নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

নগরে সাধু_বইমেলা

১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭



বইমেলার সময় মনে একটা আনন্দ থাকে!
এই আনন্দ ছোট না, বিরাট বড় ধরণের আনন্দ। তো এই আনন্দ নিয়া পুরা এক মাস কাটান, বুঝেন অবস্থা।
দৃষ্টিনন্দন প্যাভিলয়ন
স্টল ভর্তি বই বই আর বই
প্রিয় লেখক, প্রিয়জনের সাথে সময় কাটানো।
হাসি খুশী লেখক
ক্রেতা—
সব মিলিয়ে একটা ছড়াছড়ি অবস্থা আর কি! যে দিনকাল পড়সে তাতে আর যাই হোক পুরা ২৮ দিন আপ্নে আনন্দে আছেন এইটাই বিরাট ব্যাপার। মেলা কাছাকাছি আইসা পড়সে, মনে সেই আনন্দ আয়োজনের আগমনী ধ্বনি শুনতাসি!

তয় এই মেলায় হয়ডা কি!?
বই বাইর হয়
লেখকরা হাঁটে ঘুরে, কিছু বইপ্রেমি ক্রেতা আসে
তারা বই কেনে
আঁতলামি
নির্মল আনন্দ
খানা দানা
সেলফি বাজি চলে নিরন্তর। কেউবা আবার ঠ্যালায়- ঘোরতে- আর খুশীতেও আসে বইমেলায়। আমারতো মনে অয় এই ক্যাটাগরির মানুষই বেশী আসে।
হা হা হা!
মানুষ এইসবে ব্যাপক ভাব লইয়া অংশ নেয়, দলে দলে অংশ নেয়।

যাইহোক— শীতের যাই যাই ভাবের এই সময়টায় মেলা হয়।
মেলার মইধ্যে পড়ে ১লা ফাল্গুন
শহরের অলিগলিতে হলুদ আর রঙের বাহারি সাজে তরুণ তরুণী দেখা মেলে। মেলা প্রাঙ্গণও বাদ যায় না, বরং উচ্ছ্বাসটা সেখানেই বেশী দৃশ্যমান হয়—
আছে ভ্যালেন্টাইন ডে
লালে সাজে মেলা
পাতা ঝরা দিন
সব মিলাইয়া কেমন একটা ভালো লাগা শান্তি স্বস্তি আর সুখ ঘিরে থাকে পুরা প্রকৃতি জুইড়াই—
আমি আপনে আমরা সবাই সেই সবের অংশ হই
এইতো
আমাদের বইমেলা!

আমরা আবার তারে আদর কইরা কই প্রাণের বইমেলা! এর মাঝে একুশ খুব কমই আছে—
৫২
ভাষা
ইতিহাস
শৌর্যের দেখা তেমন নাই। সেই আলাপ আলুচনা কামে কাইজেরও তেমন অগ্রগতি নাই। এই আফসোস লইয়াও আমরা আশাবাদী হই। ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাইখা যাইতে চাই সৃজনশীলতা চর্চা আর যাপিত জীবনের চালচিত্র—


#নগরে_সাধু
#বইমেলা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৪

কিরকুট বলেছেন: আপনারা যারা প্রকাশক আছেন তাদের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ আপনারা টাকার বিনিময়ে নতুন লেখকদের বই প্রকাশ করেন ঠিকি কিন্তু সম্পাদনা ও বিক্রয়ে বড্ড বেশি অবহেলা করেন । বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বই বিক্রয়ের ব্যাপারে কোন উদ্যোগই নেন না । বই প্রকাশ করেই খালাস ।

লেখক কি তার বই কাঁধে করে ফেরি করবে ? এমনটাই কি আপনাদের ধারনা ?

১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

নীলসাধু বলেছেন: আপনার সাথে একমত। অনেক প্রকাশনা সংস্থার সম্পাদনা পরিষদ নেই। বানান ভুল কিছু থাকে এটা ঠিক।

তবে আপনি এই নিয়ে বেশি ভাববেন নাহ।
এই দেশে কেউ বই পড়ে না, কেউ বই কেনে না।
আপনি অযথা উত্তেজিত হয়েন না। চাপ কম নেন।

আমারে প্রশ্ন কইরা লাভ নাই। বেহুদা প্রশ্নের উত্তর আমি দেই না।

থ্যাংকইউ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.