নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের ভোট কাটার ইতিহাস, অতীত, বত`মান এবং ভবিষ্যতে কি কিছু করনীয় আছে?

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯

গনতন্ত্রে ভোটের অধিকার জনগনের জন্য একটা বিরাট ক্ষমতা। ব্যালোটের ক্ষমতার কারনেই রাজনিতিক দলগুলি জনগনকে সমীহ করে।

গতকালের নিবাচনে ৩০% লোকও ভোট দিতে যায় নাই।

কেন যায় নাই? ৭০% মানুষ আস্থা হারিয়েছে কারন বিগত ভোটে মানুষকে ভোট দিতে হয় নাই। আগেই ভোট কেটে নিয়েছে রাজনিতিক সন্ত্রাসীরা।

আগে লাঠিয়াল বাহিনি ভোট কেন্দ্রের দখল নিতো, নিজেরা ভোট কেটে বাক্স ভরে দিয়ে দিতো।


তারপরে আসলো অস্রের যুগ, ককটেল ফুটিয়ে, পিস্তলের গুলি করে কেন্দ্র দখল নিতো।

গতবারে রাতের আধারেই বাক্স ভরে গিয়েছিলো।

এবার ইভিএমে ভোট দেবার পরে বা দেবার সময়ে ভোট চুরি,ডাকাতি হয়েছে নিচের পদ্বতীতে

১) ভোটার ভোট দেবার সময় পাশে দাড়িয়ে বলে দিয়েছে কাকে ভোট দিতে হবে
২) ভোট দেবার সময় পাসে দাড়িয়ে নিজেই ভোটের মাকায় চাপ দিয়ে দিয়েছেন।
৩) পিজাইডিং অফিসারের ভোট কারেকসনের ক্ষমতা ব্যবহার করে নেতারা
৪)
৫)

বাঙ্গালী অতি বুদ্ধিবান জাতী, অবশ্যই সকল ইনোভেটিভ ভাবে তারা অন্যের ভোটটা যত ভাবে দেওয়া যায় তত আইডিয়া আবিস্কার করে ফেলেছে।

সভ্য দেশে কোথাও ভোট কাটেনা, ইহুদী, নাসারা, অসভ্য, নাস্তিক এই সব দেশে বেশি কিন্তু তারা ভোট কাটেনা :|

কিভাবে তারা এই স্হানে আসলো যে রাজনিতিক দলগুলি ভোট কাটার চেস্টা করে না?
কিভাবে আমরা আমাদের দেশের রাজনিতিকিত দলে এই রকমের পরিব`তন আনতে পারি?

আমার কিছু ভাবনা:-

১) প্রযুক্তির ব্যবহারে এই বিষয়গুলি বেশি এক্সপোজ করা ফলে সরকার বাধ্য হবে নেতাদের নিয়ন্ত্রনে।
২) কেন্দ্রের ভেতরে বুথে সিসিটিভি কভারেজ
৩) বিরোধি দল তার ওয়েবসাইটে প্রতি কেন্দ্রে ১ জনকরে কমী` লাইভ ভিডিও ফিড অন রাখবে, তাকে আক্রমন করলে সেটা লাইভ রেকোডিং থাকবে। ( ফেসবুক লাইভ ব্যবহার করতে পারে তারা )
৪)
৫)

আপনাদের কি ভাবনা আছে কমেন্টে সেয়ার করুন....
আপনাদের যদি বাইরের দেশে এই রকমের সমস্যা কিভাবে মোকাবেলা করেছে সেটার সম্পকে জানা থাকলে উল্ল্যেখ করুন...

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




নতুন ভাই,
যা আমাদের পক্ষে সমাধানযোগ্য নয় তা নিয়ে কথা বলা কি সময় অপচয় নয়? ভোটাধিকার, জনগণ সকল ক্ষমতা উৎস এসব জনগণের সাথে মজা করার জন্য উক্তি বিশেষ।

আপাতত করোনা নিয়ে ভাবা উচিত কিভাবে সচেতন থাকা যায়। “মাত্র গতকাল যা আলোচনার বিষয় ছিলো আজ তা চিন্তার বিষয়” কারণ বাংলাদেশী মাইগ্রেশন প্রিয় ছাত্রছাত্রী ছত্রাক সমাজ এই রোগ সম্ভবত বহন করে নিয়ে এসেছেন - এখন সময় বলে দিবে ভবিষ্যত।



০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১২

নতুন বলেছেন: এই সমস্যা কিন্তু উন্নত দেশেও হতো এখন তাদের এই সমস্যা নেই।

তারা কি করে এই সমস্যা সমাধান করলো সেটা নিয়েই ভাবছি। আমাদের দেশেও হবে.... সবাইকে এটা নিয়ে আলোচনা করতে হবে।

আমি বিশ্বাস করি শেখ হাসিনা ভোট কেন্দ্রে বুথে আয়ামীলীগ কমী` দাড় করিয়ে রেখে বাটন চেপে নৌকায় ভোট দিতে নিদেশ` দেয় নাই। অতি উতসাহী নেতারা এটা চালু করেছে।

তাই এই বিষয় গুলি সবার দৃস্টিগোচর হওয়া দরকার। তবে সমাধান আসবে বলেই আমি আশা করি।

চায়না থেকে আগত ছাত্রদের যেই ভাবে রেখেছে তা পুরাই াকডআপ অবস্থার প্রমান। X((

কত বড় বড় অপদাথ`রা উপরে বসে আছে তাই ভাবতেছি !

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ঐ কথাটাই সব প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে- বাংলার জনগণ সব ধরনের ইনোভেটিভ আইডিয়া কাজে লাগিয়ে অন্যের ভোট নিজের ভোটে পরিণত করছে। কাজেই, সম্ভাব্য সব টেকনোলজিই যে এখানে ফেইল মাইরা যাইব, তা বলাই বাহুল্য।

পাওয়ার ব্যালেন্সই একমাত্র এর সমাধান। গতকালের ফলাফল থেকে অন্তত এটা নিশ্চিত যে, একদল ৯৮%, আরেকদল ২%- ঢাকার জন-ক্ষমতা আর এরকম নাই। কাগজে-কলমে এ ফলাফল হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষ্য না দিলেও, রাজপথ উভয় দলের প্রায় সম-ভাগে দখলে ছিল। এটা দেশের জন্য একটা স্বস্তির কারণ। ভবিষ্যতে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২০

নতুন বলেছেন: বিরোধি দল না থাকলে সরকারী দল ফ্রাংকেসটাইন হয়ে যায়। শেখ হাসিনা সেটা নিয়ন্ত্রন করতে পারছে না। সেটা মনে হয় তিনিও বুঝতে পারছেন। কিন্তু কিছু করার পথ পাচ্ছেন না।

বিএনপিও জনগনের জন্য রাজনিতি করছেনা, খালেদা জিয়া আর তারেক জিয়া থেকে বেরহতে পারছেনা।

জনগনও মেজর জিয়া আর শেখ মুজিব ছাড়া কিছু বুঝতে পারছেনা।

জনগন কিন্তু এই রাজতন্ত্র মেনে নিচ্ছে। নেতার ছেলে নেতা হবে এটা জনগন মেনে নিচ্ছে এটা অবাক লাগছে।

দেশে মানুষের কাজ নেই তাই রাজনিতিক নেতারা অনেক বেকার জনগনকে পাশে পায় তাদের সোঅফ করার জন্য।

দেশের মানুষ শিক্ষিত হলেও এখনো নেতাদের কাজ নয় মাকা দেখেই পছন্দ করে।

জানিনা কিভাবে এই সমস্যা থেকে দেশ বের হবে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: ভোট সুষ্ঠুভাবে হলেই কি দেশ উন্নয়নে ভরে যাবে?
ফলাফল তো একই।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

নতুন বলেছেন: জনগন যদি সচেতন ভাবে ভালো মানুষ, ভালো দলকে ভোট দেয় তবে দেশে প্রকৃত উন্নয়ের শুরু হবে।

বত`মানে দেশে অন্য সময়ের চেয়ে বেশি উন্নয়ন হচ্ছে, কিন্তু একটি দল ক্ষমতা,টাকায় অনেক বেশি শক্তিশালী হচ্ছে যার ফলে তারা জনগনকে এখন মুল্যায়ন করে না। আগামীতে এটা আরো বারবে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৮

অখ্যাত নবাব বলেছেন: বর্তমানে স্কুল-কলেজের পাঠ্য বইয়ে গণতন্ত্র নামে একটি অধ্যায় আছে।
সেই অধ্যায় গুলো তে পড়লে বুঝতে পারবেন! আসলে গণতন্ত্র কোন উন্নয়নের মূলমন্ত্র নয়।
তাই প্রথমে আপনাকে ঠিক করতে হবে কি চান?
উন্নয়ন চান নাকি অন্য কিছু!
উন্নয়ন চাইলে এই সরকারই আজীবন থাকুক!
অন্য যারা বিরোধী আছে সবাইকে বলেন এবং সরকারী দলকে কে বলেন! যেনো সকল দল থেকেই মিলেমিশে একটি সরকার গঠন করুক।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১

নতুন বলেছেন: আপনি দেশে দূনিতি বন্ধ করুন, । অন্যায় করলে পুলিশ অপরাধীকে সাজা দিক, দলীয় প্রভাব মুক্ত ভাবে পুলিশ, আদালত,দুদুকে কাজ করতে দিন।

তখন যেই দলকেই ক্ষমতায় দিন আমার আপত্তি নাই।

যদি সরকারী দলের সাথে থাকলে টাকা পয়সা কামানো না যায় তখন মিছিলের জন্য আপনি মানুষও খুজে পাবেন না।

এখন প্রতিটা শহরে টেন্ডারে কে কাজ পাবে সেটা ঠিক হয় রাজনিতিক নেতার অফিসে, কোটি কোটি টাকা চাদাবাজী হয় রাস্তায়,বাজারে, প্রতিমাসে।

সরকারী দলের মজা কমিয়ে দিন, তারপরে ঐ দলকেই আজীবন সরকার বানান আমার আপত্তি নেই।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে বর্তমান ভোটার লিষ্ট হিসেবে আমেরিকার চেয়েও নিখুত।
প্রত্যেকের ইউনিক ফিঙ্গাপ্রিন্ট মারফত ভেরিফাইড। এটা অন্য কোথাও নেই।
আমেরিকায় সিটিজেন রাইট অনুযায়ি ক্রিমিনাল বাদে সাধারন কারো অনুমতি বাদে রাষ্ট্র ফিঙ্গাপ্রিন্ট বা ডিএনএ সংরক্ষন করতে পারে না। ভোটার লিষ্টে ফিঙ্গার প্রিন্ট নেই। (স্টেট প্রদত্ত ড্রাইভিং লাইসেন্সে ফিঙ্গার প্রিন্ট থাকে সেটা লোকাল ডাটা)
বাংলাদেশে ভোট দিতে চোদ্দটা সিসি টিভি লাগানোর দরকার নেই। বিরোধি দলের এজেন্ট ছিল না তাই সাহায্যের নামে অন্যে ভোট দিয়েছে। এজেন্ট থাকলে পারতো না।
যান্ত্রিক কারনে ৫% ফিঙ্গারপ্রিন্ট তাৎক্ষনিক রিড বা ম্যাচ নাও করতে পারে, যন্ত্র উন্নত হলে সমস্যা থাকবে না।

আমাদের দেশে মুল সমস্যা ভোট বিক্রি হয়ে যায় টাকার কাছে। বা প্রানের ভয়ে। হাউস টু হাউস তালিম পার্টি মাথায় কোরান একহাত বাচ্চার মাথায়, খোদারকসম করিয়ে ২টি হাজারি নোট ধরিয়ে দিলেই কাজ হয়। পরিবারের সবার ভোট ১০০% নিশ্চিত।

টেকনোলজির কথাই যখন বলছেন। আমার অভিমত হচ্ছে সবার ভোটাধিকার থাকতে হবে কেন? যে ইচ্ছুক তার থাকবে।
যে অন্যের প্ররচনায় ভোট দিতে চায় তার ভোট বাতিল হবে।
সেজন্য দরকার একটা লাই ডিটেক্টিং টেকনোলজি সহ একটি ইন্টেলিজেন্ট মেশিন। (বর্তমানে মেশিনে সংক্ষিপ্ত পরিক্ষা দিয়ে অনেক কিছুই করছে কর্পোরেট ব্যাবসায়িরা। বর্তমানে মনস্তত্ত পরিক্ষার জন্য একটা প্রটোটাইপ তৈরি করা কোন ব্যাপার না)
বাংলাদেশ রাষ্ট্রের মুল ভিত্তি, মুল ইতিহাস অনুযায়িই এটা হতে হবে।
এরপর ভোটের দিন মেশিনের সামনে বসে ভোটারের ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে ৫ মিনিটে রেন্ডম হাজার প্রশ্নের ভেতর ১০ টি প্রশ্নের জবাব দিয়ে তারপর ভোট দিবে। এরপর মেশিন বিবেচনা করবে তার ভোট ১, ১/২, ১/৪ বা ০
ভোট ১ দিনে শেষ না হলে ৩ দিন লাগুক। তবু।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

নতুন বলেছেন: বাংলাদেশে ভোট দিতে চোদ্দটা সিসি টিভি লাগানোর দরকার নেই। বিরোধি দলের এজেন্ট ছিল না তাই সাহায্যের নামে অন্যে ভোট দিয়েছে। এজেন্ট থাকলে পারতো না।

জাদিদ ভাইয়ের মনেক কথা আয়ামীলীগের কমি` জানে তাই তার ভোটটা তারা দিয়ে দিয়েছিলো।

আপনি ঠিক শেখ হাসিনার মতনই কথা বললেন । আপনি যোগ্য আয়ামীলিগার ভাই।

শেখ হাসিনার কানে এই বিষয়টা অবশ্যই যাবে যে আয়ামীলীগের ছেলে/মেয়েরা বুথে ঢুকে ভোট দিয়ে দিয়েছে, জিঙ্গাস করেছে কাকে দেবেন, না শুনলে জোর করে ভোট দিয়ে দিয়েছে।

তিনিও কিছুই করবেন না। তিনিও মনে হয় এটাই বলবে যে বিএনপির এজেন্ট ছিলো না তাই ছেলেরা দুস্টুমি করেছে। :(

ভোটের অধিকার সবাইকে দিতে হবে কারন আপাতত দেশের সংবিধানে সেটাই নিদ্ধারন করা আছে, যদি সবাই চায় তবে সেটা আগে পরিবত`ন করতে হবে তখন নতুন পদ্বতী নিয়ে আলোচনা করবো।

আর প্রযুক্তির দরকার নাই। শেখ হাসিনার ৩টা লাইন ই যথেষ্ট। তিনি বলবেন, আয়ামীলিগের কেউই যেন ভোট না কাটে, তিনি তার সব সাংসাদ এবং মন্ত্রীদের বলেলেই হবে।

কিন্তু তিনি বলবেন কি?

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

একাল-সেকাল বলেছেন:
শক্ত লোহাকে গলানো ছাড়া আকৃতি পরিবর্তন অসম্ভব।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১

নতুন বলেছেন: কিন্তু শুরুটা কিভাবে হবে?

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮

নেওয়াজ আলি বলেছেন: এই রক্ত, এই দেশ । বাংলাদেশ মাতৃভূমি। সালাম তোমাকে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

নতুন বলেছেন: দেশে দূনিতি আর ভন্ডামীর চাষ হচ্ছে এখন।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



যারা রাজনীতি জানে না, তারা াজনৈতিক দল দখল করলে, তারা রাজনৈতিক দল গঠন করলে, এই অবস্হার বা এই রকম কিছু ঘটে; শিক্ষিত মানুষরা রাজনীতি করলে, এই সমস্যার সমাধান হবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

নতুন বলেছেন: আপনি ভালো উদ্দেশে রাজনিতিক দল গঠন করলে আপনাকে সমস্যায় ফেলতে সব দল চেস্টা করবে।

এবং আমাদের দেশে মেরে ফলতেও চেস্টা করবে। মারামারি তো খুবই সাধারন একটা বিষয়।

ভদ্রলোক কেন মারামারি করবে এবং জানের ঝুকি নেবে রাজনিতি করতে, দেশের উপকার করতে?

এই জন্যই ভদ্রলোকেরা রাজনিতি করতে আসে না।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: খুব ভালো একটা বিষয় তুলে ধরেছেন । দেশের সকল মানুষের মঙ্গল হোক এই প্রাথনা ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৪

নতুন বলেছেন: এই বিষয়ে সবাই হতাস, হাল ছেড়ে দিয়েছেন জনগন তাই ৬৫% ভোটার ভোট দিতে কেন্দ্রে জায়নাই।

১০| ০২ রা মার্চ, ২০২০ রাত ১:০৮

সচেতনহ্যাপী বলেছেন: সেই ৭৪/৭৫য়ের নির্বাচন থেকে দেখে আসছি।। কিছুতে অংশও ছিল

০২ রা মার্চ, ২০২০ রাত ১:১৬

নতুন বলেছেন: দেশে জনগন যদি ভোট দিতে না পরে তবে রাজনিতিক নেতারা জনগনকে তোয়াক্কা করবেনা।

এখনো সন্ত্রাসীরাই ক্ষমতায় আছে পেশি শক্তির মাধ্যমে.... বিএনপি না হয় আয়ামীলীগ... দুই দলের সন্ত্রাসীর হাতে সকল এলাকার মানুষ জিম্মি হয় থাকে সব সময়। :(

সন্ত্রাসী দেশের মানুষ হয়ে নিজেদের কিভাবে সভ্য দাবি করি আমরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.