নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

থিউরি অফ ইভুলোসন নিয়ে দেশের মুসলমানদের ভাবনা এবং বর্তমানের ২ জন ইসলাম ধমালম্বী বিজ্ঞানীর মতামত।

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৬

বিবর্তনবাদের তত্ব নিয়ে ধার্মিকদের মনে বিরাট একটা দ্বীধা কাজ করে। সৃস্টিকতা সবকিছু সৃস্টিকরেছেন এবং মানুষকে মাটি থেকে তৌরি করে তাতে জীবন দিয়েছেন এই কাহিনির বিরুদ্ধে বিরাট একটা তত্ব এই বিবর্তনবাদ।

যদি মানুষ অন্য সব প্রানীর মতনই বিবর্তনের মধ্যেদিয়ে আজকের অবস্থানে আসে তবে সৃস্টিকতার মানুষ তৌরির কাহিনি হুমকির মুখে পড়ে। তাই খৃস্টিয়ান র্ধমালম্বিরা ক্রিয়েশনিস্টরা বিশ্বাস করে ডাইনোসর বলে কিছু ছিলো না। মানুষ ৬ হাজার বছর আগে সৃস্টিহয়েছে।

যেখানে মরক্কোতে জাবেল ইরহুদ এলাকাতে ৩১৫০০০ বছর পুরানো হোমো সেপিয়ান্সের ফসিল পাওয়া গেছে।


যারা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখে তারা বিজ্ঞানীদের পুরানো জিনিসের বয়স নির্ণয়ের পদ্বতী সম্পকে বোঝে এবং তারা জানে এই ৩ লক্ষ বছরের হিসেব মুটামুটি সঠিক।

মানুষ সৃস্টিকতার হাতে তৌরি অন্য সব প্রানীর চেয়ে সেরা এই ভাবনার বিপক্ষে চলে যায় বিবর্তন তত্ব।

কয়েকদিন থেকেই বিবর্তনবাদ নিয়ে ব্লগে আলোচনা চলছে। আলোচনা থেকে বুঝতে পারছি যে বিশ্বাসীদের মাঝে বর্তমানের আধুনিক বিজ্ঞানের অনেক বিষয়গুলি তারা এড়িয়ে আগের দিনের ধারনা নিয়ে বসে আছেন।

বেশির ভাগেরই ধারনা মানুষ বানর থেকে এসেছে।

আসলে মানুষ এবং বানর জাতের প্রানীরা একই পূর্বপুরুষ থেকে এসেছে। এই পরিবর্তন গুলি হয়েছে লক্ষ লক্ষ বছরে তাই আমাদের সময়ে আমরা বিবর্তনের কোন উদাহরন সামনে ঘটতে দেখি না।

যাই হউক। আমি নিচে দুইজন মুসলমান বিজ্ঞানির বিবর্তন সম্র্পকে তাদের মতামত গুলি দিলাম। এখানে তারা বলেছেন যে বিবর্তন একটা প্রমানিত বিষয়। এটাকে উড়িয়ে দেবার মতন কিছুই নাই। শুধু মুসলমান হিসেবে তারা মনে করেন যে অন্য সব প্রানী বিবর্তনের মধ্য দিয়ে আসলেও মানুষকে সৃস্টিকতা সৃস্টি করেছেন। এবং সেটুকু বাদে বিবর্তনের অন্য বিষয়ে তাদের কোন সমস্যা নাই।


https://www.youtube.com/watch?v=F5fN7s7Ds9I&t=535s



https://www.youtube.com/watch?v=DPuoGVlCjZ0&t=1262s


Dr. Rana Dajani এর একটা লেকচার যেখানে আরো বিস্তারিত আলোচনা আছে।


সুত্র:-
* Click This Link
* Click This Link Click This Link
https://www.khanacademy.org/science/biology/her/evolution-and-natural-selection/a/lines-of-evidence-for-evolution

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৬

চাঁদগাজী বলেছেন:



মাটি থেকে হাঁড়ি পাতিল তৈরি হয়।

১৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৩

নতুন বলেছেন: এক হিসেবে সব কিছুই এই পৃথিবি থেকেই সৃস্টি হয়।

সব কিছুই মহাবিশ্ব সৃস্টির সময় থেকেই যেই কনাগুলি ছিলো তারই বিভিন্ন রুপান্তর মাত্র।

শক্তির কোন পরিবর্তন হয় না, রুপান্তর হয় মাত্র।

আর আমাদের শরিরে যেই magnesium, sulfur, silicon, nickel, cobalt, and iron আছে তা সূযের চেয়ে আরো বড় তারার পেটে কুক হয়েছিলে কোন এক দিন।

আমরা সবাই স্টার ডাস্ট :)

২| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: এই পৃথিবীতে জ্ঞানচর্চা শুরুই হয় দর্শন দিয়ে।
চিন্তার মুক্তির জন্য দর্শনের মৌলিক ধারণা রাখা খুবই প্রয়োজন।

১৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৫

নতুন বলেছেন: মুক্ত চিন্তার ভালো।

৩| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে শান্তির প্রথম উৎস "চিন্তা''। তবে দুঃচিন্তা, কুচিন্তা নয়; চিন্তাটা হতে হবে বিষয় ভিত্তিক। অন্ধ বিশ্বাস, কাল্পনিক, অর্থহীন ধর্মীয় চিন্তা নয়।
চিন্তাটা হওয়া চাই মানবিক, সামাজিক কল্যানময়।

৪| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



জীবের শরীর জীবন্ত সেল থেকে গঠিত; মানুষ এখন সেলের কার্যক্রমকে কন্ট্রোল করছে; ভ্যাকসিনের মুল কাজ সেলের সাথে।

১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

নতুন বলেছেন: মানুষ এখন মানব দেহের অনেক সিসটেম কিভাবে কাজ করে সেটা সম্র্পকে জানে।

আগে জানতো না তাই উপরের দিকে তাকিয়ে থাকতো। এখন থাকেনা।

৫| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫১

জাহিদ হাসান বলেছেন: আমি শিশুকাল থেকেই বিবর্তন সম্পর্কে সমস্ত তথ্য ও প্রমানাদি দেখে মেনে নিয়েছি যে মানুষ বাদে সমস্ত প্রাণীর মধ্যে বিবর্তন বিদ্যমান।

১৮ ই মার্চ, ২০২১ রাত ৮:০৯

নতুন বলেছেন: আপনি চিন্তা করেছেন এবং বুঝতে পেরেছেন যে বিবর্তনবাদ ঠিকই আছে।

৬| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫২

জাহিদ হাসান বলেছেন: বিবর্তনের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় সমস্ত প্রাণী প্রজাতি সৃষ্টি হয়েছে।

১৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৭

নতুন বলেছেন: যদি সৃস্টিকতা থাকে তবে সেটা এই মহাবিশ্ব শুরুর প্রকৃয়ার পেছনে ছিলো। তারপরে তার আর কোন কার্যক্রম দেখিনা।

অতীত বা বর্তমানে অথবা ভবির্ষতে সব কিছুই একটা যৌক্তিক ভাবে চলছে এবং চলতে থাকবে।

৭| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৮:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু কিছু মানুষ তাল গাছের গোড়া ধরে বসে আছে।তারা বিজ্ঞান আর ধর্মকে এক করে দেখে।তারা ধর্মগ্রন্থকে বলে বিজ্ঞান ময় কিতাব।তারা বিজ্ঞান আর ধর্মের পার্থক্য বুঝে না।ধর্মের বক্তব্যের পরিবর্তন নাই আর বিজ্ঞান এক চলমান জ্ঞান।

৮| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৩২

রিয়াদ হাকিম বলেছেন: লেখক বলেছেন: শুধু মুসলমান হিসেবে তারা মনে করেন যে অন্য সব প্রানী বিবর্তনের মধ্য দিয়ে আসলেও মানুষকে সৃস্টিকতা সৃস্টি করেছেন।

কিন্তু Molecular Biologist Dr. Rana Dajani (1st video) কিন্তু আপনার একথা বলেননি, বরং মানুষ সহ সকল প্রাণী বিবর্তনের ফল -উনি একথাই বার বার বলেছেন। আর শেখ ইয়াসির কাদি তো জীববিজ্ঞানী নন। উনি উনার ব্যক্তি গত মত প্রকাশ করেছেন যার কোনো প্রমান নাই।

https://www.youtube.com/watch?v=qF375l13Ufw

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৩০

নতুন বলেছেন: ড: রানা বলেন নাই। তিনি বিবর্তনের ফল এবং সেটার পক্ষে অনেক প্রমান আছে সেটার কথাই বলেছেন।

ইয়াসির বলেছেন মানুষ সৃস্টির পদ্বতী সৃস্টিকতার হতে হতে পারে কিন্তু প্রানজগতে বিবর্তনের চেয়ে ভালো কোন ব্যক্ষ্যা নাই।

৯| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৪০

রিয়াদ হাকিম বলেছেন: Dr. Rana Dajani - এই লেকচার টি দেখতে পারেন।

Teaching Evolution to Muslim Students by Dr. Rana Dajani

১০| ১৯ শে মার্চ, ২০২১ ভোর ৪:২৪

অনেক কথা বলতে চাই বলেছেন: ভাই আপনি কি লিংক দিলেন, আমি তো মহিলার fan হয়ে গেলাম! Youtube-এ আরেকটা ভিডিও পেলাম যেটা আরও complete। কি সুন্দর presentation। একেবারে জাত scientist!

সবাইকে অনুরোধ, এই লিংকটা দেখার:
Teaching Evolution to Muslim Students by Dr. Rana Dajani
https://www.youtube.com/watch?v=qF375l13Ufw

Basically, উনি যা যা বললেন, তার মাঝে কিছু:
Muslim-দের কোন সমস্যা ছিল না শুরুতে, evolution নিয়ে। ছিল Christian-দের। আর, বেচারা ডারউইনকে hijack করেছিল (এখনও করে) বিভিন্ন ধান্দাবাজ group তাদের নিজস্ব agenda গুলোর জন্য। আমরা নিজেরাও evolution ঘটাই, জেনে বুঝে। Naturally তো হয়েই চলছে সব সময়।

যাদের ইসলাম নিয়ে আগ্রহ কম। তারাও লিংকটা দেখুন, প্লিজ। অন্তত, ঝগড়া করার ইচ্ছাটা হয়তো কমবে।

২১ শে মার্চ, ২০২১ দুপুর ২:২২

নতুন বলেছেন: উনি খুব পরিস্কার ভাবেই বলেছেন যে বিবর্তন চলমান এবং নিটা নিয়ে কোন সন্দেহের অবকাশ নাই।

১১| ১৯ শে মার্চ, ২০২১ ভোর ৪:৩০

অনেক কথা বলতে চাই বলেছেন: রিয়াদ ভাই, আপনি আর আমি একই লিংক পোস্ট করেছি। জানলাম যে আমি ছাড়াও আরেকজন ওটা দেখেছে।

১২| ১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৩

রিয়াদ হাকিম বলেছেন: লেখক বলেছেনঃ আমি নিচে দুইজন মুসলমান বিজ্ঞানির বিবর্তন সম্র্পকে তাদের মতামত গুলি দিলাম। ... শুধু মুসলমান হিসেবে তারা মনে করেন যে অন্য সব প্রানী বিবর্তনের মধ্য দিয়ে আসলেও মানুষকে সৃস্টিকতা সৃস্টি করেছেন। এবং সেটুকু বাদে বিবর্তনের অন্য বিষয়ে তাদের কোন সমস্যা নাই।

যেহেতু Dr. Rana Dajani আপনার এই কথা বলেননি, তাই আপনার একথাটি ("শুধু মুসলমান হিসেবে তারা মনে করেন";) ভুল। আপনি বলতে পারেন, ইয়াসির কাদি একথা বলেছেন।

আপনি বলেছেন "দুইজন মুসলমান বিজ্ঞানি ..."। ইয়াসির কাদি বিজ্ঞানী একথা কই পেলেন? তার একটা ব্যাচেলর আছে Chemical Engineering - তাও ওই লাইনে কোনো কাজ বা পড়াশুনা উনি pursue করেননি। তার পড়াশুনার ফোকাস ছিল Theology. তার Docotrate degree ও Theology(Islmaic Studies) এ। তাই ইয়াসির কাদিকে বিজ্ঞানী মর্যাদা দিয়ে তার কাছ থেকে Evolution সম্পর্কে না জানাই ভালো। বরং Dr. Rana Dajani যেহেতু অনুজীববিজ্ঞানী, তাই তার মতো যারা এই field এ কাজ করেন তাদের কাছ থেকেই Evolution সম্পর্ক জানা ভালো, তাই নয়কি।

২০ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৩

নতুন বলেছেন: সমস্যা নাই আপনি সঠিক ;)

আমার বক্তব্যটা ইয়াসির বলেছেন এবং ড: রানা কোরানের বিবর্তন মতবাদকে আরো গবেষনা করে দেখতে বলেছেন এবং মানুষও বিবর্তনের মধ্য দিয়েই এসেছে সেটার পক্ষে বলেছেন।

১৩| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:১৮

ডাব্বা বলেছেন: This is good. আরো জানতে হবে। ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩৭

নতুন বলেছেন: না জানলেই অন্ধবিশ্বাসীদের মতন আবল তাবল বলবে মানুষ।

১৪| ৩০ শে জুন, ২০২১ সকাল ১১:৫৫

সাসুম বলেছেন: আমাদের ইন্টার ফেল আরিফ আজাদ দের এসব বলতে যাবেন না। কল্লা ফেলে দিবে। তাদের মতে আকাশ থেকে ধুপ করে পড়েছে মানুষ আর মাজেজা বা অলৌকিকতা আসল বিজ্ঞান । এসব সায়েন্স ফায়েন্স এর বেইল নেই।

৩০ শে জুন, ২০২১ দুপুর ১:৫২

নতুন বলেছেন: এই পোস্ট দেবার পরে কয়েকজনের কিছুটা বোধোদ্বয় হয়েছে মনে হয়। কমেন্টে উল্টাপাল্টা কথা কম দেখি।

১৫| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১:৫৯

সাসুম বলেছেন: আমাদের বাংগু ল্যান্ড এর বাংগু দের ধারনা- এইসব গালগল্প। তারা আকাশ থেকে হুট করে ধুপ করে পড়া থিউরি তে বিলিভ করে।

কালা কুকুরের আর সাপের মাঝে জ্বিন ভুত দেখা জনগন কি করে ইভালুশান বিলিভ করবে?

হাতের ইশারায় চাঁদ ২ ভাগ করে ফেলা ইব্রাহিন্সটাইন এর দল কি করে এস্ট্রোলজি বিলিভ করবে? তাদের কাছে আকাশ মানে ৭ আসমান আর অগনিত হুর গেল্মান এর বেহেস্ত আর মাইর পিট করার দোযগ।

যতদিন জ্ঞান বিজ্ঞানে অগ্রসর না হয়ে সিউডোসায়েন্স কে বাদ দিয়ে সত্যিকার জ্ঞান অন্বেষণ না করবে ততদিন প্যারা মজিদ দের আরিফ আজাদ হয়েই থাকতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.