রাপ্ত ছিল...
ওরে ভাই, এগুলো কি লিখছেন আপনি? সৈয়দ আশরাফ সাহেবের মতন টাল হয়ে লেখেন নাই তো?
ও মোর আল্লাহ...
শোয়াইব আহেমদ বলেছেন: বুঝলাম রাজাকারের গাড়িতে পতাকা লাগানো যাবে কিন্তু যুদ্ধাপরাধিদের গাড়িতে নয়
৫| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: রাজাকার আর যুদ্ধাপরাধীর মধে কে ভাল ..ভাই অেসন
৬| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩
অেসন বলেছেন: স্বাধীনতা বিরোধী সবাইকে আমরা রুপক অর্থে রাজাকার বলে থাকি। এর
মধ্যে অনেকেই রাজনৈতিক এবং সামাজিক কারনে স্বাধীনতা বিরোধী হয়েছিল। যেমন- সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস। স্বাধীনতা বিরোধী ছিল কিন্তু তার বিরুদ্ধে খুন, ধর্ষনসহ কোন অপরাধে জড়িত থাকার
অভিযোগ নেই। যে ব্যক্তি স্বাধীনতা বিরোধী কর্মকান্ডে খুন, ধর্ষনসহ কোন অপরাধে জড়িত ছিল সেই যুদ্ধাপরাধী।
এবার আপনি বলেন, কে অপেক্ষাকৃত ভাল ?
৭| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩
শোয়াইব আহেমদ বলেছেন: বুঝলাম রাজাকারের গাড়িতে পতাকা লাগানো যাবে কিন্তু যুদ্ধাপরাধিদের গাড়িতে নয় :-<
১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪
নীল_সুপ্ত বলেছেন: খেক খেক খেক
৮| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুবিধঅবাধী চেতনাবাজ!!!!
তালগাছবাদী চেতনাবাজ!!!!
মাত্র ৩ কোটি টাকায় বিকোয় যে চেতনা!!!!! তাই নিয়ে শাহবাগী নাচ!! এখন আবার কুত্তা কুত্তায় কামড়াকামড়ির মতো লাগছে চেতনায় চেতনায়!!
পাব্লিক তাজ্জিব!!!!!!!!
১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১২
নীল_সুপ্ত বলেছেন: পাব্লিক পুরাই তাজ্জিব !
৯| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১
মদন বলেছেন: আজকাল ভালো স্বাধিনতা বিরোধী, খারাপ স্বাধিনতা বিরোধী, ভালো যুদ্ধোপরাধী, খারাপ যুদ্ধোপরাধী কত কিছু যে আবিষ্কার হইতেছে। ডিজিটাল বাংলা ডিকশনারী নতুন নতুন শ্বদ ভান্ডারে পরিপূর্ন হচ্ছে।
হাসু আপার বিয়াই রাজাকার কিন্তু যুদ্ধোপরাধী নয়।
জয়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য় বাংলা...................
১০| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৩
অেসন বলেছেন: আশরাফ টালের কাছে রাজনৈতিক ধরা কেমন খেয়েছেন সেই হিসাবটা
একটু করে দেখেন। রাজাকার বা যুদ্ধাপরাধী কারো পক্ষেই আমি নই কিন্তু
সম অপরাধীও ভাবি না।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫
নীল_সুপ্ত বলেছেন: তার মানে দালাল আইনে সাজা দেয়া গভর্নর মালিক, শাহ আজিজ এদের সাথে অন্যায় করা হয়েছে???? :O :O :O
১১| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫২
অেসন বলেছেন: শাহ আজিজ গ্রেফতার হয়েছিল আমি জানি। কিন্তু দন্ডপ্রাপ্ত হয়েছিল কিনা
বা সাধারন ক্ষমার আওতাভূক্ত হয়েছিল কিনা তা আমি জানি না। সুতরাং
এনিয়ে মন্তব্য করবো না। আপনি কি নিশ্চিত দালাল আইনে শাহ আজিজ
দন্ডপ্রাপ্ত ছিল ?
১২| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৫
রহস্যময়ী কন্যা বলেছেন: শোয়াইব আহেমদ বলেছেন: বুঝলাম রাজাকারের গাড়িতে পতাকা লাগানো যাবে কিন্তু যুদ্ধাপরাধিদের গাড়িতে নয় :-<
মজা পাইলাম
(আগের কমেন্টটা ইনকমপ্লিট ছিলো, ডিলিট করে দিয়েন)
২২ শে মে, ২০১৪ রাত ৩:১৮
নীল_সুপ্ত বলেছেন:
১৩| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০৩
পংবাড়ী বলেছেন: শেখ সাহেব অনেক কিছুই সঠিকভাবে করতে পারেননি; তবে, তারেক শেখ সাহেব সম্পর্কে কইছু বলার কেহ নয়; াকরণ সে চোর-ডাকাত
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭
গারো হিল বলেছেন: ইতিহাস বড্ড তেঁতো, বড্ড ।
হাম্বাদের ট্যাগিং এর শিকার হতে পারেন