নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

জন্মভিটা :: নগরে সাধু

০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২২



হাজীর হাটি গ্রামের প্রখ্যাত আলেম শাহ সুফি হযরত খাজা মাওলানা আব্দুল ওয়াছেহ্ (রহ.) তরিকতপন্থী ছিলেন। কৈশোরের বাড়ি ছাড়ার পর দীর্ঘদিন পর তিনি আবার তাঁর নিজ গ্রামে ফিরে এসেছিলেন।

ব্রিটিশ আমলে তিনি প্রথমে লক্ষৌ ও পরে আজমির শরিফে হাদিস, তাফসীর, আরবি সাহিত্য, ইসলামী দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামি আইন এবং ইতিহাস শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে এলাকায় এসে তরিকতপন্থী মতবাদ প্রচারে আলোড়ন সৃষ্টি করেন।

জানা যায় প্রখ্যাত আলেম শাহ শাহ সুফি হযরত খাজা মাওলানা আব্দুল ওয়াছেহ্ (রহ.) মহাকবি হাফিজ, সুফি সাহিত্যের পণ্ডিত ও লেখক জামি ও রুমির সাহিত্যে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন।

দিল্লিতে অবস্থানকালে সুফি ও দার্শনিক মৌলানা আশরাফ আলী থানভি (রহ.) এর সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল তাঁর। এই বাড়ির শুরুটা হয়েছিল মারেফত ও আধ্যাতিকতা দিয়ে কিন্তু পরবর্তীতে দেশের মুল ধারার রাজনীতিতে জড়িয়ে পরেন এই বাড়ির এক সন্তান। তারই ধারাবাহিকতায় এলাকা ও এলাকার বাইরেও এই বাড়ির বিশাল একটি পরিচিতি গড়ে ওঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী'তে উল্লেখ আছে এই বাড়ির কথা। তিনি দুবার এই বাড়িতে গিয়েছিলেন, রাত যাপন করেছেন! সম্প্রতি ঐ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য নিয়ে একটি প্রকাশনার কাজ শুরু করছি আমরা।


এটি আমার নানা বাড়ি। পোষ্টে যার কথা বলেছি তিনি আমার বড় বাবা। এই বাড়িতে আমার জন্ম। এই বাড়িতে ৩ বার আমার বন্ধুদের নিয়ে গেছি আমি।

- প্রথম আলো ব্লগের ৭৬ জন ব্লগার সহ একবার সেখানে গিয়েছিলাম, যার খবর প্রথম আলোতেও প্রকাশিত হয়েছিল।
- ২য় বার গিয়েছিলাম প্রায় ৬৮ জন সমমনা লেখক কবি সাহিত্যিকদের নিয়ে।
- ৩য় বার গিয়েছিলাম ৮১ জন বন্ধু বান্ধব লেখক ব্লগার কবি সাহিত্যিক দের নিয়ে।





















মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২৪ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আধ্যাতিকতায় আমার দূর্বলতা অনেক, একদিন যেতে হবে মাসুদ ভাই।

০৮ ই মে, ২০২৪ রাত ৮:০৭

নীলসাধু বলেছেন: গেলে ভালো লাগবে। খুবই সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ।
নিজের জন্মভিটা বলে বাড়িয়ে বলছি তা নয়।
আপনি সময় করে শুধু ২/৩ দিন আগে জানাবেন। বাকি দায়িত্ব আমার।

ভালো থাকবেন কামাল ভাই।

২| ০৮ ই মে, ২০২৪ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আগামী ১৪ তারিখ হজ্জে যাচ্ছি, ওখান থেকে ফিরে আসি তারপর কোন একদিন আমার ফোন পেয়ে যাবেন ভা......শুভ রাত্রি

০৮ ই মে, ২০২৪ রাত ৮:৪৬

নীলসাধু বলেছেন: ওকে কামাল ভাই, গ্রেট!!
ইনশাআল্লাহ,
আমাদের জন্য দোয়া রাখবেন। ছহি ছালামতে সকল কিছু সম্পন্ন করে ফিরে আসুন।
শুভকামনা।

৩| ০৮ ই মে, ২০২৪ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ভা= ভাই :)

০৮ ই মে, ২০২৪ রাত ৮:৪৮

নীলসাধু বলেছেন: একবার সেই বাড়ি থেকে ফেরার পথে আশুগঞ্জে আপনার আনা বস্তা ভর্তি লটকন খেয়েছিলাম আমরা।
আহা স্মৃতি। নাহার আপাও চলে গেলেন। সেই স্মৃতি আমাদের অনেকের জন্য সোনালী স্মৃতি হয়ে আছে।

৪| ০৮ ই মে, ২০২৪ রাত ৯:২৬

সাদা মনের মানুষ বলেছেন: সাথে কিন্তু নরসিংদীর বিখ্যাত সাগর কলাও ছিলো ভাই, নাহার আপুর কথা মনে পড়লে সত্যিই বড় কষ্ট লাগে। মনে হয় যেন অকালেই ঝড়ে গেলো আমাদের ফুলের রাণী।

০৮ ই মে, ২০২৪ রাত ১১:১৭

নীলসাধু বলেছেন: আমি নৌকা থেকে নেমেছিলাম সবার পরে। আমার আগে আরও ৫০/৬০ জন। আমি এসে সব পাইনি। তবে লটকনের বস্তা কলার কাদির কথা মনে আছে।

জ্বি।
আমাফের ফুলের রানী নাহার আপার প্রয়াণ আমাদের জন্য বেদনার। আপা থাকলে কতো আড্ডা কত ঘুরাঘুরির প্ল্যান তিনি করতেন। আমাদের সবাইকে এক সুতোয় আপা বেধে রেখেছিলেন। একতা শূন্যতা এখন।
আপার আত্মার মাগফেরাত কামনা করি।

৫| ০৯ ই মে, ২০২৪ বিকাল ৩:২৩

নয়ন বিন বাহার বলেছেন: দারুন! বেড়াতে যেতে ইচ্ছে করছে। আরেকবার আয়োজন করেন, সাধু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.