নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

বাঁশ খাবার প্রস্তুতি আছে তো?

২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৫

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একটি ম্যাচ বাংলাদেশ জিতে গেছে। কেউ কেউ তারপর সিরিজ জয় এমনকি বাংলা ওয়াশের স্বপ্ন দেখতে শুরু করেছেন। মানুষের আবেগ এত বাঁধভাঙ্গা জোয়ারে ভেসে গেছে, যে তা এখন ধরতে যাওয়াই বিপদ। এই নিয়ে কিছু বলতে গেলে নির্ঘাত স্বাধীনতাবিরোধী আখ্যা পেতে হবে।

তবে আমি বাস্তববাদী। তাই ঐ খেলায় বাংলাদেশের জয়ের পাশাপাশি ভারতের পরাজয়ের কয়েকটি কারণও খুঁজে বের করেছি। বাংলাদেশের প্লেয়াররা নিশ্চয়ই অনর্থক আবেগে ভেসে না গিয়ে এই কারণগুলোর দিকে একটু নজর দেবেঃ

১ - খেলাটা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশ তাই হোম কন্ডিশনের পাশাপাশি দর্শকদের সাপোর্ট পেয়েছে। এই ব্যাপারটাই ভারতীয় খেলোয়াড়দের কাছে মানসিক চাপের কারণ হয়ে দেখা দিয়েছে। ভারত যদি এই চাপ থেকে মুক্ত হয়ে আসে, তখন কি ঘটবে?

২ - দিবারাত্রির খেলায় দিনে ব্যাট করা দল বেশি সুবিধা পায়। তাই এসব ম্যাচে প্রথমে ব্যাট করা দলের জয়ের পাল্লা একটু না - অনেকখানি ভারী। পরিসংখ্যানও সেই কথাই বলে। দ্বিতীয় ম্যাচে টসে জিতে ভারত যদি ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তবে ফলাফল কি হতে পারে, কোন ধারণা আছে? নাকি বাংলাদেশ এমন কোন ক্ষমতা অর্জন করে ফেলেছে যে টস তাদের জন্য কোন ব্যাপারই নয়!

৩ - ভারত রান চেজিংয়ে খুব একটা ভাল নয়। বিশ্বমানের ব্যাটিং শক্তির এখানে একটা ভয়ংকর দুর্বলতা রয়ে গেছে। প্রথম ম্যাচে এক্ষেত্রে দৈব বাংলাদেশের অনেকটাই কাজে এসেছে, ভবিশ্যতে যা নাও হতে পারে।

৪ - কয়েকদিন আগে পাকিস্তান বাংলাদেশের মাটিতে এসে যে নাকানি চুবানি খেয়ে গেছে - সেটাও তো ভারতীয়দের আপ্সেট থাকার একটা কারণ। এই প্রেসার যদি তারা কাটিয়ে ওঠে, দ্বিতীয় ম্যাচেও কি একই পরিণতি হবে?

দ্বিতীয় ম্যাচে যদি দেখতে পান যে, প্রতিশোধের নেশায় ভারতীয় ব্যাটস ম্যানরা চড়াও হয়েছে আমাদের মুস্তাফিজ, মাশরাফি এবং রুবেলদের উপর, রোহিত শর্মা আরেকটা ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছে বা বিরাট কোহলি ক্যারিয়ারের ২৩তম ওডিআই সেঞ্চুরি করেছে - তখন যেন আবার টাইগারদেরকে বিলাই বলে গালাগাল শুরু করবেন না! সকল পরিস্থিতি মেনে নেয়ার মানসিকতা থাকলেই কেবল জাতি হিসেবে আমারা এগিয়ে যেতে পারব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: তুমি এটা নিয়া কি বলবা সেটা অনুমান করাই যায়। ১ মেচ জিতা আত্মবিশ্বাস বাড়ানোর মত শক্তি বাংলাদেশ অর্জন করেছে আর আরও একটি মেচ জিতে সেটা দিগুন করা অসম্ভব কিছু নয়।

২ নম্বর পয়েন্ট বাদে বাকি সব গুলো অযৌক্তিক যুক্তি। তোমার মত পা চাটা ব্লগার আর কি যুক্তি দেখাইতে পারে সেটা জানা আছে। সোজা কয়া দাও না , বাংলাদেশের জয়ে তোমার অন্ত্র-দহন শুরু হইছে।

২১ শে জুন, ২০১৫ দুপুর ১:১০

নীল আকাশ ২০১৪ বলেছেন: এখন কোন জবাব দিচ্ছিনা। আর দু'চারজন মন্তব্য করুক, তারপর দেব।

২| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:

খেলা শুধু খেলা, সামান্য বিনোদন।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৭

মাসূদ রানা বলেছেন: কেমন আছেন ভাই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.