নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

রূপকথা

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮



হাতছানি দিয়ে ডাকছে আমায়
আয় কাছে আয়, সব ছেড়ে
দে ছুঁয়ে দে আপন মনে।
দূর পাহাড়ের সেই দেশে
মেঘের মালা গলায় দিয়ে
ফুলের মত হেসে হেসে
দে ছুঁয়ে দে আপন মনে।
আয় কাছে আয়, সব ছেড়ে।
দূর পাহাড়ের সেই দেশে।
চল যাবি মেয়ে আমার সাথে
চুপিচুপি সেই রূপকথাতে।
ছুঁয়ে আকাশ,ছুঁয়ে নীলে
তুই হবি এক দস্যি মেয়ে।
গল্প হবি বিশ্ব মায়ের।
#এলোমেলো
©রুবাইদা গুলশান
ছবি ইন্টারনেট

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! তা এমন ডাকে সাড়া না দিলে কি চলে? চোখ বুজে নিশ্চিন্তে সাড়া দেয়া উচিত। হারি আপ! :)

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০০

নীল মনি বলেছেন: পড়ে গেলে কিন্তু আমার কোন দোষ নেই :(

২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়ে যাওয়ার চিন্তা করলে কি উড়ে বেড়ানো হবে? উড়তে চাইলে পড়ে যাওয়ার ভয় থাকলে চলবে না। :)

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮

নীল মনি বলেছেন: আপনার এত বুদ্ধি!আমায় একটু ধার দেন তো

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার অনেক বুদ্ধি এমন জঘন্য অপবাদ আমার পরম শত্রুও দিতে পারবে না। :)

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১২

নীল মনি বলেছেন: হাহাহা আমি দিলাম আপনাকে

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫

নীল মনি বলেছেন: আমার লেখা সম্পূর্ণ অংশ কেন যায় না

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি তো বলেছিই আপনার ওপর ভূতের আছর আছে। :)
আপনি কমেন্ট করার বা কমেন্টের প্রতিউত্তর লেখার পর একবার পুরোটা দেখে নিয়ে তারপর পাবলিশ করবেন, তাহলে মনে হয় কাজ হবে।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬

নীল মনি বলেছেন: দেখে টেখে তো নিই কিন্তু তবুও এমনিই হচ্ছে।হুজুর ডাকতে হবে মনে হয় :(

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পানিপড়া লাগবে নাকি? :) এ ভুূত কিন্তু পানিপড়া দিয়ে তাড়ানো যাবে না?

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪

নীল মনি বলেছেন: পানিপড়ায় কাজ হবে না মনে হচ্ছে।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪

নীল মনি বলেছেন: আচ্ছা আপনার নাম কী?

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন, আমার নাম তো স্পষ্টই উল্লেখ করা আছে? সম্রাট। অবশ্য জিসান নামটাও ব্যবহার করি।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

নীল মনি বলেছেন: আচ্ছা নাম তো দেখেছি তবুও জিজ্ঞেস করে নিলাম :)

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী ব্যাপার? নাম জিজ্ঞেস করার পর একেবারে থ মেরে গেলেন মনে হচ্ছে? নাম পছন্দ হয়নি বুঝি?

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩

নীল মনি বলেছেন: জিসান নামটাও সুন্দর। থ মেরে যাইনি।একটা লেখা ছিল সেটা এডিট করার চেষ্টা করছিলাম।

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা! কী লেখা? নতুন কোন লেখা দিচ্ছেন তাহলে? অপেক্ষা করব? গল্প নাকি কবিতা?

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯

নীল মনি বলেছেন: গল্প ঠিক হয়ে উঠেনি, তবে গল্পের মতন আর কি।অপেক্ষা বড় জ্বালাতনকারী, অপেক্ষা করে কাজ নেই।

১১| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিকই বলেছেন। অপেক্ষা বড় জ্বালাতনকারী! কিন্তু কিছু কিছু অপেক্ষায় কষ্টের চেয়ে আনন্দ বেশি থাকে। :)

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৭

নীল মনি বলেছেন: অপেক্ষা র সময় শেষ

১২| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.