নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলপরী

নীলপরী

আমি নীল পরী তবে সাদা ভালোবাসি।

নীলপরী › বিস্তারিত পোস্টঃ

কেএফসির মুরগি হালাল না হারাম ? সামুর ফতোয়াবাজরা ফতোয়া দেন।

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

কে এফ সির মুরগি খেয়ে আসলাম, সেটা হারাম কাজ করলাম নাকি হারাম করলাম, ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হচ্ছে না।



প্রথমত: কেএফসির মুরগি, আমরা জানি, এর সবগুলোই বাইরে থেকে আসে। এবং শুনেছি এগুলো নাকি কেএফসির নিজস্ব উৎপাদন। তো যারা কেএফসির এই মুরগিগুলো উৎপাদন করে, অত:পর জবাই করে পেকেট করে আমাদের দেশে পাঠায়, তারা নিশ্চয় মুসলিম না? অমুসলিমদের হাতে জবাইকৃত পশু খাওয়া কি জায়েজ হবে ? কি বলেন সামুর মোল্লারা ? সুতরাং বড়ই ধন্ধে আছি, আসলে হারাম খেয়ে আসলাম নাকি হারাম ?

মন্তব্য ৭০ টি রেটিং +৭/-১৪

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: মারছে, আমারে ধর্ম নিয়া টানাটানি শুর হইয়া গেলো! ভাই আমারে ব্লক করেন এই পোস্টের লিগা! আমি চাই না এইখানে সবাই কি সিদ্ধান্ত নেয় সেইটা দেখতে!

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪২

নীলপরী বলেছেন: আরে ভাই, এত ভয় পাচ্ছেন কেন ? দেখিনা সামুর মৌলভীরা কি বলে। সেখানে গিয়ে কয়েকজন মৌলভীরে দেখলাম মুরগীর ঠ্যাং চাবাইতাছে। তখনি আমার মনে ব্যাপারটা উদয় হল।

সুতরাং....

২| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

টিপু বলেছেন: দাম কেমন?

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৬

নীলপরী বলেছেন: হা হা হা, সেইটা তো সাবজেক্ট না।

হালাল হারামের ক্ষেত্রে কেউ দামের তোয়াক্কা করে না।

৩| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: যখ তারা কুরানের আয়াত নাযেল করবো তখন দেখবেন আর কেএফসি বিএফসি ম্যাক ডোনাল্ডু ও যাইতে মন চাইবো না!
দয়া কইরা আমারে বোলকান!

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

নীলপরী বলেছেন: কেন কুরআনের আয়াত কি রাস্তাঘাটে পাওয়া যায় নাকি ? দেখি ওরা কি বলে ?

৪| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

হুলো-বেড়াল বলেছেন: ওইসব ধন্ধ বাদ দেন..........ঢাকায় থাইকা আমরা কত হালাল মনে কইরা কত যে হারাম খাইতেছি আল্লায় জানে

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫১

নীলপরী বলেছেন: কথা সেটা না।

আপনি যদি বিশ্বাস করেন যে, আপনাকে অবশ্যই হালাল খেতে হবে, তাহলে তো আপনাকে যাচাই করতেই হবে। আর যদি মনে করেন কোনো সমস্যা নাই। তাহলে না হয় ধান্ধাটা বাদ দেয়া গেল।

কেএফসি নিশ্চয় আমাদের দেশে এমনকিছু আমদানি করে না, যা না খাইলে আমরা কোনোমতেই বাচব না। সুতরাং যেচে কেন হারাম খাওয়া ??????

এই প্রশ্নটাই আমি সামুর মোল্লাগো কাছে রাখতে চাই, দেখি ওরা কি বলে !

৫| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
আপনে যদি আমারে খাওয়ান তাইলে হালাল :-/ :P

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫২

নীলপরী বলেছেন: আপনি যদি আমারে খাওয়াইলে হারাম হয়, তাইলে আমি আপনার সাথে গিয়ে আরো কয়েক পিছ খেয়ে আসতে রাজি আছি।

(তবে সেটা ফতোয়া আসার আগে আগেই........)

৬| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

কমুনা বলেছেন: একখান কথা কৈ , ডুন্ট মাইন্ড , সামুর যত আস্তিক আছে তার ৯০ % বলদ , এদের সাথে হুদা প্যাচাল পারা লাভ নাই , কারণ কাক্ষে আঙ্গুল ঢুকায় দিলেও হেগ কিচ্ছু হইত না ,

ইয়ে আম্মো আস্তিক , তয় ভালা আস্তিক :!> :#>

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

নীলপরী বলেছেন: বাকি ১০% কই ?

৭| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: খাওয়ার আগে ফতোয়াটা নিয়া যাইতেন।

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

নীলপরী বলেছেন: তখন তো তোমার কথা মনে ছিল না। থাকলে না হয়....

৮| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

কমুনা বলেছেন: একখান কথা কৈ , ডুন্ট মাইন্ড , সামুর যত আস্তিক আছে তার ৯০ % বলদ , এদের সাথে হুদা প্যাচাল পারা লাভ নাই , কারণ চউক্ষে আঙ্গুল ঢুকায় দিলেও হেগ কিচ্ছু হইত না ,

ইয়ে আম্মো আস্তিক , তয় ভালা আস্তিক :!> :#>

৯| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

সাজিদ বলেছেন: উত্তরটা আমারও জানা দরকার।

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

নীলপরী বলেছেন: জানতে পারলে আমাদেরকেও জানাবেন নিশ্চয়।

১০| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫১

হায় ঈশ্বর! বলেছেন: সৌদি এবং দুবাইতে যে কে এফ সি আছে তা হালাল ...বাংলাদেশের তা জানি না

৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০০

নীলপরী বলেছেন: কেন ? সৌদি আর দুবাইতে কি মুরগিগুলা মোল্লা দিয়া জবাই করা হয় ?

আমি তো জানি, ওদের মুরগিগুলা সব বিশেষ উপায়ে বড় করা হয় এবং ওদের নিজস্ব ফার্মে সেগুলাকে মেরে-কেটে প্যাক করে বিশ্বের নানা দেশে পাঠিয়ে দেয়া হয়। কোনোভাবেই ইসলামী শরীয়া মোতাবেক জবেহ করা হয় না। খোঁজ নেন।

১১| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

আশাহত বলেছেন: কোন লানত পড়েনাই এখনও? তাহলে মনে হয় হালালই খেয়েছেন :P

সচলায়তনের একটা পোস্টে খুব ভাল আলোচনা চলতেসে হারাম-হালাল ইস্যু নিয়ে। আগ্রহীরা দেখতে পারেন।

এই পোস্টেই একজনের কথায় জানলাম তার এক বন্ধু আমেরিকায় ম্যাকডোনাল্ডসের চিকেন খাওয়ার আগে "আল্লাহু আকবার" বলে জবাইয়ের ছুরি চালানোর মত করে আঙ্গুল চালায় :D ট্রাই করে দেখতে পারেন।

৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০২

নীলপরী বলেছেন: হা হা, ভাল উপায় বলছেন। ট্রাই করমু নে।

১২| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

অসময়ের আমি বলেছেন: কেএফসি ত হারাম...।আর মুরগি।।দেখেন না খ্রিষ্টানিয় নাম।

৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৩

নীলপরী বলেছেন: এইটা তো ভাই ফতোয়া হইল না, ডিটেইল বলেন।

১৩| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

মাথা খারাপ বলেছেন: :P আমি কিনটু দেইলি খাই..................... B-)

৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৪

নীলপরী বলেছেন: চালায়া যান। দেখা যাক গজব পড়ে কিনা।

১৪| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০১

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: /:)

১৫| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৬

নীলপরী বলেছেন: এইমাত্র পড়লাম যে, কেএফসির মুরগি নাকি মেশিনে জবাই করা হয়। তো ?

মেশিন কি আল্লাহু আকবার বলে জবাই করে ? তাইলে সৌদি কিংবা দুবাইর গুলা হালাল হয় কিভাবে ?

১৬| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১৬

শয়তান হন্তারক বলেছেন: আপনার আবেদনটি তাচ্ছিল্যপূর্ণ। আপনি যারা ফতোয়া দেয় তাঁদের বলেছেন ফতোয়াবাজ। যে মুসলিম তাকে কি আপনি ইসলামবাজ , আর যে নামায পড়ে তাকে কি নামাযবাজ বলবেন নাকি? বস্তুত যারা ফিক্হ শাস্ত্রে পারদর্শী কেবল তাঁরাই ফতোয়া দিতে পারে। তাঁদেরকে ফকিহ বলা হয়। ফতোয়াবাজ না।


১৭| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২১

রাষ্ট্রপ্রধান বলেছেন: জটিল জানা প্রয়োজন

১৮| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: আপনার আবেদনটি তাচ্ছিল্যপূর্ণ। আপনি যারা ফতোয়া দেয় তাঁদের বলেছেন ফতোয়াবাজ। যে মুসলিম তাকে কি আপনি ইসলামবাজ , আর যে নামায পড়ে তাকে কি নামাযবাজ বলবেন নাকি? বস্তুত যারা ফিক্হ শাস্ত্রে পারদর্শী কেবল তাঁরাই ফতোয়া দিতে পারে। তাঁদেরকে ফকিহ বলা হয়। ফতোয়াবাজ না।


সহমত

১৯| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৫

শয়তান হন্তারক বলেছেন: এমন তাচ্ছিল্য ও অবজ্ঞাপূর্ণ আবেদনের পর কোন সম্মানিত ফকিহ আপনার ব্লগে এসে ফতোয়া দিয়ে যাবে এটা আপনি কিভাবে ভাবলেন? মানুষ হিসেবে সে ত আপনার ও আমার চেয়ে অনেক উচুঁ পর্যায়ের।

২০| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৬

রাষ্ট্রপ্রধান বলেছেন: যে কেঊ ইসলামে নামে ফতোয়া দিলে হবেনা তারা অনেক উচুঁ পর্যায়ের।

২১| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৮

পৃথিবীর আমি বলেছেন: পোষ্টে সুপার + । জবাব জানার অপেক্ষায় আছি.....

০১ লা মে, ২০১০ রাত ১২:২৯

নীলপরী বলেছেন: একটু ঘুরাঘুরি করেন, নিজেই অনেক কিছু পেয়ে যাবেন।

Click This Link

২২| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৯

একাকী বালক বলেছেন: কেএফসির মুরগি বাইরে দিয়ে আসলে তো দাম আরও অনেক বেশী হবার কথা ছিল। এত কম দামে বাইরে দিয়ে মুরগি আইনা বেচে? :|

০১ লা মে, ২০১০ রাত ১২:২৮

নীলপরী বলেছেন: এত টাকার পরও দাম কম মনে হচ্ছে ?

হুহ!!!!

২৩| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৩

বিবেকহীন বলেছেন: কেএফসিতে চাকরী করেন মনে হয়। নইলে এত বড় গলায় ফ্রী এড দিতেন না। খাওনের পর আইছে খবর নিতে। কেএফসি খাইনা।

০১ লা মে, ২০১০ রাত ১২:২৭

নীলপরী বলেছেন: কীসের এড করলাম ? ওদের পক্ষে না বিপক্ষে ?

২৪| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৪

নাজিম উদদীন বলেছেন: কেএফসি যেসব মুরগি খাওয়ায় ওগুলিরে মুরগী বলা ঠিক হবে কি না আগে সেটা জানা দরকার। জেনেটিক্যালি মডিফাইড, মাংস বাড়ানোর জন্য চামড়া ছাড়া এসব অদ্ভূত প্রাণি দেখলে আর খেতে ইচ্ছা করবে না।

০১ লা মে, ২০১০ রাত ১২:২৬

নীলপরী বলেছেন: কি বিভৎস !!!!

Click This Link

২৫| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৬

মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: মুরগী জবাই করার সময় দেখতে হবে। তাহলেই বোঝা যাবে।

০১ লা মে, ২০১০ রাত ১২:২৬

নীলপরী বলেছেন: ওরা তো জবাই করে না, মেশিনে এক ধরনের কাটিং করে।

Click This Link

২৬| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৭

জিগ স বলেছেন: জানা মতে, অমুসলিম দাড়া জবো করা এবং নন কিবলামুখী হইয়া সিস্টেম মত আল্লাহুআকবার না বইলা এবং দুইজনে মিলা না ধইরা বা কোপ মাইরা কাটা মুগ্গী কাওয়া হালাম

২৭| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮

অদ্ভুত বলেছেন: কেএফসি মুরগী ছাড়া সব কিছু বিদেশ থেকে বিয়ে আসে, এমনকি পানিও

২৮| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৯

অদ্ভুত বলেছেন: কেএফসি মুরগী ছাড়া সব কিছু বিদেশ থেকে নিয়ে আসে, এমনকি পানিও

২৯| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪০

অয়ন আহমেদ বলেছেন: ধুর আজাইরা !! আলাপ !!! হারাম হালাল মানুষ না জেনে করলে আমি দোষের কিছু দেখি না। নামায পইরা বহু পাবলিক মদ খাই তাদের ক্ষেত্রে হারাম হয়ে কবিরা গুনাহ হওয়ার কথা। আমাদের দেশে অনেক খাদ্যদ্রব্য আছে যা বাইরের থেকে আসে সেগুলো হারাম হালাল কিনা তা হিসাব করতে গেলে না খাইয়া মরতে হবে। আমাদের মনের ভিতর যে হারামীপনা থাকে সেটা দূর করতে পারলে আমাদের সবার জন্যে বেশী মঙ্গল হবে ।

৩০| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৫

সাজিদ বলেছেন: আমার কমন সেন্স বলে জবাইয়ের সময় আল্লাহু আকবর বলার উদ্দেশ্য আল্লাহকে স্মরন করা। আমি যেহেতু জবাই করছি না বা সেটা নিশ্চিত করতে পারছি না তাই হালাল-হারাম নিয়ে এতই সচেতন হলে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললেই আল্লাহ সেটা কবুল করে নিবেন। এর জন্য বিরাট কাহিনী তৈরী করে অনেকে খেতে গেলে সেটার কোন মানে নাই। বিশেষ করে যেখানে কোন যথোপযুক্ত বিকল্প থাকে না।

০১ লা মে, ২০১০ রাত ১২:২৫

নীলপরী বলেছেন: আমাদের দেশে তো যথপোযুক্ত বিকল্প আছে, তারপরও কিন্তু কেএফসি সংক্রান্ত এক ধরনের হুজুগ জন্ম নিচ্ছে ধীরে ধীরে। তাই না ?
এইটাকে সামাল দিবেন কিভাবে ?
নাকি সামাল দিতে গেলেই প্রথম আলো পিছে লাগব ?

৩১| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৭

মুরুববী বলেছেন:
হুদাই ত্যানাপ্যাচাইন্না বিষয়ে বাল্পুষ্ট একটা।
ব্যান্গাত্নক পোষ্ট মনে হইল পইড়া। ফতোয়াবাজরা আইসা যদি বলে, হারাম, তাইলে পোষ্টদাতা (বা দাত্রী) কেএফসি খাওয়া বাদ দিবে বলে মনে হচ্ছে না। তাইলে বাকি থাকলো যে মোল্লাগো উনি কেএফসিতে খাইতে দেখছে, তাগো লইয়া ব্লগারের উদ্বেগ। পরে কি করল আর কি খাইল এইডা লইয়া আপনেরে কি মোল্লা গুলা চিন্তা করতে কইছে ?

হুদাই মানুষের পোদে চুলকানি একটা খুষ্টা অভ্যাস। বালছাল যত।

৩২| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১১

টেকি মামুন বলেছেন: হিট প্রত্যাশি পোস্ট

৩৩| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৮

ব্যাপারনা বলেছেন: খাইয়া যদি মোটা হইয়া যান তয় আপনের লাইগা হারাম আর মোটা না হইলে হালাল.......এখন আয়নায় দেইখা ডিসিশান নেন।

পোলা মাইনসের মাথায় বাড়ী দিয়া খাওয়াও হারাম.......

৩৪| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৮

তাহসিব বলেছেন: ক্ষিদা লাগলে সব খাই।

০১ লা মে, ২০১০ রাত ১২:২২

নীলপরী বলেছেন: ঠিক আছে, কিন্তু কি খাইতাছেন, সেটা একটু বিবেচনায় রাখা উচিৎ না ?

Click This Link

৩৫| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৬

শয়তান বলেছেন: ইন্টারেস্টিং পোস্ট B-)



পোস্ট পর্যবেক্ষনে নিলাম =p~

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৬

প্রকৌশলী আতিক বলেছেন: কি বলেন সামুর মোল্লারা ?

মাইনাস

০১ লা মে, ২০১০ রাত ১২:২১

নীলপরী বলেছেন: কিছুই তো কয় না।

সামুতে তো দেখতাছি মোল্লারাই ঠোল্লা, আবার ঠোল্লারাই মোল্লা।
হা হা হা।

৩৭| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫৭

নীল_পদ্ম বলেছেন: আমার মতে আল্লাহ্‌র নামে জবেহ না করলে হারাম। সেটা কে.এফ.সি. হোক আর ম্যাক ডোনাল্ড হোক। জবেহ'র নিয়ম না মেনে শুধু গলা কাটলে আল-ইসলামিয়া হোটেল/রেস্টুরেন্ট/ফাস্ট ফুডের মুরগিও হারাম হবে।

আমরা এখানে কিছু মুসলিম দেশের দোকানে গিয়ে বলি ভাই হালাল দেন, প্রয়োজনে দাম বেশি নেন। ওরা হালাল বলে দাম বেশি নেয়, প্রায় দ্বিগুন। এখন হালাল না দিলে দায়-দ্বায়িত্ব তাদের, পাপ হলে তাদের হবে।

আমি মোল্লা নই। এটা শুধুই আমার মতামত।

০১ লা মে, ২০১০ রাত ১২:২০

নীলপরী বলেছেন: কেএফসির মুরগী উৎপাদন প্রক্রিয়াটা কেমন, সেটা একটু এই লিংক এ গিয়ে দেখে আসুন।

http://www.youtube.com/watch?v=9uckalZ97N8

৩৮| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৫

পিচ্চি হুজুর বলেছেন: প্রথমত: কেএফসির মুরগি, আমরা জানি, এর সবগুলোই বাইরে থেকে আসে

না মুরগী বাংলাদেশ এর শিঊর। কিন্তু মশলা পাতি সব দাদাদের ওইখান থিক্কা আমদানী হয়। শিউর।

আর আবালীয় পোস্ট এর জন্য মাইনাস। মুসলমান এর আজ অস্তিত্ব শুধু ওই নামে কামে নাই। সুতরাং এইগুলা নিয়া প্যাচাল না পাড়াই ভাল

০১ লা মে, ২০১০ রাত ১২:১৯

নীলপরী বলেছেন: বাংলাদেশী মুরগী, কে কইল ? এই তথ্য কই পাইছেন ?

৩৯| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৩

লুকার বলেছেন:

কে এফ সি আফতাব ফার্ম থেকে মুরগী কিনতেছে শুনলাম।

জবাই করার আগে মুরগীর পার্মিশন নেওয়া হয় কিনা, সেটাও দেখা দরকার, নাইলে মুরগী-অধিকার লঙ্ঘন হইব।

০১ লা মে, ২০১০ রাত ১২:১৬

নীলপরী বলেছেন: http://www.youtube.com/watch?v=9uckalZ97N8

তাই ? আফতাব থেকে কিনে তারা আমাদের পকেট থেকে এতো টাকা খসিয়ে নিচ্ছে ? ভাল তথ্য। কোথায় পেলেন ?

৪০| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৮

গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: আমার জানা মতে, বাংলাদেশে KFC এর সকল উপাদান বাংলাদেশ থেকেই সংগ্রহ করা হয়। বিদেশ থেকে আসে না।
এবং ট্রান্সকমের তথ্যঅনুসারে এগুলো হালাল ভাবেই প্রস্তুত। আমার চেনাজানা একজন ট্রান্সকমের এই বিভাগে আছে। উনি তাই জানালেন।

আপনি ভূল তথ্য জানেন। ট্রান্সকমে খোজ নিন। বিস্তারিত জানতে পারবেন।

বাংলাদেশের উপকরেন সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে? সুষ্পষ্ট তথ্য থাকলে সূত্র দিন। আমরা নতুন কিছু জানি।
( ১০ নং মন্তব্যে আপনি বলেছেন "আমি তো জানি" এটা প্রতারনা মূলক তথ্য। কোথা থেকে জেনেছেন সূত্র দিন। সূত্রে বাংলাদেশের কথা উল্লখ আছে কি?)

পোস্টের কথাবার্তার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্ল্যে ভরা।
বোঝা যায় ইসলাম সম্পর্কে হেয় করার মন মানসিকতা নিয়ে পোষ্টের অবতারনা।

ফাউল মানসিকতার পোষ্ট।

০১ লা মে, ২০১০ রাত ১২:১৪

নীলপরী বলেছেন: http://www.youtube.com/watch?v=9uckalZ97N8

আগে এই লিংকটা দেখেন, তারপর আপনার সাথে আলাপে বসা যাবে।
কেচো খুরতে তো সাপ বেড়িয়ে পড়ছে।

৪১| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩০

তায়েফ আহমাদ বলেছেন: শুরুতেই তো ফতোয়াবাজ গালি দিয়ে পুরো ব্যাপারটাকে গুব্লেট করে দিলেন....আপনার তো জানার ইচ্ছা নাই, যা আছে তা হইলো খোঁচানোর ইচ্ছা....অন্য রাস্তা দেখেন, এইভাবে হবে না....:#)

৪২| ০১ লা মে, ২০১০ রাত ১২:১১

আকাশ_পাগলা বলেছেন: আমি ব্যাপারটাকে এভাবে দেখি।

১) আমি হালাল খাইতাছি নাকি হারাম খাইতাসি।
২)হালাল ক্যান খামু।
৩)আল্লাহ জিনিসটাকে ক্যান হালাল করসে।


এইভাবে ভেবে দেখার মাজেজা আছে। মুরগী হালাল খাবার। কিন্তু আল্লাহর নাম নিয়ে না কাটলে সেটা হালাল না। কিন্তু আমি কাটি আর আপনি কাটেন, মুরগী কিন্তু মুরগীই থাকে।

কিছু জিনিস বা প্রথা এটা জরুরি না হলেও যে কোন ফর্মেশনে রাখতে হয়,ইউনিফর্মিটি ঠিক রাখার জন্য। যেই কারণে আর্মিদের জুতা পালিশ শিখতে হয়।স্কুলে প্যারেড করতে হয়।

যাই হোক, কোন খাবারকেই সরাসরি হালাল বলা হয় নাই। বরং কি কি বৈশিষ্ট্য থাকলে সেটা হারাম তা বলে দেয়া হয়েছে।
তাই আমরা যা হালাল খাই, সেখানে কোন অমঙ্গল নাই।

এখন ফিরে যাই আগের কথায়। মুরগী কিন্তু মুরগীই আছে,সেটা যেই-ই জবাই করুক। এখন আপনি চাইলেও ইউনিফর্মিটি বজায় রাখার জন্য মেশিন কিংবা যে জবাই করে তারে আল্লাহর নাম নেয়া শিখাতে পারবেন না।
এইখানে আপনার দুটা উপায় আছে।
১) হারাম ভেবে না খাওয়া (মুরগী কিন্তু মুরগীই আছে। আপনি আল্লাহর আদেশে মুসলিম হিসেবে স্ট্রিক্ট ইউনিফর্মিটি বজায় রাখলেন আর কি !!)

২) যদি নিশ্চিত না থাকেন, অথবা হালাল হারামের মূল উদ্দেশ্যটার কথা চিন্তা করেন (যে খাবারে সমস্যা নাইক্কা সেইটা খাইলে দোষ মাফও হইতে পারে) , তাইলে নিজে আল্লাহর নাম নিয়া বিসমিল্লা বইলা খান।

পাশে আমারেও রাইখেন।

তয় আরেকটা কথা। যেইটাই খান, যেমনেই খান, হালাল টাকা নাকি হারাম টাকা দিয়া কিন্যা খাইলেন, সেইটাই আসল ব্যাপার। হারম টাকা দিয়ে কেনা খাবারও হারাম। আর, হালাল-হারাম ডিফাইনের মূল উদ্দেশ্যই এটা যে, হালাল সেটাই যেটার মাঝে মানব জাতির কোন ক্ষতি নেই। এখন হারাম টাকায় খাইলে,সেটা টাকা কামানোর জন্য কারও না কারও ত ক্ষতি করসেনই। তাই না? ঐটাই কথা।

৪৩| ০১ লা মে, ২০১০ রাত ১:০১

লুথা বলেছেন:
কে এফ সি থেকেও ঢাকায় অনেক জায়গায় মুরগীর দাম বেশি...আপনি হেলভেশিয়া যান, এ এন্ড ডাব্লিউ যান, এফ এফ সি যান, এবং এমন অনেক জায়গা আছে যেখানে কে এফ সি এর সমান/প্রায় সমান/বেশি দামে বিক্রি করা হয় মুরগি ;)

সব মুরগী দেশেই উৎপাদিত হয়...নাইলে এক এক পিসের দাম হইতো ৫০০+ টাকা

৪৪| ০১ লা মে, ২০১০ দুপুর ১২:২১

গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: আপনার ইউটিওবের ভিডিওটি পূর্বেও দেখেছিলাম।

প্রশ্ন হলে এটা তো ইউরোপ বা আমেরিকার চিত্র। এটা কি বাংলাদেশের চিত্র?

কে এফ সি অনেক দেশেই তাদের নিজস্ব ফার্মে তৌরি মুরগী পাঠায় না। আর ফার্ম পৃথীবির বিভিন্ন দেশে আছে। আপনার কি মনে হয় সব ফার্মেই কি একই পদ্ধতিতে লালন পালন ও মুরগি জবাই করা হয়? সাধারনত লোকাল ফার্ম থেকেই তারা তাদের মুরগী সংগ্রহ করে থাকে। এটা বোঝার বয়স আপনার কি হয় নাই?

আপনাকে ষ্পষ্ট করে জানিয়েছি যে কে এফ সি বাংলাদেশে মুরগী বিদেশ থেকে আনা হয় না।

সুতরাং অন্য দেশের ভিডিও দেখিয়ে কি লাভ? এই ভিডিও প্রমান করে না যে, এটা সবদেশেই / বাংলাদেশে এই পদ্ধতিতে মুরগী জবেহ করা হয়।

ইউরোপ আমেরিকায় তো শুয়োরের বার্গার পাওয়া যায়। তাই বলে কি মধ্যপ্রচ্যেও শুয়োরের বার্গার কে এফসি বিক্রি করে বলে আপনি মনে করেন?

এই ভাবে জোড়া তালি দিয়ে সুষ্পষ্ট তথ্য ছাড়া মুরগী হারাম প্রমানের চেষ্টা কারার উদ্দেশ্য ভালো না।

৪৫| ০১ লা মে, ২০১০ দুপুর ১২:৩০

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: এখানে আছে সবঃ

http://www.kfc.co.uk/about-kfc/halal/

৪৬| ০২ রা মে, ২০১০ ভোর ৪:৩০

আশাহত বলেছেন: আকাশ-পাগলার মন্তব্যটা ভালো হইসে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.