নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
আমার বন্ধুরা মিলে আরব আমিরাতে ই-কমাস` সাইটে পন্য বিক্রি করছে এবং নিজেরাও তাদের ই-কমাস` সাইট তৌরি করে তাদের পন্য বিক্রি করার জন্য পরিকল্পনা করছে।
সেই পন্য গুলি এবং তাদের স্টোরগুলি তারা একটা ফেসবুক পেজের মাধ্যমে প্রচারনা করে থাকে। বত`মানে বিভিন্ন জায়গাতে সেয়ার করে ৪-৫ হাজার ভিউ পাচ্ছে তারা কিন্তু এটা বাড়াতে আরো কি কি করা যায়?
https://www.facebook.com/theUaeExpress/ ফেসবুক পেজ লিংক
ফেসবুকে টাকা দিয়ে বিজ্ঞাপনের প্রচারের পন্হা ভালোই কিন্তু খরচ একটু বেশি। আবার এটাতে অনেক সময়ে নিজের মতন শ্রোতার কাছে যাওয়া যায় না। এই টাকা যদি দেশের কোন বেকারকে দিয়ে একটু কাজ করা যায় সেটা মন্দ হয় না। তাই তাই অনলাইন মাকেটিং এক্সপাটদের কাছে টিপস চাইছি কিভাবে এটা ব্যবহার করা যায়।
তাদের নিজেস্ব সাইট হলে তখন পুরো বিষয়ে সাহাজ্য চাইবো এখন ফেসবুকে কিভাবে এটার পরিধি বাড়ানো যায় সেই আইডিয়া খুজছি।
ফেসবুকে ই-কমাস` সাইটের প্রচার এবং তাদের পন্যের পোস্ট বিভিন্ন গ্রুপে প্রচারের জন্য সাহাজ্য এবং আইডিয়া দরকার।
সাথে এই কাজ দেশে বা বিদেশে বসে করতে পারে এমন কাউকে খুজছে তারা।
ফেসবুকে মাকেটিংএর আইডিয়া থাকলে সেয়ার করুন।
১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৬
নতুন বলেছেন: হুম বন্ধের দিনে পিসি খোলাই থাকে... আর সামু পেজও খোলা থাকে..
২| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৯
রক্তিম দিগন্ত বলেছেন:
অনলাইন মার্কেটিং-এ সব কৌশলের থেকে ধৈর্য রাখাটা বেশি জরুরী। যত কৌশলই নেন - সেটা ফলতে সময় লাগবে বেশ।
তবে, হাসান মাহবুব ভাইয়ার মার্কেটিং- নিয়ে পোস্টটা আপনার কাজে আসতে পারে। ঐটা দেখতে পারেন।
১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৮
নতুন বলেছেন: উনি জটিল লিখেছেন।
আমি আসলে একজনকে খুজছি যিনি এই কাজে সাহাজ্য করতে পারে।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৩
টমাটু খান বলেছেন: পড়ে খুব ভালো লেগেছে।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভালো লাগলো ।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৩
তরিকুল ইসলাম দিপু বলেছেন: ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬
Wahiduzzaman Utsho বলেছেন: ভাইয়া কি সারাদিন অনলাইনে ????