নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অষ্টম শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরের শিক্ষার্থীদের জন্য মানসম্মত অ্যাডুকেশন কন্টেন্ট প্রচার করছে রবি-টেন মিনিট স্কুল।
ফেসবুকের লাইভ ফিচারটি ব্যবহার করে দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাচ্ছে এই প্লাটফরমটি।
যাত্রা শুরু করার দুই বছরেরও কম সময়ের মধ্যে রবি-টেন মিনিট স্কুল দেশের শীর্ষ অনলাইন স্কুলে পরিণত হয়েছে।
ডিজিটাল অ্যাডুকেশন প্লাটফরমটির সেবা গ্রহণ করা শিক্ষার্থীদের কাছে অনেক সহজ বলেই এটি এত দ্রুত জনপ্রিয়তার শিখরে উঠতে পেরেছে।
একজন শিক্ষার্থী কোথায় আছেন তা কোন ব্যাপার না, তিনি তার বাড়িতে বসে সহজেই প্লাটফরমটি ব্যবহার করতে পারছেন।
বিশেষত ঢাকার বাইরের শিক্ষার্থী যাদের মানস্মত শিক্ষা গ্রহণের সুযোগ সীমিত তাদের জন্য একটি সঠিক বিকল্প এই প্লাটফরমটি।
রবি-টেন মিনিট স্কুল’র প্রতিটি ডিজিটাল ক্লাসরুমে কমপক্ষে ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেন। রসায়নের নানা বিক্রিয়া, গণিতের বিভিন্ন কঠিন ধারণা বোঝানো বা দৈনন্দিন জীবনের সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করে প্লাটফরমটি।
শুধু তাই নয়, ফেসবুকের মাধ্যমে প্লাফমরমটির স্কিল ডেভেলপমেন্ট ল্যাব’র আওতায় পাওয়ার পয়েন্ট বা ইলাস্ট্রেটর’র মতো সফটওয়্যারের টুলগুলো নিয়েও আলোচনা হয়।
এছাড়া ফেসবুকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’র মাধ্যমে বিনামূল্যে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষার সুযোগ এনেছে রবি-টেন মিনিট স্কুল।
প্লাটফরমটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে, এটি শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সম্পর্কের ধারণায় পরিবর্তন এনেছে। প্রথাগত প্রক্রিয়া ভেঙে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে কোন নির্দিষ্ট বিষয় নিয়ে মুক্ত আলোচনার সুযোগ এনেছে রবি-টেন মিনিট স্কুল।
লাইভ টেলিকাস্ট চলাকালে শিক্ষার্থীরা চ্যাটরুমে তাদের প্রশ্ন বা ভাবনা শিক্ষকের কাছে তুলে ধরতে পারেন যার উত্তর শিক্ষকরা সাথে সাথে দিয়ে থাকেন।
চলতি বছর বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’এ সম্মানজনক গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডস অর্জন করেছে যুগান্তরকারী এই প্লাটফরমটি।
‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর অ্যাডুকেশন অ্যান্ড লানিং ক্যাটাগরি’তে অ্যাওয়ার্ডটি অর্জন করেছে রবি-টেন মিনিট স্কুল।
www.facebook.com/10minuteschool সাইটটি ভিজিট করে শিক্ষার্থীরা এই ডিজিটাল ক্লাসরুমে যোগ দিতে পারেন।
০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।।
২| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার উদ্যোগ।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪
মোরতাজা বলেছেন:
৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
মানিজার বলেছেন: ভাল জিনিস মনে হইতাছে ।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
মোরতাজা বলেছেন:
৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের শীর্ষ রবি-টেন মিনিট স্কুল অনলাইন স্কুলের মত আরো স্কুল দরকার।
০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৫
মোরতাজা বলেছেন: একমত।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রবির চমৎকার উদ্যোগ,
সাধুবাদ জানাই রবিকে