নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজা মেঘের দুপুরে সোনালী ডানার চিল

বন্ধ জানালা, খোলা কপাট !

আবদুর রাজ্জাক শিপন

নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ ! মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ মানুষের প্রতারণায় হই ঋদ্ধ মানুষের ঘৃণার উৎসে উৎসুক !

আবদুর রাজ্জাক শিপন › বিস্তারিত পোস্টঃ

একঝলক : সুরা বনী ইসরাঈল, জেরুজালেম এবং সাম্প্রতিক ইস্যুতে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া -২

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

একঝলক : সুরা বনী ইসরাঈল, জেরুজালেম এবং সাম্প্রতিক ইস্যুতে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া - ১

সৌদি আরব অত্যন্ত মর্মাহতভাবে ট্রাম্পের ঘোষণাটি লক্ষ্য করছে ।

এরকম দায়িত্বজ্ঞানহীন, অযৌক্তিক সিদ্ধান্তের গুরুতর পরিণতি বিষয়ে সৌদি আরব আগেই সতর্ক করে দিয়েছিল ।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত জেরুজালেমে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রতি বিরাট পক্ষপাতিত্বমূলক অন্যায্য এবং অবমাননাকর আচরণ বলে সৌদিআরব একে চিহ্নিত করেছে ।

এই প্রচেষ্টা প্রতিহিংসার জ্বলজ্বলে উদাহরণ । ফিলিস্তিন এবং ইসরাঈলী জনগণের দ্বন্দ্বকে যা আরো তীব্র এবং সংঘাতপূর্ণ করবে ।
সৌদি সরকার আশা প্রকাশ করে, মার্কিন পররাষ্ট্রনীতি এটি পুনর্বিবেচনা করবে । অন্যায্য এই ঘোষণা থেকে সরে আসবে । এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ফিরিয়ে দেবার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করবে ।

আন্তর্জাতিক রীতিনীতি এবং আরব শান্তি প্রতিষ্ঠার উদ্যেগ অনুযায়ী ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার জন্য সমস্যার স্থায়ী সমাধানের পথে এগোবার কথা পুর্নব্যক্ত করে সৌদি আরব । ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য যা খুবই জরুরি ।
সূত্র : সৌদি গ্যাজেট ।
আল-আরাবিয়া ইংলিশ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সৌদি আরব আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ইয়া হাবিবি, মারহাবা, মারহাবা। বাদসা সাল্লু মহান। জয় সৌদি রাজা, জয় সালমান। চলুন এই উপলক্ষে ট্রাম্পের সাথে রাজার তলোয়ার নৃত্য দেখে আসি।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কালামাক হ্যালু ইয়া আখোয় ! তা'আল আতিক বুছা !
ইনতা এরগাছ, আকেল সম্বুছা, আনা শুফ...

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২০

সচেতনহ্যাপী বলেছেন: এই শোরগোলের মাঝেই মধ্যপ্রাচ্যে অনেক কিছুই ঘটে যাবে।।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সাদা চোখে যা দেখা যায় না, সে রাজনৈতিক হিসেবটা বেশ জটিল ।
উপরে যে যতই বক্তৃতা বিবৃতি দিক, তলে তলে তালাতো ভাই ।

'নিজেদের পিঠ-পেট আর বাঁচছেনা'-এরকম পরিস্থিতির আগে এরা গা নাড়াবে বলে মনে হয়না ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতিতে মুসলিম বিশ্বের ক্ষোভ

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: জ্বি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.