নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

বাকেট লিস্ট ( বালতি তালিকা) জীবনে কি কি করার ইচ্ছা আছে আপনার?

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৪

বাকেট লিস্ট, মুভি দেখে মনে হইলো আসলেই তো আমার জীবনে বেশ কিছু জিনিস দেখার ইচ্চা আছে মরার আগে.... :)

আমার কিছু ইচ্চার কথা নিচে দিলাম, আপনাদের কি কি আছে বাকেট লিস্টে???

*Aurora দেখতে যাওয়া, সাথে বরফের দেশেও ঘোরা হয়ে যাবে। পাহাড়,সাগর,মরু দেখেছি কিন্তু বরফ দেখা হয়নাই এখনো।



* ডেড সী তে সাতার কাটা




*কালা পাতথার থেকে মাউন এভারেস্ট দেখা, অথবা বেস ক্যাম্প পযন্ত যাওয়া।



*জাগজিত সং এর লাইভ কনসার্ট শোনার ইচ্ছা ছিলে এটা পুরুন হবার নয়। :(


*মিশরের পিরামিড দেখতে যাবার ইচ্চা আছে।


ছোট্ট এই জীবনে অনেক কিছুই দেখা হলেছে কিন্তু সবচেয়ে আজিব জিনিস হইলো মানুষ। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাছ থেকে দেখার সৌভাগ্যই মনে হয় সবচেয়ে বড় পাওয়া জীবনে।

মন্তব্য ৫১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২২

নয়ন বড়ুয়া বলেছেন: আমার খুব ইচ্ছা ১০০টা দেশ ঘুরা...
বেশিও না, আবার কমও না...

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৫

নতুন বলেছেন: শুধু ১০০ টা দেশ ঘুরতে ইচ্ছা?

তাহলে আপনার উদ্দেশ্য ১০০ সংখ্যাটা পুরা করা, বিশেষ কিছু দেখা না। :|

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



আমার ইচ্ছা, বাংলাদেশের গ্রামে বাস করা।
আপনার পোষ্টের শেষ লাইনটা ভালো লেগেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

নতুন বলেছেন: মানুষের সাথে পরিচয় এবং তাদের জানতে পারালে অনেক ভুল ধারনা ভেঙ্গে যায়।

আমাদের দেশের মানুষের মনে অনেক ভুল ধারনা ভেঙ্গে যাবে যখন বিশ্বের সকল সমাজের মানুষের সাথে তাদের পরিচয় হবে, তারা বুঝতে পারবে মানুষই সবার আগে তার পরে অন্য সব কিছু।

আরেকটা জিনিস বুঝতে পারবে যে দুনিয়াতে ভালো মানুষের সংখ্যাই বেশি।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৯

জুন বলেছেন: আমার ইচ্ছে করে গ্রীস ইস্তাম্বুল আর জাভার বরবদুর দেখতে । জানিনা পুরণ হবে কি না ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪১

নতুন বলেছেন: অবশ্যই হবে :) ইচ্ছা থাকলে উপায় হবেই।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩১

হাসান মাহবুব বলেছেন: জীবনে যদি একবার অরোরা দেখতে পারতাম!

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৩

নতুন বলেছেন: আসলেই জীবনে যদি একবার অরোরা দেখতে পারতাম! :)

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৭

আহমেদ জী এস বলেছেন: নতুন,





সব ইচ্ছেগুলোর সাথে সাথে নিত্যদিন "মানুষ" দেখার ইচ্ছেটাও পুরণ হওয়া চাই ................

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৫

নতুন বলেছেন: মানুষ দেখে অনেক কিছু জানা যায়।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩১

ঢুকিচেপা বলেছেন: আপনার ইচ্ছার লিস্ট জেনে গেলাম।
লাইভ কনসার্ট দেখার ইচ্ছা আর কোন কালেই সম্ভব না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৯

নতুন বলেছেন: জগজিত সিং এর গানে জাদু আছে সেটা সামনা সামনি দেখার খুব ইচ্ছা ছিলো।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৯

কল্পদ্রুম বলেছেন: বাকেট লিস্ট নিয়ে ভেবে চিন্তে দেখতে হবে। আপাতত বাংলাদেশের সব কয়টি জেলা তাদের গুরুত্বপূর্ণ জায়গাসহ ঘুরবার ইচ্ছা আছে। 'দ্য বাকেট লিস্ট' নামের সিনেমা আছে একটা। বেশ ভালো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০১

নতুন বলেছেন: বাকেট লিস্টে জীবনে কোন কিছু এক বার হলেও করতে ইচ্চা করে এমন কিছু স্থান পায়।

যেটা মরার আগে করে মরেও মনে শান্তি পাবে তেমন কিছু। যেটা আগে কখনো করে ন নাই।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: আমারও কিছু ইচ্ছা আছে। বল কোনো একসময়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০১

নতুন বলেছেন: বলুন এখানে সবাই জানুক।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১২

কবিতা ক্থ্য বলেছেন: গ্রেট ব্যরিয়ার রীফ এ ডাইভ দেওয়ার ইচ্ছা আছে।
আরমিন ভ্যান বুরেন এর কনসার্ট দেখার ইচ্ছা আছে- আমস্টার্ডম এ।
১ মাসের ১ টা ইউরোপ ট্যুর আর ১ মাসের ১টা ইউ এস ট্যুর চাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৩

নতুন বলেছেন: খুবই ভালো ইচ্ছা। :)

সকল ইচ্ছা পূর্ণ হউক :)

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই যে এতকিছু। তার সবই তো মানুষের আবিস্কার। খোঁজে খোঁজে বের করা। মানুষের ভেতর এর চেয়েও আরো ব্যাতিক্রম আছে অনেক কিছু। মানুষ দেখা পূর্ণ হোক। সেই সব বাকেট লিস্টের স্থানগুলো দেখার পর মানুষের চেহারায় কেমন অনুভূতি ফুটে ওঠে অন্তত তা দেখতে সেসব স্থানে যাওয়া হোক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৪

নতুন বলেছেন: মানুষকে জানা, বিভিন্ন সমাজে গিয়ে কিছু দিন থাকা, তাদের উতসবে থাকা জটিল একটা অভিঙ্গতা।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

অপু তানভীর বলেছেন: আমার অবশ্য দেশের বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছে হয় নি কোন দিন । বাইরে যাওয়ার ভেতরে কেবল আজান্তাকেভ দেখার ইচ্ছে । দার্জিলিং শিলিগুরি এবং খুব বেশি হলে রাজস্থান । ব্যাস । দেশের বাইরে এই ।

পুরো দেশ ঘুরে দেখার ইচ্ছে যার অনেকটাই শেষ হয়ে গেছে । অনেক দিন ধরে জোতলং পর্বতে ওঠার শখ ছিল সেটা গত শুক্রবার উঠেছি । দেশেরই আরও দুই তিনটা পাহাড়ে ওঠার ইচ্ছে আছে, সাফাতে উঠবো । আর আরেকবার জাদিপাইয়ে যাওয়ার ইচ্ছে আছে ! ঘুরাঘুরির এই বালতি তালিকা !

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৫

নতুন বলেছেন: দেশের ভেতরে চন্দ্রনাথ পাহাড়ে উঠা আর কক্সবাজারে বেড়াতে যাওয়াই মনে হয় উল্লেখযোগ্য। দেশের বাইরে কামলা খাটতে এসেই সব কিছু দেখা।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২০

নীল আকাশ বলেছেন: আমার মিশরের পিরামিড দেখার খুব শখ। ইনশা আল্লাহ একদিন দেখতে যাবো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৮

নতুন বলেছেন: আমারও মিশরের সভ্যতা দেখার খুব ইচ্ছা।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম সবার মন্তব্য গুলো পড়তে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫

নতুন বলেছেন: :)

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৪

ভুয়া মফিজ বলেছেন: অরোরা বোরেলিস দেখার এটেম্প্ট নিয়েছিলাম দুই বার। দুই বারই আবহাওয়া ভালো না থাকায় দেখতে পারি নাই। অনেক কষ্ট হয়, আর ইচ্ছা নাই। ডেড সী, পিরামিড আমার লিষ্টেও আছে। ইন ফ্যাক্ট, করোনা হানা না দিলে আমার দেখা হয়ে যেতো গত বছরই। বেইজ ক্যাম্প থেকে এভারেস্ট দেখারও ইচ্ছা আছে। তবে, বেইজ ক্যাম্পে যাবো হেলিকপ্টারে, ট্র্যাকিং করে যাওয়া সম্ভব না। দেখা যাক, কপাল খোলে কিনা!!

আরো বহু কিছু আছে বালতিতে। করোনা যাওয়া পর্যন্ত বেচে থাকলে যাবো এক এক করে। তবে জুন আপার আগেই ইস্তান্বুল বেড়ানোর কারনে অপরাধবোধে ভুগি সব সময়ে। B-)

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৬

নতুন বলেছেন: এই গুলান দেইখা আমাদের জন্য পুস্টাইয়েন। :)

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৮

অন্তরন্তর বলেছেন: আসলেই সবচেয়ে আজব দেখার জিনিস হল মানুষ। আপনি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন এটাই সবচেয়ে বড় পাওয়া। আমাদের কত ভুল ধারণা আছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সম্পর্কে সেটা চলে যেত আশা করি যদিও আমি সবজান্তা টাইপ ছাড়া। অরোরা, অরোরা আর এমাজন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭

নতুন বলেছেন: হুম আমার বিভিন্ন দেশের মানুষের ভিন্নতা ভালোই লাগে।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১২

ঢাবিয়ান বলেছেন: আপাতত একটাই ইচ্ছা সেটা হচ্ছে দেশে যাওয়া। কোভিডের কারনে আরোপিত এখানকার কঠোর কোয়ারেন্টাইন সিস্টেম দ্রুত উঠে গেলেই দেশে যাবার অপেক্ষায় আছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৯

নতুন বলেছেন: দেশে যাওয়া তো সবারই লিস্টে থাকে।

বিদেশে থাকতে থাকতে একটা সময় মানুষ হাপিয়ে উঠে। দেশ তো নিজের বাড়ী, আর বিদেশ হইলো হোটেলে থাকা।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৬

মিরোরডডল বলেছেন:




নতুন আর ইউ ওকে ? আমিতো চিন্তিত হয়ে গেলাম নতুনের শরীর মন ভালোতো :``>>
সামথিং মাস্ট বি রং । এটা কি করে সম্ভব বছর ঘুরলেও যে পোষ্ট দেয়না সে দুদিনের ব্যবধানে দুটা পোষ্ট B:-)
সিরিয়াসলি !!!!

:)

০১ লা মার্চ, ২০২১ বিকাল ৩:৪২

নতুন বলেছেন: অফিসে কাজ একটু কম ছিলো কয়েক দিন তাই একটু সময় পেলাম।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৮

মিরোরডডল বলেছেন:



ওয়েল, আমারতো বাকেটে হবেনা । ওভারফুল হয়ে যাবে । আমার হবে ড্রাম লিস্ট :)
যাই হোক সেই লিস্টে আর না যাই । একটা ম্যাচ করেছে নতুনের সাথে ।
আমারটা অবশ্য লোকাল Aurora Australis Southern lights যেটা তাসমানিয়া থেকে দেখা যায় ।
ইচ্ছে আছে, জানিনা কবে হবে ।








ইয়েস, ইউ আর সো রাইট । সবচেয়ে বেস্ট হচ্ছে মানুষ দেখা । বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের জীবন, তাদের লাইফস্টাইল, কালচার, খুব কাছ থেকে মানুষের জীবন দেখা, অনুভব করা এটাই সবচেয়ে বড় অভিজ্ঞতা । গুড লাক !


০১ লা মার্চ, ২০২১ বিকাল ৪:১৯

নতুন বলেছেন: লাইভ ক্যামেরায় দেখলাম। সত্যি গিয়ে দেখা হবে কিনা জানি না :)

https://explore.org/livecams/zen-den/northern-lights-cam

১৯| ০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০০

মিরোরডডল বলেছেন:




নতুনের দেয়া লিংকটা ন্যাচারাল মনে হয়েছে ।
সাধারণত ফটো বা ভিডিও কিছুটা এডিট করে মনে হয় । সামনে কি সত্যিই এরকম হবে !
এরকম দেখতে পাওয়া আসলে বিরল, টাইম ম্যাচ করে মেলানো কঠিন ।
Autumn & Spring is the best time to watch in Tasmania, if lucky enough.
থ্যাংকস ফর লিংক ।




০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

নতুন বলেছেন: আমি লিংকটা দিয়েছি লাইফ ক্যামের, বিশ্বে অনেক শহরে লাইফ ওয়েব ক্যমেরা অনলাইনে আছে সেটা থেকে ঐ শহরে এখনকার ছবি দেখা যায়।

সময় ঠিক থাকলে ভিডিওর মতন অরোরা দেখতে পারা যেতে পারে। বরফের দেশের মানুষ সমাজ শহর সব মিলিয়ে হয়তো ভালোই হবে।

২০| ১৩ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৪

জুল ভার্ন বলেছেন: জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু পাহাড় আমাকে তেমন টানেনা-যেমনটা পানি আর মানুষ আকর্ষণ করে।

মানুষ চেনা সব থেকে কঠিন কাজ।

১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫১

নতুন বলেছেন: মানুষই সবচেয়ে জটিল জিনিস এই দুনিয়াতে কারন তার মন বোঝা দায়।

এই জন্যই মানুষ দেখা তাদের সমাজ, সংস্কৃতি দেখার মাঝে অনেক আনন্দ আছে।

এক পাহাড়ে গেলে অন্য পাহাড়ে কিআছে সেটা জানতে ইচ্ছা করে।

২১| ২১ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:২৪

মেহবুবা বলেছেন: আসলেই মানুষ বড় বিচিত্র!
ব্লগ মাতিয়ে রাখতো হাসি খুশী চাঙ্কুর কি খবর ?
বেশ কিছুদিন হলো সাড়া পাচ্ছি না, খোঁজ করবার চেষ্টা করেও পেলাম না, একটু চিন্তা হচ্ছে ।
খবর নিয়ে পারলে জিনিও ।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ২:২৮

নতুন বলেছেন: চাঙ্কু নতুন পরিবার, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলো তাই ব্লগে আসা কমিয়েছিলো।

অবশ্য আমিও অনেক দিন তার দেখা পাইনাই। খোজ নিয়ে জানাবো। ফেসবুকেও অনেক কম থাকে মনে হয়।

২২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১০

শায়মা বলেছেন: আমার তো ইচ্ছার শেষ নেই...... :(

কত কিছু যে ইচ্ছা করে কিন্তু সবচাইতে ইচ্ছা ছিলো আরো একবার শান্তি নিকেতনে যাই।

সেটা আর কখনও হবে কিনা জানা নেই।:(

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৪

নতুন বলেছেন: শান্তি নিকেতনে যাবার ইচ্ছা পুরন এখনো সম্ভব। করোনার ভ্যাজাল গেলেই প্লান করে ফেলুন। :)

২৩| ১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩১

সাসুম বলেছেন: এক্টাই ইচ্ছে ও ড্রিম- মেডিটেরিয়ান থেকে যাত্রা শুরু করে একটা ৩৬ ফুট সেইল্বোটে ক্যারিবিয়ানে গিয়ে পৌছানো এবং বাকি জীবন এক দ্বীপ থেকে আরেক দ্বীপে কাটিয়ে দেয়া। ক্যারিবিয়ানের নীল জলেই হোক আমার সমাধি।

খুব বেশি টাকা পয়সার দরকার নেই, এই ধরেন- ৫০০ ডলার হলেই চলে যাবে এক মাস। আপাতত এই চিন্তা ও ভাবনা নিয়ে জীবন আগাচ্ছি। আশা করি আগামি ৭ বছরের মধ্যেই জাগতিক ঝামেলা থেকে মুক্তি নিয়ে চলে যাব। ছেলেটাও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে।

এক্টাই ইচ্ছে ও ড্রিম- মেডিটেরিয়ান থেকে যাত্রা শুরু করে একটা ৩৬ ফুট সেইল্বোটে ক্যারিবিয়ানে গিয়ে পৌছানো এবং বাকি জীবন এক দ্বীপ থেকে আরেক দ্বীপে কাটিয়ে দেয়া। ক্যারিবিয়ানের নীল জলেই হোক আমার সমাধি।

খুব বেশি টাকা পয়সার দরকার নেই, এই ধরেন- ৫০০ ডলার হলেই চলে যাবে এক মাস। আপাতত এই চিন্তা ও ভাবনা নিয়ে জীবন আগাচ্ছি। আশা করি আগামি ৭ বছরের মধ্যেই জাগতিক ঝামেলা থেকে মুক্তি নিয়ে চলে যাব। ছেলেটাও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২৪

নতুন বলেছেন: প্রিয় মানুষ ছাড়া খুব বেশিদিন ভালো লাগবে না ঐ জীবন।

প্রিয় মানুষ সাথে থাকলে সব স্থানেই ভালো লাগে।

২৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৭

গরল বলেছেন: অরোরা দেখার খুব শখ ছিল, দেখেছি, আমার তোলা একটা অরোরার ছবি দিলাম।

সাথে ক্যামেরা না নেওয়ায় আর -৩১ তাপমাত্রায় মোবাইল ৩০ সেকেন্ড হাতে ধরে রাখা কষ্টকর বিধায় ছবি ভালো আশে নাই।
হিমালয় দেখার শখ ছিল দেখেছি, এর পরে আমার ইচ্ছা আছে দক্ষিন মেরু ভ্রমনের।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০৫

নতুন বলেছেন: ডানা আরেকটু বড় হলেই হিমালয় দেখতে নেপাল যাবো।

আর টাকা জমলে ডেড সি আর পিরামিড।

আর মিলিওনিয়ার হলে অরোরা দেখতে যাবো।

২৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩২

শায়মা বলেছেন: কয়টা ইচ্ছা পূরণ হয়েছে ভাইয়া?

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৪২

নতুন বলেছেন: একটাও না আপুনি :((

ডেড সি আর পিরামিড কাছা কাছি দেশে কিন্তু ৩ জন যাইতে হইলে মেলা টেকা লাগবো, আগে টেকা জোগাড় করি ততদিন।

২৬| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: তাড়াতাড়ি সব শখ পূরণ হোক দোয়া করি অনেক অনেক। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.