নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজা মেঘের দুপুরে সোনালী ডানার চিল

বন্ধ জানালা, খোলা কপাট !

আবদুর রাজ্জাক শিপন

নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ ! মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ মানুষের প্রতারণায় হই ঋদ্ধ মানুষের ঘৃণার উৎসে উৎসুক !

আবদুর রাজ্জাক শিপন › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: নিঃসঙ্গতার গোলাপ

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

প্রতিষ্ঠিত তিন ছেলে, এক মেয়ের পিতা ভদ্রলোক । এন্ড্রয়েড মোবাইল থেকে মেসেঞ্জারে নিজেকে নিজে লাল গোলাপ পাঠান ! কবিতা পাঠান । ফুল, পাখি, বিখ্যাত মানুষের কোটেশন পাঠান ! মেসেঞ্জার খুলে সেসব দেখতে আর পড়তে পড়তে তাঁর ঠোঁটের বামকোণে হাসি লেগে থাকে । বৃদ্ধাশ্রমের সহপাঠিরা তার কাণ্ড দেখে, পাগলামির মাত্রা বাড়ার শঙ্কাতে শঙ্কিত হন । ভদ্রলোককে এখন আর কেউ চিঠি লেখে না । মেসেঞ্জারে কুশল জানতে চায় না ।

ডিসেম্বর ০২, ২০১৭

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

আখেনাটেন বলেছেন: ফেসবুকের কল্যাণে এই অনু-পরমাণু-ইলেকট্রনু-বোসনু গল্পের চাহিদা মনে হয় অাকাশচুম্বী।

সাথে অারো ডজনখানেক দিয়ে একটি যৌগ বানিয়ে পোস্ট করলে ভালো হত। :P


ছুটু গল্প ভালো হয়েছে। ;)


০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: হয়তো একটু ভুল হচ্ছে আপনার ।
অনুগল্প ফেসবুকের প্রপিতমহের যুগের ।
তবে হ্যাঁ, অনু-পরমাণু টানে বেশি নিঃসন্দেহে ।
কিন্তু অনু পরমাণুর বাইরে গল্পেও আপনাকে পাব আশা করি ।
ধন্যবাদ ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: *ফেসবুকে অনু-পরমাণু টানে বেশি !

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। ঠিক আছে...

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ভাই, অভিনন্দন ।
সবাই তালগাছ চাই ।
সবাই তালগাছ পাই না । আপনি পেয়েছেন । :)

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

সকাল রয় বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম। বেশ ভালো লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: স্বাগতম সকাল , ভালো আছেন ?

আসলে সামুতে অনেকদিন পরই এলাম...

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: গল্প ছোট হলেও বিষয়টা ভাববার মতোই। বৃদ্ধাশ্রম কে না বলি।কোন পিতাকে আমরা সেই কয়েদখানায় দেখতে চাইনা।
অনেক শুভ কামনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: অনিঃশেষ শুভ কামনা আপনাতেও :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.