নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

প্রকাশিত খবরের প্রতিবাদ : ইফতার বিতরনকারী বিদ্যানন্দ হিন্দু সংগঠন নয়

৩০ শে মে, ২০১৭ সকাল ৯:৫৬

পুর্ব-পশ্চিম ডট নিউজসহ বেশ কিছু অনলাইন খবর দিয়েছে,

ঢাকায় কমমুল্যে ইফতার বিতরণকারী 'বিদ্যানন্দ' নামক স্বেচ্ছাসেবি সংগঠনটি হিন্দুদের সংগঠন । 'বিদ্যানন্দ' এ খবরের প্রতিবাদ করেছে। সংগঠনটি তাদের ফেসবুক পেজে লিখেছে,

বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকের ৯০ ভাগই মুসলিম, অনুরূপ অনুপাত দাতা এবং কমিটির মেম্বারদের ক্ষেত্রেও। অনেক নবাগত নাম থেকে বিদ্যানন্দকে হিন্দুদের প্রতিষ্ঠান মনে করেন। এজন্য নাম পরিবর্তনের চিন্তা করেছিলাম একবার।
'বিদ্যানন্দ' শব্দটা এসেছে "বিদ্যায় আনন্দ" থেকে, যা প্রস্তাব করেন এক ব্যান্ড বিশেষজ্ঞ (যিনি নিজে ধর্মপ্রাণ মুসলিম)। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একজন প্রবাসী বাঙ্গালি, যাতে কাজ করা বেশীরভাগ মানুষ মুসলিম।
আজ হিন্দু-মুসলিম নিয়ে লিখতে বাধ্য হলাম কারণ এক অনলাইন পত্রিকা আমাদের ইফতার সেহেরির কার্যক্রমকে "হিন্দু ধর্মীয় মানুষের প্রতিষ্ঠানের পদক্ষেপ" হিসেবে চিত্রায়িত করেছেন, যা না বুঝে অনেকে শেয়ার করছেন সম্পৃতির বাণী হিসেবে।
উদ্দেশ্য যাই হোক না কেন, মিথ্যা খবরের ফল ভালো হতে পারে না। যে মানুষগুলো দিনের পর দিন কাজ করে যাচ্ছে, তাঁদের ট্যাগ করছেন ধর্মের ব্যানারে। স্বেচ্ছাসেবকরা এমন নিউজে প্রচণ্ড বিব্রত এবং হতাশ।
ভাইরাল করার মত অনেক টপিক্স আছে দেশে, কেন লাখো গরিব মানুষের মুখের খাবার কেড়ে নেয়ার মতও মিথ্যা খবরে কাজটিকে বাধাগ্রস্থ করছেন? আমরা ইতিমধ্যে পত্রিকাকে প্রতিবাদপত্র পাঠিয়েছি, আগামীকাল থানায় যাচ্ছি আইনি পদক্ষেপ নিতে।
অনুগ্রহ করে সবাইকে এমন মিথ্যা খবরে প্রতারিত না হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৪৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কৃতজ্ঞতা আপনার প্রতি জানিয়ে দেবার জন্য।তার চেয়ে বড় ধন্যবাদ দিলাম বিদ্যানন্দের কর্তৃপক্ষকে।নিজ হাতে মিথ্যা কে বুঝিয়ে দেয়ার জন্য। :)
আগামীকাল থানায়!!!একটু বেশিই হয়ে যাচ্ছে নাহ?

২| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৫০

বেনামি মানুষ বলেছেন: শেষ পর্যন্ত বিদ্যানন্দের মতো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অপপ্রচার!

আসলে এইসব লোকেরা দেশটাকে নিয়ে কি করতে চাচ্ছে?


ধন্যবাদ আপনাকে এখানে সুন্দরভাবে 'এক টাকায় আহার' 'এক টাকায় চিকিৎসা' ইত্যাদি ধারণার প্রবর্তক বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে লেখার জন্য।

৩| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:০০

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃস্টতম মনুষ্যজীব হল এই বাং...। ভাত দেবার খাতার না কিলোবার গোঁসাই!

৪| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:১০

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বামদের কেউ দেখতে পারে না এ কারণেই।

৫| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:২২

খরতাপ বলেছেন: এই খবরে প্রতারিত হবার কি আছে? একটি হিন্দু সংগঠন সুলভ মুল্যে ইফতারি বিতরণ করছে - এরকম খবর তো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আরও মূল্যবান হত। আমার কাছে বরং মনে হয়েছে সংগঠনটির কর্মিরা কোন কারণে হীনমন্যতায় ভূগছে।

৬| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:২৫

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: খরতাপ বলেছেন: এই খবরে প্রতারিত হবার কি আছে? একটি হিন্দু সংগঠন সুলভ মুল্যে ইফতারি বিতরণ করছে - এরকম খবর তো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আরও মূল্যবান হত। আমার কাছে বরং মনে হয়েছে সংগঠনটির কর্মিরা কোন কারণে হীনমন্যতায় ভূগছে।

এই প্রতিষ্ঠানের কর্মী ও দাতাদের প্রায় সবাই মুসলিম। কিন্তু বাম মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে একে হিন্দুবাদি সংগঠন বলে প্রচার করেছে।

৭| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: ধরে নিলাম, হিন্দু সংগঠন ইফতারী বিলাছে। তাতে খারাপ কি? যে কাজ মুসলমানরা করছে না। আরে ভাই সবচেয়ে বড় ধর্ম তো মানব ধর্ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.