নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

নিজ জিহবাকে সংযত রাখুন!

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

মানুষের সবচেয়ে বড় শত্রু তার জিহ্বা। অনিয়ন্ত্রিত জিহ্বা যে মানুষের কত ভয়ংকর ক্ষতি ডেকে আনে, তার জ্বলন্ত প্রমাণ লতিফ সিদ্দিকী। ক্ষমতাসীন দলের ভয়ঙ্কর প্রতাপশালী এই নেতা এখন মানুষের জুতার বাড়ি খায় কেবল তার নিয়ন্ত্রণহীন জিহ্বার কারণে। এই সরকারের বেশির ভাগ মন্ত্রীরই নিজ জিহ্বার উপর কোন নিয়ন্ত্রণ নেই। কেবল মিডিয়া তাদের পক্ষে আছে বলে আবোল তাবোল বলে সকলেই পার পেয়ে যায়।

কথা সম্পর্কে এ প্রসঙ্গে দুটো স্মরণীয় বাণী মনে করিয়ে দিতে চাইঃ

রাসুল (স) বলেছেন, "যে ব্যক্তি নিজের জিহবাকে নিয়ন্ত্রণে রাখার নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব"

হযরত আলী (রা) বলেন, "কথা মুখ থেকে বের করার আগে তুমি কথার দাস, আর বের করার পরে কথা তোমার দাস"

আল্লাহ আমাদের সবাইকে অধিকতর আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা দান করুন। আমীন!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০০

এ কে এম রেজাউল করিম বলেছেন: সুন্দর উপদেশ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

খেলাঘর বলেছেন:

" হযরত আলী (রা) বলেন, "কথা মুখ থেকে বের করার আগে তুমি কথার দাস, আর বের করার পরে কথা তোমার দাস"

-যে কোন সাধারণ মানুষ নিশ্চয় খলিফা আলী থেকে বুদ্ধিমান।

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: দুঃখিত আমি কথাটি উল্টো করে লিখেছি। আসল কথাটি হবে, "কথা মুখ থেকে বের করার আগে কথা তোমার দাস, আর বের করে ফেললে তুমি তখন কথার দাস"

কিন্তু এহেন ভুলে আলী (রা) কে এতোটা ছোট করা উচিত হয়নি আপনার যেখানে স্বয়ং রাসূল (স) বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী (রা) তার দরজা।

আমি আমার ভুল স্বীকার করলাম, আশা করি এবার আপনি আপনার ভুল স্বীকার করবেন। রাসূলুল্লাহ'র (সা) সাহাবীদের সম্পর্কে কোন মন্তব্য করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা জরুরী - নয়ত নাস্তিক মুনাফিকেরা ের সুযোগ নেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.