নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
রাত্রির হরিণের ন্যায় নি:শব্দে হাঁটি
এপার থেকে ওপার
জলের শব্দে যেন জেগে ওঠে মাটি।
আসছে সুবাস, দূরের ফুল হতে
জ্যোৎস্নার আলোয় ভাসি।
তোমার সাম্রাজ্য আলোকের রঙে
উপচে পড়ে আমার হাসি।
অসীম স্বপ্নের বুকে
ভালোবেসে ফিরে ফিরে
আবার আমি আসি!
©রুবাইদা গুলশান
৩১ শে মে, ২০১৮ রাত ১১:০৭
নীল মনি বলেছেন: শুকরিয়া
২| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: নীল মনি ,
মোটামুটি হয়েছে কবিতা । ফিরে ফিরে আসুন কবিতাতে আরো তুখোড় হয়ে ।
"সম্রাজ্য" শব্দটি মনে হয় " সাম্রাজ্য " হবে ।
৩১ শে মে, ২০১৮ রাত ১১:০৯
নীল মনি বলেছেন: শুকরিয়া সঠিক করে দেওয়ার জন্য। কৃতজ্ঞতা আমি এখনি ঠিক করে দিচ্ছি। ইন শা আল্লাহ জীবনে আর ভুলব না।
৩| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
৩১ শে মে, ২০১৮ রাত ১১:১০
নীল মনি বলেছেন: শুকরিয়া
৪| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"ভালোবেসে ফিরে ফিরে, আবার আমি আসি!"
আসুন আসুন!
তাড়াতাড়ি ব্লগে আসুন!
আপনাকে বেশ কিছুদিন দেখা যাচ্ছে না!
৩১ শে মে, ২০১৮ রাত ১১:১১
নীল মনি বলেছেন: সব মান ভুলে চলে এসেছি। অনেকেই পথ দেখিয়েছেন। শুকরিয়া। আজ মনে হয় কবিতার কথা বোঝা গিয়েছে।।কাটাপ্পা বদলে নতুন লেখা চাই।
৫| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:২৩
মীর সাজ্জাদ বলেছেন: উপচে পরা হাসিটি যেন চীর ম্লান হয়ে থাকে সেই কামনা রইলো।
০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৩৫
নীল মনি বলেছেন: ব্লগে স্বাগতম। শুকরিয়া এত সুন্দর মন্তব্যের জন্য।
৬| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উত্তম সিদ্ধান্ত!!
আগের পোস্টে সবাইকে প্রতিউত্তর করো হে!!
সেখানে স্বয়ং জানা আপা মন্তব্য করেছে!!
ভাবা যায়? কি কপাল ভাই তোমার!!!
০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৩৬
নীল মনি বলেছেন: শুকরিয়া সুন্দর পরামর্শের জন্য। আলহামদুলিল্লাহ্ জনা আপা কমেন্ট করলে কী হবে?
৭| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর এলেন।
যাই হোক কবিতা চমৎকার হয়েছে ।
০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৩৬
নীল মনি বলেছেন: একটু অভিমান ছিল কিন্তু ফিরে এলাম শুকরিয়া মন্তব্যের জন্য
৮| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভালোবাসা মানেই আসা-যাওয়া ।
কবিতা ভালো লিখেছেন।
০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৩৭
নীল মনি বলেছেন: পিক কি বদলে গেল! শুকরিয়া মন্তব্যে ভালো থাকুন।
৯| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
অলিভিয়া আভা বলেছেন: রাত্রির হরিণের ন্যায় নি:শব্দে হাঁটি
এপার থেকে ওপার
জলের শব্দে যেন জেগে ওঠে মাটি। বেশ বেশ সুন্দর লাগলো।
০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৩৮
নীল মনি বলেছেন: ব্লগে স্বাগতম। আন্তরিক মন্তব্যের জন্য ভালোবাসা রইল।
১০| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৫৮
নাজিম সৌরভ বলেছেন: ভালোবেসে ফিরে ফিরে আবার আমি আসি!!!
০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৩৮
নীল মনি বলেছেন: আবার আসবেন কিন্তু
১১| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই!
জানা আপারর জন্যই আমরা সামু ব্লগে লিখতে পারছি! তিনি ব্লগের মালিক!
আপা যাকে তাকে কমেন্ট করেন না!!
০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:৩৬
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ ধন্য হলাম।আপু আন্তরিক মন্তব্য করেছিলেন। নিজেকে ভাগ্যবতী মনে করছি
১২| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর কাব্য!
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:১২
সনেট কবি বলেছেন: চমৎকার কবিতা।