নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
কিছুক্ষণ আগে আমার প্রকাশিতব্য বই নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছি। এই বইমেলায় আমি ব্লগে কম আসছি। তাই ভাবলাম স্ট্যাটাস নিয়েই সহ ব্লগারদের সঙ্গে থাকি ।
//
অনেকদিন পর সর্বোচ্চ সংখ্যক বন্ধুকে ট্যাগ করে পোষ্ট দিয়ে ভাল লাগছে
অথচ আমি নিজেও ট্যাগ করলে কিছুটা উষ্মা প্রকাশ করতে চাই যেন; ট্যাগকৃত পোষ্টের সকল মন্তব্য, লাইক, শেয়ারের একটা নোটিফিকেশন আসে। কেমন একটা আলাদা বিড়ম্বনার মতোন।
যাইহোক-
আমি এই পোষ্টে সবাইকে ট্যাগ করতে গিয়ে মজা পেলাম। কারণ ট্যাগকৃত অনেকের সাথে এই বইটি নিয়ে কথা হয়েছে!
অল্প বা বেশী।
আমি নিজে যখন ভাবছিলাম কিভাবে জাপান সফরকে স্মৃতিতে রেখে দেয়া যায় তা নিয়ে,
তখন একজন প্রকাশক হিসেবে প্রথমেই মাথায় এসেছিলো 'ওকে ফাইন, একটা বই প্রকাশ করে ফেললেই হবে। ইতিহাসে রয়ে যাবে
যদিও জানতাম কাজটি সহজ নয়!
আমি নানান হাবিজাবি কাজের মানুষ। যে দু এক লাইন প্রেমের কবতে লিখতাম তাও কাম কাইজের ঠালায় লাটে উঠেছে। এখন আর কবিতা লেখা হয় না
রোদ বৃষ্টি
জল হাওয়া কিছুই গায়ে লাগে না।
সেই আমি একটা আস্ত ভ্রমণ কাহিনী লিখে ফেলবো এটা যে সহজ কর্ম নয়া তা বুঝেছি আরো কদিন পর।
বইমেলা এগিয়ে এসেছে
অথচ বইয়ের কাজ শেষ হয়নি।
কি বিপদ।
স্টলের ব্যানারে বইয়ের কাভার লাগানো হল। দিলদার ভাই সেটা দেখে বললেন তিনি এবার বইমেলায় বই কেনা শুরু করবেন আমার এই বইটি কিনে।
আমি মনে মনে হাসি আর ভাবি- হায় আল্লাহ, বই কিনবেন তিনি অথচ আমি বইটির কাজই শেষ করতে পারলাম না।
বিরাট সমস্যা। ঘুড়ির ব্যানারে নিজের ছবি লাগাইসি দেখে নাজলা আপা লীনা আপা রেজা ঘটক সহ অনেকেই নিন্দা-মন্দ আদর যত্ন ঠাট্টা মশকরা করলেন
আমি ভাবলাম যাক প্রচার ভালো হলো
আমি রাত জেগে অন্যান্য লেখক কবিদের কাজ করি।
তাদের বইয়ের ম্যাটার গুছাই।
দিন যায় রাত যায়। মেলা শুরু হয়।
একটার পর একটা বই আসে
কিন্তু নিজের বইটির দিকে সময় দিতে পারি না।
এভাবে মেলার প্রথম সপ্তাহ পার হলে সিরিয়াস হই।
অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে 'রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণের শতবর্ষ পর নীলসাধু জাপান পৌঁছলেন' এর কাজও এগিয়ে নিতে থাকি। একটা সময়ে লেখা শেষ হয়। কিন্তু তৃপ্তি পাই না। কারণ জাপানে যে আদর আপ্যায়ন আনন্দ হাসি খুশী স্মৃতিময় সময় কাটিয়েছি তা যেন কোনভাবেই বলা যাচ্ছিল না। বই পড়ে সেই আনন্দ ভাবটা আসছিলো না।
কি করা যায়?
তারপর সেখানে যোগ হলো ভ্রমণের কিছু ছবি।
আমার কিছু অপ্রকাশিত কবতে।
কিছুটা সাইজে এলো বই।
কেটে গেলো আরো দুদিন। জাপান ভ্রমণের টুকটাক তথ্য চেয়ে একে তাকে মাঝে মাঝে জ্বালিয়ে শেষ পর্যন্ত শেষ হলো বইয়ের কাজ। প্রেসে পাঠাবার পর একদিন পর জানা গেলো আমার বইয়ের কাভার ওপেন হয় না। তাই প্লেট করা যায়নি।
কাজ বন্ধ। আবার বসলাম।
প্রি প্রেসের জন্য কাভার আবার রেডি করলাম। মেইল করে জানা গেলো
সেই ফাইলও ওপেন হয় না।
নানা ঝামেলা করে সেই কাভার চূড়ান্ত করে গতোকাল প্লেট বানানো হলো।
আজ ছাপাখানার কাজ শেষ হলে বাঁধাই হয়ে আসতে যে সময় লাগে।
তারপরেই হাতে পাবো
বহু কাঙ্ক্ষিত বই
'রবীন্দ্রনাথ ঠাকুরের
জাপান ভ্রমণের শতবর্ষ পর
নীলসাধু
জাপান পৌঁছলেন'
//
ভেবেছিলাম দু লাইনের বইয়ের বিজ্ঞাপন দেবো।
এ দেখি বিরাট কাহিনী হয়ে গেলো।
০৯ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৮
নীলসাধু বলেছেন: ধন্যবাদ অনেক।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯
মা.হাসান বলেছেন: ৭ আর ১১ দুদিন খুঁজে পাইনি। ২১-২২এ না পেলে পরে রকমারি থেকে সংগ্রহ করে নিবো । ফাহমিদা বারী আপা, মাহবুবুল আজাদ ভাই সহ আরো অনেকের বই তখনো আসেনি । ইলেকশনের পোস্টার ছাপানোর কাজে প্রেসগুলো কিছুটা ব্যস্ত ছিল বলেই কি এই বিলম্ব ?
০৯ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৮
নীলসাধু বলেছেন: এবার করোনা ভাইরাস সহ বাংলাদেশীদের চিরন্তন রীতি অনুযায়ী আমাদের ভুগিয়েছে প্রেস ও বাইন্ডাররা। তার আগে ছিলো নির্বাচন নিয়ে ব্যস্ততা। সব মিলিয়ে মেলা চলাকালীন ২য় সপ্তাহ হতে সকল মালামালের দাম ছিল দ্বিগুন। এর এফেক্ট পড়েছে। আমাদের সকল বই আমরা ২১ তারিখের মধ্যে নিয়ে এসেছিলাম। তারপরের কিছু স্থগিত রেখেছি।
শুভেচ্ছা রইল।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: কাহিনি ভালো লাগলো। বইটা অবশ্যই সংগ্রহ করবো।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩
নেওয়াজ আলি বলেছেন: ভালো লেগেছে।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
শের শায়রী বলেছেন: দাদা আপনার বইর সাফল্য কামনা করি, আর মানুষ হিসাবেও আপনি দারুন।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করছি পাঠকের কাছে বইমেলার সেরা সংগ্রহ হয়ে থাকবে বইটি।
১৮ তারিখে বইমেলায় আসার ইচ্ছা রাখছি, অবশ্যই বইটি অটোগ্রাফসহ সংগ্রহ করব।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩২
সোহানী বলেছেন: অনেক অনেক শুভ কামনা। বইটির সাফল্য কামনা করছি।
শের শায়রী বলেছেন: "মানুষ হিসাবেও আপনি দারুন।"........ আমার কাছে ও উনাকে সহজ সরল চমৎকার একজন মানুষ বলেই মনে হয়েছে।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
রবীঠাকুরের নাম যখন যোগ করেছেন, বইটার নাম টেনেটুনে আরেকটু লম্বা করার দেরকার ছিলো।
সময় পেলে গিনীজ ওয়ার্ড রেকর্ড বইয়ে দেখিয়েন তো, আপনার বইয়ের নাম নতুন রেকর্ড করলো কিনা!
এমনিতেই, যারা বইটার নামটা পড়েছেন, বই'এর অনেকটা পড়া হয়ে গেছে তাদের, মনে হয়!
০৯ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৯
নীলসাধু বলেছেন: এই নাম দেয়ার পেছনে অনেক কারণ আছে। সে সব নিয়ে আলাদা পোষ্ট দেবো। তখন পড়ে নিয়েন
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
টাইপো-
*গিনীজ ওয়ার্ল্ড রেকর্ড
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১০
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪০
হিজ মাস্টার ভয়েস বলেছেন: শুভকামনা থাকছে। সংগ্রহ করার ইচ্ছা আছে
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: আশা করি এ বছর আপনি আমেরিকাতে বইমেলায় যাবেন।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯
জাহিদ হাসান বলেছেন:
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বইয়ের জনম কুন্ডলী জেনে ভাল লাগলো।
অভিনন্দন আর শুভকামনা সাধু দা'
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮
অগ্নিবেশ বলেছেন: ভাবসাব এইরকম যে রবিঠাকুরের পর আপনিই একজন যিনি চান্দে গিয়েছেন।
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩১
পদ্মপুকুর বলেছেন: আমি ভাবছিলাম- আপনি হয়তো জাপান গিয়েছেন আর সেইটা নিয়ে কোনো পোস্টাইছেন...
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: বেশ আনন্দে আছেন । অভিনন্দন মুখে যেন হাসি লেগে থাকে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২২
অজ্ঞ বালক বলেছেন: সামনে বইমেলায় আসলে 'এক রঙ্গা এক ঘুড়ি'-র স্টলে একখান ঢুঁ মারমু।