নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
চেতনা নামক জিনিষটা আমাদের দেশীয় লোকজনের মধ্যে যেই পরিমানে আছে; তা অন্য দেশের লোকের মধ্যে এতটা কড়াকড়ি ভাবে আছে কি নাই তা ঠিক বলতে পারবো না। তবে এটা নিশ্চিৎ যে আমরা খুব বেশী করেই চেতনার মারপ্যাচে ফেলে রাখি আমাদের নিজেদেরকেই।
আল্লাহর রহমতে বিশ্বের নামকরা একটি প্রতিষ্ঠানে বেশ সম্মানজনক একটা পদ নিয়ে কাজ করছি। তবে এখানে বাংলাদেশীদের চাইতে চোখে পড়ার মত হচ্ছে কেরালার লোকজনের কান্ড! একজন ঢুকেছিলেন আজকে থেকে ৮বছর আগে; তখন তিনিই প্রথম কেরালার লোক। আজকে ৮বছর পরে শুধুমাত্র উনার কাছের আত্মীয়স্বজনই আছেন গোটা দশেক, আর অন্যান্য আরও মিলিয়ে প্রায় ২০জনের মত।
এমনকি গত কয়েকদিন আগে একটা পোষ্টে অন্তত ৭জন যোগ্য প্রার্থীকে টপকে তারই এলাকার একজনকে চাকরী দিয়ে বসলেন! বেচারা অবশ্য পস্তাইতেছে ইন্টারভিউতে মিথ্যা তথ্য দেবার ফলে! কারণ একটা স্পেসিফিক স্কিল তার নাই; কিন্তু পুরা কাজটা ঐটা কেন্দ্রিকই।
যাই হোক, যে কথায় ছিলাম। আমাদের প্রতিষ্ঠানে হঠাৎ করে উপরের লেভেলের লোকজন সিদ্ধান্ত নিয়েছেন যে একটা স্টাফ এসসিয়েশন হবে; এবং সবাইকে বলা হয়েছে যে তোমার যাকে মনচায় তার নাম লিখে ইমেইল করো; আমরা তাকে ভোটে দাড়াতে অনুরোধ করবো। এখন এই পুরা অফিসে আমরা মাত্র ৩জন বাংলাদেশী আছি যারা কিনা কাউকে মননোনিতো করতে পারি। সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, আমরা তিনজনের কেউই মননোনিত হই নাই। এবং মোট ১০জন মননোনিতের ৬জনই কেরালার নাগরিক (উনারা নিজেদেরকে ইন্ডিয়ান বলেন না)!
সৌভাগ্য কেন সেটা নিশ্চই আপনারা বুঝছেন, কিন্দু দুর্ভাগ্য এ কারণে যে আমাদের তিনজনের মধ্যে ২জন আমার উপরে এবং একে অন্যের উপরে ক্ষাপেছে যে কেন তাদের নাম সাজেষ্ট করলাম না। আমরা বাংলাদেশী, আমরা আমাদের নিজেদের মনোনিত না করলে কে করবে ইত্যাদি ইত্যাদি। যথেষ্ট যৌক্তিক প্রশ্ন।
কিন্তু মাত্র ১মাস আগের কথা মনে পড়ে গেলো। ইংল্যান্ড থেকে অডিট টিম এসেছে; পুরা অডিট শেষ হবার পর যখন অডিটররা জিজ্ঞাসা করলো যে কিছু বাদ পড়লো কি না; পুরা অফিস মাথা নাড়িয়ে বললো যে কিছু বাদ পড়ে নি। কারণ সবার টার্গেট এদের বিদায় করা। কিন্তু এই দুইজন দেশী ভাইয়ের একজন বলে বসলেন ঐযে অমুক ডিপার্টমেন্টের অমুক পার্টের আর্কাইভিং সেকশন চেক করা হয় নাই! আমারতো শুনেই থ' হবার দশা! কারণ ঐ অমুক ডাপার্টমেন্টের অমুক পার্টের আর্কাইভিং সেকশনটা শুধু আমি চেক করি না নয়; বরং আমার নিজের হাতেই ঐটা তৈরী। আর এখানে কোন ফল্ট পাওয়াটা আমার চাকরীর উপরে যে বড় একটা প্রভাব ফেলবে তা সবাই জানে।
যাই হোক, অডিটর বললেন যে আমরা তো অমুক ডিপার্টমেন্টটার আর্কাইভিং চেক করেছি; ভালোইতো ফল পেলাম। দেশী ভাই মাথা ঝাকিয়ে বললেন, উহু, আপনারাতো "অমুক ডাপার্টমেন্ট" এর আর্কাইভিং চেক করেছেন; কিন্তু "অমুক ডিপার্টমেন্টের অমুক পার্ট" এর আর্কাইভিং তো আলাদা! উনি বলার সাথে সাথে আর এক দেশী ভাই মাথা ঝাকিয়ে সম্মতি জানালেন।
আমার লাইন ম্যানেজার যদিও হালকা শব্দ করে বিষয়টা উড়িয়ে দিতে চেয়েছিলেন; কিন্তু ঐ দুই দেশী ভাই এমন ভাবে অডিটরদের তাগাদা দিলেন যে তেনারা আমার সাথে বসলেন।
আলহামদুলিল্লাহ, অডিট রিপোর্ট মাত্র ১০০% ঠিক ছিলো! এই রেটিং অফিসের অন্য একটা ডিপার্টমেন্টই পেয়েছে।
যাই হোক, আবার কথায় আসি। মাত্র মাস খানেক আগে বাঁশ দেবার চেষ্টা করা কেউ যদি প্রশ্ন করে বসে যে কেন তাকে মনোনিত করলাম না; তাহলে কিন্তু সেইটা চিন্তার বিষয় হয়ে দাড়ায়!
বৃহস্পতিবারে একটা ইন্টারভিউ ছিলো, একজন পার্ট-টাইমারকে (ফিক্সড স্যালারী) নিতে হবে। দেশী এক ভাই যেহেতু এই সেকশনে আগে থেকেই পার্ট-টাইমার (ঘন্টা অনুযায়ী বেতন) এ কাজ করে আসছেন; তাই ঐ দুই দেশী ভাইকে বললাম যে এই ছেলেটাকে নিয়ে নেওয়া যায় না? দু জনেই লা-লা (আরবীতে লা অর্থ বাংলায় না) করে চিৎকার করে উঠলেন! বললেন যে যদি দেশী কাউকে নেওয়া হয়, আর সে কোন ভুল করে; তাহলে দোষ সবটুকুই আমাদের তিনজনের উপরে আসবে!
বুঝলাম, ভোটাভুটির বেলায় দেশী ভাই নামক চেতনার জ্যাম জেলি রুটি পরটা সব চলে; খালি কাজের সময় সব শুকায় যায়!
২৪ শে জুন, ২০১৯ রাত ১২:০৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি চাই না সেই সুযোগটা আসুক!
২| ২৩ শে জুন, ২০১৯ সকাল ৭:৩২
রাজীব নুর বলেছেন: এই দেশী ভাই টান টা জীবন থেকে বাদ দিতে হবে।
২৪ শে জুন, ২০১৯ রাত ১২:০৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: হে হে হে.... বাদ দেবার চেষ্টা করছি!
৩| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১২:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা একটু উপরের পোস্ট পেলে অহংকার পেয়ে বসে। অতীত ভুলে যাই...
২৪ শে জুন, ২০১৯ রাত ১২:০৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম; এটা মনে হয় একটু স্বাভাবিকই....
৪| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১:০৪
নতুন বলেছেন: কিছু বাংলাদেশী আছে যারা নিজেদের অনেক বড় মনে করে... আমিও কিছুর দেখা পেয়েছি প্রবাস জীবনে...
এটা শিক্ষার অভাব.... তারা সাটিফিকেট ধারী কিন্তু আসল শিক্ষা পায়নাই....
করুনা হয় এদের দেখলে.... এতো ছোট মন নিয়ে বেচে আছে কি ভাবে?
২৪ শে জুন, ২০১৯ রাত ১২:০৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: খুব সম্ভবত আমি উপরে উঠে ভাব নিতে পারি না। অফিস এরিয়ায় প্রায় সব বাংলাদেশীই আমাকে চিনে। সবার সাথেই বসে আড্ডা দেওয়া হয় টুকটাক। কে কোন কাজ করে সেটার বিচার করি না।
৫| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:১৩
ওমেরা বলেছেন: আমাদের মন হিংসায় ভরা কারো ভালো সহ্য করতে পারি না , প্রবাসে এলেও আমরা এর থেকে বের হতে পারি না । আপনি ওদের মত হবেন না আশাকরি , আপনার ভালো ব্যাবহার দিয়েই আপনি মন্দকে জয়করতে পারবেন।
২৪ শে জুন, ২০১৯ রাত ১২:০৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: কে জানে? হয়ত আমি তাদের থেকেও খারাপ!
৬| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এর প্যাটার্ণ থেকে আপনাকে চেনা হয়েছে, আপনার অফিসের বাকী ২ জনকে জানা সম্ভব হয়নি; আপনি মোটামুটি সুবিধের লোক নন, আপনার লেখা থেকে আসল বিষয় জানার উপায় নেই।
২৪ শে জুন, ২০১৯ রাত ১২:১১
ঋণাত্মক শূণ্য বলেছেন: কে জানে? হয়ত আমাকে তারা মনোনিতো করে নাই দেখেই আমি এই পোষ্ট লিখলাম।
৭| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা থেকে, আপনার অফিসের বাকী ২ জনকে জানা সম্ভব হবে না, আপনার সম্পর্কে তাদের ভাষ্যও জানা যাবে না; কিন্তু আপনাকে লেখা থেকে যতটুকু বুঝতে পারছি, আপনি মানের দিক থেকে ওদের থেকে আরো নীচুতে থাকার কথা।
২৪ শে জুন, ২০১৯ রাত ১২:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার জ্ঞানের বহর দেখে মাঝে মধ্যে হিংসা হয়। কবিরাজেরা তাও সব কিছু রাত্রে স্বপ্নে পায়; পাইতো পুরাই দিবা স্বপ্নে পাওয়া জিনিষ চালায় দিলেন
৮| ২৩ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যে দেশৈর রাজনীতিতেই চেতনা সিজনাল
নিজের পক্ষে থাকলেই চেতনা বিপক্ষে গেলেই ফেতনা তো ভালা আর কি করবে!!!???
খান আতার কথা মনে পড়ে-
বলতে হয়- এবার তোরা মানুষ হ'
২৪ শে জুন, ২০১৯ রাত ১২:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: রাজনীতি ডরাই!
৯| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৩
মেঘ প্রিয় বালক বলেছেন: উনারা নিজেদেরকে ইন্ডিয়ান বলেন না)! এটা একটি সত্য কথা বলেছেন। কেরালা নিজেদের পরিচয় কেরালা বলেই দেয়,ইন্ডিয়ান বলে না। আর অারবের কোন দেশে আছেন? কি কোম্পানীতে কাজ করছেন?
১৯ শে মে, ২০২০ রাত ১০:১১
ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বী কথা সত্য।
সৌদী আরবে আছি।
ব্রিটিশ একটা প্রতিষ্ঠানে।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৯ ভোর ৫:০০
মা.হাসান বলেছেন: অতি চমতকার লিখেছেন।
বাঁশ কি শুধু ওনারাই দিতে পারেন? সুযোগ আসলে ছেড়ে দিয়েন না, অনুরোধ থাকলো ।
ইজম করলেও কেরালার লোকেরা দক্ষ ও প্রফেশনাল বলেই জানি।