নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো -৪

১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

.
#কাউকে সম্মান দিতে গিয়ে নিজের অবস্থানটুকুর অবমূল্যায়ন করবেন না।
যার যেটা প্রাপ্য তাকে সেটা থেকে বঞ্চিত করবেন না।

#ভালোবাসলে কিংবা বিয়ে করলেই মানুষটা একান্তই আপনার হয়ে ওঠে না।তাকে একটু তার মত করে নি:শ্বাস নিতে দিন।

#কত জোরে ডাকলে শুনবে তুমি?
কেউ যে ডাকছে তোমায় অনন্তকাল।

#এই শোন,জলকে তো জমিয়ে অনেক বরফ বানালে, কোনদিন বরফকে আবার জল বানিয়েছ কি?খবরদার!
অভিমানের বরফকে জল বানাতে এসো না,একদম ডুবে যাবে।

#মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে।
প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

#অভিমান সে'তো নিজের জন্য, কাউকে ক্ষতি করে নয়।
#সে হারিয়ে যাবার পর
পৃথিবী বরফ হয়ে গেছে।
একটা সূর্যের খুব প্রয়োজন।
যদি রোদের বৃষ্টিতে বরফ গলে!

#সেই নগরীতে হাট বসে,সেই হাটে অনেক গোলাপি শাপলা বিক্রি হয়;নিবে তুমি!

#যেটায় ঘটে যাক জীবনে ওই দরজা'টা কখনো বন্ধ করা উচিত নয়!
তুমি কি জানো কোন সে দরজা?
সবচেয়ে বড় দরজা হল স্নেহ ।

#তারাটি চাঁদের ভীষণ কাছে,যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেখতে পারে কিন্তু কী অসীম দূরত্ব তাদের মাঝে।চাঁদ নাগাল পায় না তারার আর তারা পায় না চাঁদকে।দূর থেকে দেখি ওরা কত কাছে? মাঝে মাঝে নিজের চোখ বড্ড মিথ্যে বলে!

#মানুষ নিজের কাছে নিজেকেই ফাঁকি দেয় সবচেয়ে বেশি।আবার নিজেকেই সান্ত্বনা দেয় সবচেয়ে বেশি।কখনো কখনো সহজ ব্যাখা সহজ নয়।

#সময়টা ভীষণ খসখসে যেন মনে হয় বসন্ত এখানে কোনদিন আসেনি অথচ রোজ একটা কোকিল ডাকে।সবাই বলে ও কিছু না!কেউ নাকি সেই ডাক শোনে নি অথচ সে ডাক আমি রোজ শুনি!

#অহংকারী ব্যক্তি জানেই না সে নিজেই অহংকারী।
দম্ভভরে পৃথিবীতে চলে, সবাইকে তার চেয়ে নিকৃষ্ট মনে করে।অথচ অহংকার করার মত কোন কিছুই মানুষের মধ্যে নেই।তার দেহ,তার রূপ,তার মেধা সবই স্রষ্টার দান। তিনি যদি তা কেঁড়ে নেন মানুষের নিজের বলতে থাকবে টা কী?


#সত্য বললে অন্যায় হয়ে যায়, সত্যের সাথে দুই ফোঁটা মিথ্যা মেশালে সত্য হয়ে ওঠে ভারী সুন্দর। অথচ সে সত্যের কোন দাম তাঁর কাছেও নেই আর আমার কাছেও ।
সত্য চির সুন্দর এবং আপন মহিমায় ভাস্বর।
মানুন আর নাই বা মানুন।


#যে হাত অন্যের গা'য়ে ওঠে তা শুধু নির্যাতনের নয়; হতে পারে তা প্রতিবাদের ভাষা।
দৃষ্টিকে প্রসারিত করুন।
কষ্ট করে মরুর পথ পেরুলেই দেখবেন সবুজ ধানক্ষেত তাকিয়ে তাকিয়ে হাসছে।
©রুবাইদা গুলশান

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এলোমেলো ভাবনার গভীরতা তো ব্যাপক! অনেকগুলোর তলই খুঁজে পেলাম না!! যেগুলো আত্মস্থ করা গেল সেগুলো তো আসলেই সত্য!!! আপনার মত এত গভীরভাবে কখনও ভেবে দেখার সুযোগ হয়নি। অথচ বুঝতে পারছি এগুলোকে সামনে রেখে চললে জীবনে অনেক জটিলতা থেকে মুক্ত থাকা সম্ভব। এমন উপলব্ধি সবার হলে পৃথিবীটা সত্যিই অনেক সুন্দর আর বাসযোগ্য হয়ে উঠত!
অত্যন্ত সুন্দর ভাবনাগুলো শেয়ার করার জন্য অধমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

নীল মনি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আন্তরিক ভালোবাসার সাথে গৃহীত হল। অনেক বেশি প্রশংসিত করেছেন আলহামদুলিল্লাহ্‌। এলোমেলো লেখাগুলো হঠাৎ করে চলে আসে আমার কাছে।তখন লিখে ফেলি।একটা ফুলের ছবি দিয়েছিলাম মনে হয় সেটা দেখা যাচ্ছে না।

শুকরিয়া

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: © দেওয়ার আইডিয়াটি নিলাম B-)

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

নীল মনি বলেছেন: হিহিহি শুকরিয়া ও কৃতজ্ঞতা :)

৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:

অনেক দরকারী কথা। পড়ে ভাল লাগলো।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম :)

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: খুব সুন্দর আর দরকারি কথা লিখেছেন। শুভেচ্ছা আর ধন্যবাদ রইল।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ শুকরিয়া।কৃতজ্ঞতা আমার এখানে বেড়াতে আসার জন্য :)

৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: অন্তরে মেখে নিই চৈত্রের শেষ আলোছায়া..........

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

নীল মনি বলেছেন: হিহিহি রাতের শীতল অন্ধকার মাখতেও ভুলবেন না যেন :)

৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

আপনার প্রোপিক কি প্রতিদিনই চেন্জ হয়????X(

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩

নীল মনি বলেছেন: পিক চেঞ্জ করা কি মানা এখানে :( আমার তো বদলাতেই ভালো লাগে

৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

শাহারিয়ার ইমন বলেছেন: এগুলো কি খনার মত আপনার বচন ।।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

নীল মনি বলেছেন: এগুলো হল খুচরো স্ট্যাটাস, ধরুন দশ মিনিটের মধ্যে যা উৎপাদন হয়। হুট করে যা মনে আসে তাই

৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

শাহারিয়ার ইমন বলেছেন: আমরা যা ভাবি তা ঠিক করিনা , করলে পৃথিবীটা আরো ভাল হত

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪

নীল মনি বলেছেন: অন্য কেউ করে কি না জানি না, তবে আমি যা ভাবি, যেভাবে ভাবি তেমনটিই করার অনবরত চেষ্টা করে থাকি

৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আই অ্যাম হিয়ার। সম্রাটজ্বী কিধার??


প্রথম পেজের পোস্টে আড্ডা দেয়া যাবে না, অনেকে বিরক্ত হচ্ছে। আগের পোস্টগুলো তে দিতে হবে।।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

নীল মনি বলেছেন: হাহাহাহা আমিও আছি। ঠিক আছে ওখানে আড্ডা দিচ্ছি না

১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামু পাগলার পেজে আড্ডা জমে না। অধিক সন্ন্যাসী হলে যা হয়, আর কি!!

আপনার অনেক পোস্ট পড়া হয় নি! ভালো দু-একটা সাজেস্ট করুন, অযথা বকবক না করে প্রাসঙ্গিক আলোচনা করি।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১২

নীল মনি বলেছেন: এখনো ভালো কোন লেখা হয়ে ওঠেনি।তবে সেফটিপিন টা পড়তে পারেন।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

নীল মনি বলেছেন: সামু পাগলা বলতে ব্লগকে বুঝিয়েছেন তো তাই না।ব্লগে আবার নিকের অভাব নেই তো

১২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ইচড়ে পাকা ০০৭। ওরে পাইলে গ্যাপে নিবো।X(

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২১

নীল মনি বলেছেন: গ্যাপে নিবেন মানে কি? বিরক্ত হবেন না প্লিজ।

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মানে হল, ও(০০৭) একটা পোস্ট দিয়ে হাওয়া। সবাই সেখানে আড্ডা দিচ্ছে, অথচ বাড়ীর মালিক নেই। কেমন না??

আমি গ্যাপে নেয়া মানে ননস্টপ প্রশ্ন/জেরা করা বুঝাই।। আরইউ কে চেনেন? দুপুরে তাকে পেলেও গ্যাপে নিতাম। চাঁদগাজীকেও মাঝেমধ্যে নেয়ার ইচ্ছে আছে।।

আপনার লেখাটা খুঁজে পেতে সমস্যা হচ্ছে। হেল্প প্লিজ:(

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

নীল মনি বলেছেন: আর ইউকে চিনি না তো।আমি লেখা খুঁজে দিচ্ছি একটু।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখাটা কোন মাসের??

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

নীল মনি বলেছেন: ফেব্রুয়ারি ২০১৮

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজ ৯:১৭ এর পরে প্রথম পাতায় কোন লেখা আসে নি। আপনার লেখাই পড়ি।

না বলে ঘুমিয়ে পড়লে গায়ে পানি ঢেলে দেব।X(

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

নীল মনি বলেছেন: হাহাহাহা, বলব কি করে ঘুম এলে। :( পানি ঢেলে দিয়েও যদি ঘুম থেকে জাগানো যায়!
প্রথম পাতায় লেখা আসেনি তাই এখন আমি একটা দিলাম।

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

নীল মনি বলেছেন: আচ্ছা ব্লগে কি আলাদা আড্ডাঘর আছে?

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি দু বছর ধরে ব্লগেই আছে!!!X(

নেটে সমস্যা, পড়ে মন্তব্য করছি।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

নীল মনি বলেছেন: আমি ব্লগে আসতাম,একটা পোস্ট দিয়ে চলে যেতাম।আর কিছুই করতাম না।
সম্রাট ভাইয়া আমাকে শিখিয়েছেন অনেক।
কৃতজ্ঞ তার কাছে।
আচ্ছা আপনার মাথা কি একটুতে গরম হয়ে যায় নাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.