নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

ঘরেই বানান _ মাফিন কেক ( উইথ সাদা চকলেট )

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭



ঘরে যদি একটা ওভেন থাকে আর যদি বিদ্যুতের ঝামেলা না থাকে তবে আপনিও পিজা/কেক/মাফিন/ব্রেড বানাইতে পারেন... বছর পাচেক আগে পেস্ট্রীর ক্লাসে মেলা কিছুই বানাইতে শিখছিলাম... পাশ কইরা আর কিচেনে ঢুকিনাই... নতুন রুমে ২টা ওভেন আছে... তাই আবার নিজে নিজে রেসেপি দেইখা পেস্ট্রি আইটেম বানাইতেছি...



আজ বানাইলাম >> মাফিন _( সাদা চকলেট দিয়া)



যা দরকার হবে : -

* ওভেন ( ২০০ডিগ্রী তাপে গরম করে রাখতে হবে)

* বড় পাত্র ( সব জিনিস দিয়ে মেশানোর জন্য)

* হুইস্ক ( তারের নাড়ুনী বিশেষ)

* চামচ ( মাপার জন্য)

* মাফিনের জন্য কাগজের ছাচ



কি কি লাগবে>:-

* ময়দা - ২ কাপ

* বেকিং পাউডার- ১ চা -চামচ

* লবন- আধা চা- চামচ

* দারচিনি গুড়া- এক চিমটি(চকলেটের ঘ্রান সতেজ রাখেতে)

* ডিম - ২টা

* দুধ - ২০০ মিলি

* বাটার - আধা কাপ ( গলানো )

* ব্রাউন চিনি- ১ কাপের ৩ ভাগের ১ ভাগ ( ৭৫ গ্রাম)

* সাদা চিনি- ১ কাপের ৩ ভাগের ১ ভাগ ( ৭৫ গ্রাম)

* ভ্যানিলা ফ্লেভার - আধা চা চামচ

* চকলেট চিপস- ৩০০ গ্রাম

* টক দই - ২ চা চামচ ( মাফিন নরম করবে)



প্রকৃয়া:- ওভেন ২০০ডিগ্রী তাপে গরম হতে দিন >>>



* বড় পাত্রটিতে প্রথমে বাটার+২টা ডিম+লবন+চিনি+ভ্যানিলা ফ্লেভার+দুধ+দিরচিনির গুড়া+টক দই = এক সাথে নিয়ে নেড়ে ভাল করে মিশিয়ে নিন...





বাটার প্রথমে গলাইনাই... :| তাই জমাট বেধে গেছে... পরে উপরে থেকে অন্য বাটিতে নিয়ে মাইক্রোওয়েবে মেলটিং কইরা দিসি :P



* কিছুটা ময়দা নিয়ে চকলেট চিপস গুলোতে দিয়ে ভাল করে নেড়ে দিন যাতে চকলেটের চিপস গুলোতে ময়দার একটা প্রলেপ পড়ে ( তাতে চকলেট গুলি নিচে ডুবে যাবে না)



* ভাল করে সব মেশানোর পরে ময়দা ঢেলে দিন এবং মেশাতে থাকুন... আঠালো একটা মিশ্রন হবে...





* এবার চকলেট চিপস গুলি দিয়ে দিন এবং নেড়ে মিশিয়ে দিন... এবার ছাচে ঢালার জন্য তৌরি





* বেকিং ট্রেতে মাফিনের ছাচে মিশ্রন ঢেলে দিন...৯০% পরিমান ঢালুন. একদম ভরার দরকার নাই...( মাফিন ফুলে উঠবে)



* ওভেনে দিয়ে অপেক্ষা করুন >> ৭-১২ মিনিটে



৭ মিনিট পরে>





প্রায় হয়ে গেছে ,,,আর একটু



মাফিন তৌরি শেষ >>





এবার আসেন এক কামড় খাইয়া দেখেন..





পরে পব` পিজ্জা (দেড় ঘন্টায় বানাইতে পারলে দোকানে অডা`র দিমু কেন ;) )

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:০০

রেজোওয়ানা বলেছেন: Chocolate chips ki? Ai jinis Bangladesh e koi pamu?
Try kore dakhi, valo na hole apnar khobor ache!!!

০৭ ই জুন, ২০১৩ রাত ১:১৭

নতুন বলেছেন: আজকের মাফিন খাইয়া আমার কলিগ তো ভালই প্রসংসা করলো...



দেশে কোথায় বিক্রি করে জানি না... মনে হয় সুপার সপে পাবেন... এখন তো শুনেছি সবই বিক্রি করে ওরা..

২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:১০

ল্যাটিচুড বলেছেন: অপেক্ষায় রইলাম ......।

০৭ ই জুন, ২০১৩ রাত ৩:২৪

নতুন বলেছেন: সামনের ছুটির দিনে পিজ্জা বানাবো... :)

৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগছে। চমৎকার।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:০৪

নতুন বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫

শিপু ভাই বলেছেন:
আহা !!! আমার বাসায় ওভেন নাই। :(



ছবি সহ চমৎকার পোস্ট!!!+++++++++++

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৩৪

নতুন বলেছেন: ছোট একটা কিনে নিন.. ভাবিকে আমি রেসিপি সাপ্লাই দিমু :)

৫| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩

এসএমফারুক৮৮ বলেছেন: ছবি সহ চমৎকার পোস্ট

১০ ই জুন, ২০১৩ রাত ১:২৮

নতুন বলেছেন: নিজেই ঘরে বানাইছি... তাই যে কেউই চেস্টা করলেই পারবে... :)

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: বাহ ভালোই তো মনে হচ্ছে!!!!!!!!!

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭

নতুন বলেছেন: হুম ভালই মজা হইছিলো... :)

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: বাহ ভালোই তো মনে হচ্ছে!!!!!!!!!

৮| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: দেখে খেতে ইচ্ছে করছে। এটলিস্ট পরিচ্ছন্ন। নিশ্চিন্ত মনে খাওয়া যাবে।+

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

নতুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই... :)

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই এইটা ত দেখি বিষ্কুটের মত !
এইটা কি আসলে বিষ্কুট ?

চকলেট চিপস- ৩০০ গ্রাম , সুপার মলে পাওয়া যাবে ভাল কথা, কি নামে খুজব?

চিপস বললেই তো সবাই সান চিপস - পটেটো ক্রেকার এসব বুঝে !

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

নতুন বলেছেন: চকলেট চিপস বললেই পাবেন...



এই কম্পানিরটাও পাবেন মনে হয়...

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: আমার মেয়ে বাসায় বিস্কুট বানায় : ময়দা - ডিম - চিনি - তেল মিশায়া ওভেন দেয়, খেতে ভারি মজা, মাঝে মাঝে উপরে বাদাম দেয়! দেখতে আপনার মাফিনের মতই হয় !

আর আমার ডায়াবেটিস ধরা পরার পর চিনি কমায়া - জিরো ক্যাল মেরে দেয় !

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

নতুন বলেছেন: আমিও কয়েক দিন ধইরা বিস্কুট বানামু বানামু চিন্তা করতেছি... :)

মাফিন একরকমের কেক... সাইজে ছোট-- খাইতে মজা...

Click This Link

১১| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:১২

আমার আমিত্ব বলেছেন: আমি নিজে অবশ্য রান্না করি না, তারপরও দেখে রাখলাম।

ভালো থাকুন।

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৬

নতুন বলেছেন: নিজে রান্নার মজাই আলাদা...

১২| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:১৪

আমার আমিত্ব বলেছেন: আচ্ছা এটা কি নরমাল ওভেনে বানানো যাবে?

০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩৪

নতুন বলেছেন: হিটার ওভেনে বানানো যাবে... মাইক্রওয়েভে কেক বানানো জায়না..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.