নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
প্রতি বছর চাদ দেখা নিয়ে কেমন যেন একটা তামাসা করে বিভিন্ন দেশের চাদ দেখা কমিটি ।
আসুন দেখি এই ঈদে কেমন তামাশা হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন দেশে।
গতকাল ৫ই জুলাই তুকী` এবং রাশিয়া ঈদ উদযাপন করেছে কারন তাদের মতে যদি দুরবিন দিয়েও বিশ্বের কোথাও চাদ যায় তবে রমজান মাস শেষ হবে এবং শাওয়াল মাস শুরু হয়ে যাবে।
* হালকা নীল অংশে ৪তারিখেই দুরবিন দিয়ে চাদ দেখা যেতে পারে। তাই তুরস্ক.রাশিয়া, আলবেনিয়া, বসনিয়া, ডেনমাক`,ফিনল্যান্ড এমনকি ভারতের কিছু লোক ৫ তারিখেই ঈদ উদযাপন করেছে
http://www.ibtimes.co.uk/eid-al-fitr-2016-celebrations-russia-turkey-while-muslims-other-countries-head-home-end-1568974
তারপরে দিন ৫ তারিখে বেশির ভাগ মুসলমানেরা চাদের দেখেছে এবং আজ ৬ তারিখে তারা ঈদ উদযাপন করছে।
সবুজ অংশের দেশে খালি চোখেই চাদ দেখা যাবে ৫ই জুলাই তাই আজ ৬ই জুলাই ঈদ উদযাপন করবে।
ইন্দোনেশিয়ায় ৫ই জুলাই দেখা চাদের ছবি
আমাদের দেশে আবহাওয়া খুব পরিস্কার থাকলে হয়তো আমরা ৫ তারিখেই চাদ দেখতে পেতাম। আর দুরবিন দিয়ে ভালো ভাবেই দেখা যেত। কিন্তু আবহাওয়াও খারাপ তাই গত কাল দেখার কোন সুযোগ ছিলো না।
আর আজ ৬ তারিখে বিশ্বের সব খানেই খালি চোখে চাদ দেখা যাবে। কিন্তু আমাদের দেশের আবহাওয়ার জন্য মনে হয়না আমরা আজও চাদ দেখতে পাবো। কিন্তু রমজান মাস যেহেতে ৩০ দিন পূন হয়ে যাবে তাই ৭ তারিখে ঈদ
কিন্তু মনে হয়্ বাংলাদেশ এবং ভারতই শুধু মাত্র ৭ তারিখে ঈদ করবে বাকি সবাই গত দুইদিন ঈদ করে ফেলেছে
সবাই কে ঈদের শুভেচ্ছা
সুত্র: http://moonsighting.com/1437shw.html
০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৩২
নতুন বলেছেন: হুম সবাই মিলে একটা সিদ্ধান্ত আসা উচিত।
আর চাদের হিসেবে ২ দিন ঈদ হতে পারে। ৩ দিন না।
২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতি বছর এরকম পার্থক্য থাকেই...
০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৩
নতুন বলেছেন: আমাদের দেশেও ২ দিন ঈদ হয়। একদল করে সৌদির সাথে বাকীরা দেশের হিসাবে।
৩| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:২৭
পাউডার বলেছেন:
সমগ্র মুসলিম জাতির একই দিনে চাঁদ দেখা উচিত। একজন মুসলিম দেখেছে প্রমাণ পেলে সাথে সাথে ঈদ পালন করা উচিত।
০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৫
নতুন বলেছেন: ঈদ করতে হয় চাদ দেখে... আর সারাবিশ্বে চন্দ্রমাসের প্রথম দিনে চাদ দেখা যায় না। ২য় দিনে বাকিরা দেখতে পায়।
তাই ২ দিনেই সব দেশ ঈদ করতে পারে।
৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:৫৫
সচেতনহ্যাপী বলেছেন: শুধু আমাদের দেশ না কুয়েত পর্যন্ত সৌদীদের অনুসরন করে।। ঈদ মুবারক।।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৩
নতুন বলেছেন: হুম মধ্যপ্রচ্যের প্রায় সবাই এবং বিশ্বের অনেক দেশই সৌদির সাথে ঈদ করে।
কিন্তু নতুন চাদের হিসেবে আমাদের দেশে কিন্তু আজ ঈদ হবার কথা ছিলো। কারন ৫তারিখেই আমাদের দেশে চাদ দেখ যেত যদি মেঘ না থাকতো...
৫| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৫
মো সাদিকুর রহমান বলেছেন: ভাল কথা এক সাথে ঈদ করবেন। তাহলে অন্য দেশে মাগরিবের আজান দিলে যোহরের সময় আপনিও মাগরিবের নামাজ আদায় করবেন। পুর্বের দেশের চাদ দিয়ে পশ্চিমের দেশে ঈদ করলে ভাববেন কু গড়মিল হতে পারে। যারা বুঝে এক কথাতেই বুঝে। যদি রোজার দিনেএ ঈদ করেন তাহলে খাবার গিলতে পারবেন তো।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০০
নতুন বলেছেন: ভাই সাদিকুর রহমান<< আমি কি কোথাও বলেছি যে সারা বিশ্বে একদিন ঈদ করতে হবে??
বিশ্বে দুইদিনে ঈদ হতে পারে... কারন চাদ বিশ্বে একই দিনে দেখা যায় না। কিন্তু ৩দিন লাগে না।
আর কিছু দেশ চাদের অবস্থান এবং আধুনিক যন্ত্রদিয়ে চাদ দেখে ঈদ করছে আর কিছু দেশ চোখে দেখে...
তার ফলে আমাদের দেশেই ২দিন ঈদ পালিত হয়... যেটা হাস্যকর..
আমাদের দেশেও আজ ঈদ করলেই পারতো কারন আমাদের আকাশে কিন্তু ঠিকই চাদ ছিলো এবং আকাশে মেঘের কারনেই সেটা দেখা যায়নি সেটাও সবাই জানে।
৬| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০০
লোনার বলেছেন: দেখুন:
view this link
https://www.youtube.com/watch?v=oOTemH8IqTY' target='_blank' >view this link
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৫
নতুন বলেছেন: ভাই আমি সারা বিশ্বে একই দিনে ঈদ পালনের কথা বলিনাই। কারন চাদ ১দিনে দেখা যায় না ২ দিনে সারা বিশ্বে সব খানে দেখে।
এবার বিশ্বে ৫,৬,৭ই জুলাই ঈদ পালিত হচ্ছে...
৭| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০৩
লোনার বলেছেন: দেখুন:
view this link
https://www.youtube.com/watch?v=oOTemH8IqTY' target='_blank' >view this link
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:২০
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভালই বলেছেন।আমার তো মনে হয় চাঁদ দেখা কমিটি বাতিল করে অ্যালমানাক নামে একটি কমিটি করা দরকার যারা বই খাতা কলম কম্পওউটার নিয়ে হিসেব কষে ঈদের ডেট ঠিক করবে!