নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

হুজুগে বাঙ্গালীর গুজবে বিশ্বাস

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

কিছুদিন পর পরেই দেশে নতুন নতুন গুজব ছড়ায়। আসেন সবাই মিলে এই সব গুজবের পোস্টমাটাম করি। আমি আমার জানা কয়েকটার বিশ্লেষন করলাম। আসুন সবাই মিলে এই গুজব গুলির যৌক্তিক দিক গুলি আলোচনা করি।

* চাইনিজ নকল ডিম:- চাইনিজরা নকল ডিম বানাইতেছে এবং আমাদের বাজারে চলে আসছে।


এই নিয়ে টিভিতেও রিপোট হয়েছে। কিন্তু এখন পযন্ত দেশে কেউ নকল ডিম কিনেছেন বাজার থেকে তা শুনিনাই। তাহলে ডিম গুলি এতই নিখুদ যে দেশের মানুষ ধরতে পারছেনা? --- তাহলে কি নকল ডিম এখনো চায়না থেকে আসে নাই?

https://www.youtube.com/watch?v=AQ7NZA9JHPU
এমনকি চায়নাতেও লোকজন শুনেছে বলে কিন্তু কেউই এখনো নকল ডিম নিয়ে মিডিয়াতে আসেনাই যে এইটা নকল ডিম।

নকল ডিমের অভিযোগে গবেষকরা বলেছেন যে মুরগীর খাবারের জন্যও অনেক সময় ডিম সেদ্ধের পরে কিছুটা নমনিয় মনে হতে পারে।

এখন দেশে একটা মুরগীর ডিমের যে দাম সেই দামে চায়না থেকে ডিম আমদানী করে লাভ করা সম্ভব? ভিডিও তে যেই প্রকৃয়ায় ডিমের কুসুম তৌরি দেখায় ( কোথাও কিন্তু খোসা সহ ডিম বানানোর ছবি বা ভিডিও দেখিনাই ) তাতে একটা লোক হাতে দিনে কতটি ডিম বানাবে?

* ক্যামিক্যাল+মুজুরী+ উতপাদকের লাভ+চায়না থেকে বাংলাদেশে পরিবহন+আমদানী কারকের লাভ+বাংলাদেশে পরিবহন+ খুচরা বিক্রেতার লাভ == সব মিলিয়ে বাংলাদেশের খামারে উতপাদিত ডিমের চেয়ে খরচা কি বেশি হবে না কম??

বাজারে অনেক আগে থেকেই ডামি শবজী/ফল আছে সেই গুলি ডিসপ্লের জন্য ব্যবহার করা হয়। হয়তো ঐ ছবিগুলি ডামি বানানোর প্রকৃিয়া।


* দেওয়ানবাগী আর সাইদীকে চাদে দেখা:- দেওয়ানবাগীর অনুসারীরা বিশ্বাস করে তাদের মূশেদকে পূনিমার চাদে দেখা গেছে। অনেক শিক্ষিত মুরিদ আছে উনার এরাও সবাই বিশ্বাস করে। তেমনি সাইদীর সাজার কথা শুনার পরেও একই গুজব আসে। পত্রিকায় এই নিয়ে নিউজ হয় যে মানুষের চেহারা চাদে দেখা সম্ভবনা। :)

বোঝেন আমাদের দেশের জনগনের গুজবে কানদেবার প্রবনতা কতবেশি!!!

* ইউনিপে টু ইউ:- কয়েক মাসে বিনিয়োগ কয়েকগুন হবে এই লোভে প্রায় ৭ লক্ষ মানুষ কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে।

Example: You spend Tk. 70,000 to purchase 33 grams of gold. You get a monthly interest of Tk. 7000 but because your purchase amount is also refunded in installment along with your monthly interest, you will actually be getting Tk. 14,000. So, the total amount you will be receiving is:
Tk. 14,000 (Tk. 14,000 X 10 Months= Tk. 1,40,000) for purchasing gold worth Tk. 70,000 which is double your investment and 200% ROI. >> Amazing isn’t’ it??



যদি কয়েক মাসে ২০০% মুনাফা করা যায়তো তবে মনে হয় বিল গেইটসও মাইক্রোস্ফট বেইচা এখানে বিনিয়োগ করে বসে থাকতো।

বষপূতি উপলক্ষে এমপি সাহেবকে প্রধান অতিথি :)

* চাইনিজ নকল চাল:- একটা জিনিস মাথায় আসেনা চায়না যেখানে ৩ মিলিয়ন মেট্রিক টন চাল আমদানি করে ৫০০$-৭০০$ প্রতি মেট্রিকটন করে। সেখানে কিভাবে এরা ১০০০$ টনের প্লাস্টিক ব্যবহার করে চাল তৌরি করে জাহাজে করে বাইরের দেশে রপ্তানি করবে?

২০১৩ সালে চায়না বিশ্বের ১ নং চাল আমদানী কারক দেশ হয়েছে কারন তাদের ১.৩ বিলিওন জনগনের জন্য চালের যথেস্হ উতপাদন তারা করতে পারছেনা।

আর আপনি আমি চাল কিনি পরিচিত দোকান থেকে।>> তিনি কেনেন তার পরিচিত ব্যবসায়ীদের থেকে এমন ভাবেই এই চেইন চলে আসছে। এই চাল যদিও বাজারে আসেও ১বারই আসবে কারন তারপরে আপনি আপনার পরিচিতের দোকানে ঐচাল ফেরত দেবেন>>তিনি উপরে ফেরত দেবে>> তাই এই ব্যবসা চলার কথা না।
https://www.youtube.com/watch?v=VHv5_b4mPCA
ভারতের মিডিয়াতেও এই নিয়ে খবর আছে https://www.youtube.com/watch?v=HEbj7DXNOws
তবুও তারা নকল চাল তৌরি করে আমাদের বাজারে পাঠাচ্ছে এই গুজবে আমরা চিন্তিত??

প্লাস্টিকের চাল গজব হবার সম্ভভনাই বেশি ...এটা নিয়ে আরো খুজে দেখতে হবে।

আপনাদের কাছে আরো প্রমান থাকলে লিখুন, সবাই জানুক।

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: এতোদিন স্বপক্ষেই শুনে ভাবছিলাম এখন বিক্ষে শুনে অবিশ্বাস করছি।। অনেক আগে প্রচলিত একটা গুজব ছিলো,হজুগে বাঙ্গালী হুজ্জতে চীন।।
তবে লেখাটি যে,আমাদের যুক্তিতে ফেরাবে সে আশায় আছি।।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১:৩৫

নতুন বলেছেন: উপরের বিষয়ে আমার ভাবনাগুলি লিখেছি। আপনারও আরো পযবেক্ষন আছে এই গুলিতে। লিখুন সেয়ার করুন।

এখন যদি এখানে একটা ভুয়া ডিমের জন্য ১০০০ টাকা দেবার জন্য ঘোষনা দেই তবেও কেউ নিয়ে আসবেনা। :) কারন যদি কেউ যদি নকল ডিমের অভিঙ্গতা পেত তবে তা এতো দিনে ছবি/টিভি/ফেসবুকে আসতো।

যেটা এসেছে খবর... বাস্তবে কেউই এই ডিম দেখেছে তার কিন্তু প্রমান এখনো কেউই নিয়ে আসেনাই।

২| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুজবে এতই মজে আছি আপনার পোষ্ট পড়ে হুস ফিরবে কিনা দু'বার ভাবতে হচ্ছে

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬

নতুন বলেছেন: হা হা হা :) ভালই বলেছেন।

৩| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:২২

মাঘের নীল আকাশ বলেছেন: আমাদের দেশে গুজবের পরিমান এত বেশী যে সত্যটা আর বের হয়ে আসে না!

০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৩

নতুন বলেছেন: Karon manus jukti dea chinta kore na। sob kisu e beleave kore।

৪| ০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

আজাদ মোল্লা বলেছেন: গুজব শুনে আছি আমি মহা গুজব হয়ে ।
হা ভাই এদের কে রুখতে হবে ।
আসলে আমরা একটা খবর পড়ি আর সাথে সাথে বিশ্বাস করি ।
কিন্তু এক বারও আপনারা মতো করে ভাবিনি ।
এবার সবাই মিলে ভাবতে হবে ।
ভালো থাকবেন ।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

নতুন বলেছেন: হুম সবাইকে ভাবতে হবে :)

৫| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩১

আরণ্যক রাখাল বলেছেন: :> B:-) :-0

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:২৬

নতুন বলেছেন: B-) B:-) =p~

৬| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। +++

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:০৫

নতুন বলেছেন: ধন্যবাদ...

কিন্তু আপনারা কেউই আরো নতুন পয়েন্ট যোগ করলেন না। :(

৭| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

রাতুল_শাহ বলেছেন: হুম, ভাবতে হবে।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩

নতুন বলেছেন: হুম সবাইকে ভাবতে হবে।

৮| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুবই যৌক্তিক একটা পোস্ট। পোস্টে অনেক ভালো লাগার সাথে লাইক এন্ড +++

ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্টের জন্য, ভালো থাকুন সবসময়, শুভকামনা।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:১০

নতুন বলেছেন: সবাই পড়ে যদি কিছুটা যৌক্তিক ভাবনা চালু করে তবেই সাথক।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৬

জাহিদ নীল বলেছেন: Facebook er karonea ai gujob taratari choria porea

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:১৪

নতুন বলেছেন: ফেসবুক এডমিনরা এইসব গুজব খোজে তাদের পেজের লাইক বাড়ানোর জন্য। কারন গুজবের কাটতি বেশি।

১০| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৯

তুষার কাব্য বলেছেন: কত কিছু যে দেখবো B-)

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৪

নতুন বলেছেন: হুম.. অনেক কিছুই দেখছি আমরা।

১১| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: স্ত্রী এ খবর বলতেই আপনার মত বুক ফুলিয়ে চ্যালেঞ্জ করলাম,দেখাতে পারলে তোমাকে শাড়ি কিনে দেবো।। তারপর আর কথা নেই!!

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬

নতুন বলেছেন: :) ভাবীকে চ্যালেন্জ করছেন সবনাস... আপনার খবরই আছে :)

শাড়ীর জন্য এইবার চায়না থেকে ডিম অডার দিয়া বানাইয়া আনবে।

১২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কাজের পোস্ট । এসব চাল খেয়ে পেটের পীড়া হবে না তো ?

১৩| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: হা হা । সাইদির গুজব কিন্তু বিশ্বাস করে নি মানুষ ।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৫

নতুন বলেছেন: পত্রিকায় লেখা দেখেছিলাম যে এটা গুজব এটা সম্ভবনা। জনগনের মাঝে এটা ছড়িয়েছিলৈা। কিছু মানুষ হয়তো ইচ্ছা করেই ছড়িয়েছে।

দেওয়ানবাগীর মুরিদেরা বিশ্বাস করে যে তাদের হুজুরকে চাদে দেখা গিয়েছিলো।

১৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৪

লিমন১২ বলেছেন: healthy living

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৪

নতুন বলেছেন: এইটা কি দিলেন ভাই?

১৫| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাঙাগালীরা উদ্ভট ও পাগলাটে ......।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৯

নতুন বলেছেন: সব ব্যপারে আমাদের জজবা একটু বেশি :)

১৬| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


ডিম ইত্যাদি বিষয় নয়, চাইনীজ মানে 'মানবতাহীন' মানুষ; ফলে, মানুষ এদের নিয়ে ভালো কিছু ভাবতে পারে না

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

নতুন বলেছেন: চাইনিজরা ব্যবসায়ী, আপনি ভাল জিনিস চাইলে ভাল দেবে, খারাপ চাইলে খারাপ দেবে।
এরা প্রচন্ড পরিশ্রমী এবং এদের সততার মান আমাদের বাংলাদেশীদের চেয়ে অনেক উপরে।
দীঘ ১০ বছর ২ দেশে চাইনিজদের সাথে কাজের অভিঙ্গতা থেকে বললাম।

এদের কাছথেকে খারাপ জিনিস বানিয়ে এনে ব্যবসা করছে আপনার/আমার কাছের মানুষেরাই। সেটাই আসল সমস্যা।

আর আমাদের দেশের মানুষ কেন জানি গুজবে কান দিতে পছন্দ করে।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

কালীদাস বলেছেন: অলসতা আর লোভ এইসব গুজব ছড়াতে আর বিশ্বাস করতে এই হুজুগে জাতিকে আরও উৎসাহী করে তোলে :(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

নতুন বলেছেন: হুম.. কবে আমরা হুজুগ ছেড়ে আসল কাজ শুরু করবো দেশপ্রেমের সাথে।

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৬

গরু গুরু বলেছেন: ভালো লাগল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

নতুন বলেছেন: ধন্যবাদ...

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১

রসিক মনা বলেছেন: যারা গুজবে বিশ্বাস করে তাদের কোরবানির সময় গরুর হাটে বিক্রি করে দেওয়া ঠিক ছিলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

নতুন বলেছেন: খারাপ হয় না।

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুজুগে আর কাকে বলে! পোষ্টে ++++

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২

নতুন বলেছেন: হুজুগে আমরাই চ্যাম্পিয়ন :)

২১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল।আপনার আসার অপেক্ষায় রইলাম কিন্ত। ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫১

নতুন বলেছেন: ধন্যাবাদ..

কিন্তু আপনার ফেসবুক নিয়ে লেখাটা ঠিক মতন বুঝতে পারিনাই।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

তামান্না তাবাসসুম বলেছেন: যৌক্তিক পোস্ট। অনেক ভালো লাগলো +++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

নতুন বলেছেন: ধন্যবাদ আপু..

২৩| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

নকীব কম্পিউটার বলেছেন: আরো অনেক আছে। ভালো লাগলো আপনার পোস্টটি।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

নতুন বলেছেন: লিখুন সবাইকে সচেতন করুন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.