নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
গতকালের ম্যাচ মাঠে গিয়ে দেখেছি, এটা আমার জীবনের প্রথম এবং জীবনের স্মরনীয় হয়ে থাকবে এই অভিঙ্গতা। তামিমের বীবত্ব, মুসফিকের লড়াই, রুবেলের মালিঙ্গার বল খেলা আউট এবং রিভিও.... সবই খুবই উপভোগ করেছি সবাই মিলে। তিনবার নয়ন জলে ভরে গিয়েছে। শেষ বার উপরের এই লোকটির হাতে লেখাটা দেখে।
আমাদের দল বাড়ীর পাশে খেলতে আসবে আর আমরা দেখতে যাবো না তা কি হয়? তাই ছুটি মন্জুর হবার আগেই টিকিট কেটে নিয়েছিলাম যদি পরে না পাই।
গতকাল যখন স্টেডিয়ামের কাছে পৌছালাম তখন ২টা বাজে, মানুষ এখানে ১১টা থেকেই আসতে শুরু করেছিলো। মনে হলো মিরপুর স্টেডিয়ামে ঢুকতে যাচ্ছি। দুর থেকেই লাল সবুজই দেখতে পারছিলাম।
প্রচন্ড গরমে লাইনে দাড়িয়ে থাকা অনেক কস্টকর ছিলো। ভেতরে গরম সহনীয় ছিলো।
প্রথমে সবাই মিলে জাতীয় সংগীত গাইবার সময় চোখ বেয়ে অশ্রু বইছিলো.... জানিনি জাতীয় সংগীত গাইবার সময় এমনটা হয়... দেশের বাইরে যারা কামলা/স্থায়ী ভাবে না থাকে তারা ছাড়া এটা বুঝতে পারবেনা।
খেলা শুরুর পরেই দুই ওভারে ২ উইকেট নাই.... শ্রীলংকান মাচারা নাগিন ডান্স শুরু করছে.... আমাদের মাঝেও হতাশা... সাকিব আসলো চলে গেলে...তামিমের ইনজুরি... সবাই চুপচাপ...
মুসফিক রহিম..মিথুন...আস্তে আস্তে চাপ কমিয়ে আনলো... তারপরে মিথুন মারা শুরু করলো... আর আমাদের বাঙ্গালীরা গজে` উঠা শুরু করলো।
২৫ হাজার ধারন ক্ষমতার স্টেডিয়াম ৯৫% পূন` ছিলো...তার সবটাই ছিলো বাঙ্গালীদের দখলে.... শুরু একটা শ্রীলংকান গ্রুপ কিছুটা আয়াজ করছিলো..... যখন মিথুনের সাথে মুসফিক রহিমও হাতখুলে খেলা শুরু করলো তখন থেকেই সবই ৩০০ এর কাছাকাছি রান হতে পারে।
মিথুন চলে যাবার পরে আবার সবাই আসতেছে আর যাইতেছে..... আমরা কিছুটা চুপ চাপ...
রুবেল আসার পরে আবার সবাই হ্যাপী হইয়া গেলো.... তবে সবাই অবাক কারন মুসফিক এক রান নিয়ে রুবেল কে পাঠালো মালিঙ্গাকে ফেস করতে.... রুবেল কিন্তু বেশ ভালো ভাবেই মালিঙ্গাকে মোকাবেলা করেছিলো। তারপরে রুবেলের এলবিডাব্লউ.... আমারও মনে হয়েছে বল ব্যাটে লেগেছে কিন্তু আম্পেয়ার আঙ্গুল তুলে দিলো.... সবাই চুপ...তখন রুবেলও হাটা দিয়েছে...মুসফিক মনে হয় জিঙ্গাসা করেছে এবং রুবেল বলেছে হা ব্যাটে লেগেছে...তখন মুসফিক রিভিওএর আবেদন করে....
বড় পদায় যখন ভিডিও রিভিও করছিলো তখন ব্যাটে লাগা দেখে উপস্হিত সবাই লাফিয়ে উঠে চিতকার করে উঠে.... তারপরে সবাই এক সাথে ভুয়া ভুয়া বলে চিতকার... আম্পেয়ার নিশ্চয় তার পরিচিত বাঙ্গালীকে জিঙ্গাসা করবে '' what is Voua in bangoli''
প্রতিটা ৪... প্রতিটা ৬ এর পরেই স্টেডিয়ামের সবার চিতকার..স্লোগান... সে এক অন্য রকমের অনুভুতি....
যখন মুসতাফিজুর আউট হয়ে গেলো তখন সবাই চুপচাপ.... কারন ততক্ষনে সবাই জানে তামিম রিটায়াট হাড`.. স্ক্রীনেও দেখাচ্ছিলো তামিম বসে আছে হাতে ব্যান্ডিজ।
আমরা সবাই হিসাব করছি কত রান হবে... এবং একটু আপসেট যে এতো কম রানে শ্রীলংকাদের আটকানো যাবেনা।
তখন হঠাত মাঠে গুন্জন... তখন দেখি একজন মাঠে নামছে... আমরা একে অপরের দিকে দেখছি জিঙ্গাসা করছি যে কে নামছে এখন.... তখন স্ক্রীনে লেখা তামিম...সবাই তখন তামিম, তামিম চিতকার করছে... সারা স্টেডিয়ামে তামিম তামিম ধ্বনীতে কাপছে....
শ্রীলংকানারো অবাক... কারন তারা ভাবেনাই যে তামিম আবার নামবে.... সে এক হাতে বল মোকাবেলা করতে দাড়ালো... বেশির ভাগ বাংলাদেশীরই চোখ ছল ছল করে উঠেছিলো তখন সেই দৃশ্য দেখে...
বল ঠেকানোর পরে আবার পুরো স্টেডিয়াম কেপে উঠেছিলো বাঙ্গালীদের গজ`নে..... সেটা একটা অবিশ্বরনিয় মূহত`...
তার পরে শুরু হলো মুসফিকের তান্ডব... ১৬ বলে ৩২ রান....
তামিমের ফি আশাটাই বাংলাদেশের ম্যাচ জয় হয়ে গিয়েছিলো। সবাই বলছিলো যে রেজাল্ট যাই হোক আমারা জিতে গেছি।
শ্রীলংকারা মাঠে নেমেই ৪ আর ৬ মারা শুরু করেছিলো... তখন আবারো লংকান মাচাদের নাচা নাচী.. আর নাগিন ডান্স ...কিন্তু সেটা স্হায়ী হয়ে ছিলো কয়েক ওভার... তারপরে যখন উইকেট পড়া শুরু করলো... তখন তারা চুপ... আমাদের গজ`ন শুরু...
৪ উইকেট পড়ার পরেই লংকানারা বাড়ীর পথে হাটা দিচ্ছিলো.... ৬ উইকেট পরে লংকানরা ৪ মারলেও মাঠে কোন আয়াজ আসছিলোনা... ততক্ষনে সব লংকানরাই মনে হয় বাড়ী পৌছে গিয়েছিলো....
পুরো আরব আমিরাত থেকেই যে ছুটি ম্যানেজ করতে পেরেছে, যে আশার ব্যবস্হা করতে পেরেছে সবাই এসেছিলো... মনে হয় নাই যে এটা বিদেশ আছি... চারিপাশের সবাই বাংলাদেশী... বাংলায় কথা বলছে... বাংলায় চিতকার করছে... সারা মাঠ কাপছিলো বাংলাদেশ বাংলাদেশ গজ`নে....
আমাদের দেশের সবাই যদি এই রকম এক হয়ে দেশের জন্য কাজ করে তবে বিশ্বে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকবে....
দেশের বাইরে যারা কামলা খাটে তাদের দেশের জন্য, মায়ের জন্য কেমন লাগে সেটার একটা ছোট্ট উদাহরন এই ছবি....
বিদেশে যারা কামলা দেয় তারা নিজের মা কে কেমন মিস করে সেটার একটা উদাহরন। এই বোডে` লেখাটি লিখে নিয়ে এসেছ... ক্যামেরায় দেখানো জন্য দাড়িয়ে ছিলেন দীঘ` সময়...
মাঠের কিছু ছবি...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
নতুন বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
রাকু হাসান বলেছেন: বাহ প্রাণ জুড়িয়ে যাওয়া ছবি । দারুণ মুহূর্ত ভিডিও করছেন । অনেক ধন্যবাদ । দেখার সুযোগ করে দেওয়ার জন্য ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
নতুন বলেছেন: এই প্রথম টাইগারদের কোন আন্তজাতিক ম্যাচ সরাসরি মাঠে গিয়ে দেখলাম.... আর দারুন সব ঘটনা ছিলো ম্যাচে...
দশ`কদের স্টেডিয়াম কাপানো গজন... সব মিলিয়ে আজীবন মনে থাকবে আমার।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশ জয়ী তার মানে আমি জয়ী ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
নতুন বলেছেন: বাংলাদেশ টিম মানে আমিও তো সেই দলেরই প্লেয়ার... জয় পরাজয় আমাদেরই...
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: কালকের ম্যাচটা সত্যি অসাধারণ। আমাদের অনেকবড় প্রাপ্তি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
নতুন বলেছেন: টপ অডা`রের ব্যাটসম্যানেরা ২ জন চলে যাবার পরে মুসফিকের এমন ইনিংস এবং তামিমের দল/দেশের প্রতি দায়ীত্ব বোধে পিচে আসা.... এবং তার পরে মুসফিকের তান্ডব ... যার কিনা দৌড়াতেই কস্ট হচ্ছিলো.... সব মিলিয়ে এটা আমাদের ক্রিকেটের নতুন প্রযন্মের প্রতি বড় একটা শিক্ষা....
কাল এই টুকুুই আমাদের জয়ী বানিয়েছে....।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি গর্বিত
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২
নতুন বলেছেন: বাংলাদেশী হিসেবে আমি গবি`ত....
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
বাকপ্রবাস বলেছেন: আমারতো এই পোষ্ট পড়তে গিয়েই চোখে জল আসার জোগাড়, দেশকে এতোটা ফিল করছিলাম, কালকের ম্যাচটা অনলাইনে হলেও কেন দেখলামনা আপসুস হচ্ছে, সারা রাত ভিডিও খোঁজে খোঁজে দেখলাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫
নতুন বলেছেন: এই প্রথম স্টেডিয়ামে দেশের খেলা দেখতে গিয়েছিলাম.... গরমে খুবই কস্ট হয়েছে... কিন্তু উশুল ৩২ আনা
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: তামিমের একহাতে ব্যাট ধরা দেখে চোখে পানি চলে আসছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
নতুন বলেছেন: তামিমের এক হাতে ব্যাট ধরে দাড়ানো দেখেই প্রতিপক্ষ বুঝেছে এদের হারানো যাবেনা.... এমন মনবল নিয়ে যারা দাড়ায় তাদের হারানো যায় না।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
আতোয়ার রহমান বাংলা বলেছেন: মন জুড়িয়ে যাওয়া ছবি । দারুণ মুহূর্ত ভিডিও করছেন । অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯
নতুন বলেছেন: এইগুলি তো কয়েকটা ছবি... ছবি তোলার কথাই তো মনে ছিলো না...
মোবাইলের চাজ`ও শেষ হয়ে গিয়েছিলো।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনি ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০
নতুন বলেছেন: হুম অনেকেই এই ম্যাচের কথা কোট করবে... আমি বলতে পারবো যে আমি সরাসরি মাঠে দেখেছি
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
অপর্ণা মম্ময় বলেছেন: অনুভূতির দারুণ প্রকাশ সহজ সরল ভংগীতে। ছবিগুলি দেখেই মন ভাল হয়ে গেলো।
তামিম গতকাল খুব বীরের মত কাজ করছে। আর জাতীয় সংগীত ভাই এমন এক সংগীত যা শুনলে সবসময় গায়ে আমার কাঁটা দেয় এক অদ্ভুত আবেগে, ভালবাসায়। সেটা যারা দেশেই থাকুক আর দেশের বাইরে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০
নতুন বলেছেন: আমি লেখক নই... সাধারন ব্লগ পাঠক মাত্র...
দেশে থাকতে এই ভাবে চোখে পানি আসতো না... কিন্তু এখন গাইতে গেলে গলা ধরে আশা ... চোখে জলের বন্যা বাধ মানে না...
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
ডার্ক ম্যান বলেছেন: আপনারা অনেক কষ্ট নিয়ে প্রবাসে আছেন, আপনাদের জন্য হাজারো সালাম।
মনে হচ্ছে এশিয়া কাপ এবার বাংলদেশই জিতবে
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৫
নতুন বলেছেন: প্রবাশে সব মিলিয়ে ভালোই আছি... কিন্তু দেশের সব কিছুই মিস করি....
আমরা বাজারে গেলেও শারমিন দেশের মাছ, সবজী, সব কিছুরই কথা বলে... এখানের সব কিছুর স্বাদই নাকি দেশের জিনিসের তুলনায় কিছুই না।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
অন্তরন্তর বলেছেন: খুব খুব ভাল লিখেছেন। ছবি এবং লিখা পড়ে মুগ্ধ। আমরা যারা দেশের বাইরে বিভিন্ন দেশে থাকি তাদের যে দেশের জন্য কত আবেগ আর ভালবাসা তা বলে বুঝানোর মত নয়। খেলার বিষয়ে কিছু বলার ভাষা নেই। শুধু একটাই শব্দ সালাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭
নতুন বলেছেন: তবুও মনের আবেগ পুরু টুকু লিখতে পারিনাই।
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াহ!
বর্ণনায়, ছবিতে, আবেগে টউটুম্বুর করে ভাসিয়ে নিয়ে গেলেন যেন সেই ষ্টেডিয়ামেই
সত্যিই এমন মুহুর্তগুলো সত্যিই অনন্য! অতুলণীয়!
+++++++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪২
নতুন বলেছেন: এটা এমন একটা অভিঙ্গতা যা আমার সারা জীবনে মনে থাকবে.
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সোনালী ঈগল২৭৪ বলেছেন: জিতলেও বাংলাদেশ , হারলেও বাংলাদেশ
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৭
নতুন বলেছেন: দল যেহেতু আমার তাই হারলেও বাংলাদেশ... জিতলেও বাংলাদেশ....
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
কোলড বলেছেন: Too much cheap emotion for the lack of a better word! It confirms Field Marshall Auchinleck's (Last C-in-C of British Indian army) comment about Bengali.
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫১
নতুন বলেছেন: কে এই মহান ব্যক্তি? এদের কথার গুরুত্ব দিতে হবে কেন?
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২
জুন বলেছেন: কালকের খেলাটি সত্যি মনে রাখার মত নতুন। ছবিগুলো ভালো লাগলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৪
নতুন বলেছেন: মাঠে যে কি আনন্দ হচ্ছিলো সেটা ভাষায় বোঝানো যাবে না।
একটা ৪, ৬, প্রতিটিতেই গজে` উঠেছে ২১-২২ হাজার বাংলাদেশী...
একটা রিভিউতে যখন দেখিয়েছে যে বাংলাদেশী ব্যাটসম্যান আউট না.... নিরবতা ভেঙ্গে এক সাথে ২১-২২ হাজার মানুষের গজ`ন... স্টেডিয়াম দূবল` হলে ভেঙ্গেই পড়তো গত কাল...
১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
কলাবাগান১ বলেছেন: didn't you see the free democracy placard?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭
নতুন বলেছেন: সেটা চোখে পড়েনি... তবে একজনের ছবিদিয়েছি...
তিনি দাড়িয়ে ছিলেন 'মা আমি এখানে' একটা বোডে` লিখে নিয়ে এসেছিলেন নিজের হাতে... তার বাসা থেকে....
দেশে কিন্তু আসলেই কখনোই গনতন্ত্র ছিলো না.... কবে আসবে সেটা গবেষনার বিষয়।
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪
আবু মুহাম্মদ বলেছেন: প্রথম ম্যাচেই সেরা দিতে পেরেছে এখন বাকি গুলোতে ধারা অব্যহত রাখুক এই প্রত্যাশা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮
নতুন বলেছেন: এই টিম স্প্রিটটা ধরে রাখতে পারলে কাপ জয় করাও সম্ভব।
১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার পোস্ট মন ভালো করে দিলো !!!!
খালিজ টাইম দারুণ কভারেজ দিয়েছে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯
নতুন বলেছেন: এই অনুভতি সেয়ার না করে পারলাম না।
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৪
সনেট কবি বলেছেন: সব মিলিয়ে এটা দারুণ উপলক্ষ্য।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
নতুন বলেছেন: হুম খুবই উপভোগ করেছি দিনটা।
২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আবেগাপ্লুত হওয়ার মতোই ঘটনা ঘটেছিলো সেদিন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
নতুন বলেছেন: স্টেডিয়ামে ২১-২২ হাজার মানুষের গজ`ন বিরাট অনুভুতি...
২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
সাাজ্জাাদ বলেছেন: অনেক ইচ্ছা থাকার পরও যাওয়া হইনি। আপনার পোস্টের জন্য মনে মনে অপেক্ষা করছিলাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
নতুন বলেছেন: বিরাট মিস করেছেন ভাই।
২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
তারেক ফাহিম বলেছেন: দারুন উপভোগ করছেন মনে হচ্ছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
নতুন বলেছেন: যারা টিভির সামনে বসে দেখেছেন তাদের থেকে আমাদের আনন্দ ছিলো হাজার গুন বেশি।
২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ ছবি, মন ভরে গেল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
নতুন বলেছেন: ধন্যবাদ
২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ খেলেছিল টাইগাররা সেদিন, দারুণ উপভোগ করেছি।
ভালো বলেছেন ভাই, গ্রাম ছেড়ে থাকলে মনে হয় বুঝা যায় গ্রাম কত প্রিয়, আর দেশ ছেড়ে বিদেশ গেলে তো কথাই নেই, বাড়ির কথা মনে হলেই ভিজে উঠে চোখের পাতা।
অভিনন্দন টাইগারদের,
সুন্দর পোস্ট, পড়ে গর্বিত হলাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
নতুন বলেছেন: দেশের বাইরে থাকলে দেশের কথা মনে পড়বেই।
যতই ভালো থাকি, ভালো খাই না কেন... দেশের তুলনা হয় না।
২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
জোকস বলেছেন:
খেলা শুরু থেকে দেখতে পারি নাই ব্যস্ততার কারনে ভাবলাম দ্বিতীয় ইনিংস দেখবো বাসায় গিয়ে।
ভ্যান স্ট্যান্ডে ছোট্ট একাটা পান বিড়ির দোকানে ভিড় করে হোই করে উটছে। ভাবলাম স্কোরটা দেখেই আসি।
তখন এইমাত্র তামিম আসলো। তাহলে এখান থেকেই এই কয় ওভার দেখে যাই। মুশফিকের শেষ ১৬ বলে ৩২ রানের সুবাদে
২৬২ রানের টার্গেট মনে শান্তি এনে দিলো।
তারাতারি বাসায় যেয়ে দেখি কপাল খারাপ! কোন কারনে ডিস লাইন নেই
বাড়ির পাশেই ছোট্ট একটা বাজার, সেখানে চলে গেলাম চায়ের দোকানে খেলা দেখতে।
আবার কট খাইয়া গেলাম মুরব্বী চাচারা বাংলা সিনেমা দেখছে
কোন সমস্যা নাই, সামনেই ক্লাব, সেখানে যায়। ওমা! সে কি! কয়েক জন সিনিয়র বড় ভাই সুলতান সুলেমান দেখছে
সুবোধ বালোকের ন্যায় ব্যাক গিয়ার দিলাম
বাজারের ওই পাশে ছোট্ট একটা পান বিড়ির দোকান আছে, সেখানে মাঝে মধ্যেই খেলা দেখায়।
সে গুরেও বালি! দকান বন
পরাজিত বিরালের মত বাসার দিকেই হাটা দিলাম
মোবাইল ফোনে প্লেস্টোর থেকে ক্রিকবাজ ইন্সটল করলাম এবং স্কোর দেখলাম শ্রীলঙ্কার ২৩ রানে ২ উইকেট।
মনটা কোমল হতে লাগলো। বাসায় ফিরে স্কোর দেখতে থাকলাম, খেলা শেষ না করে ভাত খামু না।
৬৯ রানে ৭ উইকেট পর্যন্ত মনে আছে, কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি
সকালে উঠেই প্রথমে স্কোর দেখলাম। বুকটা আরও এক হাত চওড়া হয়ে গেলো।
ভাইজান, আমারও মনে থাকবে এই খেলাটা।
ছবিগুলো দারুন। বিশেষ করে স্টেডিয়ামের বাইরের গুলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই
২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তামিমের এক হাতে ব্যাট ধরে দাড়ানো দেখেই প্রতিপক্ষ বুঝেছে এদের হারানো যাবেনা.... এমন মনবল নিয়ে যারা দাড়ায় তাদের হারানো যায় না।
রাইট।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
নতুন বলেছেন: হুম...
২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
জাতীয় সংগীত শুনলে আবেগাপ্লুত চোখে পানি চলে আসা,
আমারও হয়। কিন্তু পরিবার বা বন্ধু-কলিগদের কাছে চোখের পানি লুকাই।
পোষ্ট খুব চমৎকার হয়েছে। দুবাইয়ে এত বাংগালী!
বিশেষকরে ছবিগুলো, সংগ্রহ করে রাখার মত।
যাক আরেকটা কথা টিকেটের দাম কত ছিল?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
নতুন বলেছেন: দুবাইয়ে অনেক বাঙ্গালী.... স্টেডিয়ামের ধারন ক্ষমতা ২৫ হাজার.... আমার মনে হয় ২২-২৪ হাজার লোক ছিলো... ৯০% বাংলাদেশী...
কয়েকবার দশ`কের গজ`নে স্টেডিয়ামের ভীত কেপেছিলো ঐ দিন
টিকিট সাধারন ৩৫ দিরহাম= ৮০০ টাকা অনলাইনে... যারা বাইরে থেকে কিনেছেন তারা ১০৭৫টাকা দিয়ে কিনেছেন।
তারপরে ট্যাক্সি ভাড়া... গাড়ী ভাড়া....
অনলাইনে কয়েকদিন আগে থেকেই টিকিট শেষ হয়ে গিয়েছিলো।
২৯| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাংলাদেশ অনেক ভালো খেলেছে। খেলা নিয়ে অনেক আফসোস নেই।
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৩
নতুন বলেছেন: হুম খেলা নিয়ে আফসোস তেমন নাই।
কিন্তু ব্যাটিং খুবই খারাপ করেছে.... দলের সামথ` অনুযায়ী আমরা ঐ ম্যাচ জিততেই পারতাম।
৩০| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
অনেক আগের পোস্ট তাও ছবি গুলো দেখে কমেন্ট না করে পারলাম না । আপনাদের জন্য শ্রদ্ধা আর ভালবাসা রইল ।
ভাল থাকুন সব সময় ।
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...
ভাল থাকুন সব সময় ।
৩১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: নতুন পোষ্ট কবে পাব?
২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
নতুন বলেছেন: সময় পাইনা প্রভা... শুধুই পড়তে আছি... লেখার জন্য সময় হয় না।
৩২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
টুনটুনি০৪ বলেছেন: আপনার জন্য শ্রদ্ধা।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৩
নতুন বলেছেন: ধন্যবাদ...
৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫
মাহের ইসলাম বলেছেন: খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, সব কিছু।
ছবিগুলো পুরো লেখাটাকে জীবন্ত করে ফেলেছে।
শুভ কামনা রইল।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৬
নতুন বলেছেন: আরো ছবি তোলা দরকার ছিল.... সবাই যেই উচ্ছাসে ঐখানে গিয়েছিলো সেটা ছবিতে তুলতে পারলে আরো ভালো হতো।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
স্রাঞ্জি সে বলেছেন:
ছবি গুলো দেখে মন ভরে গেল।