নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

গরুকে জাতির মাতা ঘোষণার আহ্বান বিজেপি নেতার

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২


গরু নিয়ে বেশ ভালোই মেতেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতারা। ইতোমধ্যে সমগ্র ভারতে গরু জবাই বন্ধে আইন প্রণয়েনের আহ্বান জানিয়েছেন তারা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সীমান্তে নজরদারি জোরদার করতে বলেছেন, যাতে গরু পাচার হয়ে বাংলাদেশে না যায় এবং এর ফলে মূল্য বৃদ্ধির কারণে সেখানকার মানুষ যাতে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়। এবার বিজেপির সংসদ সদস্য যোগী আদিত্যনাথ গরুকে ভারতের রাষ্ট্রীয় মাতা বা জাতির মাতা ঘোষণার আহ্বান জানিয়েছেন।

এর আগে হিন্দু যুব বাহিনীর এই নেতা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ পরিচালিত ধর্মান্তকরণ কর্মসূচি ‘ ঘর ওয়াপসি’র প্রতি তার সমর্থন জানিয়েছিলেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেছিলেন ভারতের প্রতিটি মসজিদে যাতে গৌরি ও গনেশের মূর্তি প্রতিস্থাপন করা হয়।

আদিত্যনাথ বলেন, ‘গাভী সনাতন ধর্মাবলম্বীদের পরিচিতির মাধ্যম। এতে কোন সন্দেহ নেই যে ভারতীয় আধ্যাত্মবাদ ও অর্থনৈতিক বিশ্বতত্ত্বের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। গরুর বংশতত্ত্ব ও এর বিভিন্নতা সময়ের সঙ্গে ভারতের ধর্মীয় জগতের সেতুবন্ধন তৈরী করেছে।’

গরুকে রাষ্ট্রীয় মাতা ঘোষণার ক্যাম্পেইনের স্বপক্ষে তিনি বলেন, ‘আমরা এই ক্যাম্পেইন শুরু করেছি কারণ এর সঙ্গে সংখ্যাগরিষ্ঠের আবেগ জড়িত এবং এটা স্বীকার করা উচিৎ যে, কোন জাতীয় প্রতীক গরু হওয়া প্রয়োজন।’

উৎসঃ বাংলামেইল

বিশেষ দ্রষ্টব্যঃ কোন বিশেষ রাজনৈতিক দলের অনুসারী, দালাল, তাদের পেইড ব্লগার, ভাদা গোষ্ঠীর ধর্মীয় বা রাজনৈতিক অনুভূতিতে আঘাত দেবার জন্য এই কপি-পেস্ট ব্লগের অবতারণা করা হয়নি। তারা এমনিতেই মানুষের মুখে মুখে লাঞ্ছিত হচ্ছেন। তারপরেও যদি ঐ ধরণের কেউ আমার এই ব্লগের মাধ্যমে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, তার জন্য আমি কোনভাবেই দায়ী হবোনা।

কতা কিলিয়ার :#)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৪

পীরবাবা বলেছেন: এতদিনে মাকে পেল বিজেপির গরু গুলি। :D :D :D :D :D :D

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

ঢাকাবাসী বলেছেন: ক'দিন পরেই আবার আগের জায়গাতে চলে আসবে এরা। মাঝখান থেকে আমাদের শহরে গরুর মাংসের দাম একশো টাকা বেড়ে গেলো যা আর কমবেনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.