নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

#প্রিয়তম কী লিখি তোমায়

২১ শে মে, ২০২৪ সকাল ৭:৫১


আমাদের শহর ছিল।
সে শহর ঘিরে গড়ে উঠেছিল অলৌকিক সংসার।
তুমি রোজ তাঁকে যে গল্প শোনাতে সেখানে ভিড় জমাতো বেলা বোস, বনলতা কিংবা রোদ্দুর নামের সেই মেয়েটি!
সে কেবল অভিমানে কেবল-ই দূরে সরে যেতে লাগলো মহাবিশ্বের ন্যায়।এরপর দূরে সরতে গিয়ে দেখি
শহরের ধ্বংসাবশেষ পড়ে আছে অন্য এক ঠিকানায়।
আমার খুব ইচ্ছে করে ঠিকানা বদলে দিয়ে বাজখাঁই সুরে তোমার কথা শহরকে বলে দিই।
বলে দিই গাছ,পাখি-ফুল ভালোবাসলেই বুঝি রোদের কণা
এ জীবনের গান হয়ে যায় না!
অমূল্য ধুলোও কখনো কারো জীবনে মূল্য আনে!
অমূল্যের মূল্য দিতে মস্ত বড় হৃদয় লাগে!
জানো তো,
যে কথা লুকাও গোপনে তার
গভীরতা সে জানে;তবুও শহর বাঁচে না।
শুধু অভিমানের পাহাড় মাথা উঁচু করে ঢুকরে কাঁদে!

রুবাইদা গুলশান

#প্রিয়তম_কী_লিখি_তোমায়

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৪ সকাল ১০:৪১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২১ শে মে, ২০২৪ বিকাল ৫:৩৫

নীল মনি বলেছেন: মন্তব্যে অপরিমেয় শুকরিয়া।

২| ২১ শে মে, ২০২৪ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে রুবায়দা আপু

২১ শে মে, ২০২৪ বিকাল ৫:৩৫

নীল মনি বলেছেন: শুকরিয়া আপু। আজ সকালে ওটা রঙ করে হাবিজাবি লিখলাম।

৩| ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:০৭

অর্ক বলেছেন: হ্যালো, ঠিক কবে মনে নেই। একদিন রিপোর্টার্স ইউনিটির সামনে দেয়ালে সাটানো পত্রিকা পড়ছিলাম। সেখানে হঠাৎ আপনার সাক্ষাৎকার চোখে পড়লো। বইমেলা নিয়ে কথা বলেছিলেন। স্কার্ফ পরা ছবি। বিশিষ্ট লেখিকা রুবাইদা গুলশান বইমেলা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। সেখানে জানলাম, আপনার বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। হঠাৎ দেখে চমকে উঠেছিলাম। লেখিকা তো বেশ পরিচিত। এই ব্লগে দেখেছি। দুয়েকবার কথাও হয়েছিলো। এরকমই আরেকদিন গুলশানের লেডিস পার্কে দেখলাম, বিশেষ কোনও অনুষ্ঠানে আপনার লেখা পার্কের এখানে সেখানে পোস্টারে টাঙানো। সাহিত্যিক রুবাইদা গুলশান। নিচে আপনার সঙ্গে বাংলা ভাষার অন্যতম শক্তিশালী নারী কবি নবনীতা দেবসেনের একটি কবিতা শেয়ার করছি। আপনার জন্য ভরপুর শুভেচ্ছা ও সম্মান। এভাবেই এগিয়ে যান।


ডুমুর

আবার যদি ফিরতে চাই এই দরদালান
এই বাগানকুঠি ছেড়ে তোমার ঐ ডুমুর গাছের
ছায়ায়, বন্ধু, তুমি কি আমাকে জায়গা ছেড়ে
দেবে?
পথের শেষ নেই, এই দরদালান অনন্ত, এই
বাগান সীমাহীন, এতগুলো থাম তুমি জন্মেও
দেখোনি, এত শিউলি, এত যুঁই, এত আম,
জামরুল, এত আমি -- এ তোমার সবগুলি
চোখ একসঙ্গে মেলে দিলেও ধরা পড়বে না,
এত পায়রা আসে এ-বাড়ির ছাদে, এত
খরগোশ এ বাগানের গর্তে-গর্তে, বন্ধু, তোমার
ডুমুর গাছের ছাউনি থেকে তুমি এর কথাটুকুও
জানতে পারবে না -- এত বুড়ো বুড়ো কালবোস
এদের কালো দিঘিতে
সব কিছু ছেড়ে দিয়ে, দিনরাত পথ চ'লে,
দিনরাত দিনরাত সব পথ একা চ'লে-চ'লে
যদি আমি ফের ফিরতে চাই, বন্ধু, তোমার
ডুমুর গাছটি কি আমাকে ছায়া দেবে?

২১ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৫

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ! এতো কিছু কী লিখেছেন! আমি রীতিমতো অবাক হয়েছি। আপনার মন্তব্যটি আমি দু'জন পাঠককে শুনিয়েছি। আমার অনেক ভালো লেগেছে। কবে, কে, কখন এসব হয়েছে আমি আসলে কিছুই জানি না। আমি তো ভাবি আমি গরীব লেখিকা। আমাকে কেউ চেনে টেনে না। অত্যন্ত সম্মানিত বোধ করছি কবিতাটি পেয়ে। এতো সুন্দর করে উপস্থাপিত মন্তব্যে মুগ্ধতা রইলো আর সাথে অপরিমেয় কৃতজ্ঞতা। আপনার সুন্দর এই আলাপটুকু আমি রেখে দিলাম। দোয়া করবেন। শুকরিয়া।

৪| ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:০৭

অর্ক বলেছেন: লেখা ভালো লাগলো।

২১ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৫

নীল মনি বলেছেন: কী যে লিখি জানি না। আপনারা ভালো বললে তখন মনে হয় হচ্ছে কিছু একটা

৫| ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৬

শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: খুব সুন্দর

২১ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৬

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ। ভালোবাসা নিবেন আপু

৬| ২১ শে মে, ২০২৪ দুপুর ২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কাব্য।

২১ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৬

নীল মনি বলেছেন: শুকরিয়া শুকরিয়া

৭| ২১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, সুখপাঠ্য।
"অমূল্যের মূল্য দিতে মস্ত বড় হৃদয় লাগে!" - সঠিক, এবং যথার্থ পর্যবেক্ষণ!
অর্ক কর্তৃক উদ্ধৃত নবনীতা দেবসেন এর কবিতাটাও সুন্দর, ভালো লেগেছে।

২২ শে মে, ২০২৪ সকাল ৮:৪৩

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ! মন্তব্যে হৃদয় আরো প্রশান্তি অনুভব করলো। শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.