নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪



এ বছর প্রথমবারের মতোন আমাদের প্রকাশিত দুটি বই ২য় মুদ্রণে গেছে।
উপন্যাস ফাঁদ ও রাত বলেছে যাই।
এই দুই ঔপন্যাসিক আমাদের গর্ব। এদের প্রথম বই প্রকাশ হতে এখন পর্যন্ত তারা আমাদের সাথে আছেন। আমরা তাদের পথচলায় সাথী হতে পেরে আনন্দিত। আশা করছি একদিন দেশ ছাড়িয়ে দেশের বাইরেও তাদের বই পড়বে মানুষ।


অভিনন্দন আহমেদ ইশতিয়াক - এনামুল হক এনাম!
কবি তাজওয়ার রিজন - কবি নিলয় সাইদ
কবি ফারহাত আহমেদ
কথাসাহিত্যিক সুরঞ্জনা মায়া
কথাসাহিত্যিক আরেফিন রহমান বৃষ্টি
কথাসাহিত্যিক রোকসানা লেইস
কথাসাহিত্যিক মহিউদ্দীন মোহাম্মদ যুনাইদ
মুক্তিযুদ্ধ গবেষক জোবায়েদ আহম্মেদ মোমেন
কবি লিটন প্রবীর
.
.
এ বছর সিলেট বইমেলায় অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। মেলা শুরু হবার পর প্রথম ৮ দিনেই ফাঁদ উপন্যাসের প্রথম মুদ্রণ শেষ হয়ে গিয়েছিলো। পরবর্তী বছর হতে সিলেট বইমেলাকে আমরা সর্বাধিক গুরুত্ব দেবো।

ঘুড়ির বইগুলো যারা সংগ্রহ করেছেন তাদের সকলের জন্য আমাদের পক্ষ হতে অফুরান ভালোবাসা

আসছে লেখক প্রকাশকদের সাথে ঘুড়ির আড্ডার ঘোষণা :)

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৩

নেওয়াজ আলি বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল

১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৮

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ।

২| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক রঙ্গা এক ঘুড়ি ও
নীল দাদাকে অভিনন্দন সাথে
যাদের বই বেস্ট সেলর হয়েছে
তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৪

নীলসাধু বলেছেন: ধন্যবাদ নুরু ভাই।

৩| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০২

শের শায়রী বলেছেন: অভিনন্দন আপনাকে এবং যাদের লেখা পাঠক প্রিয়তা পেয়েছে স্পেশালি সেই সব ব্লগারদের যাদের লেখা এই ব্লগে অহরহ পড়ার সুযোগ হয়।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৬

নীলসাধু বলেছেন: লেখকদের অভিনন্দ জানাই আমিও।
সকলের জন্য শুভেচ্ছা। আপনার পোষ্ট পড়ে এলাম। কিন্তু ব্লগে আমি সে সব নিয়ে কথা বলি না বলে কিছু বলা হয়নি তবে আপনি যে পরিশ্রম করে এসব লিখছেন তার জন্য একটা স্যালুট প্রাপ্তি হয়েছে। মানুষের জ্ঞান চক্ষু উন্মোচন হোক। মানুষ আলোকিত হোক।

৪| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: খুব ভালো নিউজ।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।

৫| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

ইসিয়াক বলেছেন: অভিনন্দন রইলো ।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা।

৬| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৩

নীল আকাশ বলেছেন: আমার শবনমের নাম দেখে মনটা খুশিতে ভরে গেল।
ধন্যবাদ।

৭| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন জানাচ্ছি লেখক, প্রকাশক এবং সর্বোপরি বইপ্রেমী পাঠকদেরকে যারা বইগুলো ক্রয় করে লেখকদেরকে এবং প্রকাশককে অনুপ্রাণিত করেছেন।

৮| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.