নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

ঝ\'রে গেলে ম\'রে গেলে পাতার সবুজ বিস্মৃতির কলম তাকে গল্প নামে ডাকে

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯



ঝ'রে গেলে
ম'রে গেলে
পাতার সবুজ
বিস্মৃতির কলম
তাকে গল্প
নামে ডাকে
.
.
সুরঞ্জনা মায়া আপার প্রকাশিতব্য গল্পগ্রন্থ।
গল্পগ্রন্থের নামটি অসাধারণ হয়েছে।
বইটি প্রকাশ করছি আমরা এক রঙা এক ঘুড়ি প্রকাশনী। অমর একুশে বইমেলা ২০২৪ এর প্রথম দিন হতেই ঘুড়ি ও মেঘফুল এর স্টলে বইটি পাবেন। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।

ঘুড়ির সম্পাদনা পরিষদ কর্তৃক নির্বাচিত হয়েছে আপার এই পাণ্ডুলিপিটি।
মায়া আপাকে আন্তরিক অভিনন্দন জানাই।

জেনে আনন্দিত হবেন এই বইটির বিক্রয়বাবদ সকল অর্থ ব্যয় করা হবে ঘুড়ি ইশকুল এর ছাত্র-ছাত্রীদের জন্য। 'বই প্রকাশ' ও 'শিশুদের পাশে থাকা' দুই কাজেই আমরা এক রঙের হয়ে অবদান রাখতে পারি। আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে, হতে পারেন এক রঙা এক ঘুড়ি।

এক রঙা এক ঘুড়ি প্রকাশনী
৩২/২ শুক্রাবাদ, নিচতলা
শেরে বাংলা নগর
ঢাকা ১২০৭
[email protected]

#নতুনবইয়েরখবর
#বইমেলা২০২৪ #ঘুড়ি #ঘুড়িপ্রকাশনী

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: অভিনন্দন!
নামটি আসলেই সুন্দর হয়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

নীলসাধু বলেছেন: আমার কাছে নামটি খুব ভালো লেগেছে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

শেরজা তপন বলেছেন: উনি কি ব্লগে লেখেন। ভাল উদ্যোগ ভ্রাতা

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১

নীলসাধু বলেছেন: হু, তিনি এই ব্লগে লিখেন, পুরনো ব্লগারদের একজন।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: সুরঞ্জনা মায়া কি ব্লগার সুরঞ্জনা?

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯

নীলসাধু বলেছেন: জ্বি।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

প্রামানিক বলেছেন: অভিনন্দন

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬

নীলসাধু বলেছেন: থ্যাংকু প্রামানিক ভাই।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৮

কামাল১৮ বলেছেন: প্রকাশিত বইয়ের কোন গল্প কি ব্লগে প্রকাশিত হয়েছে।হয়ে থাকলে কোনটি।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

নীলসাধু বলেছেন: আপা ত নিশ্চয় ব্লগে দিয়েছে।
আমি নিজেই ব্লগে অনিয়মিত, তা নিশ্চিত করে বলতে পারছি না।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৫

শায়মা বলেছেন: নামটা খুবই সুন্দর!!!
সুরঞ্জনা আপুর বইটাও অনেক সুন্দর হবে সে জানাই আছে।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

নীলসাধু বলেছেন: হা হা
হু মায়া আপার বই।
আমরা ভালোভাবেই করতে চাই। নামটিও পছন্দ হয়েছে আমাদের।
এটি আপার ২য় বই যা আমরা করছি।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুরঞ্জনা আপুকে শেষ কবে ব্লগে দেখেছি মনে পড়ছে না, সম্ভবত ২০১২/১৩'র দিকে হবে। তবে ফেইসবুকে তিনি বেশ ভালোই অ্যাক্টিভ আছেন।

নামটা সত্যিই সুন্দর হয়েছে। তবে, এর দ্বারা কী বোঝানো হয়েছে, বলতে পারেন?

শুভেচ্ছা রইল বইয়ের জন্য।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

নীলসাধু বলেছেন: জি আপা ভালো আছেন। ফেসবুকেই পাই আপাকে।

কি বুঝানো হয়েছে এটা গল্পকার নিজেই জানালে ভাল হয়। আমরা পাঠক সেই গল্পোটি পোড়লে হয়তো বুঝতে পারবো গল্পকার মি বার্তা দিতে চেয়েছেন।

ধন্যবাদ সোনাবীজ ভাই।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুরঞ্জনা মায়া আপুর প্রকাশিতব্য গল্পগ্রন্থটি দেখে উনার কথা মনে পড়ছে। আশা করি উনি খুব ভালো আছেন, তারপরও আপনার মাধ্যমে উনার হালহকিকত জানতে চাচ্ছি!


উনার প্রকাশিতব্য গল্পগ্রন্থের জন্য শুভকামনা থাকলো সাথে এক রঙা এক ঘুড়ি প্রকাশনীর জন্য ও।


বইটি পাঠের আগ্রহ জানিয়ে ঘুমুচ্ছি, শুভ রাইত।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

নীলসাধু বলেছেন: আপা ভাল আছেন।
আন্তরিক মন্তব্যে ভালো লাগা রইলো।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: জানলাম।
ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

নীলসাধু বলেছেন: B-)

১০| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: বইয়ের নামটি অনেক ভাল লেগেছে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৪

নীলসাধু বলেছেন: হু, আমাদের কাছেও। এই নামটিই একটী গল্প যেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.