নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
বইমেলায় আমি এক জায়গায় থাকি না। কিছুক্ষণ পর পর ঘুড়ির স্টল থেকে বের হয়ে একটা চক্কর দিয়ে
চা কফি
আড্ডা সেরে আবার ঘুড়ির স্টলে ফিরে আসি। এখানে যারা থাকে তাদের সাথে কিছুটা সময় থেকে আবার এক রাউন্ড ঘুরাঘুরি।
এভাবেই বিকাল থেকে রাত হয়।
এই সময়টায় প্রচুর চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয় আমার। আমি দীর্ঘদিন ধরে মেলা চলাকালীন পুরো ২৮ দিনই মেলায় যাই তাই আমার চেনা পরিচিত মানুষ অসংখ্য! অগণিত।
সামাজিক মাধ্যমের বন্ধুরাও মেলায় যাচ্ছে তারাও সংখ্যায় অনেক। তাদের সবার সাথে যদিও কথা হয় না কিন্তু তাদের ছবি পরিচিত।
তাদের দেখেও চেনাই মনে হয়।
পুরো মেলা কাভার করে প্রায় সবগুলো টিভি চ্যানেল। তাদের সাথে যারা কাজ করে তাদেরকেও পরিচিত মনে হয়। কি সুন্দর পুতুলের মতোন উপস্থাপিকা!
তাদেরকেও প্রতিদিন দেখি বলে চেনা মনে হয়।
আমরা সারা বছর বেশ কিছু সামাজিক মানবিক কার্যক্রম পরিচালনা করি, সেই সূত্রে পরিচয় রয়েছে স্বেচ্ছাসেবী উন্নয়নকর্মী সহ আরো অনেকের সাথে। মেলায় দেখা হয় তাদের অনেকের সাথে!
ক্যান্টিনের বয়গুলো, যারা আমাদের চটপটি বানিয়ে দেয় এরাও কদিন পর আমাদের চিনে ফেলে। কফি যারা দেয় তারাও।
এ ছাড়া লেখক কবি সাহিত্যিক প্রকাশক তারাতো আছেনই। তাদের সাথে নিয়মিতই দেখা হয়।
মেলা উপলক্ষে এই দেখাদেখি হয় অনেক বেশি।
এ ছাড়া বিখ্যাত অখ্যাত অনেকেই মেলায় আসেন। তাদেরকেও দেখি।
অনেকের সাথে থাকে দলবল।
এই যে এতো এতো প্রিয় মুখ
প্রিয় সময়
দেখা আড্ডা হাসি গান
সকল কিছুর মূলে কিন্তু একটি বই।
বইকে ঘিরে
বই নিয়ে আয়োজন দিনে দিনে হয়ে উঠেছে প্রাণের মেলা! আমাদের প্রাণের বইমেলা।
একুশ
বাহান্ন
একাত্তর
সবই যেন এই বইয়ে এসে মিলেছে। বইয়ের সাথে কাটানো এই সময় রয়ে যায় মনের মধ্যে।
বইমেলায় আসুন। বইয়ের সাথে থাকুন।
বই পড়ুন।
#নগরে_সাধু
মহান একুশে ফেব্রুয়ারির পরদিন ২২ তারিখ বিকেল ৩টার পর
আমরা সবাই একত্রিত হচ্ছি।
ঘুড়ির স্বেচ্ছাসেবী, বন্ধু, কবি, শুভাকাঙ্ক্ষী, ব্লগার, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী সহ সকলের নিমন্ত্রণ!
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫১
নীলসাধু বলেছেন: নুরু ভাই শুভেচ্ছা ভালোবাসা জানবেন।
ইনশাআল্লাহ দেখা হবে।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: কি খাওয়াবেন??
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫০
নীলসাধু বলেছেন: মিষ্টি আর কেক থাকবে। সোহানী আপার চকলেট আছে এখনো
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭
নীল আকাশ বলেছেন: আপনার নিমন্ত্রণ ফেলি কিভাবে? ২২ তারিখে দেখা হবে।
আমি অবশ্য ২১তারিখ থেকেই বই মেলায় থাকবো।
১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
নীলসাধু বলেছেন:
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭
নিভৃতা বলেছেন:
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১২
মা.হাসান বলেছেন: এই উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ। আশা করি গত বছরের মতো সকলের সাথে দেখা হবে।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো উদ্যোগ।যারা উপস্থিত হতে পারবে তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। আর আমরা যারা শামিল হতে পারছিনা, একদিন না একদিন নিশ্চয়ই দেখা হবে এক রঙা ঘুড়ির তাঁবুর তলে।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের লেখা বইগুলো অবস্হা কি? আপনার জাপান ভ্রমণের বই বাজারে এসেছে?
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৫
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার ব্যাপার নিঃসন্দেহে ।
অগ্রিম শুভ কামনা।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কি সুন্দর পুতুলের মতোন উপস্থাপিকা!
......................................................................
সবার উপস্হাপনায় কিছু না কিছু চমক থাকে ,
আপনার এইবার বই মেলায় কি আছে ?
......................................................................
আমন্ত্রন পেলাম, ঢাকায় থাকলে আসব ।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মিষ্টি আর কেক থাকবে। সোহানী আপার চকলেট আছে এখনো
আমার তো বার্গার আর কোক পছন্দ।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাধু ভাইয়ের নিমন্ত্রণ,
উপেক্ষা করি কি করে
কোন অযুহাতে!
দেখা হবেই
ইনসাআল্লাহ