নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬

চন্দ্রালোকে দেখা হবে এমন কোন কথা ছিল না!
কথা ছিল না সুখের কোন নিরালা সাজাবে!
কথা ছিল না আমাদের কোনদিন দেখাও হবে!
শুধু কথা ছিল স্বপ্নাতুর চোখে হাওয়ায় ভেসে আসবে তুমি।
সেখানেই দেখা হবে স্বপ্নলোকের দেশে।
তুমি কি জানো সে দেশ কেমন?
তুমি যখন হাঁটবে সেখানে
হাওয়া এসে আছলে পড়বে পা'য়ে।
ধূলাবালি উড়বে তোমার চারিপাশে
দেখবে তুমি চেয়ে চেয়ে
বলবে তখন এমন ধূলাও হয় নাকি মেয়ে!
হাসব আমি বলব তোমায়
স্বপ্নালোকের দেশে সোনার ধূলি ওড়ে,
রূপালি জল যায় বয়ে যায় হৃদয় বিনায় জুড়ে।
মরীচিকার ফুলে ফুলে মৌমাছি যায় উড়ে।
তুমি তখন দেখবে চেয়ে হাসছে ফুল আকুল হয়ে।
গাছে গাছে কানাকানি এই বুঝি নামল টুপ করে বৃষ্টি।
হাসছ তুমি,হাসছে পৃথিবী।
অথচ কখনোই কথা ছিল না দেখা হবে এভাবেই।

ছবি ইন্টারনেট
© রুবাইদা গুলশান

উৎসর্গ: সম্রাট ভাইয়াকে।

ভাইয়া তুমি করে বললাম লেখার স্বার্থে।ভালো হল না।আমি আসলে সময় পাচ্ছি না।দু:খিত।

মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আবার দেখা হবে। দেখার মাঝে একটা বিরহ আছে, আছে ভালোবাসা।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

নীল মনি বলেছেন: শুকরিয়া সুন্দর মন্তব্যের জন্য :)

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! আমাকে উৎসর্গ করা কবিতায় আমি যে কমেন্টই করি না কেন তা বেমানানই হবে, আর যত প্রশংসাই করি না কেন তা অপ্রতুলই হবে। তাই প্রশংসার কোন শব্দ বা বাক্য এখানে না লিখে সরাসরি প্রিয়তে নিয়ে রাখলাম। যখনই প্রিয় তালিকায় চোখ বোলাব তখনই নতুন করে এই কবিতার প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আর প্রতিটি বাক্য নিয়ে একান্তমনে ভাববো আর অনুভবের সব দুয়ার খুলে দিয়ে এর রূপ, রস, গন্ধ প্রাণভরে উপভোগ করব।

লেখিকাকে বলব- ভালো কি খারাপ হয়েছে তার বিচার পাঠকের কাছে। হীনম্মন্যতায় না ভুগে লেখিকার উচিত হবে নতুন নতুন লেখা পাঠকদের উপহার দেয়া। তারাই বিবেচনা করবে লেখার গুণগত দিকগুলো।

সবশেষে এই অধমের জন্য কষ্ট করে লেখার জন্য অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও শুভকামনা।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ দীর্ঘ মন্তব্যের জন্য। প্রিয়তে রাখার জন্য শুকরিয়া। ইন শা আল্লাহ লিখে যাওয়ার চেষ্টা করব :)

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আবার চেন্জ।
নাম পড়ার টাইম নাই। আমি প্রোপিক দেখে চলি। তাই---

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

নীল মনি বলেছেন: এখানে পিক বদলালে যে ঝামেলা হয় তা তো জানি না, অনেকেই এটা নিয়ে বলছে।ফিক্সড করে রাখলাম ইন শা আল্লাহ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

ঝামেলা মানে লেখককে চিনতে সমস্যা হয়।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

নীল মনি বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, ফিক্সড করবেন না। আমার কাছে আগেরটাই ভাল ছিল।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯

নীল মনি বলেছেন: সবাই ছবি নিয়ে বলছে :(। আগেরটা সুন্দর ছিল আমিও জানি

৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবাই বলছে না। একজনই (নিজাম ভাই) বলেছেন। আর তাছাড়া আপনার যদি প্রোপিক চেঞ্জ করতে ভালো লাগে তাহলে কারো কথায় কান দেয়ার প্রয়োজন নেই, এমনকি আমার কথায়ও কান দেয়ার প্রয়োজন নেই। আপনার মন যেটা বলে সেটাই করুন।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

নীল মনি বলেছেন: অন্য পোস্টে আরো দু'জন বলেছে :(

৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে। আপনার যেমন অভিরুচি।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৫

নীল মনি বলেছেন: অন্য সময় আবার বদলে দেব।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

মৈনাক ঋক বলেছেন: আমি পোস্টের সাথের ছবি টা দেখে বেশি মুগ্ধ হয়েছি। :D

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৫

নীল মনি বলেছেন: শুকরিয়া :)

৯| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটিতে প্লাস রেখে গেলাম। চাঁদের কাছে প্লাসের কতই বা দাম!

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩০

নীল মনি বলেছেন: শুকরিয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া.... অনেক সুন্দর মন্তব্য করেছেন।কৃতজ্ঞতা

১০| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ক্ষমা চাই, আমি আর ছবি নিয়ে কিছু বলব না। সম্রাটজ্বী আমাকে মাইর দিতে পারে!!!

পুলিশ, পুলিশ!!--

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

নীল মনি বলেছেন: হিহিহি

১১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পুলিশের ওপর ভরসা আছে নিজাম ভাই? :P কথায় আছে পুলিশের সাথে দোস্তি আর দুশমনী কোনটাই ভাল নয়। :`> প্রবাদ আছে "বাঘে ছুঁলে ১৮ ঘা আর পুলিশে ছুঁলে ৩৬ ঘা।" :P

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

নীল মনি বলেছেন: হাহাহা :) বুদ্ধিদীপ্ত প্রতিউত্তর বাব্বাহ

১২| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৯

নীল মনি বলেছেন: + এর কৃতজ্ঞতা :)

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার দেয়া এত সুন্দর ছবিটার প্রশংসা করতে ভুলে গিয়েছিলাম। সত্যি, ছবিটা একেবারে পারফেক্ট হয়েছে!! কবিতার সাথে খুবই মানানসই!

আপনার একের পর এক আশ্চর্য আশ্চর্য গুণের সন্ধান পেয়ে মুগ্ধ হয়েই যাচ্ছি! কী বলব একে? মোহনীয়? :)

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

নীল মনি বলেছেন: ছবিটা আসলেই সুন্দর। আমারো পছন্দ।

আলহামদুলিল্লাহ্‌ আমার কোন আশ্চর্য গুণ নেই তো। আপনি একটু ভিন্নভাবে ভাবছেন তাই এমনটি মনে হচ্ছে।


একটা ক্যামেরা কেনার প্ল্যান চলছে :)

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ার ইচ্ছে বুঝি? আপনার ছবি তোলার খুব শখ সেটা জানি। ভাল আর মনমত ছবি তুলে আপনজন বা অন্য কাউকে দেখানোটা সত্যি খুবই আনন্দের। তবে আমি আবার এ ব্যাপারে একটু গোঁড়া। ফটোগ্রাফির ব্যাপারে তেমন কিছু না জানলেও এতটুকু জানি যে, প্রয়োজন ছাড়া কোন প্রাণীর ছবি তোলাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক বৈধ নয়। আর তাই আমি একান্ত প্রয়োজন ছাড়া কোন প্রাণীর ছবি তোলার পক্ষে নই। এটা আমার দৃষ্টিভঙ্গি। তাই বলে আপনাকে কিন্তু আমি কোন উপদেশ দিচ্ছি না। জাস্ট আমার দৃষ্টিভঙ্গিটা তুলে ধরলাম। আপনার যেটা ভালো লাগবে সেটাতে বাধা দেয়ার অধিকার আমি রাখি না।
অনেক বকবক করলাম। আপনার উপস্থিতির অপেক্ষায়।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

নীল মনি বলেছেন: শুকরিয়া আপনি তো উত্তম বন্ধু তাই আমাকে স্মরণ করিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ্‌। আমার ফুলের ছবি তোলার নেশা।তবে তার মাঝে পিঁপড়া, প্রজাপতি, ফড়িং চলে আসে।চেষ্টা করব সেগুলো পরিহার করার।আল্লাহ্‌ গোনাহ হতে বাঁচিয়ে রাখুক :(
বকবক দেখতে ভালোই লাগে

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

নীল মনি বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গি অনেক উন্নত। এটাও আমার ছিল কিন্তু ভুলে যাই :(

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! প্রশংসা করাটাও আপনার কাছ থেকে শিখতে হবে। :) আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এটা আপনার উদারতা আর আমার জন্য সৌভাগ্যের বিষয়। তা না হলে আমার মত অতি সাধারণ একটা ছেলে আপনার বন্ধুত্ব পাওয়ার জন্য কোনভাবেই উপযুক্ত নয়। ঠিক এমনই কিছু বিরক্তিকর প্রশ্ন করতে চাইছিলাম বলে আপনার কাছে সময় চেয়েছিলাম। ইতস্তত করছি, আপনাকে বিরক্ত করাটা ঠিক হবে কিনা?

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

নীল মনি বলেছেন: এভাবে বলছেন কেন বলেন তো? আপনার নিজের যোগ্যতা দিয়ে বন্ধুত্বের আসন গড়ে নিয়েছেন এখানে আমার উদারতার কোন বিষয় নেই।যেটাকে সৌভাগ্য ভাবছেন সেটা কিন্তু দূর্ভাগ্য হতে পারে।

প্রশ্ন করুন সমস্যা নেই।কিন্তু একটা কথা আজ কি আপনার মন খারাপ?

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, মন খারাপ নয়। আপনি দয়া করে ভুল বুঝবেন না। আমি কিন্তু আপনার ব্যাপারে একটু দুশ্চিন্তায় ভুগছি।
যেটাকে সৌভাগ্য ভাবছি সেটা কেন দুর্ভাগ্য হতে পারে?
আমার সাথে ব্লগে আপনার এই বন্ধুত্ব যে অনেক প্রশ্নের জন্ম দিতে পারে আর অনেকেই এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু ভেবে বসতে পারে সেটা কি আপনি বুঝতে পারছেন? আপনার জন্য কিন্তু ব্যাপারটা অস্বস্তিকর হতে পারে। এটাই আমার মনে প্রতিনিয়ত খচখচ করছে।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭

নীল মনি বলেছেন: দূর্ভাগ্যের কথা বললাম কারণ আমি যদি দুষ্টু হই।

হুম অনেকেই অনেক কিছু ভাবতেই পারে। ভাবুক। ভাবতে দেন।যাদের মানসিকতার আপডেট প্রয়োজন তারাই অনেক কিছু ভাববে।কারো ভাবায় আমার কিছু আসে যায় না।মানুষের সাথে যখন কথা বলি তখন আন্তরিকতার সাথে বলি।আপনার সাথেও বলেছি।আর আপনিও সেটা উপলব্ধি করেছেন।
যারা করেনি বন্ধুত্ব হয়নি।

কাল পোস্টে ওভাবে নাম দেওয়াটা বোধ হয় ঠিক হয়নি

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি দুষ্টু হলেই বরং ভাল। :) মাঝেমধ্যে একটুআধটু দুষ্টুমি না থাকলে ঠিক জমে না। :) আপনার কথায় দুশ্চিন্তামুক্ত হলাম। আমি জানতাম আপনার মনমানসিকতা অনেক উঁচু আর দৃঢ়। কিন্তু তারপরও একটু আপনার মুখ থেকে শুনে নিয়ে নিশ্চিন্ত হলাম।
আর সবসময় শুধু নিজের ত্রুটি বের করতে চান কেন? আমিও তো খারাপ, নিচ বা আরও মন্দ কিছু হতে পারি? আপনার বন্ধুত্বের মর্যাদা দেয়ার উপযুক্ত না-ও হতে পারি? :)

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২১

নীল মনি বলেছেন: আমার এখানে নোটিফিকেশন আসছে না। অদেখা মন্তব্য থেকে দেখতে হচ্ছে।

আমি আসলে দুষ্টামি করতে পারি না।বুঝি কম তাই আর কি।আলহামদুলিল্লাহ্‌ প্রশংসিত করলেন।
আমার আপনার নাম দেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করা উচিত ছিল কিন্তু আমি ভেবেছি আমি আপনার নামটা দেব কারণ আপনি আমার বন্ধু হয়েছেন।অনেকেই আমার পোস্টে কমেন্ট করেছে, অনিয়মিত থাকার কারণে উত্তর করা হয়নি।কিংবা আমি দেখিইনি

কিন্তু আপনি সেই যে আমাকে ব্লগে ফিরিয়ে এনেছেন বলা যায় ব্লগমুখী করেছেন।তাই কৃতজ্ঞ আমি।যতদিন বেঁচে থাকব,ব্লগে থাকব আপনার এই অবদানের কথা ভুলব না ইন শা আল্লাহ।

মাঝে মাঝে কিছু সত্যের মুখোমুখি হতে হয় তাতে করে বাস্তবতায় উপলব্ধি আসে।
আপনার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়েছে সেটা জানুক।যারা সংকীর্ণমনা তারা তাদের মন থেকে বিষয়টির বিবেচনা করবে।
বিশ্বটাকে ছোট মানুষের চোখ দিয়ে দেখি কিন্তু মানুষগুলোকে বিচার করি অন্যভাবে।

আমার দেখার বিষয় -একটা মানুষ আমার সম্পর্কে কী ধরনের মনোভাব পোষণ করছে।বরাবরই দুষ্টু লোকের মনোভাবে ভিন্নতা দেখা যায়।যে যা ভাবে ভাবতে দিন,সময় উত্তম পরিশোধদাতা। সুদে আসলে সময় সব বুঝিয়ে দেবে।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নামটা এখন আর মুছতে যাওয়া ঠিক হবে না। তারচেয়ে থাক ওটা।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২২

নীল মনি বলেছেন: নাহ নাহ ওটা আর মুছব না তো, ওটা থাকুক। আমার বন্ধুত্বের উপহার।

২০| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে এর আগেও আমি বলেছিলাম কি যে, আপনি ভীষণ ভীষণ ভীষণ ভালো? :) আরো একবার বলছি- আপনি সত্যি সত্যি সত্যি ভীষণ ভীষণ ভীষণ ভালো। এত ভালো যে বলে শেষ করা যাবে না। :)

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ এক ঝুড়ি প্রশংসা করলেন আমাকে।এত বেশি প্রশংসা পেটে হজম। তো!

২১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি আপনার বন্ধুত্বের উপহারটাকে হৃদয়ের মনিকোঠায় সযতনে সাজিয়ে রাখলাম।

২২| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫

নীল মনি বলেছেন: প্রশংসা পেয়ে ঘুম এসে যাচ্ছে :(

২৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসা হজম হয়ে গিয়ে ঘুম এসে যাচ্ছে। ঠিক আছে। ভালমত ঘুমিয়ে মজার মজার স্বপ্ন দেখুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১

নীল মনি বলেছেন: প্রশংসা শুনতে অভ্যস্ত নই,কেমন যেন লজ্জা লাগে।ঘুম ঘুম, শুভ রাত্রি

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯

নীল মনি বলেছেন: শুকরিয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.