নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
ঠিক এক বছর আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে বলেছিলাম ঘুড়ি স্কুলের শিশুদের আমরা তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দিতে চাই। বন্ধুদের সহায়তা চেয়েছিলাম।
যে শিশুরা বস্তিতে থাকে, পথে থাকে; যাদের মায়েরা অন্যের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে, বাবা ড্রাইভার- এমন এক দল শিশু শিখবে কম্পিউটার। তারা কাজ করবে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার সহ স্মার্ট ফোনে এই ছিল ভাবনা। কিন্তু সমস্যা হলো স্কুলে তখন কোন কম্পিউটার নেই, ল্যাপটপ নেই। কীভাবে কি করবো তা নিয়ে নিজেই প্ল্যান করলাম।
বরাবরের মতোন ভরসা ছিল আমার বন্ধুরাই।
তো এই প্ল্যান আমি ঘুড়ি স্কুলের বাচ্চাদের বললাম। তারা অবিশ্বাস নিয়ে আমার কথা শুনলো, কিন্তু পুরোপুরি অবিশ্বাসও করতে পারছে না কারণ আমি যা বলি তারা সেটাকে নিশ্চিত ধরে নেয়। তারা আমাকে ডাকে বড় স্যার। বড় স্যার বলেছেন যেহেতু এটা হবেই।
স্কুলের অনেক বিষয়ে তারা আমার উপর ভরসা করে, আমিও সাধ্যানুযায়ী তাদেরকে গাইড করি।
কেন আমি হুট করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম তারও কারণ ছিল। স্কুলের বাচ্চারা চাইলে তাদের শিক্ষকের অনুমতি নিয়ে আমার রুমে আসতে পারতো। তারা এসে দেখতো আমি কম্পিউটারে কাজ করছি, গান শুনছি, ফেসবুকিং করছি- এরা দেখতাম খুব আগ্রহ ও তৃষ্ণা নিয়ে এইগুলো দেখতো। তাদের মধ্যে যারা চঞ্চল তারা কেউ কেউ চট করে একটু মাউজের উপর হাত রাখতো। বিস্ময় নিয়ে ইউটিউবের কোন গানের দিকে তাকিয়ে থাকতো। ওদের এই আগ্রহ দেখে সবাইকে ডেকে একদিন বললাম,
স্কুলে কম্পিউটার আসছে। প্রথমে বড় গ্রুপ এবং তারপর ছোটদের এভাবে পর্যায়ক্রমে সবাইকে আমরা কম্পিউটার শেখাবো। তোমাদের সবার জন্য এই কম্পিউটার ও ল্যাপটপ উন্মুক্ত থাকবে। বিকালে পাঠাগার ও কম্পিউটার প্রশিক্ষণ চলবে।
এই ঘোষণা শুনে তারা ব্যাপক আনন্দিত ও উত্তেজিত।
আমি এই নিয়ে ফেসবুকে পোস্ট দিলাম।
তেমন কোন সাড়া পেলাম না। কিন্তু আমি দমে যাইনি। চেষ্টা চালু রাখলাম।
বন্ধুদের কদিন জ্বালালাম।
স্কুলের উপদেষ্টা পরিষদের সদস্যদের বার্তা দিলাম। আমার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে তারা পাশে এসে দাঁড়ালো। তাদের মাধ্যমেই কদিনের মধ্যে আমরা এরেঞ্জ করলাম দুটি ল্যাপটপ, দুটি ডেস্কটপ কম্পিউটার এবং একটি স্মার্ট ফোন।
এর সাথে আমরা ওদের জন্য একটি স্মার্ট টিভি কিনলাম।
সবমিলিয়ে দারুণ উত্তেজনা।
প্রথম ব্যাচে আয়না, মীম, শারমিন, শাপলা তারা খুব ভালো করলো। পরবর্তীতে আমরা মীম কে দিয়ে আরো একটি গ্রুপকে কম্পিউটার প্রশিক্ষণ দিলাম। এভাবে এক বছরের মাথায় ৩ টি ব্যাচকে আমরা তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ সমাপ্ত করলাম। এখন তারা সবাই অফিস ও ইন্টারনেট ইত্যাদিতে স্বাচ্ছন্দ। গুগল মিট, ম্যাসেঞ্জার ও জুম ব্যবহার করে মিটিংও করতে পারে।
সামাজিক মাধ্যম ব্যাবহার করে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারে।
সবার ইমেইল এড্রেস আছে।
ঘুড়ি স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে সবচেয়ে ভালো যারা শিখেছে এমন ৭ জনকে আমরা জাপানি ল্যাংগুয়েজ ও কালচার প্রোগ্রামে অন্তর্ভুক্ত করেছি। সেখানে অন্য দুটি স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে তারা এখন সেই কোর্স করছে। এখন পর্যন্ত তাদের পারফরম্যান্স খুব ভালো।
এই শিশুরা এক বছর আগেও কেউ ভাবেনি তাদের স্মার্ট ফোন থাকবে, তারা ল্যাপটপ নিয়ে কাজ করবে বা ডেস্কটপ ইউজ করবে কিন্তু আজ সেই সবই বাস্তব। সত্যি। এই আনন্দ আর গর্ব ওদের চোখে মুখে যখন দেখি তখন ভালো লাগে খুব।
এই ভালো লাগা একটা নেশা।
আমি যাদের জ্বালিয়েছি তাদের সবাইকে গভীর ভালোবাসা জানাই। রিদা, খান সাহেব, শাফি, স্কুলের বন্ধু হাসিব, আবু সাইদ লিপু ভাই আপনারা পাশে না থাকলে এই সব সম্ভব হতো না।
এই শিশুদের সকল অর্জন আপনাদেরকে উতসর্গ করলাম।
০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
নীলসাধু বলেছেন: চেষ্টা করছি আর কি।
অনেকদিন পর আপনাকে পেলাম। আশা করছি ভালো আছেন।
দোয়ায় রাখবেন। ভালো থাকবেন।
২| ০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
কামাল১৮ বলেছেন: জাপানি কেনো?
০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
নীলসাধু বলেছেন: জাপানের সাথে আমরা বেশ কিছু কাজে যুক্ত। জাপানে আমার অনেক বন্ধুরা থাকে। সেখানের একটি অর্গানাইজেশন এই প্রজেক্টে যুক্ত। আমি নিজেও সেই দেশটি সফর করেছি। এমন বহু কারণে জাপানী শেখাচ্ছি।
৩| ০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া।
অনেক বড় হোক এই বাচ্চাগুলো।
১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৬
নীলসাধু বলেছেন: ইনশাআল্লাহ, আমি, আমরা চেষ্টা করছি।
দেখা যাক তারা কী করতে পারে।
থ্যাংকইউ সো মাচ প্রিয় শায়মা। টেক কেয়ার।
৪| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩১
আহমেদ জী এস বলেছেন: নীলসাধু,
এমন একটি ভালো কাজের কথা পড়ে কি যেন একটা অনুভূতিতে গলা ধরে এলো! নীলসাধুকে সাধুবাদ ...সাধুবাদ....সাধুবাদ ।
"ঘুড়ি" স্কুল ঘুড়ির মতোই আকাশের উঁচুতে উড়ুক।
১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৭
নীলসাধু বলেছেন: দোয়ায় রাখবেন আহমেদ জী এস ভাই।
আমরা চেষ্টা করছি।
ভালো থাকবেন
নিরন্তর শুভকামনা।
৫| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: ঘুড়ি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত?
স্কুলটি কোথায়? কোন ক্লাস পর্যন্ত তাদের পড়ানো হবে?
১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৫
নীলসাধু বলেছেন: ঘুড়ি স্কুলের অফিসিয়াল পেইজ
স্কুল সম্পর্কে জানতে এই পেইজ ভিজিট করুন।
ধন্যবাদ।
৬| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩৬
রোকসানা লেইস বলেছেন: খুব ভালো কাজ হচ্ছে নীল।
১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৪
নীলসাধু বলেছেন: আপা থ্যাংকইউ সো মাচ।
কেমন আছেন আপনি?
ভাল থাকবেন।
৭| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫০
শেরজা তপন বলেছেন: ওয়াও গ্রেট জব ভাই
১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০২
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
আশা করছি কুশলে আছেন।
ভাল থাকুন এই শুভকামনা-
৮| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
৯| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৯
রিফাত হোসেন বলেছেন: সুন্দর তবে ছেলে শিশুর সংখ্যা অনেক কম।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৫
জুন বলেছেন: আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই নীলসাধু । আপনার ঘুড়ি স্কুলের শিক্ষার্থীদের সর্বাংগীন সাফল্য কামনা করছি । কম্পিউটারের সাথে সাথে জাপানী সহ অন্যান্য ভাষা শিক্ষা এক দারুন ব্যাপার । ছোট বয়সেই মানুষ খুব দ্রুত শিখতে পারে। প্রতিটি শিক্ষার্থীর প্রতি রইলো শুভকামনা ।
+