নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

মৈত্রী এক্সপ্রেসে পেট্রোল বোমা হামলার মাধ্যমে বাংলাদেশের কবর খুঁড়ে ফেলল হাামীরা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৫

গত কালকের টিভি/অনলাইন নিউজ পোর্টাল এবং আজকের পত্রিকাগুলোর মূল খবেরের অন্যতম হচ্ছে পাবনার ঈশ্বরদীতে কোলকাতা হতে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বোমা নিক্ষেপ। ভাগ্য ভাল যে, বোমাটি ট্রেনের ইঞ্জিনের বহিরাংশ পুড়িয়ে ফেলা ছাড়া তেমন কোন ক্ষতি করতে পারেনি। সবচেয়ে বাঁচার কথা হচ্ছে যে, কোন যাত্রী এর ফলে হতাহত হয়নি। কিন্তু এহেন ঘটনা কিন্তু অন্যান্য সাধারণ ট্রেন দুর্ঘটনার মত নয় - এর ইফেক্ট অন্য জায়গায়।



মৈত্রী এক্সপ্রেস একটি আন্তর্জাতিক পরিবহণ। এই ট্রেনে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় যাত্রীরাও বিপুল সংখ্যায় ভ্রমণ করে থাকে। কোন দেশের নাগরিকেরা (যদি ঐ দেশ থেকে কোন ধরণের ফৌজদারি মামলায় অভিযুক্ত না হন) ঐ দেশের সরকারের কাছ থেকে নিরাপত্তা লাভের দাবীদার। এখন বাংলাদেশের ভূমিতে ভারতীয় নাগরিক বহনকারী ট্রেনে বোমা হামলা হয়েছে - এতাকে ভারত তাদের নাগরিকদের নিরাপত্তা হুমকীতে পড়েছে, এমন বাহানা হিসেবে নিতেই পারে। এখন দেখা যাক এর কন্সিকোয়েন্স কি কি হতে পারেঃ

বাংলাদেশের সরকার যদি ভারতের অপছন্দের সরকার হত, তবে ভারত সরকার এই ইস্যুতে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারত। এই চাপের মধ্যে আছে
- তাদের নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান ( প্রয়োজনে ইন্স্যুরেন্স করা)
- কোন ক্ষতি হলে তাঁর আর্থিক দায় দায়িত্ব বহন
- দায়িত্ব পালনে ব্যর্থ, তাই ক্ষমতায় থাকার আর অধিকার নেই ব্লা ব্লা

কিন্তু বাস্তবতা হল, বাংলাদেশের বর্তমান সরকার যে কেবল ভারতের পছন্দের সরকার, তাই নয় - বরং সবদিক দিয়ে তাদের অনুগত এবং তাদের উপর নির্ভরশীল সরকার। তাই এক্ষেত্রে ভারতীয় সরকার যা বলবে, কোনরকম প্রতিবাদ না করে তা একবাক্যে মেনে নিতে হবে। কাজেই এ ধরণের সরকারকে ভারত যেসব হুকুম দিতে পারে, তা হলঃ
- কোলকাতা থেকে ঢাকা - এই পুরো রেলপথের নিরাপত্তার দায়িত্ব ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ন্যস্ত করা।
- এই রুটের আশপাশে যেখানে নিরাপত্তার হুমকী আছে, সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান চালানো
- অন্যান্য রুটেও রেলের নাশকতা রোধে ভারত পর্যাপ্ত সহযোগিতা দিতে প্রস্তুত।

ভেবে দেখুন তো! এরকম প্রস্তাব ফিরিয়ে দেওয়া কি সম্ভব। বিএনপি-জামাতের সন্ত্রাসে সরকার এমনিতেই নাকানি চুবানির মধ্যে আছে। এর মধ্য ভারতের নাক গলানোর এই সুবর্ণ সুযোগ কি সরকার এমনি এমনি ছেড়ে দেব? তাই ভারত সরকার যদি এমন কোন প্রস্তাব দেয়, তবে সরকারের উচিত হবে সেই পেট্রোল বোমা হামলাকারীকে খুঁজে বের করে তাকে কোন রাষ্ট্রীয় পুরষ্কারে ভূষিত করা।

ভুল কিছু বললাম?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

যোগী বলেছেন:
জামাত শিবির দেখা মাত্র গুলি করার নির্দেশ দেয়া হোক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: কিসের মইধ্যে কি
পান্তা ভাতে ঘি
আমি কইলাম কি
আর বোঝে কি যোগী

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
যোগী বলেছেন:
জামাত শিবির দেখা মাত্র গুলি করার নির্দেশ দেয়া হোক।


সহমত!!

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮

যোগী বলেছেন:
কী কমেন্ট করছি সেটা বড় কথা না, জামাত-শিবির মারতে হবে সেটাই বড় কথা। এখন জামাত শিবির মারা পূন্যের কাজ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: ইবলিস শয়তানের দাসানুদাস যারা, তাদের কাছে খুন-খারাপী, নেশাভাং, ব্যভিচার - এগুলো পুণ্যের কাজ বলেই গণ্য হয়।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

যোগী বলেছেন: জামাত-শিবিরের গেলমান দের কাছে জামাত-শিবির পূন্যবানই মনে হবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: পুণ্যের কাজ যদি বস্ত্রহীন যোগী মহশয় করেন, তো তিনিও পুণ্যবানই হবেন।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

নিলু বলেছেন: ইঞ্জিনে কোনও ক্ষতি হয়নি , ভারতের সাথে বি এন পি জোটের বন্ধুত্ত বাড়বে বলে মনে হয় , কারন তারা বলবে এসব সরকারের সন্ত্রাসীদের কাজ ,

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

নীল আকাশ ২০১৪ বলেছেন: শেখ হাসিনা যতদিন বেঁচে আছে, ভারতের দালালী করার সৌভাগ্য আর কারো হবার চান্স নেই। এর মধ্যেই খালেদা জিয়া, এরশাদ মোদীর পদধূলি লাভে ধন্য হবার প্রচেষ্টা করেছিল। কিন্তু হাসিনা এখনো যথেষ্ট বলে আর কেউ চান্স পায়নি তাঁর পায়ের কাছে ঘেঁষার

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

ঢাকাবাসী বলেছেন: কাজটা ঠিক হয়নি।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

ফাহীম দেওয়ান বলেছেন: এ কে এম রেজাউ করিম বলেছেন:
যোগী বলেছেন:
জামাত শিবির দেখা মাত্র গুলি করার নির্দেশ দেয়া হোক।

সহমত!! B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.