নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

লাল পিঁপড়ার বাসা!

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২



লাল পিপড়ার বাসা
.................

আমি পুরো পাঁচ দিন গ্রামে থেকে এলাম!
এই পুরো সময়ে কোন পাখিকে শুনিনি নারীবাদ, নারীর ক্ষমতায়ন নিয়ে চিৎকার করতে। কোন কোকিল এই নিয়ে গান বাঁধেনি। সারাদিনে মুরগী বা হাঁস কাউকেই লাইন ভেঙ্গে এগিয়ে যেতে দেখিনি-

অযথা জল ঘোলা করেনি শোল বা পোনার ঝাঁক। লাল বা নীল কোন প্রজাপতিই বলেনি মাসুদা ভাট্টির চরিত্র নিয়ে একটি কথাও।

সবুজ আর আসমানের নীলে নেই মইনুল হোসেনরা। আইয়ুব বাচ্চু মরেনি সেখানে, গেয়ে চলেছেন নিরন্তর।
বাজছে রূপালী গীটার।

লজ্জাবতীর ঝোপে
হলুদ রঙের ফড়িং রোদ পোহায়।

আমাদের আঙিনা জুড়ে কাল কেউটে
লাল পিঁপড়ার বাসা!

নীলসাধু

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

কিরমানী লিটন বলেছেন: ধূসর সময়ে- দ্রুব বাস্তবত....
অভিবাদন প্রিয় নীলসাধু- দাদাভাই...।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৭

নীলসাধু বলেছেন: ধন্যবাদ কিরমানী লিটন ভাই।
আন্তরিক মন্তব্যে ভালো লাগা রইলো
শুভেচ্ছা জানবেন।

২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: বাস্তবতাকে কাব্যিক রুপ দেবার অনন্য ধরণ।
মুগ্ধ হলাম।
শুভেচ্ছা নিন।
ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

নীলসাধু বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

নজসু বলেছেন: ছোট্ট সুন্দর।
ভালো লাগা অবিরাম।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটু অন্যরকম উপস্থাপন ভাল লাগলো।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫১

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: আমার বাসায় লক্ষ কোটি কোটি পিপড়া।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

নীলসাধু বলেছেন: হুম। বলেন কি!!

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: লজ্জাবতী

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫১

নীলসাধু বলেছেন: হু

৭| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সাধারণ মানুষ ভাতের চিন্তা তথা কাজকর্ম নিয়ে ব্যস্ত। এসব ভাবা ভাবি তাদের কাছে অকাজ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.