নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ঢাবি'র ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেয়া প্রসঙ্গে

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩


ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তি পরীক্ষা নেবার জণ্য আ আ ম স আ সি স্যারের অজুহাত অইলো আসন খালি থাকে? ক্যান আসন খালি থাকে; তা কী স্যার ভেবে দেখনের সুযোগ পাইছিলেন- না ভাইবা মা্থা ব্যাথা; মাতা কাইটা ফালা টাইপের ভাবনা।

স্যার কি পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপ্রয়োজনীয় সাবজেক্ট ছেঁটে ফেরতে? পারেন; কিন্তু উনাদের রাজনৈতিক ভোট কইমা যাইবো বলে রিস্ক নেন না। এই যে উদ্দু; ফার্সি; আরবী; সংস্কৃতি; পালি; শান্তি ও সংঘর্ষ; বিশ্ব ধর্ম তত্ত্ব- এ রকম নানান পলিটক্যাল বিবেচনায় খোলা বিভাগ গুলো বন্ধ কইরা দ্যান; তারপরে আলাপ করেন।

একটা জাতীয় দৈনিকে দেখলাম- কারেন্ট কিছু শিক্ষার্থীর বক্তব্য ছাপছে। তারা কইছে বুয়েট পারলে আমরা কেনো পারবো না। অরা যে নিজের অজান্তেই নিজের বিদ্যাপীঠরে ছোট করছে; তা বোঝনের ক্ষমতা আবেগি কারখানা খায়া ফালাইছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই অনুসরণ করবে- করছে; এটাই হবার কথা। এটাই সত্য। কিন্তু এখানে পইড়া বাইরের দিকে তাকায়া যারা শ্বাস ছাড়ে তাগো আসলে এখানে পড়নের যোগ্যতা আছে কিনা; তা নিয়ে সন্দেহ থেকে যায়।
তবুও ছুডু পুলাপাইন মাফ করে দেওন যায়; কিন্তু আ আ ম স স্যারকে মাফ করণ যায় না। কারণ সমস্যার মূলে না নিযে মগডালে বইসা পপুলার অওন যায়; তয় সেইডা সাময়িক! চূড়ান্ত বিচারে সেটি মানুষের স্বপ্ন পোড়ানোর অপারাধে অভিযুক্ত হবেই!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৫

আল মাসুদ বলেছেন: ভাই, উর্দু, ফার্সি, আরবী, সংস্কৃতি, পালি, শান্তি ও সংঘর্ষ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বাদ দিলে কি সমাধান হবে। কোথাকার পানি কই নিয়ে যাচ্ছেন? আপনি কি জানেন এই বিষয়গুলোর অনেক বিশ্ববিদ্যালয় শুরুর দিকে ছিল। তাছাড়া ঢাবি প্রতিষ্ঠার উদ্দেশ্যটা ভাল করে পড়ে নিবেন। আপনাকে ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩

মোরতাজা বলেছেন: jani; but somoyer sathe onek su bodlate hoy

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.