নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
বাংলাদেশীদের বই পড়া শিখিয়েছেন হুমায়ূন আহমেদ এ কথা যারা বলেন তারা বয়সে বা অন্য কোনো কারণে হয়তো নবীন!
বাংলাদেশের কয়েকটি প্রজন্মকে বই-পোকা হয়ে বেড়ে উঠতে, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং কোটি মানুষকে একেবারেই অল্প টাকায় বই কেনার অভ্যাস তৈরির পেছনের মানুষটি ছিলেন কাজী আনোয়ার হোসেন।
কিংবদন্তি লেখক, প্রকাশক, সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতার প্রতি ব্যক্তিগতভাবে আমি ঋণী। আমি জানি আমার মতো এই ঋণবোধ মনে আনন্দ নিয়ে স্বীকার করবেন আরও লক্ষ মানুষ। এই লক্ষ কোটি মানুষ একদিনে অবশ্যই তৈরি হয়নি। এরা হুমায়ূন আহমেদ প্রজন্ম নয়। বরং বলা যায় কাজী আনোয়ার হোসেন এর তৈরি করা এই বিশাল প্রজন্ম পাঠক শ্রেণী ছিল বলেই হুমায়ূন আহমেদ এর পথটা মসৃণ হয়েছে। তাই বাংলাদেশীদের বই পড়ার বিষয়ে কৃতিত্ব যদি দিতে কাউকে দিতে হয় তবে তা পাবেন সদ্য আমাদের ছেড়ে যাওয়া কাজী আনোয়ার হোসেন।
শ্রদ্ধা জানাই!
.
নীলসাধু
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৪
নীলসাধু বলেছেন: সহমত জানাই।
২| ২১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯
প্রতিদিন বাংলা বলেছেন: বাংলাদেশীদের বই পড়া শিখিয়েছেন হুমায়ূন আহমেদ এ কথা যারা বলেন তারা বয়সে বা অন্য কোনো কারণে হয়তো নবীন!
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৪
নীলসাধু বলেছেন: হু
৩| ২১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৪
সাজিদ! বলেছেন: কেউ কেউ আছেন যারা বলেন সেবা আর হুমায়ূন মিলে বাঙালি পাঠককের চিন্তা শক্তি নষ্ট করে ফেলেছে। এমন কিছু বিজ্ঞ লোককে প্রায় বিকালে ক্যাফে কর্ণারে পাবেন।
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৪
নীলসাধু বলেছেন: বাংলাদেশ হইলো বিজ্ঞ লোকের হোলসেল দেবার মতোন দেশ।
৪| ২১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৯
কুশন বলেছেন:
যারা এঁদের ২ জনের বই পড়েছেন, তারা তো দেশে আছেন, ব্লগে লিখছেন, ফেসবুকে লিখছেন; আপনিও এই পোষ্ট লিখেছেন! এগুলোকে লেখা বলা সম্ভব?
সব বাংগালী সব চেয়ে বেশী পড়েছেন "নোট বই", আপনি পড়েছেন।
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৩
নীলসাধু বলেছেন: বাড়িত যা পাগলা। বাড়িত গিয়ে তুই নিজেই নোট বই পড়। আমার পড়া নিয়ে ভাবতে হবে না।
৫| ২১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০০
কুশন বলেছেন:
আপনি কার কার বই পড়েছেন বলা মুশকিল; তবে, আপনি "রবীন্দ্রনাথের ১২৫ বছর পরে ... " নামে ১টি বই লিখছেন, উহা কতজন পড়েছেন? ইহা কি মাসুদ রানা কিংবা হুমায়ুন আহমদের লেখার লেভেলে গেছে?
টাকা নিয়ে যারা বই প্রকাশ করে, সেসব প্রকাশকদের নিয়ে ১টা পোষ্ট লেখেন!
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪১
নীলসাধু বলেছেন: আপনার মান সম্মান কিছুই নাই। আমারে চেনেন না বলে ফাইজলামি করেন। চিনলে কর্তেন না।
৬| ২১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০২
সত্যপীরবাবা বলেছেন: চাঁদগাজী রকস !!!!!! যথারীতি পোস্ট বহির্ভুত মন্তব্য।
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪২
নীলসাধু বলেছেন: হা হা
৭| ২১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৩
সাসুম বলেছেন: চাদগাজির আত্মা ফিরে এসেছেন কুশন রুপে। এবার গাধা সিন্ডিকেট আসবে। বলদ রা আসবে দল বেধে। ছাগলের দল আসবে। পাকিস্তানি আটকে পড়া বিহারী রা আসবে। আবার ব্লগ ভরে উঠবে গালিস্তান হয়ে। বেশ ভাল বোধ হচ্ছে৷
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪২
নীলসাধু বলেছেন: তবুতো ব্লগে ১০/১২ জন আসে যায়। এখন এটাই অনেক
৮| ২২ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩১
নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা ।
৯| ২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: নীলসাধু,
ঠিক বলেছেন।
১০| ২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দুটো ভিন্ন প্রজন্ম অথচ আপনি তুলনা করে বসেছেন।
১১| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪
রানার ব্লগ বলেছেন: সেবা বাংগালীর মস্তিষ্কের দ্বার খুলে দিয়েছে ।
১২| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ বা কাজী আনোয়ার হোসেন দুজনই দারুন ভূমিকা রেখেছেন। দুজন দুরকম ভূমিকা রেখেছেন।
১৩| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৩
নীল আকাশ বলেছেন: লেখার সাথে সহমত।
১৪| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪
সোনালি কাবিন বলেছেন: পোস্টের সাথে একমত ।
২। কুশন আগে রানু চালাত, এখন কি সে পাচুয়ার্ড চাগার হাতে তুলে দিল ?
১৫| ২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একটা জেনারেশন পুরাই আসক্ত ছিল মাসুদ রানা চরিত্রে। ভাল লাগল লেখাটা ।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ২:১১
গরল বলেছেন: একটু যখন ছোট ছিলাম তকন পড়েছি তিন গোয়েন্দা, এইট এ উঠার পর শুরু করেছিলাম মাসুদ রানা। আমাদের পজন্ম উনার লেখা পড়তে পড়তেই বড় হয়েছি।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৩
সাসুম বলেছেন: হুমায়ুন আহমেদ বই পড়া বাগানের একটা উজ্জ্বল গাছ। আর কাজী আনোয়ার হোসেন পুরো একটা আমাজন জংগল।
কাজীদা না থাকলে স্কুলের বই এর বাইরে আর কোন বই পড়তে হয় বা আর কোন বইএর অস্তিত্ব আছে দুনিয়ায় এটা জানা হত না।