নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
ডানার স্কুলে শীতকালীন ছুটি চলছে। ছুটির মাঝে জরুরি ভিক্তিতে দেশে যেতে হয়েছিলো দুই সপ্তাহের জন্য, তাই ওদেরকে বেশি সময় দেওয়া হয়নাই। ভাবলাম ছুটি শেষ হবার আগেই কোথাও একটু ঘুরে আছি।
ইট পাথরের লম্বা দালানের শহরে থেকে আর কৃত্তিম দ্বীপে কামলা দিয়ে হাপিয়ে উঠছিলাম আমিও। তাই পাহাড়ে ঘুরতে যাব বলে গুগুলে ঘুরতে ঘুরতে হাত্তা গেস্ট হাউজের সকালের নাস্তা সহ ১ রাতের প্যাকেজ পছন্দ হলো। ৫০০ দিরহাম অর্থ ১১৭৫০ টাকা । এটাই সবচেয়ে সস্তা। অক্টবরের থেকে গরম কমে যায় এখানে তাই নভেম্বর থেকেই হোটেলের ভাড়া বাড়তে থাকে। ডিসেম্বর মাসে আরবদেশে মানুষ ক্যম্পিং, হাইকিং এ যায়।
আমরা ২৭ ডিসেম্বর এ সকালে ১০টার দিকে দুবাই থেকে হাত্তার উদ্দেশ্যে রওনা দিলাম।
হাত্তার পাহাড় দেখা যাচ্ছে
দুবাই থেকে হাত্তা ১৩৭ কিমি: জিপিএস দেড় ঘন্টা দেখাইতেছিলো। হাত্তা পৌছানোর ২৫ কিমি আগে ভুল পথে যাওয়া আরো ২৫ কিমি: পথ বেশি ঘুরতে হয়েছিলো।
দুপুর ১২টার আগেই হোটেলে গিয়ে পৌছলাম কিন্তু রুম পরিস্কারের জন্য আরো সময় দরকার ওদের। তাই আমরা বাইরে ঘুরতে গেলাম। পাশেই ওয়াদি হাত্তা পার্কে গেলাম।
ছোট ছিমছাম গোছানো পার্ক। হাটার জন্য রাস্তা, ব্যায়াম করার জন্য কিছু যন্ত্রপাতি, বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে। মাঝখানে বড় পতাকা।
(ইন্সটাগ্রাম রিল) https://www.instagram.com/p/CX_Dj1nhxlX/
এখানে হাটাহাটি করে খেদা লাইগা গেলো, গুগুল রিভিওতে দেখলাম যে তানুর রেস্টোরেন্ট খুবই জনপ্রিয়। তানুর ল্যাম ওডার করলাম।
মেনু
তানুর ল্যাম (স্লো কুক করা ভ্যাড়ার মাংস আর এরাবিক রাইস)
অল্প তাপে অনেক সময় নিয়ে রান্না করা মাংস সাথে এরাবিক রাইস। মাংস খুবই সুস্বাদু এবং এতোই নরম যে হাড় থেকে আলাদা হয়ে যায়।
খাবার পরে হোটেলে চেক ইন করলাম।
এক পাশে পাহাড়, পাশে ছোট একটা জ্বলাশয়।
(ইন্সটাগ্রাম রিল) https://www.instagram.com/p/CX_5coxhZke/
হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বের হোলাম হ্যারিটেজ ভিলেজ আর হাত্তা লেকে সুর্যাস্ত দেখার জন্য।
চলবে....
আগামী পর্বে থাকবে হাত্তা মৌমাছি গার্ডেনের কথা...
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪০
নতুন বলেছেন: ধন্যবাদ। বেশি লম্বা হয়ে যাবে বলে ২/৩ পর্ব করবো।
২| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মধু কিনেছিলেন?
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫১
নতুন বলেছেন: মধু টেস্ট করেছিলাম ৫/৬ রকমের। ওদের একটা গাইডেড টুর আছে। বাচ্চাদের জন্য খুবই ভালো।
দাম অনেক বেশি। প্রায় ৬৫০০টাকা কেজি
৩| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:০০
আখেনাটেন বলেছেন: এ তো ওমানের কাছে.....
স্থানীয় বাদে বাইরের টুরিস্ট কেমন দেখলেন?
০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪২
নতুন বলেছেন: বাইরের টুরিস্ট কম। হাত্তা লেক বন্ধ তাই লোক সমাগম কম। তবে হাইকিং এর জন্য অনেকেই হাত্তা যায়।
৪| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:১৮
নান্দনিক নন্দিনী বলেছেন: এই পোস্ট পড়ে তো আমার এখন পাহাড়ে ঘুরতে যেতে ইচ্ছে করছে।
'কবে যাব পাহাড়ে, আহারে, আহারে...' আপাতত এই গানটা শুনে আগামী দুই মাস অপেক্ষা করতে হবে।
০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৪
নতুন বলেছেন: ডানা আর আমি দুজনে মিলে আধা ঘন্টার মতন হাইকিং করেছিলাম। শারমিন এডভেন্শুচার হাবএর ঐখানে বসে ছিলো। পাহাড়ে কয়েক ঘন্টা ঘুরাঘুরি করতে পারলে আরো মজা হতো।
৫| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৫২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসল মধুর অনেক দাম।
লিকুইড গউল্ড!
০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৮
নতুন বলেছেন: মৌমাছি যেই মধু আহরন করে সেটাই আসল মধু। চিনি না মেশালেই হয়।আমাদের দেশেও পাওয়া যায়।
অবশ্য হাত্তা হানির দাম বেশি কারন ওরা ঐ রকম করেই মার্কেটিং করেছে ।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৮
নতুন বলেছেন: ধন্যবাদ রানু ভাই।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৯
আহমেদ জী এস বলেছেন: নতুন,
ভালো লাগলো... বাকীটুকুর অপেক্ষায়।
আরব দেশগুলোতে দুম্বার মাংসের রান্না আসলেই সুস্বাদু।
০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬
নতুন বলেছেন: ধন্যবাদ....
আমার খুবই ভালো লাগে এরাবিক স্টাইলে মান্দি, তবে একটু ঝাল হলে ভালো হয়।
৮| ০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, সমস্যা হলো আসল মধু পাওয়া যায় না, ওরা ভেজাল মিশায়। এখনে মধুর অনেক চাহিদা।
০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৩
নতুন বলেছেন: মধুর চাহিদা অনেক। এর গুনও অনেক।
দুবাইতেও ৪৫০ টাকা কেজি মধু পাওয়া যায়। আবার ৮০০০ টাকা্র ও মধু দেখেছি।
হাত্তা হানি বি গার্ডেন ভ্রমন করে এখন নিজেই দেশে মধুর ফার্ম করতে ইচ্ছা হচ্ছে।
৯| ০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৬
মনিরা সুলতানা বলেছেন: আমার ঐ দিকে যাওয়া হয় নাই, সুন্দর লিখছেন।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৯
নতুন বলেছেন: শহরের কোলাহল থেকে দুই এক দিন বাইরে কাটানোর জন্য খারাপ না।
আগামীতে ফুজাইরা যাবার ইচ্ছা আছে, ঐখানে পাহাড়, সাগর দুটাই আছে।
১০| ০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
এই দেখুন অবস্থা! এক লাখ টাকা কেজি!
আমি 100 MGO কিনেছি, এতেই আমার চলছে।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৯
নতুন বলেছেন: মানুকা হানি বলে দাম বেশি, আমাদের দেশে যেমন সুন্দরবনের মধু, কালিজিরা ফুলের মধুর দাম বেশি।
ফুলের কারনে মধুর স্বাদের বেশ পার্থক্য হয়। এই কারনেই দামও বেশি হাকে ব্যবসায়ীরা।
১১| ০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২১
মিরোরডডল বলেছেন:
ডানা বড় হয়ে গেছে ।
মিডল ইস্টার্ন খাবার খুবই মজা ।
পাহাড়ের ভিউটা সুন্দর ।
হ্যাপি নিউ ইয়ার নতুন ।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:০২
নতুন বলেছেন: ডানা এখন গ্রেড ১ এ
মিডিল ইস্টান খাবারের মাঝে মান্দি, কুনাফা, লুকাইমাত এর নাম মনে পড়ছে যেইগুলি বেশি ভালো লাগে।
অবশ্য আমার একটু ঝাল দরকার হয়।
উইসইউ হ্যাপী নিউ ইয়ার।
১২| ০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান ,
এদিকে নির্বাচনের গরম চলছে আর আপনি ঐদিকে পরিবার-পরিজন নিয়ে হাত্তায় গিয়ে আরামসে তানুর ল্যাম খাচছেন - ইডা কি ঠিক হইল?
পরিবার-পরিজন নিয়ে ঘুরা বরাবরই আনন্দের । পুরাতন বছরের শেষের এবং নতুন বছরের শুরুতে আপনার পারিবারিক ভ্রমণ হয়ে উঠুক নিরাপদ ও আনন্দময় - এই দোয়া রইল ।
আর , আগে আওয়াজ দিলে শরীক হওয়ার চেষ্টা করা যেত (মজা করলাম)।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:০৬
নতুন বলেছেন: পরিবার নিয়ে বছরে একটা ভ্রমন দিবো এইটা আমার একটা ভাবনা।
নিবাচন যাদের ব্যবসা তাদের জন্য মৌসুমটা মক্ষুম আমাদের নাা। আমারা ভাই কামলা মানুষ।
আর সময় সুযোগ করে চইলা আসেন, দুবাই ঘুইরা জান।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর অনুভূতিময় পোস্ট। তবে ছবি দেখে মন ভরল না। পাশ্ববর্তী পার্কের সহ আরও কিছু ছবি দেখতে কৌতুহল হলাম। যদিও আপনি পরের পর্বে দেবেন বলেছেন। ছোট্ট ডানাকে অনেক শুভেচ্ছা। আগামী পর্বের অপেক্ষায় রইলাম।
নিউ ইয়ারের শুভেচ্ছা আপনাকে।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:২০
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই। তবে কিছু ছবি ক্যমেরাতে তোলা এখনো কম্পিউটারে নেওয়া হয় নাই।
আর ইনস্টাগ্রামের ভিডিও দিয়েছি ২টা ... ভালো লাগবে আশা করি।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৩
ঢুকিচেপা বলেছেন: ভ্রমন কাহিনি পড়তে পড়তেই শেষ হয়ে গেল ?
মৌমাছি পর্বের অপেক্ষায় রইলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:০৭
নতুন বলেছেন: বেশি লম্বা না করতে পর্ব করলাম, এখন মনে হচ্ছে বেশি ছোট হয়ে গেছে
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩৪
চাঙ্কু বলেছেন: মধুর এত দাম কেন, জেডা?
ক্যাম্পিং করার জন্য মনে হচ্ছে ভাল জায়গা! পাহাড়ে-টাহাড়ে গেলে হোডেলে থাকতে ভাল লাগে না!
০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৫
নতুন বলেছেন: জেডা মধুর দাম হয় কি ফুল তার উপরে। কিছু ফুলের খাটি মধুতে অনেক উপকারী ঔষুধি গুন থাকে তার উপরে দাম বেশি হাকে।
আমি পাটি কিনছি, এখন তাবু আর বাকি জিনিসও কিনবো আগামীতে।
১৬| ০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
মেহবুবা বলেছেন: ভ্রমনের বৃত্তান্ত জানলাম, তবে খাবারের কথাটাই বেশী মনে থাকছে।
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০২
নতুন বলেছেন: আরো খাবার আসতেছে ।
১৭| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর বর্ণনার সাথে আরও সুন্দর ছবি পোস্টে প্লাস! +
০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৫
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
১৮| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আহমেদ জী এস ভাই বলেছেন: আরব দেশগুলোতে দুম্বার মাংসের রান্না আসলেই সুস্বাদু। - সত্যি সত্যি তুলনাহীন স্বাদ। মান্দি মাডঘোট একবার খেলে মনে রাখার মতো খাবার।
১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৬
নতুন বলেছেন: আরব দেশের স্থানীয় খাবারের মধ্যে মান্দি আমাদের বিরিয়ানি এর মতন সমাদৃত
আফগানিস্তানি স্টাইল পোলাও ও খুবই সুস্বাদু।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৮
সোবুজ বলেছেন: আগামি পর্বের অপেক্ষায় থাকলাম।