নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
১৫ ডিসেম্বর বাংলায় ব্লগের শুরুটা না হলে আজ হয়তো আমার মতন লাখো প্রবাসী বাংলাদেশীর বাংলা টাইপ করার অভ্যাসটা হয়তো থাকতো না। ২০০৬ এ যখন প্রবাসী হলাম তার কিছু দিন পরেই দেখা পেলাম বাংলাব্লগ সামহোয়ারইনব্লগ। এই জন্য বিরাট একটা ধন্যবাদ প্রাপ্য জানা পু এবং অরিল্ড কে। সকালে জাদিদ ভাইয়ের ফেসবুক গ্রুপের পোস্ট চোখে না পড়লে হয়তো আজ জন্মদিনের বিষয়টা মনেই পড়তো না।
২০০৬ থেকে শুরু ব্লগ লেখা এবং পড়া একটা সময় পুরা নেশার মতন হয়ে গিয়েছিলো্। বিদেশের জীবনে একটুকরো মরুদ্যানের মতন পেয়েছিলাম সামু কে। দুরে থেকেও মনে হতো দেশের পরিবেশেই আছি সরাক্ষন। রাত জেগে ব্লগে পড়ে থাকা, ব্লগের লেখা পছন্দ না হলে মাইনাস দেওয়া। কেউ উল্টাপাল্টা লেখা দিলে সবাই মিলে তাকে শিক্ষা দেওয়া। ছাগুদের ইনিয়ে বিনিয়ে জামাত শিবিরের পক্ষে লেখার চেস্টা আর সবার প্রতিবাদে তাদের লেজ গুটিয়ে লুকিয়ে থাকার। অনেক স্মৃতি ব্লগে।
একটা সময়ে এই ব্লগের হাত ধরে বাংলাদেশী অনেকেই ইন্টারনেটের ভালো ব্যবহার গুলি শিখেছে। অনেক নতুন নতুন জিনিস দেশের পত্রিকা এবং টিভির আগেই ব্লগের মানুষ জেনেছি। ব্লগের ব্যবহারকারীরা আমাদের দেশের সাংবাদিক সম্প্রদায় থেতে বেশি সচেতন এবং যে কোন বিষয়ে বেশি জ্ঞান রাখে। এখনো ফেসবুকে
সোসাল মিডিয়া জনপ্রিয় হবার আগে ব্লগ খুবই জমজমাট ছিলো। তার সাথে যোগ হলো ব্লগাদের নাস্তিক ট্যাগ দেওয়া।এই রকমের ঝামেলাতে ব্লগে অনেকের পদচারনা কমেছে তেমনি নতুন ব্লগার হবার সংখ্যা কমেছে।
১৫ বছরের ব্লগে অনেক ভালো ব্লগারে দেখা পেয়েছি। হারিয়েছি অনেক গুনি লেখকে, যারা তাদের ব্যস্ত জীবনের তাগিয়ে হারিয়ে গেছেন। কিন্তু বর্তমানে নতুন ব্লগার তৌরির দিকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। যেটা নিয়ে ব্লগের জন্মদিনে সবার ভাবা উচিত।
ব্লগের জন্মদিনের বিষয়টা জাদিদ ভাইয়ের ফেসবুক গ্রুপের পোস্টের মাধ্যমেই মনে পড়লো।
আশা করি ব্লগের সবাই মিলে আমাদের প্রিয় সামহোয়ারইনব্লগ কে সামনে এগিয়ে নিয়ে যাবো। বাংলা ব্লগ হিসেবে ১০০ বর্ষ পূতি হবে এবং নতুন ব্লগারা শতবর্ষপূতি উপলক্ষে ব্লগ লিখবে।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৯
নতুন বলেছেন: বাংলাতে ব্লগিং এর শুরুটা সামুর হাত ঘুরে।
বাংলা ভাষাভাষীরা ইচ্ছা করলে সামুকে অনেক শক্তিশালী করতে পারতো। এবং সচেতন একটা সমাজ তৌরিতে অনেক ভুমিকা রাখতে পারতো।
আমারা অনেক বড় একটা সুযোগ নস্ট করেছি।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: ১৫ বছর অনেক লম্বা সময়।
অভিনন্দন সামু।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১১
নতুন বলেছেন: ১৫ বছর অনেক বড় একটা সময়। সামু অনেক ঘটনার সাক্ষী।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭
মিরোরডডল বলেছেন:
চোখে ঠিক দেখছিতো আমি ? নতুন পোষ্ট দিয়েছে ???
যাক সামুর জন্মদিনের কারনে হলেও নতুনের নতুন পোষ্ট ।
সামুর জন্য এবং সকল পুরনো নতুন ব্লগারের জন্য শুভকামনা ।
আজ যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই যেন মাঝে মাঝে লেখা হয় আমাদের জন্য ।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৩
নতুন বলেছেন: ব্লগ পড়ি সময় পেলেই, আমি ব্লগের আসক্ত
সময় কম তাই নতুন কিছু নিয়ে লেখার সময় হয় না। কিন্তু পড়ার চেস্টা করি সব ব্লগ।
আর এখনো ক্যাচালে প্যাচাল পাড়তে তো মজাই লাগে
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
সামু নিশ্চয় এক বিস্ময়, এবং আপনি তার অংশ, আপনাকে অভিনন্দন; যাঁরা শুরুটাকে অনুধাবন করেছেন, আপনি তাঁদের একজন।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৬
নতুন বলেছেন: সামু বাংলাদেশের জন্য অনেক বড় একটা ভুমিকা রাখতে পারতো । জাতীর অজ্ঞতা, কুসংস্কার দুরে অনেক বড় ভুমিকা রাখতে পারতো। কিন্তু আমরা এই জিনিসটা অবহেলা করেছি।
জানাপু আর অরিল্ড তাদের নিজের টাকায় সামু চালিয়ে যাচ্ছেন এটা শুধুই ভালোবাসা থেকেই সম্ভব। সবার উচিত সামু যাতে বন্ধ না হয়ে যায় সেই ব্যপারে চেস্টা করুক। না হলে সামু ২০ বছর পূতি করতে পারবে কিনা সেই প্রশ্নটা সবার সামনে আসবে।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনার সাথে যাঁরা শুরু করেছিলেন, তাঁদের মাঝে পরিচিত কেহ কি আছেন ব্লগে?
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২০
নতুন বলেছেন: খুবই অল্প কয়েকজন আছেন।
এই ১৫ বছরে অনেক ভালো ব্লগারের লেখা পড়ার সৌভাগ্য হয়েছে আমার। যাদের কেউই এখন আর নেই।
যারা আছেন আমার মতন পাঠক, ব্লগে ঢু না মারলে ভালো লাগেনা। তারা খুবই কম লেখেন , লেখা পড়তেই আসন মনে হয়।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
জুন বলেছেন: আমি সামুতে এসেই প্রথম কম্পিউটার চালানো শিখেছি নতুন। আগে বিভিন্ন গেমস খেলতে আর গল্পের বই পড়তে আসতাম আর তা খুলে দিতো আমার ছেলে বা স্বামী। ব্লগে এক বছর পর্যন্ত ভার্চুয়াল কী বোর্ডে লিখতাম। আজ আমার এই বিষয়ে যতটুকু অর্জন তার সবটুকু কৃতিত্বই সামহোয়্যারইন ব্লগের। শুভ জন্মদিন সামু
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৩
নতুন বলেছেন: ব্লগে এসে বাংলা টাইপিং শিখেছি। প্রবাসে বাংলাদেশীদের কমিউনিটিতে থাকতে পেরেছি। এবং ব্লগারা চিন্তা চেতনায় অনেক পরিপক্ক এবং এডভান্সড তাই অনেক নতুন কিছু শিখেছি তাদের কাছ থেকে।
যারা সামু ব্লগের এসেছে এবং এর থেকে কিছু পেতে চেস্টা করেছে তারা অবশ্যই কোন না কোন ভাবে লাভবান হয়েছে।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর বয়স যতই বাড়ুক, আপনি কিন্তু আজীবন নতুন
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৫
নতুন বলেছেন: ব্লগে একটা ঢু মারা এখন একটা নেশার মতন। লেখার মতন সময় হয় না কিন্তু পড়ে আসি প্রতিদিন।
যদি দেখেন নতুন নামটা আর প্রথমে নাই তবে মনে করবেন যে নতুন দুনিয়াতেই হয়তো পুরান হয়ে গেছে
৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
সামহোয়্যরইন ব্লগ পেজ খুলে যার নাম সবার উপরে দেখতে পাই তিনি “নতুন” - আপনি এ্যালিয়েন নাতো?
ব্লগের যে কজনকে খুব পছন্দ করি তার মধ্য আপনি একজন। করোনা প্রকোপ শেষ হোক আল আইন আর রাস আল খ্যাইমা আমার কাজ আছে, আমি দুবাই হয়ে যাবো।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৫
নতুন বলেছেন: আমি সামুর ডাইনোসার
আরব আমিরাতে আশার আগে জানাবেন। দেখে হবে।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৩
মুরাদ বেগ বলেছেন: সামুতে এসে অনেক কিছু পেয়েছি। সামু ব্লগের জয় হোক, সকল ব্লগারদের জন্যে শুভকামনা।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৪
নতুন বলেছেন: সামুতে এসে অনেক ভালো লেখকের সাথে ইন্টারেক্টিভ আলোচনার সুযোগ হয়েছে। অনেক বিষয়ে আলোচনা করেছি, অংশ নিয়েছি।
গঠন মুলক আলোচনা সোসাল মিডিয়াতে হয় না যেটা ব্লগে সম্ভব।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৪
এইচ তালুকদার বলেছেন: সাত বছর ধরে সামুর সাথে আছি,কত ভালো মন্দ সময়ের যে সঙ্গী হয়েছে সামু এখন তা গুনে রাখতেও ভুলে গেছি।
সামুর জন্মদিনে শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৬
নতুন বলেছেন: ইন্টারনেটে গঠন মুলক কিছু সেখার জন্য খুবই ভালো একটা মাধ্যম। সোসাল মিডিয়ার ঝলক তাদের মালিকের টাকা বানানোর জন্য।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৬
ঢুকিচেপা বলেছেন: “ বিদেশের জীবনে একটুকরো মরুদ্যানের মতন পেয়েছিলাম সামু কে।”
এই কথাতেই বোঝা যায় অনুভূতির অবস্থা। অল্প কথায় বেশ ভালো লিখেছেন।
জন্মদিনে শুভেচ্ছা রইল।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৭
নতুন বলেছেন: ২০০৬ এ রুমেট কয়েক জন ছাড়া বাংলাদেশীকে কাছে পেতাম না। কিন্তু সামুতে সব সময়ই অনেক ব্লগারের সাথে থেকে দেশের থেকে দুরে আছে এই কস্টটা কম হতো
১২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৯
নেওয়াজ আলি বলেছেন: একজন প্রবাসী বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি অগাদ দরদ আছে বলে সুদীর্ঘ পনর বছর শত ব্যস্ততায় বগ্লের সঙ্গে আছে। ধন্যবাদ
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৬
নতুন বলেছেন: ব্লগ এখন নেশা। লিখতে না পারলেও পড়তে আসতে হয়।
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:০২
সোহানী বলেছেন: ভালো লাগলো আপনার ব্লগ স্মৃতিচারন। অবশ্যই সামহোয়ার অনেক প্রাপ্তির মাঝে একটি বড় প্রাপ্তি।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৭
নতুন বলেছেন: ইন্টারনেটে বাংলাভাষার কিছুর মাঝে সামহোয়ারইনব্লগ অবশ্যই অনেক বড় প্রাপ্তি।
আশা করি একদিন ২১শে পদক, স্বাধীনতা পদকে সম্মানিত হবে।
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২
নতুন নকিব বলেছেন:
শুভেচ্ছা সামুর সাথে যুক্ত সকলকে।
আমরা থাকবো না এক দিন। আজ যারা সামুতে আসি। একে একে চলে যাব সবাই। তবু বেঁচে থাকবে সামু। নতুনরা আসবেন। সামুতে আমাদের দেখবেন। এটাই তৃপ্তির। প্রশান্তির। আনন্দের। সামু দীর্ঘজীবী হোক।
যদি দেখেন নতুন নামটা আর প্রথমে নাই তবে মনে করবেন যে নতুন দুনিয়াতেই হয়তো পুরান হয়ে গেছে
-আমিও কিন্তু 'নতুন' এর সাথেই। বলতে পারেন আপনার দলের। 'পুরান হয়ে যাওয়ার' অপেক্ষায় থাকা একজন।
শুভকামনা জানবেন।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৯
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
ব্লগের ভালো দিকটা আমাদের দেশের জনগন ঠিক মতন ব্যবহার করতে পারলোনা বলে মাঝে মাঝে আফসোস হয়।
মন্দজিনিসের কদর আমাদের সমাজে বেশি।
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ১৫ বছর অনেক বড় একটা সময়। সামু অনেক ঘটনার সাক্ষী।
হ্যা আপনি জানেন, আপনি দেখেছেন। সাক্ষী আপনি। কোনো একদিন হয়তো প্রয়োজন পড়লে আপনি তখন চুপ থাকবেন না।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২১
নতুন বলেছেন: ১৫ বছরে অনেক কিছুই দেখেছি।
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯
মনিরা সুলতানা বলেছেন: একজন আন্তরিক এক্টিভ ব্লগার হিসেবে অভিনন্দন আপনাকে।
জন্মদিনে অনেক অনেক শুভ কামনা প্রিয় ব্লগের জন্য।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৬
নতুন বলেছেন: সময় এবং সুযোগ আসলে সবকিছুর পথ তৌরি করে।
চাকুরি, সুযোগ ছিলো বলেই হয়তো এতোটা সময় ব্লগে এক্টিভ থাকতে পেরেছি।
যতদিন সযোগ থাকবে ততদিন ব্লগের সাথেই থাকার ইচ্ছা আছে।
১৭| ১৪ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:২৭
কবিতা ক্থ্য বলেছেন: ১৫ বছর অনেক সময়,
আপনার কাছ থেকে নতুন ব্লগাররা আরো ষহুনটে চায়।
আপনি আরো লিখুন।
১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩০
নতুন বলেছেন: আমি লেখক ছিলাম না কোন কালেই ভাই। আমি পাঠক। মাঝে মাঝে চেস্টা করি কিছু লেখার।
১৮| ১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২১
মিরোরডডল বলেছেন:
ষহুনটে
এটার শব্দটার মানে কি ?
এসেছিলাম একটা ফান শেয়ার করতে কিন্তু এই শব্দ দেখে ভয় পেয়েছি
যাইহোক , এটা কি দেখেছে নতুন , এতো ফানি, সমাজের ভণ্ডদের চিত্র পর্দায় কেমন আর আসলে কেমন
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮
নতুন বলেছেন: ষহুনটে = শুনতে বুঝিয়েছেন মনে হয়। আমিও কয়েকবার বানান করার চেস্টা করেছিলাম। পরে ভাবলাম ভালো কিছুই হবে হয় তো।
ভিডিওটি মনে হয় ভারতের একটা ভিডিও দেখে বানিয়েছে। যেখানে নারীটা কথা বলছিলো আর স্বামী পাশে বসে ছিলো
১৯| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৬
মিরোরডডল বলেছেন:
ভারতের ভিডিওটা দেখিনি । এটা মজা লেগেছে ।
কিছুদিন আগে নতুনকে একটা ম্যাসিভ থ্যাংকস দেবার কথা কিন্তু আমি একদম ভুলে গেছি
ইউ ডিজার্ভ ইট । থ্যাংকস হিপস ! ইউ নো দ্যা রিজন ।
২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৯
নতুন বলেছেন: you are welcome.
কিন্তু চৌধুরি সাহেব আমাকে তার ব্লগ থেকে ব্যান করছে
২০| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৭
মিরোরডডল বলেছেন:
ও কিছু না, সেটা আমাকেও করেছে । আই ডাউট এ কাজটাও ঠিকমত করতে পেড়েছে কিনা
নতুনের কমেন্টের যে রিপ্লাই দিয়েছিলো, আমি অনেক হেসেছি ওগুলো দেখে ।
আমার ওনার জন্য একটু মায়াও লাগে । কেনো যেনো মনে হয় অতিরিক্ত বোকা ।
Think about it, যে মানুষগুলোকে প্রতিদিনের দৈনন্দিন জীবনে ওনার সাথে চলতে হয় পরিবার ও কর্মক্ষেত্রে,
তাদেরকে প্রতিনিয়ত এই প্যারা সন্দেশ খেতে হয় ।
Thanks God ! We’re not one of them
২১| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৫
নতুন বলেছেন: আমি উনাকে এই জিনিসটাই বোঝাতে চেয়েছি।
উনি ব্যক্তি জীবনের কোন কারনে বিরক্ত সেটা নিয়ে সবার সাথেই হয়তো এমনটা করেন। উনার কাজে যে পাশের মানুষ বিরক্ত সেটা উনি বুঝতে পারেনা ।
যাই হোক সবাই ভালো থাকুক, সুখে থাকুক।
২২| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১০
খায়রুল আহসান বলেছেন: সামহোয়্যরইন ব্লগ এর পঞ্চদশ বর্ষপূর্তিতে এর প্রতিষ্ঠাতা, পরিচালকবৃন্দ, সকল ব্লগার, পাঠক এবং লেখকগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
এ গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণ করে আপনি পোস্ট লিখেছেন, এজন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
ব্লগকে উপলক্ষ করে যারা লেখক এবং সচেতন পাঠক/আলোচক হয়ে আত্মপ্রকাশ করেছেন, আমিও নিঃসন্দেহে তাদেরই দলে।
পোস্টে নবম ভাল লাগা + +।
২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪১
নতুন বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই
২৩| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৫২
মেহবুবা বলেছেন: এখুনি চাঙ্কুকে ১৫ বছর পূর্তির কথা লিখে এলাম! তুমি তো দেখছি ওর থেকে ৩ বছরের বড়!
তবে তোমরা যে আসলে কে কার "জেডা" বোঝার উপায় নাই।
পুরোন কেউ কেউ আসে ব্লগে, ভালো লাগে দেখে। আবার অনেকদিন কারো অনুপস্থিতি ভাবনায় ফেলে!
এখানে অদেখা অচেনা মানুষেরা নানান আঙ্গিকে ভাবনায় ঢুকে পড়ে, সবাই ভালো থাকুক।
১১ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
নতুন বলেছেন: চান্কুর জেডা ডাক খুবই মিস করি। ওনি ও জীবন নিয়ে ব্যস্ত, সময়ের পার্থক্যের জন্য অনলাইনেও দেখিনা। অবশ্য ওনি নেটে একটিভ তেমন থাকেনা।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: সামু সারাদুনিয়ার সকল বাংলা ভাষী দেরকে এক সুতায় বেধে রেখেছে । তার জন্য সামুকে এবং সকল ব্লগার কে শুভেচছা।