নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

শিশুতোষ লেখা আহবান

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৪



শিশুতোষ লেখা আহবান
..................................
শিশুদের রূপকথা নিয়ে একটি প্রকাশনায় যেতে চাইছি আমরা। যাদের সংগ্রহে দেশি বিদেশী রূপকথা রয়েছে তারা যদি সহায়তা করতেন তবে ভালো হতো। পাশাপাশি মৌলিক লেখা যদি থাকে তবে তাও যুক্ত করতে পারেন।

'নির্বাচিত রূপকথা' শিরোনামে এই বইটি আমরা অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী প্রকাশ করবো।

সময় বেশি নেই হাতে তাই দ্রুত যদি লেখাগুলো পাঠিয়ে দিতে পারেন তবে আমার জন্য ভালো হয়। মেইল এড্রেস-
[email protected]

শুভেচ্ছা রইলো।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাই, আমি গরিব লেখক।
আমার লেখা কি ছাপাবেন?
একেবারে মৌলিক কয়েকটি শিশুতোষ গল্প আছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৮

নীলসাধু বলেছেন: অবশ্যই ভাই। পাঠিয়ে দিন।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৯

নীলসাধু বলেছেন: প্রকাশনীর খরচে ছাপা হবে।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০১

ঝিগাতলা বলেছেন: দারুণ উদ্যোগ

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৭

নীলসাধু বলেছেন: থ্যাংকিউ

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়ার গল্পের অনুবাদ কি চলবে?

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

নীলসাধু বলেছেন: দিতে পারেন। মেইল করুন প্লিজ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

জাহিদ হাসান বলেছেন: শিশু বয়সে আমি একটা শিশুতোষ রুপকথার গল্প লিখেছিলাম। আমার খাতায় এটা এখনও আছে।
আমি এটা পাঠাবো? আপনি বললেই আমি টাইপিং শুরু করবো।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

নীলসাধু বলেছেন: পাঠান দেখি। শিশুদের লেখা হলেও আমরা দেখতে চাই কি লিখেছে সে শিশু!!

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২

ফয়সাল রকি বলেছেন: চমৎকার উদ্যোগ।
শুভ কামনা রইলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: প্রকাশনীর খরচটা আসে কোথা থেকে?

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

নীলসাধু বলেছেন: আমরা দেই। প্রকাশনীর খরচ প্রকাশক দেয় :)

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার উদ্যোগ।
অনেক রূপকথা মাথায় ছিলো, কিচ্ছু মনে নেই।
সংগ্রহের রূপকথা মানে?
অন্যের লেখাও দেয়া যাবে?

আমার মা আজ কথা বলতে পারছেন না!
উনি অনেক গল্প জানতেন! :( :(

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

নীলসাধু বলেছেন: জ্বি আপা, রূপকথার সত্ত্ব নেই। ক্ল্যাসিক আগের সকল রূপকথা দেয়া যাবে।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

জাহিদ হাসান বলেছেন: পাঠিয়েছি।

গল্পের নাম- অদ্ভূত
শব্দসংখ্যা- ৫৫৬


শিশু বয়সে লেখা হওয়ায় গল্পটির অনেক কিছুই পরিবর্তন ও সম্পাদন করে পাঠাতে হয়েছে। আশা করি গল্পটি পড়ে আপনার ভালো লাগবে এবং ছাঁপানো যোগ্য মনে হবে। যদি হয় তাহলে আমাকে ই-মেইলের রিপ্লেতে লিখে জানাবেন।

শুভকামনা নীলসাধু ভাই
বসন্ত দিনের কথা- অনুগল্পের বইতে আমার একটা অনুগল্প স্থান পেয়েছি।


জাহিদ হাসান শিশির

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.