নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

ভন্ড আমি ভন্ড তুমি ভন্ডে ভরা বঙ্গ ভুমি

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩১


আমাদের বঙ্গ দেশ বরই রঙ্গে ভরা।

দেশে জনগনের ফোনালাপ ফেসবুকে চলে আসে কেউই প্রশ্ন করেনা কিভাবে আসলো, কে করলো?

দেশের ধর্মীয় দলের নেতা ১২-১৫ জন মানুষ মারাযাবার পরে নারী নিয়ে ৫ তারা রিসোর্টে আরামকরে অনুসারিরা রাসুল সা: স্ত্রীদের নিয়ে যুদ্ধে গিয়েছিলেন তার উদাহরন দেয়।

মামুনুল কাবিন নামা না দেখিয়ে লাইভে কুরান/হাদিস অনুযায়ী কসম করে শপথকরার কথা বলছেন আর তার অনুসারীরা বলছে হুজুর ঠিকই বলেছেন।

ইন্টারনেটে অনেক ইউটিউব ভিডিও কিভাবে এই জিনিস ভুয়া তা প্রমানের জন্য।

দেশের সকল মিডিয়াতেই ফাস হওয়া ফোনালাপের রেফারেন্স দিচ্ছে কিন্তু কোথা থেকে এটা আসলো এই ব্যাপারে কোন কথা নাই।

সবাই জানে বোঝে কারা এই অডিও ফাসের পেছনে থাকতে পারে কিন্তু সবাই চুপ। তেমনি হেফাজতের সমর্থকরাও বোঝে কখন মানুষ নারী নিয়ে ৫তারা হোটেলে যায় কিন্তু এখানে তারাও জোরে শোরে হুজুরের সমর্থন করছে।


আসলেই আমাদের বঙ্গদেশ বরই রঙ্গে ভরে উঠছে। :)

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৪

অপু তানভীর বলেছেন: এদেশে আসল প্রশ্ন কে কবে করেছে ?
সবাই আছে নিজনিজ ধান্দায় !

০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪২

নতুন বলেছেন: হেফাজতীদের ডিভেন্ডের কায়দায় মনে হয় নেতারা সব ফেরেস্তা তারা ভুল করতেই পারেনা। আর এদের সমর্থন করাটা ইমানী দায়ীত্ব নতুবা ইসলাম বিলিন হয়ে যাবে।

আয়ামীলীগ ক্ষমতায় থাকার জন্য সব কিছূই করছে কারন তারা ক্ষমতায়, প্রশ্ন করার কারুর সাহস নাই।

২| ০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সবাই নিজের অস্তিত্ব খোঁজে অন্যের মুখোশের ভেতর। এই যেমন ধরুন, হেফাজতের ভক্তকুল প্রশ্ন উত্তাপন করে না নিজ পীরের বিরুদ্ধে! আর অন্য সব ধর্মীয় দল ও প্রতিষ্ঠানগুলোও সেই ক্যাটাগরির। নিজদের ভেতর এরা লালন করে অনৈতিকতা ও অপরাজনীতির আদর্শ যেমন আমাদের আওয়ামী বিএনপি।

আমাদের আশা ছিল, আমাদের ধর্ম কেন্দ্রিক দলগুলোর রাজনৈতিক আদর্শ হবে নববী আদর্শের মত কৌশলী। কিন্তু তাদের অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এরা আওয়ামী ও বিএনপির থেকে রাজনীতির শিক্ষাটা নিল।


ভন্ড যেমন আওয়ামিলীগ তেমনি ভণ্ড বিএনপি। এরা স্বার্থের কারণে যেমন বিক্রি করে দেশ তেমনি করছে হেফাজত।
ঘুরেফিরে আমাদের রাজনৈতিক ও অরাজনৈতিক দল সবগুলোর নীতি আদর্শ এক৷

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

নতুন বলেছেন: সেটাই দেখছি দেশে।

বর্তমানে রাজনিতি ব্যবসা মাত্র। ক্ষমতায় থাকলে টেন্ডারবাজী বা ব্যবসায় লাভ করা যাবে।

আয়ামীলীগ আর বিএনপি দুই দলের উদ্দেশ্য একই। আয়ামীলীগ ভারতের বন্ধু বিএনপি পাকিদের।

ধর্ম অনেক আগে থেকেই ব্যবসা। মাজার,পীরের ধান্ধাই সাধারন অন্ধভক্ত মানুষের টাকায় চলে।

আগামী কাল মাজার.পীরের দরবারে টাকা পয়সা নেওয়া বন্ধ করুন, ২ দিন পর থেকেই পরিচালনার মানুষ খুজে পাবেন না্

ব্যবসায়ীরা যে যেইভাবে পারছে ভ্যাজাল দিচ্ছে নিজের লাভের জন্য। :(

সবাই নিজের পরিবারের জন্য ভালো টুকু রেখে ভ্যাজাল জিনিস বিক্রি করছে তাই বাজারে সবাই ভ্যজাল জিনিস কিনে খাচ্ছে অসুস্থ হচ্ছে।

দেশে নৈতিক হারিয়ে যাচ্ছে তার প্রভাব সবখানেই দেখা যাচ্ছে। :(

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:



আপনার পোশটে আপনি আরেকটু আলোচনা করতে পারতেন! (একেবারে সংক্ষিপ্ত হয়ে গেলো না!)

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

নতুন বলেছেন: আয়ামীলীগ আর হেফাজতের ভন্ডামীর উপরে এই লেখাটা তাই উপরে বর্তমান ঘটনার মুল বিষয়টা আছে।

৪| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৩

স্থিতধী বলেছেন: সাধে কি মহাত্মা লালন বলেছিলেন;

" বেদ বিধির পর শাস্ত্র কানা, আরেক কানা মন আমার
এসব দেখি কানার হাটবাজার ! "

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১২

নতুন বলেছেন: ভন্ডরা নিজের সার্থে সব কিছু সাজতে পারে।

মামুনুল হক এই সময়ে একা একা রিসোটে নারী নিয়ে যাওয়া এবং তার মানবিক বিয়ের কাহিনিই বলে ঘটনা সত্য।

রাজনিতির ব্যবসা সবাই করতে চায়। পীরের ব্যবসা এখন মন্দা তাই জেহাদী জজবায় নেতা হতে চায়বে মানুষ।

৫| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



ধর্ম নিয়ে যারাকথা বলে, তাদের বেশীরভাগই ভুয়া মানুষ।

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৭

নতুন বলেছেন: আমাদের সমাজে নিজেকে ভালোমানুষ হিসেবে দেখানোর জন্য ধর্মকে ব্যবহার করে অনেকেই।

৬| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে কোনো খাটী ধার্মিক নাই। সবই লোক দেখানো।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৪

নতুন বলেছেন: খাটি ধার্মিকের সংখ্যা খুবই কম।

৭| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যারা খাঁটি ধার্মিক তারা খাঁটি ভুয়া মানুষ।

৮| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫২

জুল ভার্ন বলেছেন: প্রাইভেসী শব্দটা রাস্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সরকার হরণ করেছে।

৯| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:২০

মিরোরডডল বলেছেন:




কি বলবো নতুন, এ কাহিনী দেখেতো আমি স্পিচলেস !!!
আমার মনে হয়েছে এখানে সবাই কমবেশি রেস্পন্সিবল ।

• নতুনের প্রশ্ন ফোনালাপ আসলো কি করে , এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার । সভ্য দেশে ইনভেস্টিগেশনের প্রয়োজনে করে থাকলেও সেটা আইনের আওতায় থাকে, প্রয়োজনে কোর্টে সাবমিট করে । আর এখানে ওপেন ফর এভরিওয়ান । তবে ভালো দিক হচ্ছে এ কারনে মানুষ জানতে পারলো পর্দার আড়ালে কি হয় !

• করোনার মাঝে কিসের সোশ্যাল ডিস্টেন্স কিসের কি, যেভাবে পাবলিক লাঠিসোটা নিয়ে হাজির, আইন হাতে তুলে নিয়েছে, এটাও অস্বাভাবিক ।

• আর ভন্ড ধার্মিকের কথা, সেটা রীতিমতো আনবিলিভেবল !!! ওনারতো প্রত্যেকটা স্টেপ অন্যায় । এই যুগে এসেও যে মানুষ ধর্মের অজুহাতে একাধিক বিয়ে করে, তাও গোপনে না জানিয়ে এটাতো এক কোথায় ক্রিমিনাল অফেন্স । এরা কেমন করে লিডার আর মানুষও কেমন করে ওদের অনুসরন করে, তাহলে এই সমাজ থেকে আমরা কি আশা করতে পারি । সবচেয়ে অবাক হই, যখন দেখি আশেপাশের শিক্ষিত সভ্য বলে দাবি করা মানুষরাও এই ভণ্ডামিকে সমর্থন করে ।





আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.