নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

Human Head transplant surgery মানুষের মাথা প্রতিস্থাপন চেস্টা হবে ২০১৭ সালে !!!

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪

অমরত্ব বা অনন্তজীবনের জন্য অথবা মৃত্যুর পরে নতুন জীবনের জন্য চিন্তা অনেক আগে থেকেই মানুষ করে আসছে। কিছু দিন আগে Cryopreservation এর মাধ্যমে মানুষের মাথা এবং পুরো দেহ সংরক্ষনের বিষয়ে লিখেছিলাম। তাদের আশা ভবিশ্যতে তাদের পুনরায় জীবিত করা সম্ভভ বা মাথাটি নতুন শরীরে পুন:স্থাপন সম্ভব হবে।

মানুষের বিভিন্ন অংগ প্রতিস্থাপন সম্ভভ হলেও এখন পযন্ত মানুষের মাথা পুন:স্থাপন চেস্টা করেনি কেই। যদিও বিভিন্ন প্রানীর উপরে এই পরিক্ষা চালিয়েছে বিজ্ঞানীরা ।

এখন প্রথম বারের মতন মানুষের মাথা নতুন শরীরে পুন:স্থাপনের পরিকল্পনা করছে ইটালিয়ান neuroscientist Dr. Sergio Canavero ।

রাশিয়ার Valery Spiridonov একজন কম্পিউটার সায়ান্টিস দুরারগ্য Werdnig Hoffman রোগে ভুগছে যার ফলে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছেন। তিনি ডা: সা`গিওর মাথা প্রতিস্থাপনের পরিক্ষায় ভলান্টিয়ার হতে রাজি হয়েছেন।

২০১৭ সালে তিনি এই অপারেসন করবেন বলে ঠিক করেছেন।

Dr. Sergio Canavero মতে তিনি ডোনারের দেহ এবং রোগীর দেহের তাপমাত্র নামিয়ে নিয়ে দুই শরীরের স্পাইনাল কড কেটে রোগীর মাথা ডোনারের দেহে জোড়া দেবেন।তারপরে তাকে কয়েক দিন কোমাতে রাখবেন যাতে স্পাইনাল কড` ঠিক মতন জোড়া লাগে। জোড়ার জন্য যেই আঠা ব্যবহার করা হয়ে থাকে সেটার মূল উপাদান polyethylene glycol যেটা কসমেটিক্সেও ব্যবহার করা হয়।









ডা: কানাভেরোর মতে এই অপারেসনে ১ দিনের মতন লাগতে পারে। তিনি মনে করেন এতে সাফল্যের হার ৯০%। তার মতনে তিনি এখনই এই সাজা`রী করতে পারেন। যদিও খরচা হতে পারে ১০ মিলিওন ইউরো।

কিন্তু অনেক ডাক্তারে মনে করছেন যে এটা বত`মানের প্রযুক্তিতে সম্ভব নয়।

যদি এই পরিক্ষা সফল হয় তবে ভবিশ্যতের মানুষ নিজের জন্য ক্লনিং করে দেহ তৌরি করবে। বয়স হলে বা দূঘটনায় শরীর ক্ষতিগ্রস্ত হলে নতুন শরীরে তার মাথা প্রতিস্থাপন করে নতুন জীবন পেতে পারে।

অমরত্বের দিতে আরো একধাপ এগিয়ে যাবে মানুষ...

আরো জানার জন্য:-
http://www.telegraph.co.uk/news/science/11672996/Russian-man-to-undergo-worlds-first-full-head-transplant.html

The first head transplant 2005 সম্পকে ডকুমেন্টরি
https://www.youtube.com/watch?v=pM8aC1OhUW8
https://www.youtube.com/watch?v=gzlNoyCUkAM

মন্তব্য ৭৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯

ডাঃ মারজান বলেছেন: পোস্টটি অনেক ভালো লাগলো। ভাই আমার মাথা আমি কাউরে দিমুনা। অনেক অনেক শুভেচ্ছা।

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৩

নতুন বলেছেন: এটা আসলে মাথা দেওয়া না। আরেক জনের শরীরের উপরে নিজের মাথা বসাইয়া দেওয়া।

যেই মানুষটি এই পরিক্ষার জন্য রাজি হয়েছে তিনি কিন্তু ধীরে ধীরে মারা যাচ্ছেন। এখন তার মাথা যদি নতুন একটা শরীরে বসিয়ে দিলে তিনি আবার সাভাবিক জীবন পান তবে তার জন্য এটা বিরাট কিছু।

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমিও আমার মাথা কাউরে দিমুনা। আমার শেষ কথা। ধন্যবাদ।






ভালো থাকবেন নিরন্তর।

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬

নতুন বলেছেন: যদি Valery Spiridonov এর অবস্থান থেকে দেখেন তবে কিন্তু আপনার ভাবনা পাল্টে যাবে...

তিনি সুস্হ ছিলেন এখন পুরা হুইলচেয়ারে...কখনোই সুস্হ হবেন না। কারন তার রোগের আপাতো কোন চিকিতসা নেই পরিনতি মৃত্যু...

তিনি জানেন যে তিনি মারা যাচ্ছেন... কিন্তু যদি সদ্যমৃত/ক্লিনিক্যালী মৃত কারুর শরীরে যদি তার মাথা প্রতিস্থাপন করে তিনি স্বভাবিক জীবন ফিরে পান তবে এটা তার জন্য বিরাট কিছু।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
কানাভেরোর আইডিয়া প্লট করেছেন মাত্র। ঠাস সাবুদ রাখতে পারেন নি। জীব-জন্তুর উপর অন্তত দেখাতে পারতেন। এর আগে WRM বানরের মাথা স্থানান্তর করেছিলো। এর পরে ১০ দিনের মতো ভেন্টিলেট করে বাঁচিয়ে রাখা গেলেও, আশাপ্রদ কিছু হয়নি। ১৯৫৯ রাশান এক্সপেরিমেন্ট কুকুরের ওপরে করেছিলো, ফলাফল আরও ভয়াবহ। ইমিউনুলজিক্যাল কনসিক্যনসেস যতোটা জটিল আকার ধারণ করবে সেটা সামাল দেয়া বর্তমান ও দূর ভবিষ্যত প্রযুক্তিতে অসম্ভব।

স্পাইনাল কড কেটে আবার জোড়া লাগনো ! নার্ভাস সিস্টেম সক্রিয় রেখে ! যাক দেখা কি হয়। গবেষকরা পাত্তা দিচ্ছেন না কিন্তু মিডিয়াতে খবরটা বেশ খাচ্ছে। আর প্রক্রিয়াটিতে আমি আনইথিকাল মনে করি।

নতুনের বিষয়-নির্বাচন ভালো লাগলো।

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯

নতুন বলেছেন: এটা শুধু আইডিয়া প্লট নয়। এই বিষয়ে গবেষনা ১৯৫৯ থেকে চলছে।

মানুষের দুইটা হাত প্রতিস্থান করেছে সফল ভাবে।
https://www.youtube.com/watch?v=pFyP_R6wPr8

স্পাইনাল কডে কাটাকাটু.. নাভা`স সিস্টেম সক্রিয় রেখে সাজা`রি করা বিরাট ব্যাপার।

দেখা যাক কি হয়।

এথিকস অবশ্যই ডিপেন্ড করে দৃস্টিভঙ্গির উপরে। নিচের ভিডিওটিতে দেখুন জায়ান জন্য একটা মৃত্য বাচ্চার দুটি হাত কেটে তাকে দুইটি হাত দেওয়ার ব্যপাটা আনইথিক্যাল মনে হবে না।
https://www.youtube.com/watch?v=pFyP_R6wPr8

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

এহসান সাবির বলেছেন: ১০ মিলিওন ইউরো!!!!! অনেক টাকা.....


দারুন পোস্ট।

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫

নতুন বলেছেন: খুব বেশি না .. ছিয়াছি কোটি ষাট লক্ষ তিন হাজার ছয়শত পন্চাশ টাকা ষাট পয়শা মাত্র।

86,60,03,650.60 Bangladeshi Taka বাংলাদেশেই ২০-৩০ জন পাবেন যারা এই টাকা দিতে রাজি হবে।

এখন যদি মুসা বিন সমসের কে বলেন যে ২৫ বছরের শরীরে আপনার মাথা লাগাইয়া দেব তিনি বললেন

মানি ই্জ নো প্রবলেম ..

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন: দেখা যাক কী হয়!

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫

নতুন বলেছেন: হুম..হয়তো প্রথম চেস্টায় না হতেও পারে...

কিন্তু হয়তো আমাদের জীবদ্বসায় দেখে যেতেও পারি আমরা।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪

ডি মুন বলেছেন: কোনো প্রাণীর উপর এমন পরীক্ষা চালিয়ে কী সফল হওয়া গেছে ?

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩

নতুন বলেছেন: কুকুর, বানর, ইদুরের উপরে সফল ভাবে করা হয়েছে।
https://en.wikipedia.org/wiki/Head_transplant

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৯

সুমন কর বলেছেন: ২০১৭ সাল পর্যন্ত যদি বেঁচে থাকি, দেখার অপেক্ষায় রইলাম কি ঘটে !!!

নতুন একটি বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯

নতুন বলেছেন: হুম... এখন অনেক কিছুই হচ্ছে বিশ্বে...

কিন্তু আমাদের দেশের মানুষর চিন্তা চেতনা/আস্তিক/নাস্তিক/পীর মাজার আর ধান্দাবাজীর দিকে..

৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন: এই ব্যাপারে পড়েছিলাম। পরবর্তিতে ক্লোন করে দেহ তৈরি করলে সেটা কি আরেকটা মাথা কিংবা প্রান ছাড়া করা সম্ভব হবে? আর সেটা যদি না হয় তবে তা অনৈতিকই হবে মানবিক দৃষ্টিকোন থেকে আর কোনক্রমেই অনুমতি দেয়া উচিত নয়।

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১

নতুন বলেছেন: এখন ক্লনিং নিষেধ কিন্তু এক সময়ে এটা জায়েজ হয়ে যাবে...

দুনিয়া প্রতিনিয়ত পাল্টাচ্ছে.... কোন কিছুই চিরদিন নিষিদ্ধ হয়ে থাকে না।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭

অন্ধবিন্দু বলেছেন:

ইতিহাস ঘাঁটলে আপনি এরকম চেষ্টা ভ্যালিড তত্ত্বসহ ১৯২১ এ ইউকের বিজ্ঞানীদের করতে দেখবেন। ১৮০০র দিকেও দু-একটা ঘটনা আমার মনে পড়ছে। আইডিয়া প্লট বলার কারণ মাথা অর্থাৎ ব্রেইন !! মাথা বাদে শরীরের অন্য যেকোনও অংশের ব্যাপারে আমি আশাবাদী। অ্যানাটমির অতো গভীরে যাবার প্রয়োজন নেই, প্রাথমিক জ্ঞান বিশ্লেষণ করলেই সাধ্যগত ভবিষ্যৎ দেখতে পাবেন। ইটস এ বিগ ব্যাংক ডিফারেন্স বি-টুইন হোল থিংস্।

কল্পবিজ্ঞানে আমার আগ্রহ অনেক। কিন্তু পারসোলালি ফ্যাক্টস এড়িয়ে চলতে চাইনে, হাহ হা। আমাদের আধুনিক-বিজ্ঞানে এথিকস বিষয়টি নির্ভর করে সম্ভাব্য ফলাফল যাচাই-বাছাইয়ের ওপর। দৃষ্টিভঙ্গি দর্শনের ব্যাপার। আমি সংযুক্ত-সায়েন্সের পসিবিল্যিটি ধারণাজ্ঞান করে আনইথিক্যাল মনে করছি। আশাকরি বুঝাতে পারলেম, নতুন ।

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭

নতুন বলেছেন: ইটস এ বিগ ব্যাংক ডিফারেন্স বি-টুইন হোল থিংস্।

অবশ্যই বিরাট পাথ`ক্য আছে এবং অনেকেই বলছে যে এটা বত`মানের প্রযুক্তিতে সম্ভব নয়।

দেখি উনার গবেষনার কি ফল আসে।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮

গেম চেঞ্জার বলেছেন: মৃতদেহে যদি সজীব মাথা জোড়া দিয়ে সফল হয়ে যান তাইলে ব্যপারটা আনইথিকাল নয়। সবচেয়ে বড় কথা যাদের দুরারোগ্য রোগ রয়েছে, বিশেষত দেহে তাদের জন্য খবরটা ভাল।

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২

নতুন বলেছেন: যদি Valery Spiridonov এর অবস্থান থেকে দেখেন তবে কিন্তু যারা আনইথিক্যাল বলছেন তাদের ভাবনা পাল্টে যাবে...

তিনি সুস্হ ছিলেন এখন পুরা হুইলচেয়ারে...কখনোই সুস্হ হবেন না। কারন তার রোগের আপাতো কোন চিকিতসা নেই পরিনতি মৃত্যু...

তিনি জানেন যে তিনি মারা যাচ্ছেন... কিন্তু যদি সদ্যমৃত/ক্লিনিক্যালী মৃত কারুর শরীরে যদি তার মাথা প্রতিস্থাপন করে তিনি স্বভাবিক জীবন ফিরে পান তবে এটা তার জন্য বিরাট কিছু।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৬

কিরমানী লিটন বলেছেন: ডাঃ মারজান বলেছেন: পোস্টটি অনেক ভালো লাগলো। ভাই আমার মাথা আমি কাউরে দিমুনা। অনেক অনেক শুভেচ্ছা।

শুভোকমনা সতত ...

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৩

নতুন বলেছেন: মাথা তো আপনারই রইলো... আপনি বরং অন্য কারুর শরীর নিয়ে নিলেন.. :)

১২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৯

চাদঁপুর বলেছেন: জীবনে ও হবে না. . .

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

নতুন বলেছেন: জীবনে ও হবে না. . .

একটু পেছনে দেখুন... অনেকেই এমন চিন্তা করেছিলো যে কখনোই সম্ভবনা। কিন্তু্ এখন তা বাস্তবতা... :)

https://www.youtube.com/watch?v=JgaMZT1Z2dw

একটু কস্ট করে এই ভিডিওটা দেখুন... এমেলির হাত লাগিয়েছে এবং তা কাজ করছে...

একদিন মাথাও যে সম্ভব হবে... আশা করি দেখে যেতে পারবেন।

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

জিএমফাহিম বলেছেন: ঝামেলাপূর্ণ কাজ। বয়স হয়ে গেলে আমাদের শরীরে অনেক ডেড ও নন-রেপ্লিকেবল সেল থাকে। নয়া শরীরে হয়তো তরুন সেল থাকবে। কিন্তু মাথার মধ্যে ঝামেলা। Winkles, ভাজ হয়ে যাওয়া চামড়া, চোয়ালের দাত থাকবে না। আর যদি ব্রেইনের কথা চিন্তা করি তাহলে আমরা জানি ধীরে ধীরে আমাদের neuron cell গুলো অকেজো হয়ে যায়। সে নতুন দেহ পেয়ে শারীরিক প্রজান্তি পেলেও মানসিকভাবে সে বার্ধক্যে থাকবে। বার্ধক্যে থাকা মাথারই মৃত্যুর কারন হওয়ার সম্ভাবনা বেশি।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

নতুন বলেছেন: ঝামেলাতো অবশ্যই আছে... আরো অনেক ঝামেলা সামনে আসবে...

কিন্তু এটা অবশ্যই একটা বিরাট অগ্রগতি মানুষের জন্য।

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: পুরাই কনফিউ্‌জড কইরা দিলেন......। আমার মাথা কাউরে ডোনেট কইরা দিবো নাকি কেউ আমারে তার বডিটা ডোনেট করবে? অপারেশনের পরের ব্যাক্তিটা কি আমি হব নাকি যার বডি সে হবে...... B:-)

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

নতুন বলেছেন: মাথা আপনার ই থাকবে।

ক্লিনিক্যাল্যি ডেড মানুষের দেহে আপনার মাথা প্রতিস্থাপন হবে। তাই ঐটা আপনি...

আপনার পাসপোট/ কাগজ পত্র সবই ঠিকই থাকবে... তবে যেইখানে আঙ্গুলের ছাপ লাগে সেইখানে নতুন কইরা দরখাস্ত করে নতুন আঙ্গুলের ছাপ দিতে হইবে।

কিন্তু একটা সমস্যা হবে যদি ঐ দেহের মানুষ ক্রাইম করইরা আঙ্গুলের ছাপ রাইখা আসে... তবে পরে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে .... ;)

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: বাহ!বিষয়টা খুব ভাল লাগলো। :)


আমার মাথাটা আপনারে দিমু।নিবেন? :D

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

নতুন বলেছেন: কারুরর মাথাই কেউই নেবে না ভাইয়া।

যার শরীর খারাপ হয়ে যাবে তার মাথা ক্লিনিক্যালি ডেডে কারুর শরীরে স্হাপন করা হবে।

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯

আবু শাকিল বলেছেন: ২০১৭ আসুক ।
দেখা হবে আবার আপনার পোষ্টে ।
আল্লাহ বাঁচিয়ে রাখলেই হ্ল ।
ধন্যবাদ ভাইয়া ।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১১

নতুন বলেছেন: ততদিন আমি বাইচা থাকমু তার ই তো গেরান্টি নাই :)

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৩

আজাদ মোল্লা বলেছেন: অনেক ঝামেলার কথা ,
বিশ্বাস করা খুব মুসকিল ।
তবে দেখা যাক কি হয় 2017 তে ।
যদি আল্লাহ রাখে এই দুনিয়াতে ।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৩

নতুন বলেছেন: অবিশ্বাসের কিছুই নাই।

মানুষের অঙ্গ ট্রান্সপ্লান্ট এখন অনেক সহজ....

এটা অবশ্যই খুবই জটিল কিন্তু এখনো কেউই করেনাই। বানর, কুকুর, ইদুরের মাঝে প্রয়োগ করেছে গবেষকরা।

২০১৭ তে না হলে অবশ্যই নিকট ভবিশ্যতেই হবে।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৯

ক্যান্সারযোদ্ধা বলেছেন: ভাই, বিজ্ঞান যে কতটুকু এগিয়ে গেছে তার একটা নমুনা এটা। তবে, অমর হয়ে কি হবে? শেষ পর্যন্ত পৃথিবীটাকে কেবল বোরিংই লাগবে। ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৭

নতুন বলেছেন: মানুষ কতদুর চিন্তা করছে এবং তার বাস্তবায়ন করতে পারছে তার একটা নমুনা।

অমরত্ব খুব একটা মজার হবেনা। তখন বেচে থাকাটা এত মজার থাকবেনা।

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সবার মত প্রতীক্ষায় থাকলাম । এত উচ্চ মার্গীয় ব্যাপার তার ওপর মাথা ট্রানসফার কিছুটা ভয়ও পেয়েছি । অনেক বড় এমাউন্টের টাকা লাগবে দেখি ।

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩১

নতুন বলেছেন: ভাই এমন কিছু যেন কখনো আমাদের নিজেদের দরকার না হয় সেই দোয়াই করি।

এটা অনেকের জন্য আশি`বাদ হবে। যেমন এই রাশিয়ানের জন্য।

প্রযুক্তি আবিস্কার হোক এবং তা মানুসের মঙ্গলে ব্যাবহার করুর সেই পত্যাশাই করি।

২০| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৯

রোষানল বলেছেন: ভাবতেই গা ঘিন ঘিন করতেছে

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৩

নতুন বলেছেন: ডুবন্ত মানুষ খড়কুটু আকড়ে ধরে বাচার আশায়।

যদি Valery Spiridonov এর অবস্থান থেকে দেখেন তবে কিন্তু আপনার ভাবনা পাল্টে যাবে...

তিনি সুস্হ ছিলেন এখন পুরা হুইলচেয়ারে...কখনোই সুস্হ হবেন না। কারন তার রোগের আপাতো কোন চিকিতসা নেই পরিনতি মৃত্যু...

তিনি জানেন যে তিনি মারা যাচ্ছেন... কিন্তু যদি সদ্যমৃত/ক্লিনিক্যালী মৃত কারুর শরীরে যদি তার মাথা প্রতিস্থাপন করে তিনি স্বভাবিক জীবন ফিরে পান তবে তিনি অন্য মানুষের শরীর নিয়ে বেচে আছেন সেটা ভেবে গা ঘিন ঘিন করবেনা।

বাচার জন্য মানুষ সবকিছুই করতে পারে...

২১| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

দা স্নাইপার বলেছেন: মিডিয়া এমন ভাবে প্রচার করছে ঘটনাটা, যেন তারাই এটা বাস্তবায়ন করে ফেলবে। বাস্তবে এটা দুর্বল একটা থিওরি, অন্তত এখন পর্যন্ত।

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

নতুন বলেছেন: মিডিয়া প্রচার করছে কারন এটা যদি সম্ভব হয় তবে সেটা অনেক বড় একটা বিষয়।

মিডিয়া প্রচার করছে কারন এই প্রথম একজন মানুষের মাথা কেটে আবার অন্য শরীরে স্থাপন করার পরিকল্পনা এটি।

আর একজন মানুষ রাজি হয়েছে এটার জন্য।

বানর, কুকুর, ইদুরের মাঝে এই পরিক্ষা করা হয়েছে... এবং এটা ঐ লেভেলে সম্ভব...

হয়তে ২০১৭ এ এই গবেষনা সফল না ও হতে পারে। কিন্তু অদুর ভবিশ্যতেই যে সম্ভভ সেটা সবাই মনে করে।

২২| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৩

সাথিয়া বলেছেন: মাথা বদল করতে অনেক টাকা লাগবে দেখা যায়। সম্ভব না :(

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

নতুন বলেছেন: মাথা বদল করা না এটা মাথা ঠিক রেখে শরীর বদল...

খুব বেশি না .. ছিয়াছি কোটি ষাট লক্ষ তিন হাজার ছয়শত পন্চাশ টাকা ষাট পয়শা মাত্র।

86,60,03,650.60 Bangladeshi Taka বাংলাদেশেই ২০-৩০ জন পাবেন যারা এই টাকা দিতে রাজি হবে।

এখন যদি মুসা বিন সমসের, এরশার কাগু, দরবেশ নানা এমন অনেকে বলেন যে ২৫ বছরের শরীরে আপনার মাথা লাগাইয়া দেব তিনি বললেন

মানি ই্জ নো প্রবলেম ..

২৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

রাজীব বলেছেন: আমি চিন্তা করছি অন্য জিনিস।
হয়ত দেখা যাবে যে শরীরের বয়স হয় না, কিন্তু মাথার বয়স হয়। আমাদের শরীরের সবকিছু কন্ট্রোল করে আমদের ব্রেন। বয়স হয়ে গেলে হয়ত ব্রেন শরীরকে এমন কোন ইনস্ট্রাকশন দেয় যাতে করে শরীরের নতুন কোষ উৎপাদন হয়না।
হয়ত মাথা ট্রান্সফারের পরে দেখা যাবে যে, ২৫ বছরের শরীর ৬ মাসের মধ্যেই ৬০ বছরের হয়ে যাবে।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬

নতুন বলেছেন: এটা বড় একটা চ্যালেন্জ হবে এই মাথা ট্রান্সফারের ক্ষেত্রে...

অবশ্য কোথায় যেন দেখেছিলাম যে শরীরে নতুন রক্ত পুরানো কোষকে ইয়াং বানাতে সাহাজ্য করে।

আরও অনেক দিন পরে হয়তো ব্রেনকে নিয়ন্ত্রন করে মানুষের বাধ`ক্য নিয়ন্ত্রন করা সম্ভব হবে।

২৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

ফ্লাইং সসার বলেছেন: ব্যাপারটা বর্তমান টেকনলজিটে সম্ভব না বলেই মনে হচ্ছে।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭

নতুন বলেছেন: বত`মানের টেকনলজিতে বানর,কুকুর,ইদুরের মাঝে সফলতা পেয়েছেন গবেষকরা।

কেউই এখনো মানুষের উপরে পরিক্ষাটা করেনাই। কারন কেউই রাজী হয়নি।

এখন একজন রাজি হয়েছেন। তাই বিষয়টা সবার দৃস্টিআক্রশন করেছে।

হয়তো ২০১৭ তে এটা সম্ভব নাও হতে পারে। কিন্তু আশা করি অদুর ভবিশ্যতেই এটাও সম্ভব হবে।

২৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০০

সাহসী সন্তান বলেছেন: চমৎকার একটা নতুন বিষয় জানলাম! অনেক ভাল লাগলো.....!!

শুভ কামনা জানবেন!

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

নতুন বলেছেন: হুম বিষয়টা নতুন এবং অপেক্ষায় রইলাম ফলাফলের জন্য।

২৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৩

গুলশান কিবরীয়া বলেছেন: আমি মনে করি ২০১৭ এর ভেতর এটা সাকসেসফুল হবে না কারণ মানুষের ব্রেইন এতটাই কমপ্লেস্ক যে এর ৫০% ও মানুষ এখনো বুঝে উঠতে পারেনি তো ২০১৭ এর মধ্যে এর সাকসেস রেট ০% । হয়তো অদূর ভবিষ্যতে এটা সম্ভব , কোন সম্ভাবনাকেই উড়িয়ে দেয়া যায় না । তবে ব্যই দ্যা টাইম ওটা পপুলারিটি হারাবে । তখন আর রিপ্লেসমেনটের প্রয়োজন হবে না , খুব সহজ উপায়ে প্রবলেম সল্ভের ব্যবস্থা বের হয়ে যাবে ।

আর ব্যেক্তিগত ভাবে আমি এটাকে একদমই এথিকাল মনে করি না । প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মেই চলতে দেয়া বোধ হয় উচিৎ । এতে করেই সমগ্র মানব জাতির মঙ্গল । ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর সার্থকে ভুলে গেলে চলবে না , আমি এখানে consequentialism এথিকাল থিওরি কেই বেশী প্রাধান্য দিচ্ছি । মানুষের এই আনএথিকাল বৈজ্ঞানিক সাফল্য হতে পারে এই পৃথিবী তথা সমগ্র বিশ্বের ধ্বংসের কারণ । কাজেই আপাত দৃষ্টিতে এটা মঙ্গলকর মনে হলেও এর ইমপ্যাক্ট মঙ্গলকর নাও হতে পারে ।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

নতুন বলেছেন: সম্ভাবনা অবশ্যই কম। ডা: বলছেন ৯০%। অনেকে বলছেন যে এখনো সেই রকমের প্রযুক্তি হয়ে উঠেনি।

কিন্তু বিষয়টা জটিল।

এথিক্সের বিষয়টা আসলেই নিভর করে দৃস্টিভঙ্গির উপরে।

যেটা আমার/আপনার কাছে এথিক্যাল মনে হচ্ছেনা। সেটা কিন্তু রাশিয়ান ঐ ব্যক্তির কাছে নতুন জীবন পাবার প্রশ্ন। আর এই গবেষনায় আরো অনেক নতুন বিষয় হয়তো আসবে যেটা সবারই উপকারে আসবে।

আর এটাযে ক্ষতি বয়ে আনবে সেটা আসলেই কি এখন আমরা বলতে পারি?

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১১

গুলশান কিবরীয়া বলেছেন: আপনি সঠিক বলেছেন - বিভিন্ন ধরনের এথিকাল থিওরি রয়েছে । সেটাকে আমি ডিনাই করছি না , এজন্যই আমি ব্যাক্তিগত পয়েন্ট অফ ভিউ টা বললাম এবং আমি কোনটার প্রায়োরিটি দিচ্ছি সেটা বললাম ।
কোন সম্ভাবনাকেই আমি ছোট করে দেখছি না । তবে আমার যতটুকু জ্ঞান , তা থেকে রিস্ক এসেসমেন্ট করে যেটা মনে হোল সেটাই বললাম ।

অনেক ধন্যবাদ আপনাকে কুয়িক রিলাই এর জন্য ।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

নতুন বলেছেন: দুনিয়াতে ৭ বিলিওন মানুষ... তাই মতও বিলিওন হবে।

টাইপো ব্যাপার না :)

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১২

গুলশান কিবরীয়া বলেছেন: একটা সংশোধনী ছিল * কুয়িক রিপ্লাই

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২

গুলশান কিবরীয়া বলেছেন: আরও একটা কোথা ৯০% বলার যথেষ্ট কতগুলো টেকনিক্যাল কারণ আছে । পারসেনটিস কম হলে ঐ অপারেশন আইন বহির্ভূত হতে পারে ।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২

নতুন বলেছেন: কেউই ১০% তাতে কেউ রাজি হবেনা। এবং অনুমুতি পাবেনা। ১০০% ও বলবেনা কারন সমস্যা তো অবশ্যই আছে।

Dr. Sergio Canavero এর একটা টেড টক দেখতে পারেন। তবে উনার চিন্তা সম্পকে আরো একটু আইডিয়া পাবেন। https://www.youtube.com/watch?v=FmGm_VVklvo

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০১

রক্তিম দিগন্ত বলেছেন: চিকিৎসা বিজ্ঞানের এক অদ্ভুত এক জিনিস তো দেখি। মাথা ট্রান্সফার!!! ক্যামনে কি???

তবে এইটাতে সফল হতে পারলে অনেক লাভ হবে।
কিন্তু একটা প্রশ্ন আছে, যে মাথাটা লাগানো হবে - সেই মাথায় কী চিন্তাধারা, বুদ্ধি, জ্ঞান এইসবও ট্রাসফার হবে?

মানে মাথাটা কি যে লোকের শরীরে লাগানো হবে, সেই লোকের মত করেই ভাববে? নাকি মাথাটা পূর্বে যার মতো ছিল তার মতো ভাববে?
এতে কি স্মৃতিশক্তিও ট্রান্সফার হবে?

পোষ্টটা ভাল লাগলো। :) ;)

কিন্তু অনেক প্রশ্ন মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। /:)
প্যাচ ছুটাইয়া দেন, নাইলে এই মাথাও ট্রান্সফার হইয়া যাইতে পারে। :-B :-B

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩২

নতুন বলেছেন: মাথায় সব স্মৃতি থাকে.... তাই আপনার মাথা তো আপনার কাছেই রইলো... শুধু নতুন শরীরে ট্রান্সাফার হইলো। তাই মানুষ ঠিকই থাকবে শুধু গলা থেকে নিচের অংশ পরিবত`ন হবে।

৩১| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০২

তাশমিন নূর বলেছেন: মাথা যার, স্মৃতি সব তারই হবে, শরীর যারই হোক। কিন্তু মানব ক্লোনিং তো এখনও অনুমোদনপ্রাপ্ত নয় বলেই জানি। যাই হোক, বেঁচে থাকলে দেখা যাবে কী হয়।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ২:৪৭

নতুন বলেছেন: এখন এরা অপেক্ষা করবে একজন ডোনারের শরীরের জন্য। ক্লোনিং করে না।

মানুষের ক্লোনিং ও এক সময় চালু হবে ভবিশ্যতে। সেটা হয়তো হবে মানুষের অঙ্গপ্রতিস্হপনের প্রয়োজনিয়তা থেকেই।

৩২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

অডি বলেছেন: এই সম্পর্কে আরো আগে পড়েছি। নতুন করে আবার পড়ে নিলাম।
আরেকটা জিনিস এর উপর লেখতে পারেন-
https://en.wikipedia.org/wiki/Alcor_Life_Extension_Foundation

সবকিছু দেখে মনে হচ্ছে, বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে সামাজিক বৈষম্য বাড়তেই থাকবে।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

নতুন বলেছেন: Cryopreservation নিয়ে লিখেছিলাম Click This Link

এটা আলকোর এর কাজের উপরেই লেখা।

বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে সামাজিক বৈষম্য বাড়তেই থাকবে।

এটা এখনোই শুরু হয়ে গেছে। উন্নত বিশ্বের দেশ গরীব দেশের মেধাকে নিয়ে যাচ্ছে এবং গবেষনায় লাগাচ্ছে। তাদের আবিস্কার বিশ্বে বিক্রি করছে আর গরীব দেশের মানুষ শ্রমিকের কাজ করে যাচ্ছে।

আর আমরা ব্যস্ত আছি কে আস্তিক/নাস্তিক/রাজাকার/চেতনাবিক্রি/পীর/মাজার/পানিপড়া নিয়ে...

৩৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩১

কানা কুদ্দুছ বলেছেন: এইয়া কি সম্ভব? চিন্তার বিষয়।

০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৪

নতুন বলেছেন: খুবই সম্ভব :)

এটা ২০১৫ চলতেছে দুনিয়া অনেক এগিয়েছে আমাদের সেইদিকে খবর নেই।

ইন্টারনেট যেহেতু হাতের কাছে খুজতে থাকুন...সব তথ্যই পাবেন।

৩৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


আচ্ছা নতুন ভাই, ধরেন একজন মহিলার শরীরে একজন পুরুষের মাথা বসিয়ে দেয়া হলো তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে ?
এই প্রযুক্তি যদি সফল হয় তাহলে এমন ঘটনা ঘটাও সম্ভব বলে মনে হয়। এভাবে শরীরের সব অঙ্গ এক্সচেঞ্জ করা যাবে। যার যেটার প্রয়োজন।

আইডিয়াটিক পোষ্ট। +

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৯

নতুন বলেছেন: আমার মনে হয় বিষয়টা আমাদের চারিপাশে আছে।

মায়ের পেটে বাচ্চার শরীর কিন্তু এটাই...সেইই পুরুষ/নারীতে রুপান্তর হয়।

এখন হাড`ওয়ার পুরুষের কিন্তু যদি সফ্টওয়ার নারীর হয়ে থাকে তবে সেই মানুষের ব্যক্তিজীবন ব্যতিক্রম হয়ে যায়।

হিজড়া/লেসবিয়ান/গে এদের ক্ষেত্রে আমার মনেহয় এমটাই ঘটে থাকে। মাথা পুরুষের কিন্তু শরীর নারীর...বা শরীর পুরুষের কিন্তু মাথা নারীর।

৩৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪

মুদ্‌দাকির বলেছেন: দেখাযাক কি হয়, হ্যান্ড ট্রান্সপ্লেন্ট অনেক চ্যালেঞ্জিং ছিল কিন্তু সফল হয়েছে, তবে এই ক্ষেত্রে মন্সটার তৈরি হবার সম্ভাবনা আছে।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

নতুন বলেছেন: যে কোন আবিস্কারই ভাল আর মন্দ দুই ভাবেই ব্যবহার করা যায়।

আশা করি যে কোন আবিস্কারই মানুষের কল্যানে ব্যবহার হবে।

৩৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

জাবির হোসেন বলেছেন: B-)) :-< :`> =p~

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০

নতুন বলেছেন: :|

৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০

অভ্রনীল হৃদয় বলেছেন: জেনে ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

নতুন বলেছেন: ধন্যবাদ

৩৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৭

ফারান বলেছেন: দারুন লাগল....আপনাকে অশেষ ধন্যবাদ, সম্যক ধারনার জন্য। আর প্রতিনিয়ত এ ব্যপারে আপডেট থাকার জন্য প্রতিনিয়ত শ্রম দিতে হচ্ছে এটাও একটা কষ্টের ব্যপার ....কজনই বা পারে ( ভাই আপনার দায়িত্ববোধ আছে বৈকি) প্রতিটি মন্তব্যের প্রতোত্তর করতে। আপনার জন্য রজনীগন্ধ্যার স্টিক।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

নতুন বলেছেন: ধন্যবাদ..... অবসরের সময়ে ব্লগিং করাই একটা নেশা...তাই এটা কস্টকর না :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.