![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন কিছু লেখা হয়না বলে লেখার দিন ফুরিয়ে গেছে...এমনতো নয়! দিন ফুরিয়ে যায়নি বটে.... তবে লেখার বিষয় কুড়িয়েও পাচ্ছিনা...লেখার ফ্লো যে স্লো হয়ে যাবে এটাই স্বাভাবিক।তবুও লিখতে বসেছি অস্বাভাবিক ভাবাবেগে তারিত হয়ে..... অবধারিত জেনে যে, সামুর সেই সে'দিনের প্রিয় মুখগুলোর অনেকেই এখন আর সামুতে উঁকিটিও মারেন না... হয়তো পারেননা সময় দিতে... নয়তো সময় ভাল যাচ্ছেনা...যেমন সময় ভাল যাচ্ছেনা আমাদের এই প্রিয়তম দেশটির।তবে আজ সে কথা থাক.......যাক, ভেসে যাক সব অশুভ শক্তি....যাক, খাক হয়ে যাক সব ক্ষমতালিপ্সু অপশক্তি! জনগণই যদি সকল ক্ষমতার উৎস, তবে কেন এই বিভৎস রক্ত হোলি খেলা ?!....মেলা হয়েছে... ঝামেলা আর নয়...দোহাই লাগে, এবার ক্ষান্ত দাও...শান্ত হও!!
এবার কাজের কথায় আসি.....আসি আমার ফিরে আসায়। আশায় আশায় ফিরে আসা, যদি আবারও মন পবনের নাও ভাসাতে পারি!.. ভাসা ভাসা কথা আর নয়! পরিস্কার করেই বলি....... 'পরিস্কার' শব্দের আগে এবং পরের 'প' এবং 'র' বাদ দিলে যা দাঁড়ায়...সেই 'রিস্কা'-ই আমার আজকের বিষয়, এই বেতাল হরতালে রিস্ক-ফ্রি বাহন 'রিক্সা' শব্দের প্রচলিত অপভ্রংশ! কুড়িয়ে পাওয়া সাবজেক্ট.....অবজেক্ট কিছু একটা লেখা....অনেকদিনের জড়তা কাটিয়ে বেরিয়ে আসা!
রিক্সা, পরিবেশ সম্মত বাহন..... বায়ু দুষণকারী কোন এগজস্ট নেই....জাস্ট এটুকু বল্লেই সব বলা হয়ে যাবেনা..... একদা সেই সুদূর জাপান দেশে আবিস্কৃত আমাদের একান্ত আপন এই রিক্সা এখন আর নিতান্ত সেই সে সেদিনের নিরীহ রিক্সা-টি আর নেই! রিক্সার এই নবরূপের মাহাত্ম আবিস্কার করলাম চলমান হরতাল-অবরোধে। প্রাজ্ঞ দেশীয় কারীগরদের বিজ্ঞ উদ্ভাবনে অধুনা রিক্সা হয়েছে মটর চালিত 'অটোরিক্সা' !দ্যা ফ্যাক্ট ইস...দিস স্যুড বি দা পারফেক্ট নেইমিং...'অটোরিক্সা । এতদিন যে বাহনগুলিকে আমরা 'অটোরিক্সা' বলতাম...সে'গুলি মোটেই কোন রিক্সা নয়.....সেগুলি ছিল থ্রি-হুইলার বেবী ট্যাক্সি! 'অটোরিক্সা' শব্দটি এই নবরূপ ব্যাটারী চালিত রিক্সার সাথেই অধিক মানানসই বটে। অধুনা এসেছে সিএনজি চালিত থ্রি-হুইলার.... কিন্তু টু-স্ট্রোক উঠে গিয়ে ফোর-স্ট্রোক সিএনজি'র আগমনেও এই বঙ্গদেশে আমরা রিক্সা'র সঙ্গ এখনও ছাড়তে পারিনি... বরং ঢাকা শহরে আপ্ত করেছি পর্যাপ্ত ব্যাটারী চালিত 'অটোরিক্সা'....সারভাইবেল অফ দ্যা ফিটেস্ট! ডারউইনের থিউরির যুৎসই উদাহারণ.....সময়ের সাথে সার্থক অভিযোজন।
সহজ প্রযুক্তি, নির্মাণ ব্যয় কম.....আয় ভাল। গতি বেশ, বেশ আয়েশ করে অনায়েশে চালানো যায়। চালক দক্ষ হলে বক্ষ টান করে কম সময়ে আপনাকে পৌঁছে দেবে লক্ষ্যে। শুধু সওয়ারী নয়, সহীসও বেশ পায়ের উপর পা তুলে সব ভুলে দিব্যি হাওয়া খেতে খেতে আনন্দ ভ্রমণ! চালকের কস্ট কমেছে.. স্ট্যাটাসও বেড়েছে। লাগসই প্রযুক্তি বটে!....আর যুক্তি দিতে হবেনা বোধকরি।
তবে ঘটা করে না বললেও সহজেই অনুমেয়.... দূর্ঘটনা ঘটার শংকা বেড়েছে বইকি।আগে রিক্সা দূর্ঘটনায় বড়জোর হাটু-টাটু ছিলে যাবার আশংকা ছিল, কিন্তু এই দেশীয় 'অটোরিক্সা' দূর্ঘটনায় অস্থি-টস্থি টুটে যে যাবেনা..এমন স্বস্তিকর কথা হলপ করে বলা যাবেনা। 'সময়ের চেয়ে অস্থির মূল্য বেশী'....অস্বস্তি কাটিয়ে হুড তুলে মুড নিয়ে শক্ত করে বসুন....ভাড়া বেশী দিলেও ভাল, চালককে তাড়া দেবেননা মোটেই।
সেই ছোটবেলায় রাজ্জাক-কবরীর রংবাজ ছবির রঙিন ছবিওয়ালা রিক্সার কথা মনে পড়ে। সেখানে এখন সাকিব-শাবনূর! ৪০ বছর সময়ের আবর্তে পরিবর্তন কিছু হয়নি।কিন্তু হওয়া উচিত ছিল।ম্যানুয়াল বাহন এখন পাওয়ার 'অটোরিক্সা'.... সেই সাথে চাওয়া পাওয়ার-ও পরিবর্তন হওয়া উচিত। এ্যন্জেলিনা জোলী বা লিওনার্দো ডি ক্যাপ্রিও-এর ছবি দিলে অপ্রিয় কিছু হবে কি?!
পাওয়ার রিক্সার ডিজাইনেও কিছু পরিবর্তন জরুরী.... এর জন্য খুব বড় কিছু আয়োজনের প্রয়োজন নাই। অধিকতর পোক্ত কাঠামো...কিঞ্চিত শক্ত চাকা....মজবুত ব্রেক সিস্টেম.. সেই সাথে এক ঠ্যাং তুলে রাখা চালকের অলস পা রাখার জন্য একটি আসল পাদানি। তারপরও রিক্সার ডিজাইনের মূল ত্রুটিটা ভ্রুকুটি দেখিয়েই যাবে। সেই জাপান থেকেই রিক্সার অতি আপন এই 'ডিজাইন ফ্ল'-টা রয়েই গেছে। জাপানীরা ইচ্ছে করেই ডাইনামিক ডিজাইনের বদলে আদলটা ইকোনমিক রেখেছে। তিন চাকার রিক্সায় এক চাকায় পাওয়ার....শুধুমাত্র পিছনের বাম চাকায়। যে কোন রিক্সাচালককে জিজ্ঞেস করলেই ফস করে বলে দেবে..'' ডান চাকা হস''। . মানে ডান চাকা পাওয়ারলেস। ডান চাকা এক্সেলের সাথে বিয়ারিং দিয়ে যুক্ত, মুক্তভাবে ঘোরে...বাম চাকায় ফিক্সড জয়েন্ট। রিক্সাচালক স্যাডেলে বসে প্যাডেল ঘুরিয়ে শুধুমাত্র পিছনের বাম চাকা ঘোরায়। তাইতো ত্রি-চক্র বাহন বক্রপথে চলতে চায়....রিক্সা শাঁ করে ডানদিকে ঘুরে যেতে চায়। চালককে শক্ত হাতে হ্যান্ডেল সোজা রাখতে হয়। সমদ্বিবাহু ত্রিভূজাকার স্ট্রাকচার-এর পিছনের শুধুমাত্র বাম চাকা দিয়ে ত্রিভূজের ভুমির উপর লম্ব বরাবরে কাঠামোটিকে টানতে বা ঠেলতে হলে বলবিদ্যায় যা দাঁড়ায়..... বলের একটি উপাংশ কাজে লাগেনা....চালকের বেশ পরিমাণ শক্তি নস্ট হয়, ভাবতেও কষ্ট হয়। পিছনের দুই চাকা-ই এক্সেলের সাথে ফিক্সড থাকলে রিক্সার ডিরেকশনও ফিক্সড হয়ে যেত.... ডানে-বামে ঘুরতে পারতো না। এই সমস্যার সহজ সমাধানের প্রয়োজনেই পিছনের এক চাকায় শক্তি, মুক্ত অপর চাকা। চার চাকার গাড়ীর আকার সুবিধাজনক..... এই সমস্যার সমাধান করা হয়েছে জটিল ডিফারেন্সিয়াল গিয়ার সংযোজনের মাধ্যমে। রিক্সায় ডিফারেন্সিয়াল গিয়ার লাগালে.....নাগালে থাকবেনা নির্মাণ ব্যয়! জাপানীরা যে সমস্যার সহজ সমাধান বের করতে পারেনি......আমাদের সকল্ল্প দেশীয় কারিগররা যুৎসই একটা বিকল্প যে বের করতে পারবেননা....কি করে বলি?!
অনেকদিন পর রিক্সাযোগে আমার এই ফিরে আসা! এদেশের খেটে খাওয়া আম জনতাকে স্যালুট....ঘাম ঝরিয়ে গতর খাটিয়ে তারা দেশের চাকা এখনও সচল রেখেছে। যারা অচল করে দেবার প্রয়াসে...তাদের ধিক.....শত ধিক!
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
নীল ভোমরা বলেছেন: বলেছেন: ভাল অছেন?
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো রিক্সাকথন।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
নীল ভোমরা বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভকামনা!
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২
ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
অনেক ভাল লাগল
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
নীল ভোমরা বলেছেন: ধন্যবাদ। শুভকামনা!
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
মিলে মিশে থাকি বলেছেন: কোথায় ছিলেন এতদিন?! আমিও অনেকদিন পর। তবু ভাল, অনেকদিন পর ঢুকেই আপনাকে পেলাম। আমার খুবই ভাল লাগলো লেখাটি। জানি অন্যদেরও ভাল লাগবে। চালিয়ে যান আবার, নব উদ্যোমে, নতুন ভাবে।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
নীল ভোমরা বলেছেন:
অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগলো।....কেমন আছেন আপনি?
শুভকামনা!
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
নাহিদ রুদ্রনীল বলেছেন: ভালো লাগলো তবে এইসব অটোরিক্সার ব্রেক নিয়েও আমি সন্দিহান!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
নীল ভোমরা বলেছেন: হুমম.....ব্রেকটাও আরও উন্নত করা প্রয়োজন! সহমত!
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
বৃশ্চিক রাজ বলেছেন:
মজারত।
এ্যন্জেলিনা জোলী বা লিওনার্দো ডি ক্যাপ্রিও-এর ছবি দিলে অপ্রিয় কিছু হবে কি?!
একেবারে খারাপ বলেন নি।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২
নীল ভোমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা!
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
মাহমুদ০০৭ বলেছেন: লিখায় ত দেখছি জড়তাকে তুরি মেরে উড়িয়ে দিয়েছেন একদম হানিফ
সংকেতের কথামালা ।
চাওয়া পাওয়ার- পরিবর্তনে এ্যন্জেলিনা জোলী বা লিওনার্দো ডি ক্যাপ্রিও-এর ছবি আসলে কি কি ফায়েদা ? স্পষ্ট করুন ।
ভাল থাকুন ।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
নীল ভোমরা বলেছেন:
ফায়দা?.....
কায়দা মত একটা প্রশ্ন করে আমাকে বেকায়দায় ফেলে দিয়েছেন!
ডিজিটাল যুগে হলিউডের তারকাদের ডিজিটাল ছবি ব্যবহার করলে....বলা যায়না, পশ্চিমের দেশে আমাদের পরিবেশসম্মত উন্নত রিক্সার কদর তৈরী হতে পারে...পশ্চিমে পরিবেশবাদীরা খুব সোচ্চার। আমরা রিক্সা রফতানীকারক দেশে পরিণত হতে পারি!
পোস্ট পড়বার জন্য ধন্যবাদ!
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সাদা মনের মানুষ বলেছেন:
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সাদা মনের মানুষ বলেছেন:
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
সাদা মনের মানুষ বলেছেন:
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
নীল ভোমরা বলেছেন:
ধন্যবাদ...সাদা মনের মানুষ! এতগুলো 'রিক্সা আর্ট' পেয়ে আমি পুলকিত!
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
মশিকুর বলেছেন:
ডিজিটাল রিক্সায় আতঙ্কে থাকি। স্পীডের তুলনায় চাকাগুলো হালকা লাগে। মনেহয় ব্রেক ধরলে যেকোনো সময় উলটে যাবে।
ভালো থাকুন।।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
নীল ভোমরা বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ! অপনিও ভাল থাকুন নিরন্তর!
১২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
শায়মা বলেছেন: রিক্সার পিছের সিনেমার ছবিগুলি দেখে অবাক হতাম ছোটবেলায়। কিভাবে অবিকল চেহারা ফুটিয়ে তোলে সেই ভাবনায় কেটে যেত দিন।
আর বড়বেলায় ফাল্গুনী বিকেলে খুব ইচ্ছে হ্ত রিক্সা করে ঘুরে বেড়াই বিকালবেলা। কিন্তু হতনা।
০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
নীল ভোমরা বলেছেন:
রিক্সা আর্ট-এ অবিকল চেহারা?!...অধিকাংশ ক্ষেত্রেই-তো দেখি ডিজপ্রপোরশনেট ছবি!....... পার্সপেকটিভ-তো হয়ই না!......বাট কালারফুল বটে!
মন্তব্যের জন্য ধন্যবাদ
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
শায়মা বলেছেন: আরে ভাইয়া তখন তো ছোট ছিলাম যে কোনো একটা গোল্লার ভেতর দুইটা ছোট ছোট গোল্লা দিয়ে চোখ এঁকে দিলে এইটা তুমি বললেও ভাবতাম তাই তো একদম তো আমি। ঠিক যেমন করেই বোকা বানাই আমার স্কুলের বাবুগুলোকে। তবে সেটা বোকা বানানো না এক মজার ছোটবেলা। সবকিছুই ভালোলাগে সেখানে।
কেমন আছো ভাইয়া?
তোমার কথা তো আমি ভুলেই যাচ্ছিলাম। এইভাবে না লিখতেই থাকলে সবাই ভুলে যাবে কিন্তু।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫
নীল ভোমরা বলেছেন: ভুলে যাবেন না প্লিজ....আবারও নিয়মিত লিখবো আশা রাখছি। শুভকামনা!
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
সায়েদা সোহেলী বলেছেন: ।রিক্সা কথন ভালো লেগেছে
আহ !! হরতালে ফাকাঁ রাস্তায় রিক্সা ভ্রমন! !
২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩
নীল ভোমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!....শুভকামনা!
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
বেলা শেষে বলেছেন: আরকিছু পারি আর না পারি আপনার Blogs গুলো মনদিয়ে পড়তে
পারবো ।
ভালো লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Picturings also very good,
অবশ্যই অনেক ভালো থাকবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
নীল ভোমরা বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা!
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩
শাবা বলেছেন: রিক্সা নিয়ে অনেক কিসসা কইলেন। ভালই লাগলো। তবে ফিনিশিংটাই মূল কথা-
এদেশের খেটে খাওয়া আম জনতাকে স্যালুট....ঘাম ঝরিয়ে গতর খাটিয়ে তারা দেশের চাকা এখনও সচল রেখেছে। যারা অচল করে দেবার প্রয়াসে...তাদের ধিক.....শত ধিক!
আমার ব্লগে চমৎকার কমেন্ট করায় আবারো ধন্যবাদ, তবে অনুরোধ করবো অ্যালেন পো-এর কবিতা পড়ে কিছু বলার জন্য।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯
নীল ভোমরা বলেছেন:
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ!
আপনার পোস্টে ঢুঁ মেরে এসেছি! শুভকামনা!
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
চতুষ্কোণ বলেছেন: ভাল লাগল রিকসাকথন। উল্টে যাবার ভয়ে আমি এই রিকসা মোটামুটি এড়িয়ে চলি।
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৭
নীল ভোমরা বলেছেন: এড়িয়ে চলার কোন কারণ দেখিনা.....এতটা রিস্কি মনে হয়না!
শুভকামনা!
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
অনীনদিতা বলেছেন: