নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো-৬

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭

#যে বিষয়টাতে আপনার আগ্রহ নেই সেই বিষয়ে জ্ঞান অর্জন করলে মানসিক সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে।


# প্রতিটা সূর্য ডোবার মধ্যে দিয়ে ভাবনা জেঁকে বসে আমাকে যেতে হবে,আমাকে যেতে হবে।
জীবন ক্ষয়ে যাচ্ছে;ক্রমেই ধাবিত হচ্ছি জীবনের পরিণতির দিকে।

# জোর করে জমি হয়ত দখল করা যায়;স্বামী /স্ত্রী দখল করা যায় কিন্তু
হৃদয়ের উঠোন কী দখল করা যায়?

# খুব বড় কোন কিছুর জন্য নয়;খুব ছোট কোন কিছুর জন্য বাঁচুন।
হতে পারে আকাশের নীল ভীষণ পছন্দ আপনার,সময় করে দেখুন।হতে পারে ফুল ভীষণ পছন্দ;ফুলের কাছাকাছি থাকুন।হতে পারে ভোরের আলো দেখতে ভীষণ ভালো লাগে;ভোর দেখুন।হতে পারে স্নিগ্ধ বাতাস গায়ে মাখতে ভালো লাগে;নদীর পাড়ে কিংবা যেখানে এমন বাতাস আসে সেখানে চলে যান।
নিজের প্রিয় সেই ছোট বিষয়টা খুঁজুন।
আমার কিন্তু একসাথে অনেক কিছু ভালো লাগে।
প্রকৃতির সকল রঙ,রূপ প্রাণের রসে আস্বাদন করি।

# জীবনটাকে অনেকেই ভালোবাসে না, মনে করে এখনি জীবন শেষ হয়ে গেলে বেশ হত।
তারা জীবনের মুহুর্তটাকে উপভোগ করে না।তারা যেইটুকু হাসে সেই হাসিটুকুকে কান্নায় রূপান্তরিত করে ফেলে।
জীবনকে ভালোবাসুন।বেঁচে থাকুন।শুধু বেঁচে থাকুন।
কষ্ট হলেও বাঁচুন।

# কখনো কখনো বন্ধুর সংখ্যা যত বাড়বে, শুভাকাঙ্ক্ষী যত বাড়বে
ঠিক ততটাই আপনি একা হয়ে যাবেন।

# যে আল্লাহকে ভয় করে চলে তার পক্ষে কখনোই সম্ভব নয় অন্যকে হেয় করে কোন কথা বলার।
প্রতিটা মানুষ সম্মানিত,কাউকে সম্মান দিতে না চাইলে নিজের মুখ বন্ধ রাখুন।

# মানুষ মরে গেলে নাকি মিলাদের আগে ঘর হতে বের নেই।অমঙ্গল হয়।কার অমঙ্গল হয় যারা বেঁচে আছে তাদের নাকি যে মরে গেছে তার!

যাবতীয় বিদআতে ভরে যাচ্ছে মানুষের মন।অন্তত ভালো বই যদি পড়ে তাও কিছুটা জানতে পারবে কত ভুলের মধ্যে কেটেছে জীবন।

# যে জীবন মানুষের,তাকে চিনে নিতে চেয়ো না প্রজাপতির ডানার স্রোতে। হারিয়েছে যা প্রতিশ্রুত অবয়বের বেশে তাকে খুঁজে নিতে চোখ মেল, শুনে দেখ জলরঙ শব্দ ছন্দে এই পৃথিবী ভারী সুন্দর।

# সৌন্দর্য যে খুঁজে বেড়ায় মানুষ ; বলেন তো সে আসলে কোথায় থাকে?

# পৃথিবীতে আমরা যত সহজে অন্যের দোষ বর্ণনা করি, ঠিক সেই দোষের জায়গাটুকু পরিমাণ যদি প্রশংসা করতাম তাহলে পৃথিবীর চেহারাটা অন্যরকম হত।
© রুবাইদা গুলশান

ছবি ইন্টারনেট ( আমার প্রিয় ছবি)

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখার শিরোনাম এলোমেলো হলেও লেখাটা মোটেও এলোমেলো নয়।
খুব ভাল লাগল।
+++

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১

নীল মনি বলেছেন: শুকরিয়া, দারুণ মন্তব্য ও প্লাসের জন্য।আবার বেড়াতে আসবেন। :)

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

নূর আলম হিরণ বলেছেন: শব্দ গুলিকে খুব সুন্দর করে সাজিয়েছেন।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২

নীল মনি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলেম :) সুন্দর থাকুন।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: খুব ভাল লাগল আপনার অনুভূতি, অনুপ্রাণিত হলাম প্রকৃতিকে প্রকৃতভাবে দেখার।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৩

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌, শুকরিয়া।আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি। দোয়া করবেন।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: আপনার জীবনের অভিজ্ঞতা থেকে লেখা কথা গুলো ভালো লাগলো।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪

নীল মনি বলেছেন: জ্বী বলতে পারেন অভিজ্ঞতা থেকেই। শুভ কামনার জন্য দোয়া রইল। আল্লাহ আপনাকেও সুস্থ রাখুন।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

নীল মনি বলেছেন: শুকরিয়া :) এখানে বেড়াতে এসেছেন।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এলোমেলো লেখায় অনেক কিছু শেখার আছে।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

নীল মনি বলেছেন: তাই নাকি! দোয়া করবেন :)

৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যান দোয়া করে দিলাম। :)

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪

নীল মনি বলেছেন: হাহাহা আচ্ছা আলহামদুলিল্লাহ্‌ আলহামদুলিল্লাহ্‌ :)

৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪২

বিএম বরকতউল্লাহ বলেছেন: এই কারণে পড়িনা আমি বেশি
মাথা আমার হয়েছে এলোমেলো
বুড়োর মতো বসে আছি ঘরে
কইতারিনা,
ঘরেতে আমার কে এলো আর গেলো।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৫

নীল মনি বলেছেন: আপনার বলে কাজ নেই তো, যে এলো সে থাকুক।
সুন্দর মন্তব্য :)

৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯

কাওসার চৌধুরী বলেছেন:


আপনি তো দেখছি, বাণী বিশারদ হয়ে উঠছেন!
সক্রেটিস, এরিস্টটল ও প্লেটোর মতো একজন মহান দার্শনিক একদিন হয়ে উঠবেন
এই কামনা করি।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২

নীল মনি বলেছেন: কোথায় প্লেটো কোথায় এরিস্টটল! বিখ্যাত হলে সুস্থভাবে নি:শ্বাস নেওয়াও কঠিন।

শুকরিয়া অনেক বড় দোয়া করার জন্য।পাশে আছেন।পাশেই থাকুন।

সুস্থ রাখুন আল্লাহ আপনাকে :)

১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জ্বী বলতে পারেন অভিজ্ঞতা থেকেই। শুভ কামনার জন্য দোয়া রইল। আল্লাহ আপনাকেও সুস্থ রাখুন।

মন্তব্যের উত্তর দেওয়ার জন্য শুকরিয়া।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৩

নীল মনি বলেছেন: ফিরতি মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক শুকরিয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.