নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ মুনাফেক লীগের আরও একটি কুৎসিত চরিত্র প্রকাশ পেল X( X( X(

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৬

হাদীসে আছে, মুনাফিকের কয়েকটি সুস্পষ্ট লক্ষণ আছে, যেগুলো দেখে তাদেরকে চেনা যায়। এর মধ্যে একটি হচ্ছে - যখন কারো সাথে কলহে লিপ্ত হয়, তখন আশ্লীল অশ্রাব্য বাক্য ব্যবহার করে।







খালেদা জিয়ার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘কারও জন্ম হলে হুজুর ডেকে আজান দিয়ে সবাইকে জানানো হয়। কিন্তু কারও জন্ম যদি ডাস্টবিনে হয় তাহলে তার ১০টা জন্মদিন থাকতে পারে। মিথ্যা জন্মদিন পালন করেন বলেই খালেদার দেশপ্রেম নেই।’

রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।



১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের কঠোর সমালোচনা করে মতিয়া বলেন, ‘বিকৃত মানসিকতা নিয়ে তিনি নকল জন্মদিন পালন করে আসছেন। সৈয়দ আশরাফ অনুরোধ করে মানা করলেন, কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। বৈধ জন্মদিন হলে একটা হয় আর ডাস্টবিনের তোয়ালে পেঁচানো শিশুর একাধিক জন্মদিন থাকতে পারে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনতার রায় নিয়ে ক্ষমতায় এসেছে। যতদিন পর্যন্ত দেশ থেকে জঞ্জাল দূর না হবে ততদিন তাদের বিরুদ্ধে লড়ে যাবো। এই অপশক্তিকে বাংলার মাটিতে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। এ ভূখণ্ডের প্রতি যাদের দরদ নেই তাদের রাজনীতি করার অধিকার নেই।’



আওয়ামী লীগের এ নেত্রী বলেন, ‘ক্ষমতায় থাকতে তারা (বিএনপি) বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করে, ক্ষমতায় না থাকলেও তাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকে।’



খালেদা জিয়ার উদ্দেশে মতিয়া বলেন, ‘আপনার পেয়ারে পাকিস্তান ডুবছে। আরও ডুববে। কিন্তু আমরা তা চাই না। তারা যে খেলায় মাতছে, সেই খেলায় কখনও আওয়ামী লীগ পড়বে না, খেলবে না। আপনার দলই এ খেলায় পড়বে।’

তিনি বলেন, ‘এদেশে যার যার ধর্ম তার তার কাছে। এখানে রাষ্ট্র প্রতিপালক। কেউ নিপীড়ক হবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৮

দূর আকাশের নীল তারা বলেছেন: মিথ্যা বলা কি মুনাফেকীর লক্ষণ? যদি তাই হয়, তাহলে মিথ্যা জন্মদিনের কারণে খালেদা জিয়াও মুনাফেকী। এবং চাদেঁ সাঈদীর চেহারা দেখা গেছে, এই মিথ্যা যারা রটিয়েছে, তারাও মুনাফেকী। কি বলেন?

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১২

নীল আকাশ ২০১৪ বলেছেন: অবশ্যই মুনাফেকী। সেই অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করা দলটি চ্যাম্পিয়ন - সবাইকে ছাড়িয়ে গ্রান্ড মুনাফিক।

২| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২১

দূর আকাশের নীল তারা বলেছেন: আপনি কি খালেদা জিয়ার মিথ্যা জন্মদিন নিয়ে কিছু বলেন নি, বরং এক মিথ্যাকে যারা আরো বিকৃত করেছে, তাদের নিয়ে লিখেছেন।
আপনার মত যারা একদল মুনাফিককে সমর্থন করে, আর অন্যদল মুনাফিককে মুনাফিক বলে গাল দেয়, তারাও গ্রান্ড মুনাফিক।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৫

নীল আকাশ ২০১৪ বলেছেন: আমি মিথ্যা কথা নিয়ে কিছু বলিনি -সেটা বললে আওয়ামী লীগই চ্যাম্পিয়ন হবে। আমি বলেছি অশ্লীল ও অশ্রাব্য বাক্য - যেটা মুনাফিকেরা কলহে লিপ্ত হলে ব্যবহার করে থাকে।

৩| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯

উদদিন বলেছেন: আমার সন্মানীত লেখক ঃ আমি মতিয়া চৌধুরী-কে প্রশ্ন করছি "মহা সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট-ও ১৫"ই আগষ্টে জন্ম গ্রহন করেছিলো , তা"হলে সম্রাট নেপোলিয়ন-ও কি ডাষ্ট-বিনে জন্ম নিয়েছিলো ? আরো একটি প্রশ্ন করি "ডাষ্ট-বিনে -যে সন্তান জন্ম নেয়া-যায় তা মতিয়া চৌধুরী জানে কি-করে ? সে-ও কি ডাষ্ট-বিনেই জন্ম নিয়েছিলো ? ডাষ্ট-বিনে জন্ম নেয়ার সদস্য-তো তাদের দল আওয়ামী লীগে অনেক আছে , তাদের মধ্যে অন্যতম "সাহারা-খাতুন" ! কাজের বেটীর মেয়ে "সাহারা-খাতুন" "ডাষ্ট-বিন" তো পয়সা খরচ করে তৈরী করা-হয় সুতরাং ঐ ডাষ্ট-বিনে জন্ম-নেয়া তো সৌ-ভাগ্যের ব্যাপার , কিন্তু কচু-বনে জন্ম-নেয়া তো বড় অশান্তির ব্যাপার নোংড়া পোকা-মাকরে ভরা থাকে সে-সমস্ত স্থান , এবার চিন্তা করতে বলুন মতিয়া চৌধুরী-কে সেই কচু-বনে জন্ম-নেয়া সাহারা-খাতুনের কত কষ্ট হয়েছিলো এবং যার কোন পৈত্রিক পরচয়-ও নাই ! তাই আমি অনুরোধ করবো আপনাদের সাংবাদিক ভাইদের , "ওদের , মতিয়া চৌধুরীদের বলুন , ঐ-সব নোংড়ামী বাদ দিয়ে দেশের কথা বলতে , দেশের জন্য কাজ করতে ! তারা , প্রধান মন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরা"ই সারাদিন শুধু খালেদা জিয়াকে নিয়ে ব্যাস্ত থাকে , তো তারা দেশের কাজ কি-ভাবে করবে ? আমাদের কথা বাদ দিবেন-না , মুছে-ও ফেলবেন-না পোষ্ট থেকে , একটা দেশ , বাংলাদেশ পরিচালনা করার মত গ্যান আমরা-ও অর্যন করেছি , তাই আমরা যখন দেশে আসি তখন আমাদের পিছনে বিচ্ছু লেগে থাকে যেন পাবলিকের সাথে আমরা মত বিনিময় করতে না পারি , এ-জন্য তারা আরো নোংড়া পথ বেছে-নেয় , কৌশল করে ঘোষনা-ও দিয়ে দেয় মসজিদে , পাড়ায়-পাড়ায় এই বলে -যে , "ওরা নাস্তিকদের দেশে থেকে-থেকে নাস্তিক হয়ে গেছে সুতরা বাংলাদেশের মানুষ মুসলমান তোমরা যদি ওদের ( আমাদের ) কথা শোন তা"হলে তোমরা-ও ওদের মত নাস্তিক হয়ে-যাবে , সহজ-সরল এবং বোকা পাবলিক ভয় পায় এবং ওদের এই মিথ্যা ঘোষনাই বিশ্বাস করে এবং মেনে-নেয় ! কিন্তু আর কতদিন চলবে ওদের দো-মুখী চরিত্র ? এখন-ও মতিয়া চৌধুরীদের সময় আছে মানুষ হওয়ার ? না হয় "স্মার্ট-টেকনোলজী" খুব শীঘ্রই বাংলাদেশের মানুষের হাতে-হাতে পৌছে গেলে ভন্ডামী ইসলামিষ্টরা কিছুই আর ঠেকিয়ে রাখতে পারবে-না ! গনজাগরন মঞ্চের ভুয়া শ্লোগান "যুদ্ধাপরাধীদের বিচার-চাই" বলে-বলে মানুষদের ঘুম পাড়িয়ে রাখার রহস্য ও ভন্ডামীর আসল চেহেড়া বাংলার মানুষ জেনে-যাবে এবং জানা শুরু-ও হয়ে-গেছে-ও ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬

উদদিন বলেছেন: ৭১ র মার্চে শেখ মজিব স্বইচ্ছায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী পশ্চিম পাকিস্তান গমন করে ভুট্রোর দাওয়াতে ভুট্রোর অতিথি শালায় , এ কথাটি-ও যেমন সত্য , তেমনি সত্য -শেখ মজিব বাংলাদেশের শ্বাধীনতা চায়-নাই , শেখ মজিব চেয়েছিলো যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হতে , তাই শেখ মজিব যখন বুঝতে পারলো বাংলাদেশ শ্বাধীন হয়ে যাচ্ছে যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ , কিন্তু "বুদ্ধী-জীবিদের যন্ত্রনায় তো বাংলাদেশের প্রধান মন্ত্রী হওয়ার কোন সুযোগ থাকবে-না তাই সে ভুট্রোকে আদেশ করে বাকি কাজটুকো সেরে দিতে অর্থাৎ ঢাকার বুকে বসবাস রত বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা করে দাও এবং একটা লিষ্ট ভুট্রোর হাতে তুলে দেয় , শেখ মজিবের আদেশে , শেখ মজিবের স্বইচ্ছায়"ই শেখ মজিবের লিষ্ট অনুযায়ী"ই ঢাকার বুকে "বুদ্ধী-জীবিদের হত্যা করার আদেশ দেয় নর খাদক ভুট্রো তার সেনাদের , সহযোগিতা করে গনজাগরন মঞ্চের হোতা ডঃ ইমরান এইচ সরকারের বাপ-দাদা ! বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

খেলাঘর বলেছেন:


অগ্নিকন্যা অবশেষে ছাইকন্যাতে পরিণত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.