নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
প্রথমবার তারা নাস্তিক দের ধরে নিলো,
কিন্তু আমি কিছুই বলিনি,
কারন আমি তো নাস্তিক না.
তারপর তারা ধরে নিলো জামাতীদের,
কিন্তু আমি কিছুই বলিনি,
কারন আমি তো জামাতী নই.
তারপর তারা ধরে নিলো বিরোধীদলকে,
কিন্তু আমি কিছুই বলিনি,
কারন আমি তো কোন দলই করিনা.
এরপরে তারা এলো আমাকে ধরে নিতে ( আমি জনগন সরকারের সমালোচনা করি)
কিন্তু তখন সেই খানে কেউই ছিলো না..
আমার পক্ষে প্রতিবাদ করতে.... ---
--First They Came For The Communists
- মুল- Martin Niemöller
সরকার/বিরোধী দল সব সময়ই জনগনের মাথায় কাঠাল ভেঙ্গে খাচ্ছে... তাতে সাহাজ্য করছে মিডিয়া...হলুদ সাংবাদিকরা জনগনকে সত্য জানতে দিচ্ছেনা...
কিন্তু ব্লগ আর ফেসবুকের জন্য... রাজনিতিকদের কম`কান্ড খুবই দ্রুত এখন সাধারন জনগনের কাছে চলে যাচ্ছে যেটা সকল রাজনিতিকদের জন্য খুবই অশুভ...
বত`মানে দেশে পণ সাইটে ঢুকতে পারবেন... কিন্তু ইউটিউব বন্ধ !!!
কারন>> মহানবীর অবমাননা ! >> এটা শুধু একটা উসিলা মাত্র...
২০০৯ এ ইউটিউব বন্ধ হলো>>> প্রধানমন্ত্রীর কথোপোকথনের জন্য...
২০১২ এ বন্ধ কারন সরকার চাইছে জনগন বা বাইরের কেউই সরকারের দূনিতি, বিশ্বজিত হত্যা, কঠর হাতে বিরোধীদলের দমন নীতি.... সম্পকে সবাই জানুক...
বত`মানে ইরান আর বাংলাদেশই ঐ ভিডিওর বাহানায় ইউটিউব বন্ধ রেখেছে>> লিংক
বাহানা ধমের দোহাই...
এখন ব্লগার দের ধরে নিয়া যাচ্ছে নাস্তিকতার দোহাই দিয়ে?
৭বছরের ব্লগিং এ দেখেছি কিছু ব্লগার আছে যারা খারাপ ভাবে ধমের উপরে আক্রমন করে... তা মডারেসন দিয়েই নিয়ন্ত্রন করা যায়... তার জন্য ব্লগারের গ্রেপ্তারের দরকার হয়না...
ব্লগ বাংলাদেশের জনগনের জন্য সত্য খবরের এক বিরাট স্হান.... সেটিকে নিয়ন্ত্রন না করতে পারলে তা বিরাট বিপদের কারন হবে তা অনুধাবন করেই সরকার এখন আস্তিক/নাস্তিকের উসিলায় ব্লগের কন্ঠরোধের চেস্টা করছে...
তাই সকল ব্লগারদের অনুরোধ করবো... আমাদের দেশের রাজনিতিকদের কথায় না ভুলে ( তারা নিজেরা যদি সত্যই ধমে` বিশ্বাস করতো তবে দূনিতি.মানুষ হত্যা. সন্ত্রাসে নিয়োজিতো থাকতো না) ব্লগের কন্ঠরোধের পায়তারা বন্ধে এক হন..
পরে কিন্তু একদিন এরা আপনার জন্য আসবে... কিন্তু তখন কেউই থাকবে না আপনার পক্ষে প্রতিবাদ করতে..
কোন রাজনিতিক দলই ব্লগে কন্ঠরোধের প্রতিবাদ করবেনা... কারন birds of feather flock together
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
নতুন বলেছেন: অনেকেই খুবই খুশি নাস্তিকেদের গ্রেপ্তারে....
সরকার কি আসলেই ধম`কে কেয়ার করে?
খালেদা/ হাসিনা... প্রতিবছর জনগনের টাকায় হজ করে বইলা তারা সবাই আস্তিক???????????????????????????
তাইলে এতো মানুষ মারার দায় কার? তারেকের দূনিতি, পদ্মাসেতুর দূনিতি. সেয়ার বাজারের অবস্থা এর দায় কার? বিশ্বজিত মারা গেছে কেন? সাগর রুনির খুনি পায়না সরকার? সুরন্জিত বিরাট আস্তিক...কালা বিলাই পকেটে থাকলে সমস্যা নাই?
এর দায়ভার আমাদের আস্তিক খালেদা/হাসিনা এড়াতে পারবে???
২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
এই আমি রবীন বলেছেন: নািস্তক যারা তারা তাদের মত প্রকাশ কের,
আমরা আমাদের পত প্রকাশ করি না??
ওরা আমােদর বলে আমরা ভুল।
আমরা ওদের বলি, েতামরা ভুল।।
আজ যদি ওদের গ্রেফতার কার হয়, তবে আমাকে ও েগ্রফতার করা উচিৎ।
ওদের মুক্তি চাই।।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১
নতুন বলেছেন: যেই সরকার/রাজনিতিকরা ধমে`র লেবাশে ব্যবসা করেযাচ্ছে...
তারা এখন নাস্তিক বধে বদ্ধপরিকর?
হাসি পাইতেছে...
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩
আশিকুর রহমান ১ বলেছেন: আপনার লেখা পড়েই আপনার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হলাম।
ব্লগারদের স্বার্থরক্ষায় অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া উচিত। তাই বলে কোন ধর্ম অবমাননাকরী, ইসলামের বিরুদ্ধে মিথ্যা কুত্সা রটনাকারীদের রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭
নতুন বলেছেন: ভাই যারা নিজেরা ধমের কথা মানেনা... তারা কেন এই নাস্তিক বিষয় নিয়া মাথা ঘামায় এইটা একটু খেয়াল করা উচিত....
আমেরিকা কিন্তু ২য় বার ইরাক আক্রমন করেছিলো... বিশ্বশান্তির জন্য... কারন ইরাকের কাছে ভয়ংকর অস্র আছে..
এখন পযন্ত তার কিছুই কেউই পায়নাই !!!
নেকড়ে যতই ভাল কথা বলুক তার উদ্দেশ কিন্তু একটাই..
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩
হাসান নাঈম বলেছেন: পরে কিন্তু একদিন এরা আপনার জন্য আসবে... কিন্তু তখন কেউই থাকবে না আপনার পক্ষে প্রতিবাদ করতে..
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
কাজিম কামাল বলেছেন: আপনি সত্য বলছেন না।
তারা আগে জামাতিদের ধরেছে।
পরে বিরোধীদের ধরেছে।
আপনি প্রতিবাদ করেননি। এটা উত্তম করেছেন । প[রতিবাদ করার দরকার ছিলও না।
আজ ন্যাস্টিকদের ধরেছে আর আপনার মনে পড়ল ফ্যাসিজমের কথা।
আপনি কোন দলে ?
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
নতুন বলেছেন: জামাতী রাজাকারের বিচার চেয়েছি....
বিরোধী দলের অত্যাচারের প্রতিবাদ করেছি...
আমি জনগন.... ( দল/লীগের কমি` না)
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯
তরুন তুর্কী বলেছেন: কবিতাটি আগেই পড়া ছিল ।কোন কোন বিশেষজ্ঞদেরও বলতে শুনেছি সুশীলদের বা হলুদ সাংবাদিকতার সমালোচনা করে ।
তবে প্রতিবাদ এত জোরালো রুপ পায়নি । যেটা এই তিন ব্লগারদের ধরার পর হয়েছে ।
আমাদের সমস্যা হল কেউ দাঁড়িয়ে শিশি করলে আমরা দেখার পরও কিছু বলি না । যখন ছিটকা আসে তখনি গালি-গালাজ শুরু করি ।
অথচ দাঁড়িয়ে শিশি করলে এটা তো পড়বেই...।
সেটা মনে থাকেনা বা ইচ্ছে করে ভুলে যাই ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫
নতুন বলেছেন: আমার কাছে সরকারের এই গ্রেপ্তার ব্লগকে নিয়ন্ত্রনে আনার চেস্টা...
ইউটিউব বন্ধে বিশ্বজিতের ভিডিও..সাগররুনির হত্যার কাহিনি..এই রকমের অনেক বিষয় জনগনের চোখের আড়ালে চলে গেছে...
আর আউট অফ সাইট... আউট অফ মাইন্ড...
সামনে নিবা`চনের আগে... দেশে ফেসবুকও বন্ধ হবে মনে হয়....
এইভাবে ব্লগারদের গ্রেপ্তার করলে... কেউই সরকার বিরোধী কিছু ব্লগে লিখবেনা....
সরকার নাস্তিকের বিষয়টা কাজে লাগাচ্ছে তার নিয়ন্ত্রনে... আর কিছুইনা..
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
শামিম অমি বলেছেন: একদম ঠিক।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১
নতুন বলেছেন: সবাই হাটে সামনে... আর আমরা হাটি পেছনে...
৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
সাইবার অভিযত্রী বলেছেন: সমস্যা নাস্তিক নিয়ে না, খুবই অল্প কিছু উগ্র ধর্ম ও সাম্প্রদায়িক বিদ্বেষীদের জন্য সমস্যা । এরা মানুষের বিশ্বাস আর মুল্যবোধকে সন্মান করে না । এদের কর্ম কান্ডের জন্যই দেশের শান্তি স্হিতিশীলতা নষ্ট হয় ।
সাম্প্রদায়িক দাংগা বাধে ।
এদেরই শাস্তি চাই ।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬
নতুন বলেছেন: উগ্র ধর্ম ও সাম্প্রদায়িক বিদ্বেষীদের জন্য সমস্যা ।
সহমত এরা কাওকেই সন্মান করেনা...
কিন্তু নাস্তিকতা এতো বড় সমস্যা না যে ব্লগারের ফাসি দাবি করতে হবে... তার ফাকে রাজাকারের ফাসির দাবি থেকে মানুষের নজর অন্যদিকে সরে যাবে...
ব্লগে যেই সব উগ্র ধর্ম ও সাম্প্রদায়িক বিদ্বেষী রয়েছে তাদের সবাই বিরোধিতা করে... প্রতিবাদ করে...
এই নাস্তিকতাকে ইসু করে সরকার ব্লগের কন্ঠরোধ করবে... আর সেই সুজোগ আমরাই করে দিচ্ছি...
৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩
s r jony বলেছেন: সহমত
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১
নতুন বলেছেন: ধন্যবাদ
১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: এসব ক্ষমতায় ঠিকার ভীষণ পলটি বাজি
১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি চাই , সতেচন এবং প্রতিরোধ চাই , সুন্দর বন বাচান
********************************************
আমরা বিশ্ব সৌন্দর্য পর্যটন প্রধান
সুন্দর বন কে দালাল চক্রের ধৃষ্টতায় ভারতীয় নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে
তিব্র প্রতিবাদ জানাই
এবং দেশের স্বার্থে সবাই কে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ
গড়ে তুলার এক নিষ্ঠ আহবান জানাই ।
বিদ্যুৎ উৎপাদনের নামে ভারতের হস্তক্ষেপ এবং সুন্দর বন ধংশ যজ্ঞ কে না বলুন ।
পেইজ বুক এবং মিডিয়ায় এর প্রতিবাদী আওয়াজ তুলুন ।
ভারত কর্তৃক সুন্দর বন ধংশ কে না বলুন , না না না """"""""""""
Lik
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫
নতুন বলেছেন: সহমত আপনার সাথে....
অবশ্যই প্রতিবাদ জানাবো...
১২| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২২
মুর্তজা হাসান খালিদ বলেছেন: আমরা শুধু অন্ধভাবেই পক্ষাবলম্বন করি
বুঝতে চাইনা একদিন কন্ঠ চেপে ধরতে আমার জন্য আসবে কিন্তু তখন কেউই থাকবে না আমার পক্ষে প্রতিবাদ করতে।
০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪২
নতুন বলেছেন: hmmm...
১৩| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৭
প্রত্যাবর্তন@ বলেছেন: +
১৪| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
নাছির84 বলেছেন: সহমত।
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
বেলা শেষে বলেছেন: .....if i understand ....the moderator they are organising super perfectly.....
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২০
মনিরা সুলতানা বলেছেন:
যখন তারা আমাকে ধরতে এলো ।।
তখন প্রতিবাদ করার মত কেউ ছিল না
কেউ থাকবে না
১৭| ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:০৭
এইযেদুনিয়া বলেছেন: এই কবিতাটা পড়েছিলাম ফেবুতে। ভালো লেগেছিলো সে সময়।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
মোহাম্মাদ আবু সাইদ বলেছেন: আপনার সাথে শতভাগ একমত, ভাই।