নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
সেফটিপিন
প্রতি সপ্তাহে ডজন খানেক সেফটিপিন লাগে, স্কার্ফ ভর্তি সেফটিপিন লাগাতে লাগাতে হাতে ফুটেঁ যায় মৌনতার।ইশশ!
পাবলিক বাসে করে কলেজ থেকে বাসায় ফিরছে মৌনতা।মৌনতা জানালার কাঁচ সরিয়ে বাহিরে তাকিয়ে ভাবে তার নাম হওয়া উচিত ছিল প্রীতিলতা।হাতের মুঠোর মাঝে রাখা সেফটিপিন টা জানালা দিয়ে ফেলে দেয়,এইটা আর রাখার কোন প্রয়োজন নেই।
মৌনতা মনে মনে হাসে আর ভাবে এই সেফটিপিন দিয়ে একটু আগে সে কিভাবে অপারেশন করল।উপায় ছিলনা, বারবার বলা সত্ত্বেও লোকটা যে তার নিজের কনুই টা সামলে রাখতে পারছিলনা।সেফটিপিন ফুটিয়ে দিয়ে মৌনতা বুঝিয়ে দিল-পাপ পাপই,হোক ছোট কিংবা বড়!
-রুবাইদা গুলশান
১১ ই জুন, ২০১৬ সকাল ৯:২৬
নীল মনি বলেছেন: জ্বী আমার লেখা ।সরি দেরি হল উত্তর জানাতে।আমি ছিলাম না।
২| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:৫০
প্রীতম বলেছেন: সেফটির জন্য সেফটিপিন। ভালোইতো!
১১ ই জুন, ২০১৬ সকাল ৯:২৬
নীল মনি বলেছেন: হিহিহি আপনিও দারুণ বলেছেন শুকরিয়া
৩| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৫:২৬
কালনী নদী বলেছেন: very gud! i also hate those charecterless.
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৫
নীল মনি বলেছেন: হুউউম
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২
কাওসার চৌধুরী বলেছেন: সেইফটিপিনটা শেষ মেষ, কাজ দিল!! ভাল লাগল পড়ে।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৫
নীল মনি বলেছেন: শুকরিয়া। আপনি সব খুঁজে খুঁজে পড়ছেন! কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই লেখাটি কি আপনার?