নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন নিয়া যারা ক্যাচাল করতে চান, তারা এইদিকে আসেন, বিশেষ করে রাজারবাঘীরা!

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২২

আজকে সকালে ফেসবুক ঘাঁটতে গিয়া পড়লাম, ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন করা নাকি ফরয! হাসব না কাদবো বুঝতে পারছিলাম না, তাই তাদের দেওয়া লিংকে গেলাম। গিয়া দেখি এলাহী কারবার। আল্লাহ তায়ালা সকল উম্মতকে নাকি ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন করতে বলেছেন এবং যারা পালন করবেনা, তাদেরকে কঠিন শাস্তির হুমকী দিয়েছেন।

আস্তে, খাড়াইয়া যাইয়েন না, আগে পুরাটা পড়েন। এই লিংকে বিস্তারিত আছে, ঈদে মিলাদুন্নবী কেন উম্মতের উপর ফরজ।

কিন্তু সমস্যা হইল, এই লিংকে সূরা মায়েদার যে আয়াতের অর্থ দেওয়া আছে, তা যে তাদের মনগড়া অর্থ, তা ভাষার দিকে লক্ষ্য করলেই বুঝা যাবে। আরও সুন্দরভাবে বুঝতে ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করা সহজ বাংলা কুরআন বইয়ে সূরা মায়েদার ১১৪-১১৫ নং আয়াত পড়েন, তাইলেই বুঝবেন। আরও শিওর হবার জন্য দেখতে পারেন মাআরেফুল কুরআন, তাফসীর ইবনে কাসীর বা বিচারপতি হাবীবুর রহমান অনুদিত সরল বাংলা কুরআন। কোনটির সাথেই রাজারবাগীদের দেওয়া ঐ আয়াতের অনুবাদ মেলেনা। ঠিক একই কথা সূরা ইউনুসের ৫৮ নং আয়াতের ক্ষেত্রেও খাটে।

আসলে বাংলা ভাষাভাষীদেরকে কোরআনের একটা আয়াত আর নীচে মনগড়া একটা অনুবাদ দিয়ে সহজেই ফাঁসানো যায়। কিছুদিন আগে এক নাস্তিক ব্লগার কুরআন বিশারদ সেজে সূরা নিসার একটা আয়াতের মনগড়া অর্থ করে মুতা বিবাহ জায়েজ করার দুঃসাহস দেখিয়েছিল। কিন্তু আম-ব্লগারদের সম্মিলিত জুতাপেটার মুখে সে আর কোনদিন ব্লগমুখো হয়নি।

এইসব ভন্ড, প্রতারক পীর ও মাজার ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে হলে তাই ঘরে ঘরে ব্যাপকভাবে কোরআন-হাদীস চর্চার কোন বিকল্প নেই। আমার বাবা-মা আমাকে কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন বলেই আমি এইসব ভন্ডদেরকে চিহ্নিত করতে পেরেছি। এবার আপনার পালা।






মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২২

নীল আতঙ্ক বলেছেন: এইসব কথা বলে জাহান্নামের দাবিদার হওয়া কি ঠিক? :P
উনারা এক এক জন শিয়াল পণ্ডিত......... আমরা মূর্খ।
ধর্মের নাম নিয়ে আমাদের ভেঁজে খাবে এটা মেনে নেওয়াই ভালো।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: আমার প্রচেষ্টা ছিল কুরআনের অপব্যাখ্যা যারা করে, তাদের সম্পর্কে সাধারণ মুসলিমকে সতর্ক করে দেওয়া। তাই, কি কথা বলে জাহান্নামের দাবীদার হয়েছি, যদি অনুগ্রহ করে জানাতেন, তবে ভবিষ্যতে আরও সতর্ক হব।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

আহলান বলেছেন: কোন কিছু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না .....

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭

নীল আতঙ্ক বলেছেন: বেঠিক এটা বলতে গেলেই যে নাস্তিক হয়ে যাবার প্রবল সম্ভবনা আছে ভাই :(
আসলে ধর্ম সমস্যা না সমস্যা আমরা মানুষরা ।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনি যদি প্রকৃতই একজন মুসলিম হয়ে থাকেন, তবে "ধর্মের নাম নিয়ে তারা আমাদের ভেজে খাবে" - এ কথা কোনভাবেই স্বীকার করতে পারবেন না। ধর্মের নামে বিভ্রান্ত হলে কিয়ামতের দিন আপনি পার পাবেন না, কারণ আল্লাহ আপনার উপরে জ্ঞান অর্জন ফরজ করেছেন, আপনাকে বিবেক ও বুদ্ধি দিয়েছেন। তাই কোরআনের আয়াত পড়ার আগে তার আগের ও পরের আয়াত, বিভিন্ন তাফসীরকারকের ব্যাখ্যা আপনাকে অবশ্যই জানতে হবে। এগুলো আপনার ক্যারিয়ারে হয়ত নতুন কোন মাত্রা যোগ করবেনা - কিন্তু জীবনে চলার পথে আপনার কনফিডেন্স অনেকখানি বাড়িয়ে দেবে।

আমরা মানুষেরাও কোন সমস্যা নয়। প্রকৃত সমস্যা হল মানুষের স্বার্থ ও আদর্শের দ্বন্দ্ব! ভালো থাকবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.