নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

মান্না কাহিনী। আওয়ামী লীগের এক ঢিলে তিন পাখি শিকার 8-| 8-| 8-|

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৪

গত দুইদিন ধরে টিভি এবং পত্রপত্রিকার খবরগুলো রীতিমত তোলপাড় করে ফেলেছে অজ্ঞাত এক যুবকের সাথে মাহমুদুর রহমান মান্নার তথাকথিত ফোনালাপ এবং ের সিক্যুয়েল সাদেক হোসেন খোকার সাথে তার অডিও রেকর্ড। এমনিতে এসব অডিও রেকর্ডের তেমন কোন গুরুত্ব নেই, কিন্তু এর সঙ্গে সেনাবাহিনী ইস্যু জড়িয়ে যাওয়াতেই সবাই নড়েচড়ে বসেছেন।

বলাবাহুল্য, আওয়ামী লীগ দেশের এমন একটা দল, যারা সবদিক থেকেই ব্যাপক সুবিধায় আছে। সমস্ত মিডিয়া তাদের পক্ষে, আওয়ামী লীগের অনুগত একদল সুশীল বুদ্ধিজীবী দল আছে, যারা রাতকে দিন করতে দিনরাত ব্যস্ত, প্রয়োজনমত তারা জনগণকেও উত্তেজিত করতে পারে - যখন তারা সরকারে থাকেনা। তাদের পরীক্ষিত ইসলাম বিরোধী তৎপরতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদের প্রতি অনেকটাই সহানুভিতিশীল। আর সবার উপরে তো ভারতদেব আছেনই - যেকোন বিপদ-আপদে ছায়া হয়ে আওয়ামী লীগের মাথার উপর মহীরুহের মত দাঁড়িয়ে আছে।

কিন্তু এত কিছুর পরেও আওয়ামী লীগের একটা ব্যাপক ভয়ের জায়গা আছে। আর সেটি হল সেনাবাহিনী। দেশ স্বাধীন হবার পর আওয়ামী লীগ নেতারা যখন দেশটাকে বাপের সম্পত্তি মনে করে অবাধে লুটে পুটে শেষ করে দিচ্ছিল, রক্ষী বাহিনী আর মুজিব বাহিনীর তান্ডবে দেশের মানুষের যখন দিশেহারা অবস্থা, সেই সময়ে দেশের মানুষকে সেই অসহনীয় অবস্থা থেকে উদ্ধার করেছিল কিছু 'বিপথগামী' ও 'উচ্চাকাংখী' সেনা সদস্যই - আর কেউ নয়।

আবার দেখুন না, ২০০৭ সালের ২২শে জানুয়ারী ঘোষিত নির্বাচনে যখন বিএনপি এককভাবে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছিল, ভারতের সাহায্য নিয়েও যখন দেশে কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব হচ্ছিল না, তখন আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে আসে এই সেনাবাহিনী - রাষ্ট্রপতিকে দিয়ে ১/১১ তে জরুরী অবস্থা ঘোষণায় বাধ্য করার মধ্য দিয়ে।

কাজেই সেনাবাহিনীর ক্ষমতা সম্পর্কে আওয়ামী লীগ ভালভাবেই ওয়াকিবহাল। এইসব পেট্রোল বোমা মার্কা আন্দোলন, বা বান কি মুনের তৎপরতা কোন কিছুই কাজে আসবেনা, যদি না সেনাবাহিনী নাক গলায়। একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব দেশের রাজনৈতিক পাশার দান উলটে দেওয়া।

তাই সেনাবাহিনীকে একটা ঝাড়ি দেবার দরকার হয়েছে। সেই সঙ্গে দরকার হয়েছে জনগনের সমর্থন পাওয়া বিএনপিকেও একটা শিক্ষা দেওয়া। সুশীল সমাজের মধ্যে মান্নাই যেহেতু আওয়ামী লীগের একমাত্র প্রতিনিধি, তাই তাকেই বলির পাঁঠা হিসেবে ব্যবহার করে সরকার একই সাথে বিএনপি, সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘকে একটা কড়া ডোজ দিয়ে দিল এবং বুঝিয়ে দিল, গণতন্ত্র রক্ষা এবং তৃতীয় শক্তির উত্থান রোধে আওয়ামী লীগের জন্য ক্ষমতায় থাকা এখন কতটা জরুরী।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২

চলতি নিয়ম বলেছেন: মান্নাকে ডিবি পরিচয়ে শিবিরের জঙ্গিরা তুলে নিয়ে গে ছে =p~ =p~

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

দখিনা বাতাস বলেছেন: হ ভাই, ভালাই কইচেন। সবার যার যার নিজের পিছন দিক পাইত্তা দিসে শুধু আওয়ামীলীগের সুবিধার জন্য। পিছন দিক বাড়াই্য়া দেনে ওয়ালাগো কুনু দোষ নাই। সবাই দুধে ধোওয়া তুলসীপাতা

কু্ত্তার বাচ্চা কত সুন্দর কয়, " ইউনিভা্রসিটিতে আন্দোলনে গেলো দুই চারটা"--- হারামজাদা "দুই চারটা" তর নিজের বাড়ীর মানুষ দিয়া শুরু করতে পারলিনা? ইউনিভার্সিটির ছাত্ররা মানুষ না?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

নীল আকাশ ২০১৪ বলেছেন: ইউনিভার্সিটির ছাত্র আর গারমেন্টেস শ্রমিক -এই দুই জাতকে কেউ মানুষ মনে করেনা । এই ভারবাহী গাধাগুলো চিরদিনই নেতাদের ক্ষমতায় আরোহণের সিড়ি হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৩

যোগী বলেছেন:
ছাগুর বাচ্চা মান্না যে দুই চারটা লাশ ফেলে দেয়ার কথা বলল তাতে তোর কিছু যায় আসে না তাই না?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: চারিদিকে এত ধরা পড়া ফোনালাপের রেকর্ড বাজতে শুনেও যে ব্যাটা টেলিফোনে লাশ ফেলে দেওয়ার মত কথা ফোনে বলতে পারে, তাকে কিসের বাচ্চা বলে মনে হয়, ল্যান্টা যোগী?

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

বিদগ্ধ বলেছেন:
আপনার সবকথা মেনে নিলে চলমান আন্দোলনের কোন গ্রাউন্ড খুঁজে পাই না। মান্না সুশীলের চেয়েও বেশি সুশীল হয়ে গিয়েছিলেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: চলমান আন্দোলনের আসলেই কোন গ্রাউন্ড নেই। সরকার পতনের আন্দোলন জীবনে অনেক দেখেছি - কিন্তু ঘরে বসে আন্দোলন বিএনপিই প্রথম শুরু করল।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

জহিরুলহকবাপি বলেছেন: মান্নার পুলা পাইন কয়টা? তাদেরকে ইউনিভার্সিটি এলাকায়িএনে আন্দলন করা হোক । দউ চাইরটা,....................

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

মেহেদী_বিএনসিসি বলেছেন: গনতন্ত্র চোদায়া দেশটারেই মাগী বানায়া ফালাইলো.......তারপরেও গনতন্ত্রের নামে গনপিটুনিতে ৩জনের জন্য ৫৪ বুলেট লাগে......। আবাল বাঙ্গালীর জন্য ওই হাসিনা-খালেদাই যোগ্য.........

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

চাঁদগাজী বলেছেন:



মান্নাকে কি আটক করেছে?

মান্নাকে আটক করা ভয়ংকর অন্যায় হবে; তিনি সামান্য ক্লাউন; সব দেশ ভাঁড় থাকে, এরা গরুর মত নিরীহ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫

নীল আকাশ ২০১৪ বলেছেন: হ্যাঁ, আটক করা হয়েছে -কিন্তু পুলিশ তা স্বীকার করছেনা। তার এখন কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। বুঝাই যাচ্ছে, উত্তমরূপে ধৌতকরণ চলিছে।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


" দেশ স্বাধীন হবার পর আওয়ামী লীগ নেতারা যখন দেশটাকে বাপের সম্পত্তি মনে করে অবাধে লুটে পুটে শেষ করে দিচ্ছিল, রক্ষী বাহিনী আর মুজিব বাহিনীর তান্ডবে দেশের মানুষের যখন দিশেহারা অবস্থা, সেই সময়ে দেশের মানুষকে সেই অসহনীয় অবস্থা থেকে উদ্ধার করেছিল কিছু 'বিপথগামী' ও 'উচ্চাকাংখী' সেনা সদস্যই - আর কেউ নয়। "

-আপনি পরাজিত বিহারী নাকি?
শেখ সাহেব যখন জীবিত ছিলেন, তখন সামান্য চুরিদারী হয়েছিল; তবে, সেটা এরশাদ, হাসিনা বা খালেদার আমলের ডাকাতীর মতো কিছু ছিল না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনার ভাষায় 'সামান্য চুরিদারী'র নমুনা জানতে এই লিংকে যান। তারপর বলেন এই সামান্য চুরিদারী জিনিষটা আসলে কি?
https://www.amarblog.com/index.php?q=mohakash/posts/125548

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: আপনার ভাষায় 'সামান্য চুরিদারী'র নমুনা জানতে এই লিংকে যান। তারপর বলেন এই সামান্য চুরিদারী জিনিষটা আসলে কি?
https://www.amarblog.com/index.php?q=mohakash/posts/125548 "

-কোন লিংকে আমাকে যেতে হবে না; আমি সেই সময়ের মানুষ।
আপনারা পাকিস্তানী ভুতের পরাজিত আত্মা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.