![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I often see flowers from a passing car That are gone before I can tell what they are Haven gives its glimpses only to those Not in position to look too close…
সমস্যাটা হয়ত আমার নিজেরই
আজকাল সবাইকে কেন যেন স্বার্থপর লাগে
মনে হয়, মানুষগুলো যেন মুখোশধারী।
এটা হয়ত আমারই সমস্যা।
কেউ ভালো করে একটু কথা বললেই
মন শুধু জানতে চায় উদ্দেশ্য কি
কেউ যেচে কিছু দিতে চাইলেই
নাক শুঁকে বেড়ায় স্বার্থের গন্ধ
যেচে আলাপ করতে এলে কেউ
মস্তিষ্ক খোঁজে ক্ষতির সম্ভাবনা।
এটা আমারই সমস্যা হয়ত...
মনটাই হয়ত ছোট হয়ে গেছে!
২৮ শে জুলাই, ২০১১ রাত ১:২৯
পৃথিলা আফনান বলেছেন: কিছু মানুষের আচরন এত স্বার্থপরের মতো যে মাঝে মাঝে নিজেকে নিয়েই সন্দেহে পড়ে যাই ভাইয়া।
ব্যাপক ভাব নেয়ার ইমো।
২| ২৮ শে জুলাই, ২০১১ রাত ১:৩৩
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: কে জানে হয়ত তোমার আচরনও অন্য কারো কারো কাছে স্বার্থপরের মত লাগতে পারে। তাই অন্যদের নিয়ে না ভেবে নিজে কিভাবে চলছি এটা নিয়ে বেশী ভাবা উচিত। কথায় আছেনা, যারা অন্যের ঘরের খবর নিয়ে বেশী ব্যস্ত থাকে, তাদের নিজের ঘরই ঠিক থাকেনা।
ভাব নেয়ার পর তো তোমাকে আরো বাবু বাবু দেখাচ্ছে দেখি। আমার কাছে বেশ কিছু চকলেট জমে আছে, নিয়ে যাইয়ো মনে করে।
২৮ শে জুলাই, ২০১১ রাত ১:৫২
পৃথিলা আফনান বলেছেন: আমার চকলেট কই????? (ভেউ ভেউ কইরা কান্নার ইমো)
৩| ২৮ শে জুলাই, ২০১১ রাত ১:৫৪
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: এসে নিয়ে যাও, রেখে দিছি তো।
২৮ শে জুলাই, ২০১১ রাত ২:১৩
পৃথিলা আফনান বলেছেন: আচ্ছা, যাচ্ছি।
৪| ২৮ শে জুলাই, ২০১১ রাত ২:০৮
সরলতা বলেছেন: মুখোশ তো সবাই ধরে আপু। ভাল মানুষী মুখোশ। তুমি শপথ করে বলতে পারো আপু,তুমি নিজে যা,তাই সবসময় প্রকাশ করতে পার?
কবিতা চমৎকার হয়েছে। রাত্রে ব্লগে এসে ভাল-ই হয়েছে। সুন্দর কিছু পোষ্ট পড়লাম। স্মৃতির নদী ভাইয়ের ব্লগেও অনেকগুলো অসাধারণ কবিতা পড়লাম।
সায়ানের একটা গান আছে জানো আপু? গানের কথাগুলো খুব সম্ভবত এরকম-
তোমাকে সবাই দেখছে যেমন আসলে কি তুমি তাই?
আমি তো আমার মুখোমুখি হতে দারুণ লজ্জা পাই।
এই যে তোমার স্বচ্ছ দু'চোখ সবেতেই সাবলীল--
ভেতরে আর বাহিরে তোমার আদৌ কি আছে মিল?
আমার কিন্তু অগণিত পাপ,যত্মে লুকিয়ে রাখা,
অথচ দেখেছ মুখখানা কত পবিত্রতায় মাখা?
২৮ শে জুলাই, ২০১১ রাত ২:১৭
পৃথিলা আফনান বলেছেন: সায়ানের গানটা আমার খুব প্রিয় একটা গান।
নিজেকে সব সময় ঠিক ভাবে প্রকাশ করতে পারি না হয়ত আপু, কিন্তু একটা বিষয়ে আমি নিজের কাছে স্বচ্ছ- স্বার্থ হাসিলের জন্য কারও কাছে আন্তরিকতার ভেক ধরতে যাই না। চড়া মূল্য দিতে হয়েছে বহুবার... কিন্তু আমি নিজের বিবেক কে বিকিয়ে দিতে পারি নি। এইটাই আমার সান্ত্বনা।
পোস্ট দাও না কেন আপু আর?? শেষ পোস্ট টা তে মন্তব্য নাও নি কেন??
৫| ২৮ শে জুলাই, ২০১১ রাত ২:০৯
সরলতা বলেছেন: পোষ্ট ফিরিয়ে আনার জন্য তোমাকে স্পেশাল থ্যাঙ্কু।
২৮ শে জুলাই, ২০১১ রাত ২:২৭
পৃথিলা আফনান বলেছেন: খালি থাঙ্কু দিলে হবে না আপু... আমাকে একটা গল্প দিতে হবে।
আমার জন্য একটা গল্প লেখ না আপু, প্লিজ।
৬| ২৮ শে জুলাই, ২০১১ রাত ২:২৭
সরলতা বলেছেন: শেষ পোষ্টটা লিখার পর একটু ভাব নেওয়ার চেষ্টা করছিলাম আপু।
তাই কমেন্ট নিইনি। মাঝে মাঝে উদাস উদাস লাগে!
২৮ শে জুলাই, ২০১১ রাত ২:৪৪
পৃথিলা আফনান বলেছেন: উদাস উদাস লাগে!!!!!!!!!!
ভয় পাইছি।
শেষ পোস্ট টা খুব ভালো লাগছে আপু। বেশী ভালো লাগছে তুমিও আমার মতো বই এর পোকা জেনে।
আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে কবে যে পড়ার নেশা হয়ে গেছে টেরও পাই নি। মাঝখান দিয়ে চোখে হাই পাওয়ারের চশমা উঠেছে।
৭| ২৮ শে জুলাই, ২০১১ রাত ২:৩৫
রিয়েল ডেমোন বলেছেন: ছোট মনের মানুষ বলছো কেন? এটাতো অনেক ভালো একটা অভ্যেস। এই অভ্যেসটা থাকলে খারাপ উদ্দেশ্যের লোকদের দ্বারা সংঘঠিত হতে পারে এমন সমূহ বিপদ নিজেকে রক্ষা করা যায় পাগলি। কবিতা ভালো হয়েছে
২৮ শে জুলাই, ২০১১ রাত ২:৫১
পৃথিলা আফনান বলেছেন: কী জানি!!!
সরলতাপ্পির মতো উদাস উদাস লাগছে।
৮| ২৮ শে জুলাই, ২০১১ রাত ২:৩৯
রিয়েল ডেমোন বলেছেন: পোষ্ট ফিরিয়ে এনেছিস দেখে অনেক ভালো লাগলো, কাল একবার দেখে গিয়েছিলাম অবশ্য। আজ গাড়িতে বসে চিন্তা করছিলাম তোর পোস্টে এসে এজন্য অভিনন্দন জানিয়ে যাব। বাসায় এসে দেখলাম নতুন পোষ্ট দেয়া হয়েছে।
শোন তোর জন্য একটা সারপ্রাইজ আছে। পরে বলবো
২৮ শে জুলাই, ২০১১ রাত ২:৫৬
পৃথিলা আফনান বলেছেন: সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ............
হুম,আমি মনে হয় বুঝতে পারছি। ভাইয়া, তোমার বাড়িতে কখন যেতে হবে বলে দাও।
৯| ২৮ শে জুলাই, ২০১১ রাত ২:৫৩
আর.এইচ.সুমন বলেছেন: ছিঃ ছিঃ ছোট মনের মানুষ হতে যাবা কেন !!!
ছোট মনের মানুষ হলে কি আমাদের সবার আবদার এভাবে রেখে পোস্ট গুলো ফিরিয়ে আনতে !!!
এই গুন গুলো থাকা ভাল তাহলে স্বার্থপর মানুষ আর তাদের স্বার্থপরতায় ভরা মন এর হালচাল বুঝে নিজেকে সাবধান করা যায় ,, তাদের হাত থেকে বাঁচা যায়
আজ তোমার ব্লগে ঢুকে মনে শান্তি লাগলো ...!!!
২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:০০
পৃথিলা আফনান বলেছেন: কফিইইইইইইইইইইইইইইইইইইইইই..............................
১০| ২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:০৫
রিয়েল ডেমোন বলেছেন: ফেবুতে তোকে মেসেজ করছি। তুই কই ?
২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:১২
পৃথিলা আফনান বলেছেন: আসছি।
১১| ২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:১৮
আর.এইচ.সুমন বলেছেন: কফি কই ?????????????????????? আসছে না কেন ???????????
২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:২৫
পৃথিলা আফনান বলেছেন: ছবি দিতে পারছি না।
১২| ২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:২৯
রিয়েল ডেমোন বলেছেন: কই গেলি আবার
২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:৩২
পৃথিলা আফনান বলেছেন: না পেয়ে চলে গেছিলাম। আসছি আবার। কফি খাও ততক্ষন, কেমন???
১৩| ২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:২৯
পৃথিলা আফনান বলেছেন:
১৪| ২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:৩৫
আর.এইচ.সুমন বলেছেন: কফির ভেতরে আমার ছবি গেল কেমনে
২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:৪১
পৃথিলা আফনান বলেছেন: রহস্য রহস্য...
(মিটি মিটি হাসির ইমো )
১৫| ২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:৪১
সুপান্থ সুরাহী বলেছেন:
আসলেই আমাদের মন ছোট হয়া গেছে...
ভাল এবং ভাল ... লেখছেন...
২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:৪৫
পৃথিলা আফনান বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন??
১৬| ২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:৫৩
সুপান্থ সুরাহী বলেছেন:
এই আছি...
মন ভালনা...
দোয়া চাই...
২৮ শে জুলাই, ২০১১ সকাল ৯:১৬
পৃথিলা আফনান বলেছেন:
১৭| ২৮ শে জুলাই, ২০১১ সকাল ১০:২৬
সায়েম মুন বলেছেন: এত সন্দ ভালনা
২৮ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৫০
পৃথিলা আফনান বলেছেন: ভালনা ভালনা...
১৮| ২৮ শে জুলাই, ২০১১ সকাল ১১:০৯
রেজোওয়ানা বলেছেন: আজকাল সবাইকে কেন যেন স্বার্থপর লাগে
মনে হয়, মানুষগুলো যেন মুখোশধারী।
এটা হয়ত আমারই সমস্যা।
আমারও এই সমস্যা
কবিতা ভাল লাগলো পৃথিলা
২৮ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৫২
পৃথিলা আফনান বলেছেন: আপু আপনি আমার বাড়িতে!!! বিশ্বাস হচ্ছে না যে!!!
১৯| ২৮ শে জুলাই, ২০১১ দুপুর ১:২০
প্লাকিং বলেছেন: যুগটাই মনে হয় স্বার্থপরতার।
২৮ শে জুলাই, ২০১১ দুপুর ১:২৫
পৃথিলা আফনান বলেছেন: কিছু বলার নেই।
২০| ২৮ শে জুলাই, ২০১১ রাত ১১:৫১
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: তমার চোখে হাই পাওয়ারের চশমা নাকি?? আমার আবার চোখ বেশ ভালোই আছে। বইয়ের পোকা আমিও, কিন্তু কিভাবে যেন চোখ এখনো ঠিক আছে। গল্পের বই পড়ার সময় কিন্তু আমি ফাকিবাজী করে ১ পৃষ্ঠার পর ৩ পৃষ্ঠা উলটে বাকীটা পড়িনি।
চশমা পড়লে ভালোলাগে। পিচ্চিদের মধ্যে একটু জ্ঞানী জ্ঞানী ভাব আসে। একটু ভাবুক জ্ঞানী টাইপের পিচ্চিও আমার অনেক পছন্দ, যারা মাঝে মাঝে বোমা ফাটানোর মত ২-১ টা কথা বলে।
২৯ শে জুলাই, ২০১১ রাত ১:২২
পৃথিলা আফনান বলেছেন: উদাস উদাস লাগছে(গম্ভীর ভাবের ইমো)
২১| ২৯ শে জুলাই, ২০১১ রাত ১:৪২
সাকিন উল আলম ইভান বলেছেন: আমাকে নিয়ে লিখসিস ,বুঝসি ........
আর জিগামু না
২৯ শে জুলাই, ২০১১ রাত ১:৫০
পৃথিলা আফনান বলেছেন: beshi bujha sishchis na??? shala chagol!!!
২২| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৫
অচেনা রাজ্যের রাজা বলেছেন: ভালো হইচে কবিতা !
৩১ শে জুলাই, ২০১১ রাত ১২:০৭
পৃথিলা আফনান বলেছেন: ধইন্ন্যা পাতা লন।
২৩| ০৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৬
অচিন রুপকথা বলেছেন: আজকাল সবাইকে কেন যেন স্বার্থপর লাগে
মনে হয়, মানুষগুলো যেন মুখোশধারী।
এটা হয়ত আমারই সমস্যা।
অনেক বড় সমস্যা...
অনেক ভালো লাগলো কবিতাটা...প্রিয়তে নিলাম...
০৯ ই আগস্ট, ২০১১ রাত ১:০৯
পৃথিলা আফনান বলেছেন: ওমা!!! এইটা কি প্রিয়তে নেয়ার মতো কবিতা হইলো নাকি???
আমার বাড়িতে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১১ রাত ১:০৮
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ছোটবেলা থেকেই তো আমরা কিভাবে মুখোশ পড়তে হবে সেটা শিখতে শিখতেই বড় হই। তোমার এসব নিয়ে বেশী ভাবার দরকার নাই আপু। যা ভালো মনে হবে তাই করবা। ছোট মানুষ হওয়া মজার আর আনন্দের, কিন্তু ছোট মনের মানুষ হওয়া অপমানের আর নিজের জন্যই অস্বস্তিকর।
এখন একটু বড়দের ভাব নিয়ে সব কিছু বুঝে নেয়ার ভান করতো।