নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

আসুন চাষী হই

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৩৯



একসাথে সমবয়সী সবার সাথে দেখা।পরিচয় পর্ব চলছে। কেউ কেউ নিজেকে গুটিয়ে নিচ্ছে এই ভেবে কী পরিচয় দেব !
আর কেউ কেউ বুক ফুলিয়ে নিজের পরিচয় দিচ্ছে।

প্রতিটা পেশাই সম্মানিত। তবুও প্রত্যেক বন্ধু সবার পেশা দেখে শুরুতেই একটা টান দিয়ে নিচ্ছে-আমি আমার ছোট্ট পরিচয়টুকু জানাব।

এভাবে ভাবছ কেন?নিজেকে কেন ছোট্ট কথার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছ? কেন বর্তমান অবস্থার উপর হীনমণ্যতায় ভুগছো?
তুমি নিশ্চয়ই জানো মহান আল্লাহ্‌ যার জন্য যতটুকু বরাদ্দ রেখেছেন সে সেটা পাবেই ! এই পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই তা থেকে বঞ্চিত করার। মন খারাপ করো না। তারটা দেখে মন খারাপ করার অর্থ নিজেকে নিজের কাছে ছোট করে উপস্থাপন করছ। কিন্তু তুমি বিশ্বাস করতে শেখ প্রত্যেকের কাজ মূল্যবান।তুমি তোমার জায়গায় ঠিক আছো। আল্লাহ্‌ তোমাকে যা দান করেছেন তার জন্য শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ্‌ বেঁচে আছি। জেনে রেখ বুক ভরে নি:শ্বাস নিচ্ছ, বেঁচে আছ এর চেয়ে বেশি জীবনে আর কী প্রয়োজন ?

বন্ধু, কখনো নিজের পরিচয় দিতে হীনমন্যতা বোধ করো না। কেন করবে না কারণ আজকের যে তুমি কেবল তুমি হয়ে উঠেছ তা কেবল পোষাকি অর্জন, তোমার সাধনা এবং তোমার সুনির্দিষ্ট ভাগ্য। তুমি তোমার চাকরি দিয়ে নিজেকে সফলতার বিচার করো না। না নিজেকে না অন্যকে।

তুমি ভাবো তোমার সবচেয়ে বড় পরিচয় একজন মানুষ। ভাবো মানুষ হিসেবে কতটুকু সফল তুমি? আর এই সফলতার মাপকাঠি তুমি নিজেই। কে কোন অবস্থানে গেল সেটা দেখার বিষয় না। রূপ,অর্থ, চাকরি সমস্ত কিছুই ক্ষণস্থায়ী এবং তোমাকে সকলের সাথে "তুমি" হিসেবে পরিচয়ের জন্য যথেষ্ট।আর এই সফলতার দিকটা নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি।
তুমি কখনো সফল চাষী হতে চেয়েছ ?আচ্ছা শুধু ফসল চাষ করলেই বুঝি মানুষ চাষী হয়ে উঠে !

আমি মনে করি প্রত্যেক মানুষের ভেতরে একজন মানুষ হিসেবে মনুষ্যত্বের চাষাবাদ করা উচিত।চাষ বলতে এখানে সৎগুণের কথা বলছি। তোমার আচরণ, তোমার কথা বলা,তোমার হাসিমুখ সমস্ত কিছু এই চাষের অন্তর্গত। মানবীয় গুনাবলির চাষাবাদ ছাড়া তুমি সামনে এগিয়ে যেতে পারো কিন্তু কখনো সত্যিকারের আন্তরিক এবং সফল মানুষ হয়ে উঠতে পারবে না। যে মানুষ যত বেশি সৎ গুণের চাষাবাদ করতে শিখে যাবে মানুষ হিসেবে সে তত বেশি সফল।

তোমার ভেতরে লুকিয়ে থাকা ছোট ছোট গুণগুলো চাষ করো। চাষ করো মানবীয় গুণাবলি,চাষ করো মনুষ্যত্বকে, জাগিয়ে তোল নিজেকে নতুন পরিচয়ে আমি একজন চাষী। চলুন তবে চাষী হই। সব ভুলে সত্যিকারের খাঁটি চাষী।

@রুবাইদা গুলশান

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৫৭

লাবণ্য ২ বলেছেন: অনেক সুন্দর বলেছেন আপু।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ শুকরিয়া আপু :) ভালো থাকবেন

২| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। হাজারো মানুষের অক্লান্ত পরিশ্রম এর মধ্য দিয়ে এই দেশ তার মেধা বিস্তার করছে। আর এই উন্নয়নের ধারা বজায় রাখতে পুরুষের পাশাপাশি নারীর অবদান অপরিসীম। আজ আমরা যদি আমাদের দেশের বিভিন্ন কর্মক্ষেত্র লক্ষ্য করি তো দেখা যাবে পুরুষের পাশাপাশি নারীরা ও সমান ভুমিকা রাখছে যা কিনা আমাদের দেশকে শতভাগ উন্নতি লাভে সহায়তা করছে।

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:১৪

নীল মনি বলেছেন: কেমন আছেন ভাইয়া :) রোযা কেমন চলে?

৩| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর পোষ্ট, খুব সুন্দর লিখেছেন +

০৯ ই জুন, ২০১৮ রাত ১০:০১

নীল মনি বলেছেন: মন্তব্যে + দেওয়ার জন্য অসংখ্য কৃতজ্ঞতা। :)

৪| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর পোষ্ট, খুব সুন্দর লিখেছেন +

০৯ ই জুন, ২০১৮ রাত ১০:০১

নীল মনি বলেছেন: :)

৫| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:২০

বিএম বরকতউল্লাহ বলেছেন: পোষ্টটি পড়ে ধন্যবাদ না দিয়ে যাওয়া যাচ্ছে না।

০৯ ই জুন, ২০১৮ রাত ১০:০২

নীল মনি বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া :)

৬| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:০৮

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! আপু চমৎকার একটি লেখা। আত্ম উপলব্দি থাকাটা খুব জরুরী। আপনি যথাযথই বলেছেন 'মনুষত্বের চাষাবাদ' করতে হবে আমাদের। আমাদেরই এই সমাজটা মুখোশধারী। হিপোক্রেসি আর মুখোশের ছড়াছড়ি সর্বত্র। এগুলো থেকে বেরিয়ে আসতে না পারলে মানুষ হতে পারবো না। বোধেদয় হোক সবার।

০৯ ই জুন, ২০১৮ রাত ১০:০৩

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। আপনার আন্তরিক মন্তব্যে উৎসাহ বেড়ে গেল। বোধোদয় হোক সবার :)

৭| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪০

নাজিম সৌরভ বলেছেন: মানব প্রকৃতির চাষী । ভালো লাগলো ।

০৯ ই জুন, ২০১৮ রাত ১০:০৩

নীল মনি বলেছেন: শুকরিয়া :) ভালো লাগার জন্য।

৮| ০৯ ই জুন, ২০১৮ রাত ১০:১৬

কাওসার চৌধুরী বলেছেন: আপু কী ব্যস্ত ছিলেন? কয়েকদিন পর দেখলাম।

১০ ই জুন, ২০১৮ রাত ১২:০৭

নীল মনি বলেছেন: ব্যস্ত একটু ছিলাম। সামনে ইদ বলে কথা।গেস্ট ছিল বেশ। এখন ফ্রি। ভাবছি ব্লগারদের জ্বালাতন শুরু করব ☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.