![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর কমু?
সত্যই আগুন পরীক্ষা। র্যাঙ্কিংয়ে উপরে থাকা কল্মবিয়াকে হারিয়ে ব্রাজিল তো সেমিতে চলে গেল। এবার পালা আর্জেন্টিনার। কল্মবয়ার চেয়ে দুর্বল দল বেলজিয়ামের সাথে কি ফলাফল করবে? বহু প্রতীক্ষিত আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনালের আশা জিইয়ে রাখবে নাকি পচা শামুকে পা কাটবে? সবাই ধরে নিয়েছে আর্জেন্টিনা হেসে খেলেই জিতবে। কিন্তু কেউ কি ভেবে দেখেছে যে,
- আর্জেন্টিনার ডিফেন্স দুর্বল আর বেলজিয়াম কাউন্টার এটাকে খুব দক্ষ
- সাফল্যের জন্য আর্জেন্টিনা অনেকটাই মেসি নির্ভর কিন্তু বেলজিয়াম একক কোন প্লেয়ারের উপর নির্ভরশীল নয়।
- টীম ওয়ার্কে বেলজিয়ামের চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা।
তবে যাই হোক, স্বপ্নের ফাইনালের জন্য আমি আজকে জয় কামনা করব আর্জেন্টিনার।
২| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২১
গাধা গরু বলেছেন: কি আর হবে? কিছু চোখের পানি দেখতে পাব এই আর কি
৩| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২২
রাজীব বলেছেন: আর্জেন্টিনা খুব ফাটাফাটি খেলে কোয়ার্টারে উঠে ও হারে।
৯০ এর পর থেকে এই হলো ইতিহাস।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯
পাগলা বাবু যায় বলেছেন: নেইমারের আহত হওয়ায় আর্জেন্টিনার সমর্থকরা যে রিএকশান দেখিয়েছে তাদে তাদের কেন যেন আমার মানসিক অসুস্থ বলে মনে হয়.........কোন প্লেয়ার যেন পরবতীতে আর আহত হয়ে মাঠ ছাড়তে না হয়........